24/10/2025                                                                            
                                    
                                                                            
                                              (অনিকোস্কিজিয়া) ক্ষয় ও ভঙ্গুর নখ → নখ স্তরে স্তরে ফেটে যাওয়া বা খোসা ওঠার মতো ভেঙে যাওয়া।
⚠️ নখ ভঙ্গুর হওয়ার কারণসমূহ:
🩺 ১. পুষ্টিহীনতা বা শরীরের অভাবজনিত কারণ-
আয়রন ঘাটতি (Iron deficiency anemia)
জিঙ্ক, ক্যালসিয়াম, সেলেনিয়াম ঘাটতি
প্রোটিন বা বায়োটিন (Vitamin B7) স্বল্পতা
Vitamin A, C, E এবং B-complex ঘাটতি
🦠 ২. রোগজনিত কারণ:
Hypothyroidism (থাইরয়েড কম কাজ করা)
Psoriasis (চর্মরোগ)
Eczema বা Chronic dermatitis
Fungal infection (Onychomycosis)
Peripheral circulation কমে যাওয়া
Systemic lupus erythematosus (SLE)
🧴 ৩. বাইরের বা পরিবেশগত কারণ:
অতিরিক্ত পানি বা ডিটারজেন্টে কাজ করা।
নখে কেমিক্যাল, নেইলপলিশ বা রিমুভার অতিরিক্ত ব্যবহার।
শীতল ও শুষ্ক আবহাওয়া।
নখ কামড়ানো বা ঘন ঘন নখে আঘাত লাগা।
🧠 ৪. মানসিক ও হরমোনাল কারণ:
দীর্ঘমেয়াদি স্ট্রেস।
মেনোপজ বা হরমোনাল ইমব্যালেন্স।
🏥 নখ ভঙ্গুর ও ক্ষয় – হোমিওপ্যাথিক চিকিৎসা:
⚕️ ১. Silicea (সিলিসিয়া)
🔹 লক্ষণ:
নখ পাতলা, ভঙ্গুর, সহজে ভেঙে যায়
নখে সাদা দাগ
নখের চারপাশে পুঁজ বা ফোঁড়া হতে পারে
শরীরে সাধারণ দুর্বলতা, ঠান্ডা প্রকৃতি।
⚕️ ২. Calcarea carbonica (ক্যালকেরিয়া কার্ব)
🔹 লক্ষণ:
নখ মোটা, বিকৃত ও সহজে ফেটে যায়
হাতে ঘাম, ঠান্ডা সহ্য হয় না
শরীরে চর্বি বেশি, অলস প্রকৃতি
ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ।
⚕️ ৩. Graphites (গ্রাফাইটিস)
🔹 লক্ষণ:
নখ মোটা, রুক্ষ ও ভঙ্গুর
নখের চারপাশে ফাটল ও নির্গত আঠালো পদার্থ
ত্বক শুষ্ক, একজিমার প্রবণতা
কোষ্ঠকাঠিন্য থাকে প্রায়ই।
⚕️ ৪. Natrum muriaticum (ন্যাট্রাম মিউর)
🔹 লক্ষণ:
নখে ফাটল, ভাঙা এবং উজ্জ্বলতা কম
ঠোঁট শুষ্ক, ফাটা
একাকীত্বে থাকতে চায়, মন খারাপ
শরীরে পানি বা লবণ ভারসাম্যহীনতা
⚕️ ৫. Fluoricum acidum (ফ্লুয়োরিক অ্যাসিড)
🔹 লক্ষণ:
নখ বিকৃত, ঢেউয়ের মতো বেঁকে যায়
পুরনো দীর্ঘস্থায়ী কেসে কার্যকর
নখ ধীরে বাড়ে বা গলে যায়
নখে দাগ বা গর্ত হতে পারে।
---
⚕️ ৬. Thuja occidentalis
🔹 লক্ষণ:
নখে ফাঙ্গাস সংক্রমণ, কালচে দাগ
নখ বিকৃত বা মোটা
ওয়ার্ট বা ফোঁড়া জাতীয় ত্বকের সমস্যা একসাথে থাকে।
এছাড়া লক্ষণ ভিত্তিক আরো বহু মেডিসিন রয়েছে। 
(ছবিতে দেওয়া আমার এই রোগীকে লক্ষণ সমষ্টি অনুযায়ী 
NM-2/0 দিয়েছি। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাব)
---
🍎 সহায়ক পরামর্শ (নখ শক্ত রাখতে)
1. খাবারে আয়রন, জিঙ্ক, বায়োটিন, প্রোটিন বাড়ান।
2. প্রতিদিন সবুজ শাকসবজি, ডিম, মাছ, বাদাম খান।
3. অতিরিক্ত পানি, ডিটারজেন্ট বা কেমিক্যাল এড়িয়ে চলুন।
4. নখে নারিকেল তেল বা অলিভ অয়েল হালকা মালিশ করুন রাতে।
 
01638-568924