17/06/2025
নিশ্চয়ই, নিচে বিয়ে সহজ হওয়ার জন্য পবিত্র কুরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত এবং প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর হাদীস উল্লেখ করা হলো, যা আরবি মূল, বাংলা উচ্চারণ (যথাসম্ভব যবর, জের, পেশসহ) এবং বাংলা অনুবাদসহ উপস্থাপন করা হয়েছে:
📖 কুরআনের আয়াতসমূহ
১. সূরা আল-ফুরকান, আয়াত ৭৪
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ বানাও।
২. সূরা আল-বাকারা, আয়াত ২০১
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখিরাতে কল্যাণ দান কর এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর।
৩. সূরা আল-আনবিয়া, আয়াত ৮৯
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
হে আমার পালনকর্তা! আমাকে একাকী রেখো না, আর তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী।
৪. সূরা আল-আনফাল, আয়াত ৬৩
لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَـٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ
যদি তুমি পৃথিবীর সবকিছু ব্যয় করতেও পারো, তবুও তাদের হৃদয়ের মাঝে বন্ধন সৃষ্টি করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মাঝে বন্ধন সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
৫. সূরা আল-বাকারা, আয়াত ১২৮
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে তোমার অনুগত বানাও এবং আমাদের বংশধরদের মধ্য থেকে তোমার অনুগত এক জাতি তৈরি কর। আমাদের ইবাদতের পদ্ধতি দেখাও এবং আমাদেরকে ক্ষমা করো। নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী, পরম দয়ালু।
📜 হাদীসসমূহ
১. সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৬
يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে; কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে পবিত্র রাখে। আর যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে; কারণ এটি তার জন্য ঢালস্বরূপ।
২. মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৩০৯৬
إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي
যখন কোনো বান্দা বিবাহ করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে ফেলে; অতএব, অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করুক।
৩. আবু দাউদ, হাদীস নং ২০৪৬
تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ
তোমরা এমন স্ত্রীদের বিবাহ করো, যারা স্বামীদেরকে ভালোবাসে এবং অধিক সন্তান জন্ম দেয়; কারণ আমি কিয়ামতের দিন তোমাদের সংখ্যার মাধ্যমে অন্যান্য উম্মতের উপর গর্ব করব।