04/09/2025
নবীনবরণ- ২০২৫
কোর্স: বি এস সি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী
বর্নাঢ্য আয়োজনে আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের নবীনবরণ- ২০২৫, ফুল এবং উপহারে নবীনদের বরন এর মধ্য দিয়ে শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ নাসিমুল ইসলাম।
অধ্যাপক ডাঃ আতিকুর রহমান, বিভাগের বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন। আখামমেক।
এ বি এম কায়কোবাদ, কলেজ সেক্রেটারী, আখামমেক।
সিওও মোঃ আব্দুল মান্নান, আখামমেক হাসপাতাল।
আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক-সন্ধ্যা অনুষ্ঠানে বাংলা আধুনিক ও লোকসংগীত, কবিতা, নৃত্য, নাটিকা মুগ্ধ করে সকলকে।
এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে ছিল AKMNC এর বি এস সি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী সকল শিক্ষার্থীদের একনিষ্ঠ ভালবাসা মিশ্রিত পরিশ্রম ও সৃজনশীল পরিকল্পনা ও পরিচালনা।
অনুষ্ঠান সনঞ্চালনায় ছিলেন-
জুবায়ের ফরাজি (৪র্থ বর্ষ, বি এস সি ইন নার্সিং) ও
রুবিনা আক্তার রুশা (৩য় বর্ষ, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী)