Anwer Khan Modern Medical College Hospital

Anwer Khan Modern Medical College Hospital It is located at H-17,R-8,Dhanmondi,Dhaka-1205. Hotline- 10652 It is located at House # 17 & 17/1, Road # 8, Dhanmondi, Dhaka-1205.

Anwer Khan Modern Medical College Hospital, a concern of Modern Group of Companies is a 1,000-bed Hospital with complete modern world class medical equipment’s.

❤️ World Heart Day 2025 ❤️This World Heart Day, let’s remember: a healthy heart means a healthier tomorrow.  Our cardiac...
29/09/2025

❤️ World Heart Day 2025 ❤️
This World Heart Day, let’s remember: a healthy heart means a healthier tomorrow. Our cardiac center is dedicated to protecting, treating, and strengthening every heartbeat. 💓

Care for your heart with regular check-ups, healthy living, and timely medical support.

সু-চিকিৎসা নিশ্চিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল - এর কার্ডিয়াক সেন্টারে রয়েছে "অত্যাধুনিক ক্যাথ ল্যাব"➥আমা...
28/09/2025

সু-চিকিৎসা নিশ্চিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল - এর কার্ডিয়াক সেন্টারে রয়েছে "অত্যাধুনিক ক্যাথ ল্যাব"

➥আমাদের বৈশিষ্ট্য

👉মডার্ন ক্যাথ ল্যাব
👉পোস্ট ক্যাথ ওয়ার্ড
👉সিসিইউ
👉ডিলাক্স কেবিন
👉স্ট্রোক কেয়ার বেড
👉হাই কেয়ার বেড
👉আধুনিক আইসিইউ

আপনাদের সেবায় আমাদের রয়েছেঃ

👉সাশ্রয়ী প্যাকেজ, যথা- এঞ্জিওগ্রাম, এঞ্জিওপ্লাস্টি সহ অন্যান্য কার্ডিয়াক প্যাকেজ;
👉 ২৪ ঘন্টা প্রাইমারি পিসিআই করা হয়;
👉সর্বাধুনিক ক্যাথল্যাব এবং মডিউলার কার্ডিয়াক অপারেশন থিয়েটার;
👉সর্বাধুনিক ডায়াগনস্টিক সুবিধা ও উন্নত সরঞ্জাম সমৃদ্ধ সিসিইউ ও সিআইসিউ ইউনিট।

তথ্য পেতে যোগাযোগ করুনঃ
হটলাইন- ০১৩-৩৪৭৬৭৩৭৫ অথবা ১০৬৫২ নম্বরে।
ফোন: ০২৫৮৬১৬০৭৪, ০২২২৩৩৭০২৯৫
ঠিকানাঃ ব্লক-এফ, বাড়ি-২০, রোড-৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫

গুগল ম্যাপঃ https://maps.app.goo.gl/X9BiwAsxhvRAibPA8

উচ্চ রক্তচাপের কারনে তৈরি হতে পারে নানা ধরনের শারীরিক জটিলতা, তাই এই সম্পর্কিত যে কোন সমস্যায় স্বাস্থ্যসেবা প্রদানের প্র...
27/09/2025

উচ্চ রক্তচাপের কারনে তৈরি হতে পারে নানা ধরনের শারীরিক জটিলতা, তাই এই সম্পর্কিত যে কোন সমস্যায় স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতিতে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সার্বক্ষনিক রয়েছেন আপনার পাশে...

এপয়েন্টমেন্ট এবং তথ্য পেতে ফোন করুনঃ ১০৬৫২ অথবা ০৯৬৭৮০১০৬৫২ নম্বরে।

ঠিকানাঃ হাউজ-২৭, রোড-৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫

গুগল ম্যাপঃ https://goo.gl/maps/QQmoGG2froptapQK7
https://akmmch.com

শিশুর অসুস্থতা ছোট নয়—তাই চিকিৎসায় কোনো ছাড় নয়।আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের PICU ও NICU ইউনিটে নবজাতকের জন্...
16/09/2025

শিশুর অসুস্থতা ছোট নয়—তাই চিকিৎসায় কোনো ছাড় নয়।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের PICU ও NICU ইউনিটে নবজাতকের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা। অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ এবং বিশ্বমানের ইনফেকশন কন্ট্রোল টিমের নিবিড় তত্ত্বাবধানে এখানে পরিচালিত হয় নবজাতকের জরুরি ও বিশেষায়িত চিকিৎসা।

দিন-রাত ২৪ ঘণ্টা আমরা প্রস্তুত, কারণ প্রতিটি শিশুর সুস্থতা আমাদের অঙ্গীকার।

এপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য কল করুন: ১০৬৫২ অথবা ০৯৬৭৮০১০৬৫২
ঠিকানা: হাউজ-১৭, রোড-৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫
বিস্তারিত: https://akmmch.com
গুগল ম্যাপ: https://goo.gl/maps/QQmoGG2froptapQK7

স্বনামধন্য শিশু নিউরোলজি বিশেষজ্ঞ "সহকারী অধ্যাপক ডাঃ জুবাইদা পারভীন" নিয়মিত রোগী দেখছেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ...
13/09/2025

স্বনামধন্য শিশু নিউরোলজি বিশেষজ্ঞ "সহকারী অধ্যাপক ডাঃ জুবাইদা পারভীন" নিয়মিত রোগী দেখছেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে।

⤷ নিম্নোক্ত সকল রোগের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয়ঃ
• অটিজম
• মৃগীরোগ ও খিঁচুনি
• এসএমএ
• শিশুর আচরণগত সমস্যা
• অমনোযোগিতা ও হাইপার এক্টিভিটি
• শিশুর শারীরিক ও মানসিক বিকাশজনিত সমস্যা
• এছাড়াও শিশুদের অন্যান্য নিউরোলজির সমস্যা
অ্যাপয়েন্টমেন্ট এবং তথ্য পেতে ফোন করুনঃ ✆ 01885 851 148 অথবা 10652 নম্বরে।
ঠিকানাঃ- হাউজ-১৭, রোড-৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫
বিস্তারিতঃ https://akmmch.com

🌍 বিশ্ব সেপসিস দিবস – ১৩ সেপ্টেম্বর 🩺সেপসিস যেকোনো সংক্রমণ থেকে শুরু হতে পারে। তবে প্রাথমিক লক্ষণগুলো চিনে সময়মতো চিকিৎ...
13/09/2025

🌍 বিশ্ব সেপসিস দিবস – ১৩ সেপ্টেম্বর 🩺

সেপসিস যেকোনো সংক্রমণ থেকে শুরু হতে পারে। তবে প্রাথমিক লক্ষণগুলো চিনে সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।

09/09/2025

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (৭ই সেপ্টেম্বর) আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় ডিবিসি নিউজ ডিজিটালের প্রধান কামরুল ইসলাম রুবেল, কন্টেন্ট এডিটর মোঃ হাসান ও ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। আর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ডা. মো. এনায়েত হুসাইন শেখ, জেনারেল ম্যানেজার নুরুল আমিন নিউয়াজ, চিফ অপারেটিং অফিসার মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত পরিচালক আফসানা নাসরিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার আওতায় ডিবিসি নিউজের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন। চুক্তি অনুযায়ী, সকল প্রকার প্যাথলজিক্যাল টেস্ট, ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে সকল সেবায় এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন ডিবিসি নিউজের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা।

বিশ্বমানের ইনফেকশন কন্ট্রোল টিম ও দেশ বরেণ্য চিকিৎসকবৃন্দের ২৪ ঘন্টা তত্ত্বাবধানে পরিচালিত আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলে...
08/09/2025

বিশ্বমানের ইনফেকশন কন্ট্রোল টিম ও দেশ বরেণ্য চিকিৎসকবৃন্দের ২৪ ঘন্টা তত্ত্বাবধানে পরিচালিত আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবা নিন নির্ভয়ে নিশ্চিন্তে।

তথ্য পেতে ফোন করুনঃ ১০৬৫২ অথবা ০৯৬৭৮০১০৬৫২ নম্বরে।
ঠিকানাঃ হাউজ-১৭, রোড-৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫

শরীর সুস্থ রাখতে এবং রোগ-অসুস্থতার পর আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। ⚕️ যে সকল সমস্যা নি...
08/09/2025

শরীর সুস্থ রাখতে এবং রোগ-অসুস্থতার পর আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।

⚕️ যে সকল সমস্যা নিয়ে ফিজিওথেরাপি করা হয়
🔹 কোমর, ঘাড় ও জয়েন্ট ব্যথা
🔹 ফ্র্যাকচার বা ইনজুরির পর পুনর্বাসন
🔹 স্ট্রোক ও স্নায়বিক সমস্যা
🔹 হৃদরোগ/শ্বাসকষ্টজনিত পুনর্বাসন
🔹 শিশুদের বিকাশজনিত সমস্যা
🔹 বয়স্কদের চলাফেরা ও ভারসাম্য সমস্যা
🔹 প্রসব পরবর্তী ব্যায়াম ও পুনর্বাসন

স্বনামধন্য ফিজিওথেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট এবং তথ্য পেতে ফোন করুনঃ
☎️ ১০৬৫২ অথবা ০৯৬৭৮০১০৬৫২

📍 ঠিকানাঃ হাউজ-১৭, রোড-৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫

নবীনবরণ- ২০২৫কোর্স: বি এস সি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী বর্নাঢ্য আয়োজনে আনোয়ার খান মডার...
04/09/2025

নবীনবরণ- ২০২৫
কোর্স: বি এস সি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী
বর্নাঢ্য আয়োজনে আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের নবীনবরণ- ২০২৫, ফুল এবং উপহারে নবীনদের বরন এর মধ্য দিয়ে শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ নাসিমুল ইসলাম।
অধ্যাপক ডাঃ আতিকুর রহমান, বিভাগের বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন। আখামমেক।
এ বি এম কায়কোবাদ, কলেজ সেক্রেটারী, আখামমেক।
সিওও মোঃ আব্দুল মান্নান, আখামমেক হাসপাতাল।
আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক-সন্ধ্যা অনুষ্ঠানে বাংলা আধুনিক ও লোকসংগীত, কবিতা, নৃত্য, নাটিকা মুগ্ধ করে সকলকে।
এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে ছিল AKMNC এর বি এস সি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী সকল শিক্ষার্থীদের একনিষ্ঠ ভালবাসা মিশ্রিত পরিশ্রম ও সৃজনশীল পরিকল্পনা ও পরিচালনা।
অনুষ্ঠান সনঞ্চালনায় ছিলেন-
জুবায়ের ফরাজি (৪র্থ বর্ষ, বি এস সি ইন নার্সিং) ও
রুবিনা আক্তার রুশা (৩য় বর্ষ, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী)

⏱️ দুর্ঘটনার পর প্রথম ১ ঘন্টা (Golden Hour) জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই সময়টাতে সঠিক চিকিৎসা পেলে জটিলতা ও ঝুঁক...
04/09/2025

⏱️ দুর্ঘটনার পর প্রথম ১ ঘন্টা (Golden Hour) জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সময়টাতে সঠিক চিকিৎসা পেলে জটিলতা ও ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

👉 যেকোনো ইমার্জেন্সিতে আমরা আছি আপনার পাশে, দিন-রাত ২৪ ঘন্টা।

📞 অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য কল করুনঃ ১০৬৫২ অথবা ০৯৬৭৮০১০৬৫২
📍 ঠিকানাঃ হাউজ-১৭, রোড-৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫

Address

House 17, Road 8, Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Anwer Khan Modern Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anwer Khan Modern Medical College Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category