Dr. Farhan Sadik Khan

Dr. Farhan Sadik Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Farhan Sadik Khan, Family doctor, Dhaka.

Physician | Public Health Specialist | Certified Diabetologist
AHA Certified- Advanced Cardiovascular Life Support (ACLS) & International Trauma Life Support (ITLS) provider
American Safety & Health (ASHI) authorized ACLS, BLS, CPR, AED Trainer

আলহামদুলিল্লাহ। এ সপ্তাহ থেকে আমি আমার চেম্বারে প্রেসক্রিপশন প্যাডের ডিজিটাল সফটওয়্যার ব্যবহার শুরু করেছি। ডিজিটাল প্রেস...
30/08/2025

আলহামদুলিল্লাহ। এ সপ্তাহ থেকে আমি আমার চেম্বারে প্রেসক্রিপশন প্যাডের ডিজিটাল সফটওয়্যার ব্যবহার শুরু করেছি।

ডিজিটাল প্রেসক্রিপশন সফটওয়্যারের ডেটাবেস থাকার বেশ কিছু সুবিধা আছে, যা চিকিৎসকদের কাজকে সহজ, দ্রুত এবং আরও নিরাপদ করে তোলে।

উন্নত রোগী ডেটা ব্যবস্থাপনাঃ
একটি শক্তিশালী ডেটাবেস থাকলে চিকিৎসকরা রোগীর সম্পূর্ণ স্বাস্থ্য ইতিহাস এক জায়গায় রাখতে পারেন। এতে আগের প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, অ্যালার্জি, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পাওয়া যায়। এর ফলে চিকিৎসকরা রোগীর অবস্থা সম্পর্কে আরও ভালো ধারণা পান এবং সঠিক চিকিৎসা দিতে পারেন।

ওষুধের সঠিক ব্যবহারঃ
ডেটাবেস ওষুধের নাম, ডোজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য সংরক্ষণ করে। এটি ওষুধ লেখার সময় ভুল হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়া, ডেটাবেস স্বয়ংক্রিয়ভাবে ওষুধের মিথষ্ক্রিয়া (drug interaction) এবং রোগীর অ্যালার্জির বিষয়ে সতর্ক করতে পারে, যা রোগীর নিরাপত্তা নিশ্চিত করে।

প্রেসক্রিপশন তৈরি ও মুদ্রণঃ
ডিজিটাল ডেটাবেস ব্যবহার করে খুব দ্রুত এবং নির্ভুলভাবে প্রেসক্রিপশন তৈরি করা যায়। চিকিৎসকরা কেবল রোগীর নাম এবং প্রয়োজনীয় ওষুধের তথ্য ইনপুট করেন, এবং সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে একটি পঠনযোগ্য এবং সুশৃঙ্খল প্রেসক্রিপশন তৈরি করে। এটি হাতে লেখা প্রেসক্রিপশনের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়, যা ফার্মেসির কর্মীদের জন্য সুবিধা।

ডেটা নিরাপত্তা ও গোপনীয়তাঃ
ডেটাবেসে রোগীর তথ্য সুরক্ষিত থাকে। একটি ভালো ডিজিটাল সিস্টেম ডেটা এনক্রিপশন এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবহার করে, যা অননুমোদিত ব্যক্তির হাতে তথ্য পৌঁছানো থেকে বিরত রাখে। ফলে রোগীর গোপনীয়তা বজায় থাকে।

রিপোর্টিং এবং বিশ্লেষণঃ
ডেটাবেসে থাকা তথ্য ব্যবহার করে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট তৈরি করা যায়। যেমন, কোনো নির্দিষ্ট রোগের প্রবণতা, ওষুধের ব্যবহার, বা চিকিৎসার ফলাফল বিশ্লেষণ করা যায়। এটি গবেষণা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে সহায়ক হয়।

দক্ষতা বৃদ্ধি এবং সময় সাশ্রয়ঃ
ডেটাবেস থাকার ফলে বারবার একই তথ্য লেখার প্রয়োজন হয় না। রোগীর ডেটা, প্রেসক্রিপশন প্যাটার্ন, এবং অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকে, যা চিকিৎসকের সময় বাঁচায় এবং দক্ষতা বাড়ায়।


👨‍👨‍👧Sharing is caring! স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।স্ক্যাবিস (Scabies) একট...
29/06/2025

👨‍👨‍👧Sharing is caring!

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ।
©

একের ভিতরে অনেক। প্রফেসর অব প্রতারণা!
19/05/2025

একের ভিতরে অনেক।
প্রফেসর অব প্রতারণা!

প্রাইভেট চেম্বারে যোগ্যতা অনুযায়ী ভিসিট ২০০০ টাকা হলেও হতে পারে। তবে রিপোর্ট দেখতে যে ১০০০ টাকা নিচ্ছেন এটা বড্ড বেমানান...
13/05/2025

প্রাইভেট চেম্বারে যোগ্যতা অনুযায়ী ভিসিট ২০০০ টাকা হলেও হতে পারে। তবে রিপোর্ট দেখতে যে ১০০০ টাকা নিচ্ছেন এটা বড্ড বেমানান!
রোগী হিসেবে এটা বুকের ভেতর একটা চাপ তৈরি করে। তারচেয়ে বরং আপনি ভিসিট ৩০০০ টাকা নিন, রিপোর্ট ফ্রী দেখে দিন। টাকার টাকাও পাইলেন, আবার রোগীও আনন্দ নিয়ে সবাইকে বলবে..."স্যার কিন্তু প্রচ্চন্ড মানবিক, রিপোর্ট দেখতে টাকা নেন না"।

সাপও মরল, লাঠিও ভাঙল না!

08/05/2025

যখন খবরের চ্যানেলে তাই-ই দেখেন যা আপনি দেখতে চান, বুঝে নিবেন এসব প্রোপাগাণ্ডা।
বাস্তবতা ভিন্ন!
🫤

08/05/2025

প্রতিদিন কতটুকু পানি খাওয়া উচিত? বেশি পানি খেলে কি কোনো ক্ষতি হতে পারে?
এ ব্যাপারে আপনাদের মতামত কি?

06/05/2025

চিকিৎসককে জেনেরিক নামে ওষুধ লিখতে বাধ্য করার অর্থ হচ্ছে, অর্ধশিক্ষিত ওষুধ বিক্রেতা ঠিক করবে রোগীকে ওষুধ দিবে নাকি ময়দার বড়ি!

কাশি হলে monteukast, বুক ধড়ফড় করলে propanolol, শরীর দুর্বল হলে স্যালাইন- এই বিদ্যা নিয়ে চিকিৎসক হওয়া যায় না.....এই রোগীর...
17/04/2025

কাশি হলে monteukast, বুক ধড়ফড় করলে propanolol, শরীর দুর্বল হলে স্যালাইন- এই বিদ্যা নিয়ে চিকিৎসক হওয়া যায় না.....

এই রোগীর সমস্যা ছিল শুকনো কাশি। এর জন্য চিকিৎসা নিয়েছেন বাড়ির পাশে। রোগীর কাশির সাথে আরো সমস্যা ছিল বুক ধড়ফড় করা এবং শারীরিক দুর্বলতা। রোগীর কোন জ্বর, খাবার অরুচি ছিল না। এই রোগীর চিকিৎসায়

১) এন্টিবায়োটিক দিয়েছেন- যেটা এই রোগীর দরকার ছিল না। উন্নত দেশ গুলোতে এই ধরনের এন্টিবায়োটিক পাওয়া খুব মুশকিল, রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক কখনোই পাওয়া যায় না। আমাদের দেশেও এমন মানুষ দেখানো একটা আইন আছে, প্রয়োগ নেই।

২) এই রোগীকে monteleukast নামের একটি ঔষধ দেয়া হয়েছে, যেটা asthma রোগীদের ক্ষেত্রে এজমা এট্যাক প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র কাশির ঔষধ নয়।

৩) এই রোগীর বুক ধড়ফড় করার জন্য propanol নামের একটি ঔষধ দেয়া হয়েছে। এই ঔষধটা যার এজমা আছে তাকে কোনভাবেই দেয়া যাবে না। দুর্ভাগ্য হলো যে এই রোগীকে এজমার ঔষধ দেয়া হয়েছে এজমা কমানোর জন্য আবার এই ঔষধ দেয়া হয়েছে যা এজমা অনেক বাড়িয়ে দিবে।

৪) এই রোগীকে গ্যাসের ঔষধ দুইবেলা দেয়া হয়েছে, যা একেবারে অপ্রয়োজনীয়।

৫) Prednisolone একটি স্টেরয়েড, এটি একটি জীবন রক্ষাকারী ঔষধ। কিন্তু এই ঔষধের সাইড ইফেক্ট অনেক। তাই এই ঔষধ একদমই সীমিত আকারে ব্যবহার করা হয়। হতাশাজনক হলো এই রোগীকেও এই স্টোরয়েড দেয়া হয়েছে।

৬) শেষে এই রোগীকে একটি ভিটামিন দেয়া হয়েছে। যেটা এই রোগীর কোন প্রয়োজন নেই। ফাইনালি রোগীকে শারীরিক দুর্বলতা কমানোর জন্য একটা স্যালাইনও দেয়া হয়েছে।

আমি শুধু একটি ঘটনা লিখলাম। সারাদেশ এভাবেই চলছে। এগুলোর জন্য সাফার করছে এদেশের মানুষ, কিন্তু তারা এসব অপচিকিৎসার বিষয় বুঝতে পারছে না। এসব অপচিকিৎসা মুক্ত করার জন্য সারাদেশে জিপি-রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করা জরুরী, যাতে করে যে কেউ অসুস্থ হলে বাড়ির পাশেই সব ধরনের চিকিৎসা একজন জিপির (এমবিবিএস) কাছে নিতে পারে।

রিকশার পেছনে শহর চললে, সেই শহরের গতি কত??ধানমন্ডি'র রাস্তায়, মেইন রোড, যেখানে রিকশা ওঠা নিষেধ। রাস্তার ঠিক মাঝখান পর্যন...
15/04/2025

রিকশার পেছনে শহর চললে, সেই শহরের গতি কত??

ধানমন্ডি'র রাস্তায়, মেইন রোড, যেখানে রিকশা ওঠা নিষেধ। রাস্তার ঠিক মাঝখান পর্যন্ত রিকশার সারি।
রাস্তা ব্লক, মেজাজ খারাপ হতেই পারে। হালকা হর্ন দিলাম, একটু টেনে দিলাম।

রিকশাওয়ালা সাইড দিতে দিতে উল্টো বললো: “এত জোরে হর্ন দেন কেন?”
আমি জিজ্ঞেস করলাম, “আপনি মাঝখানে কেন?”
কিন্তু উনি যেন উল্টো দোষ আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করলেন।

ব্যাপারটা আসলে আমার ব্যক্তিগত না।
ঢাকার রাস্তায় এমন প্রতিদিন হয়।
কেউ রিকশার ব্যাটারি খুলে নেয়, কেউ রিকশা তুলে নিয়ে যায় — ঝামেলা হলে “গরীব মানুষ” বলে ছেড়ে দিতে বলে!
এমনকি আশেপাশের লোকজনও বলে, “ভাই, গরীব মানুষ তো, ছেড়ে দেন।”

কিন্তু গরীব-ধনী যাই হোক, নিয়ম তো সবার জন্য সমান।
যতক্ষণ পর্যন্ত এই শহরের নিয়ম মানার প্রবণতা আসবে না,
আর নিয়ম ভাঙার পর “ভাই মাফ করে দেন” বলে পার পেয়ে গেলে,
এই শহর ২০-৩০ কিমি স্পিডেই পড়ে থাকবে।

প্রয়োজন সচেতনতা — নিজের ভালোর জন্যই নিয়ম মানা।
আর দরকার সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ।
নাহলে, শহর হয়তো চলবে, কিন্তু সামনে এগোবে না।

12/04/2025

রোগী সুস্থ হলে : আল্লাহ বাঁচাইছে
রোগী মারা গেলে: ডাক্তার মারছে

"বুল চেকেৎসা দিচে, ইনজেকচন ফুস করি মারিয়ালদিচে!"🙏

10/04/2025

আপাতত: ডক্টর ইউনুসকে সমর্থন করুন। এতে দেশ দ্রুত ধনী হবে। তখন আবার বড় বড় চুরি করার সুযোগ পাবেন। ধৈর্য্য ধরুন। আগে জমতে দিন।

ছবিতে দেখতে পাচ্ছেন ১টি গাধাকে ১জন সৈনিক পিঠে তুলে নিয়েছে!মূলত: এই ছবিটির মধ্যে কোন ভালোবাসা লুকিয়ে নেই!যদি গাধাটি ভুল...
09/04/2025

ছবিতে দেখতে পাচ্ছেন ১টি গাধাকে ১জন সৈনিক পিঠে তুলে নিয়েছে!

মূলত: এই ছবিটির মধ্যে কোন ভালোবাসা লুকিয়ে নেই!

যদি গাধাটি ভুল পথে হেঁটে যেত, তবে এটি ওখানে পেতে রাখা লুকানো মাইনগুলো Biস্ফোরণে সবাইকে বিপদে ফেলে দিত!
তাই বলা হচ্ছে নিজের চারপাশের গাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন, যেন আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে মুক্তি দিতে পারেন।

©

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Farhan Sadik Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category