ডা. শিহাবুদ্দীন

ডা. শিহাবুদ্দীন যে কথাটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়- "স্যার, আপনার চিকিৎসা নিয়ে আমি এখন ভালো আছি"
(2)

আজ অপারেশনের ডেট ছিল। আজই কিডনি পাথর বের হল আলহামদুলিল্লাহ! হোমিওপ্যাথি ঔষধ এর মাধ্যমে কিডনি পাথর গলে যায় না । বরং ঔষধ ...
27/10/2025

আজ অপারেশনের ডেট ছিল। আজই কিডনি পাথর বের হল আলহামদুলিল্লাহ! হোমিওপ্যাথি ঔষধ এর মাধ্যমে কিডনি পাথর গলে যায় না । বরং ঔষধ এবনরমাল ইউরিনকে নরমাল ইউরেনে কনভার্ট করে। এর ফলে পাথর জমতে দেয় না, ধীরে ধীরে পাথর ছোট হতে থাকে ভেঙ্গে ভেঙ্গে মূত্রের মাধ্যমে বেরিয়ে আসে।

রোগীর ভিডিও লিংক
https://www.facebook.com/share/v/1CnkPa1GUu/

27/10/2025

কিডনি পাথর হাতে নিয়ে রোগী হাজির। তিনি এত খুশি হয়েছেন যে স্বেচ্ছায় ভিডিও নিতে বলেছেন। আলহামদুলিল্লাহ!
Dr md Shihabuddin
01638-568924
শ্যামপুর হোমিও হল, শ্যামপুর (বড়ইতলা) শ্যামপুর বড় মসজিদ,কদমতলী, ঢাকা-১২০৪

27/10/2025

#বিছানায়_প্রস্রাব


Part -155
Dr md Shihabuddin
01638-568924

ঔষধ পরিচিতি- ৩৪৩   ক্রিয়াস্থল- চর্ম, গলা, শ্বাসযন্ত্র, কিডনি,শ্লৈষ্মিক ঝিল্লি।ঔষধের নিজস্ব কথা:* বৃদ্ধ ব্যক্তিদের শীতকা...
26/10/2025

ঔষধ পরিচিতি- ৩৪৩


ক্রিয়াস্থল- চর্ম, গলা, শ্বাসযন্ত্র, কিডনি,শ্লৈষ্মিক ঝিল্লি।

ঔষধের নিজস্ব কথা:

* বৃদ্ধ ব্যক্তিদের শীতকালীন কাশি । শুষ্ক কাশি।

* চুলকানি ও বহু সংখ্যক স্ফোটক, গর্ভাবস্থায় চুলকানি।

* বমি ভাব, বর্ধিত ক্ষুধা।

* প্রস্রাবে এসিড সৃষ্টি করার ধাতুদোষ ও টিউবারকুলার ধাতু দোষ।
Dr md Shihabuddin
01638-568924

ঔষধ পরিচিতি - ৩৪২  ক্রিয়াস্থল-  পরিপাকতন্ত্র, হৃদপিণ্ড, রক্ত সঞ্চালন। ঔষধের নিজস্ব কথা: *হৃদস্পন্দন, তৎসহ মাথা ঘোরা ও গ...
25/10/2025

ঔষধ পরিচিতি - ৩৪২

ক্রিয়াস্থল- পরিপাকতন্ত্র, হৃদপিণ্ড, রক্ত সঞ্চালন।

ঔষধের নিজস্ব কথা:

*হৃদস্পন্দন, তৎসহ মাথা ঘোরা ও গলদেশে শ্বাসরোধ।

* হৃদপিন্ডের বিবৃদ্ধি তৎসহ ঝাঁকুনিকর নাড়ী সর্বশ্রেষ্ঠ লক্ষণ।

* হৃদযন্ত্রের মধ্য দিয়া তীব্র সূচীবিদ্ধ যন্ত্রনা, বামদিকে পাশ ফিরলে বৃদ্ধি ।

*উদ্বিগ্নতা তৎসহ সর্বাঙ্গীন কম্পন।

Dr md Shihabuddin
01638-568924

  (অনিকোস্কিজিয়া) ক্ষয় ও ভঙ্গুর নখ → নখ স্তরে স্তরে ফেটে যাওয়া বা খোসা ওঠার মতো ভেঙে যাওয়া।⚠️ নখ ভঙ্গুর হওয়ার কারণস...
24/10/2025

(অনিকোস্কিজিয়া) ক্ষয় ও ভঙ্গুর নখ → নখ স্তরে স্তরে ফেটে যাওয়া বা খোসা ওঠার মতো ভেঙে যাওয়া।

⚠️ নখ ভঙ্গুর হওয়ার কারণসমূহ:

🩺 ১. পুষ্টিহীনতা বা শরীরের অভাবজনিত কারণ-

আয়রন ঘাটতি (Iron deficiency anemia)

জিঙ্ক, ক্যালসিয়াম, সেলেনিয়াম ঘাটতি

প্রোটিন বা বায়োটিন (Vitamin B7) স্বল্পতা

Vitamin A, C, E এবং B-complex ঘাটতি

🦠 ২. রোগজনিত কারণ:

Hypothyroidism (থাইরয়েড কম কাজ করা)

Psoriasis (চর্মরোগ)

Eczema বা Chronic dermatitis

Fungal infection (Onychomycosis)

Peripheral circulation কমে যাওয়া

Systemic lupus erythematosus (SLE)

🧴 ৩. বাইরের বা পরিবেশগত কারণ:

অতিরিক্ত পানি বা ডিটারজেন্টে কাজ করা।

নখে কেমিক্যাল, নেইলপলিশ বা রিমুভার অতিরিক্ত ব্যবহার।

শীতল ও শুষ্ক আবহাওয়া।

নখ কামড়ানো বা ঘন ঘন নখে আঘাত লাগা।

🧠 ৪. মানসিক ও হরমোনাল কারণ:

দীর্ঘমেয়াদি স্ট্রেস।

মেনোপজ বা হরমোনাল ইমব্যালেন্স।

🏥 নখ ভঙ্গুর ও ক্ষয় – হোমিওপ্যাথিক চিকিৎসা:

⚕️ ১. Silicea (সিলিসিয়া)

🔹 লক্ষণ:

নখ পাতলা, ভঙ্গুর, সহজে ভেঙে যায়

নখে সাদা দাগ

নখের চারপাশে পুঁজ বা ফোঁড়া হতে পারে

শরীরে সাধারণ দুর্বলতা, ঠান্ডা প্রকৃতি।

⚕️ ২. Calcarea carbonica (ক্যালকেরিয়া কার্ব)

🔹 লক্ষণ:

নখ মোটা, বিকৃত ও সহজে ফেটে যায়

হাতে ঘাম, ঠান্ডা সহ্য হয় না

শরীরে চর্বি বেশি, অলস প্রকৃতি

ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ।

⚕️ ৩. Graphites (গ্রাফাইটিস)

🔹 লক্ষণ:

নখ মোটা, রুক্ষ ও ভঙ্গুর

নখের চারপাশে ফাটল ও নির্গত আঠালো পদার্থ

ত্বক শুষ্ক, একজিমার প্রবণতা

কোষ্ঠকাঠিন্য থাকে প্রায়ই।

⚕️ ৪. Natrum muriaticum (ন্যাট্রাম মিউর)

🔹 লক্ষণ:

নখে ফাটল, ভাঙা এবং উজ্জ্বলতা কম

ঠোঁট শুষ্ক, ফাটা

একাকীত্বে থাকতে চায়, মন খারাপ

শরীরে পানি বা লবণ ভারসাম্যহীনতা

⚕️ ৫. Fluoricum acidum (ফ্লুয়োরিক অ্যাসিড)

🔹 লক্ষণ:

নখ বিকৃত, ঢেউয়ের মতো বেঁকে যায়

পুরনো দীর্ঘস্থায়ী কেসে কার্যকর

নখ ধীরে বাড়ে বা গলে যায়

নখে দাগ বা গর্ত হতে পারে।

---

⚕️ ৬. Thuja occidentalis

🔹 লক্ষণ:

নখে ফাঙ্গাস সংক্রমণ, কালচে দাগ

নখ বিকৃত বা মোটা

ওয়ার্ট বা ফোঁড়া জাতীয় ত্বকের সমস্যা একসাথে থাকে।

এছাড়া লক্ষণ ভিত্তিক আরো বহু মেডিসিন রয়েছে।

(ছবিতে দেওয়া আমার এই রোগীকে লক্ষণ সমষ্টি অনুযায়ী
NM-2/0 দিয়েছি। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাব)

---

🍎 সহায়ক পরামর্শ (নখ শক্ত রাখতে)

1. খাবারে আয়রন, জিঙ্ক, বায়োটিন, প্রোটিন বাড়ান।

2. প্রতিদিন সবুজ শাকসবজি, ডিম, মাছ, বাদাম খান।

3. অতিরিক্ত পানি, ডিটারজেন্ট বা কেমিক্যাল এড়িয়ে চলুন।

4. নখে নারিকেল তেল বা অলিভ অয়েল হালকা মালিশ করুন রাতে।


01638-568924

ঔষধ পরিচিতি -৩৪১  ক্রিয়াস্থল - স্পাইনাল নার্ভস, স্কাপুলার মধ্যবর্তী স্থান , ভেনাস সিস্টেম , সন্ধি, মেনিনজেস , মস্তক।ঔষধ...
23/10/2025

ঔষধ পরিচিতি -৩৪১

ক্রিয়াস্থল - স্পাইনাল নার্ভস, স্কাপুলার মধ্যবর্তী স্থান ,
ভেনাস সিস্টেম , সন্ধি, মেনিনজেস , মস্তক।

ঔষধের নিজস্ব কথা :

*স্নায়ুর আঘাত জনিত ধনুষ্টংকার সম্ভাবনা।

* অপারেশন বা অস্ত্র চিকিৎসা হওয়ার পরে যদি অত্যন্ত যন্ত্রণা হয় ।

*আঘাত লেগে স্থানটি থেতলে গিয়ে তাতে উত্তাপবোধ হলে এবং সে স্থানে গরম সেক দিলে আরাম লাগলে।

* পায়ের তলা, আঙ্গুলে, নখের ভিতর, আলপিন / সূঁচ/ পেরেক বিদ্ধ হলে।

Dr md Shihabuddin
01638-568924

22/10/2025

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী মাওলানা শামীম ওসমান আজ চেম্বারে চিকিৎসা নিতে এসেছিলেন। তার মধুর কন্ঠে তেলাওয়াত শুনে মন জুড়ালাম।

লাইফ হোমিও হল, কাপ্তান বাজার রোড, জয়কালি মন্দির ,ওয়ারী, ঢাকা।
Dr md Shihabuddin
01638-568924

শিশুটি নাকের ভেতর তেতু্ঁলের বিচি ঢুকিয়েছিল। আমার চেম্বারে ইন্সট্রুমেন্ট থাকায় খুব সহজে বের করতে সক্ষম হয়েছি। এই জন্য ...
21/10/2025

শিশুটি নাকের ভেতর তেতু্ঁলের বিচি ঢুকিয়েছিল। আমার চেম্বারে ইন্সট্রুমেন্ট থাকায় খুব সহজে বের করতে সক্ষম হয়েছি। এই জন্য বারবার বলি চেম্বারে অবশ্যই প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট রাখতে হবে।
Dr md Shihabuddin
01638-568924

19/10/2025


#ফাংগাল_সংক্রমণ
#হোমিওপ্যাথিক_চিকিৎসা
Dr md Shihabuddin
Part -154
01638-568924

আজকের সেমিনারে সবাই উপকৃত হয়েছে। এই ধরনের সেমিনার বারবার হোক সবারই প্রত্যাশা ছিলো এমন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে অর্গাননের ...
18/10/2025

আজকের সেমিনারে সবাই উপকৃত হয়েছে। এই ধরনের সেমিনার বারবার হোক সবারই প্রত্যাশা ছিলো এমন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে অর্গাননের সাথে মিল রেখে আধুনিক প্র্যাকটিস অফ মেডিসিন। নতুন কিছু থিওরি, তথ্য অর্জিত হলো। যেসব সেমিনারে শেখার কিছু থাকে এ ধরনের সেমিনার বারবার হওয়া উচিত। ইনশাআল্লাহ, ত্রৈমাসিক সেমিনার চালু থাকবে বলে আমরা আশ্বস্ত করেছি।

স্থান: ব্রাইট ফিউচার একাডেমিক এন্ড এডমিশন, জুরাইন মাজার মসজিদ সংলগ্ন, শ্যামপুর , ঢাকা
Dr md Shihabuddin
01638-568924

18/10/2025

অর্গানন ও ক্রনিক ডিজিজের আলোকে গর্ভবতী ও নবজাতকের স্বাস্থ্য:

01638-568924

Address

Shohid Muktar Hossen Road, Shyampur Boro Mosjid Mor
Dhaka
1204

Telephone

+8801638568924

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. শিহাবুদ্দীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. শিহাবুদ্দীন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category