12/01/2025
> হৃদয়কে ভালোবাসুন ও যত্ন নিন❤️🩹
হৃদপিন্ড হচ্ছে মানুষের শরীরের একমাত্র অঙ্গ, যেটা আমাদেরকে সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখে, কেননা মানুষের মস্তিষ্কের মৃত্যু হলেও আমরা তাকে জীবিত বলতে পারি যতক্ষণ পর্যন্ত হৃদপিন্ডের কার্য ক্ষমতা সচল থাকবে। বর্তমানে, মানুষে মৃত্যুর যত কারণ আছে, হৃদপিন্ড ও রক্তনালি জনিত রোগের কারণে মৃত্যু হলো সবচেয়ে বেশি।
হৃদরোগের প্রাথমিক লক্ষন :
- শ্বাস কষ্ট হওয়া,
- বুক ধড়ফড় করা
- এনজাইনা হওয়া অর্থাৎ বুকে ব্যথা, চাপ অনুভব, বুক ভার ভার, দম বন্ধ হয়ে আসার উপক্রম হওয়া ইত্যাদি।
উল্লেখ্য, করোনারি আর্টারী বা হার্টের রক্তনালির ৭০ শতাংশ ব্লক হয়ে গেলে তখনই এনজাইনা হয়ে থাকে।
01886-310901
01886-310908
www.seok.com.bd`