Baly Nursing care services

Baly Nursing care services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baly Nursing care services, Medical and health, Rampura, Dhaka.

21/07/2023

. জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
পেশেন্ট কেয়ার এর জন্য লোক লাগবে আর্জেন্ট,ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন ফুল টাইম
যোগ্যতাঃjsc, ssc,HSC+ সাধারন জ্ঞ্যান থাকতে হবে।
বয়সঃ 18 থেকে 40 বছর পর্যন্ত
বেতনঃ 15,000/18,000
সুবিধাঃ থাকা খাওয়া ফ্রী
যোগাযোগঃ 01981-920598
অফিস লোকেশনঃ বাড্ডা লিং রোড, ঢাকা।

08/06/2023

টেনশনের আর কী আছে, যখন Nursing care services -আপনাদের পাশে আছে ? যখন যা প্রয়োজন,

আপনার বাসায় অসুস্থ্য রোগী,, স্যালাইন, ক্যানুলা,, ইনজেকশন,, ড্রেসিং,,, নেবুলাইজার,, ক্যাথেটার,,,এন-জি টিউব ফিডিং,,, ইত্যাদি । সকল প্রয়োজনীয় সেবায় আপনার পাশে নার্সিং হোম কেয়ার সার্ভিস 🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕

মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ভাড়া, বিক্রি এবং রিফিল করা হয়। বিস্তারিত জানতে কল করুনঃ 01981-920598
08/06/2023

মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ভাড়া, বিক্রি এবং রিফিল করা হয়। বিস্তারিত জানতে কল করুনঃ 01981-920598

05/05/2023

রোগীর বাসায় গিয়ে অভিজ্ঞ সিনিয়র স্টাফ নার্স দ্বারা সকল প্রকার ইনজেকশন, স্যালাইন, ক্যাথেটার, নেবুলাইজার, এনজি টিউব পরানো,এবং ড্রেসিং সহ সকল প্রকার জরুরী নার্সিং সেবা প্রদান করা হয়। 🩸
Baly Nursing care services সেবা পেতে coll korun
01981-920598

14/04/2023

Baly Nursing care services আপনি পাচ্ছেন-
☞অভিজ্ঞ ও রেজিস্টার্ড নার্সিং সেবা
☞অভিজ্ঞ কেয়ারগিভার /পেশেন্ট কেয়ার এটেনডেন্ট সেবা
☞অভিজ্ঞ বেবিসিটার এবং ন্যানী সেবা
☞আপনার চাহিদামত ৮/১০/১২/২৪ ঘন্টা সেবা
☞২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট
☞তিন স্তর ভেরিফাইড সার্ভিস প্রোভাইডার

এছাড়াও Baly Nursing care services আপনি পাচ্ছেন-
☞ফ্যামিলি ডাক্তার হোম ভিজিট
☞ল্যাব স্যামপল কালেকশন ও রিপোর্ট ডেলিভেরি
☞ ফিজিওথেরাপি সেবা
☞নিজ বাসায় এক্স রে এবং ইসিজি সেবা
☞মেডিকেল সরঞ্জাম যেমন: অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর, মেডিকেল বেড ভারা ও বিক্রয়।
পেশেন্ট কেয়ার এটেনডেন্ট এট হোম সার্ভিসটি Baly Nursing care services এর একটি অন্যতম সার্ভিস। অন্যান্য আরও সার্ভিস পেতে যোগাযোগ করুন
হটলাইন : 01981-920598 (WhatsApp)

11/04/2023

🧑‍⚕পরিবারের বয়স্ক বাবা-মা অথবা অসুস্থ রোগীর সেবার জন্য নিজ বাসায় নার্সিং হোম কেয়ার সার্ভিস খুঁজছেন?

🧑‍⚕️ ICU অথবা OT থেকে রুগীকে বাসায় নিয়ে আসছেন, রোগীর সেবা নিয়ে চিন্তিত ?

🩺baly nursing care দিচ্ছে অভিজ্ঞ নার্স এবং কেয়ার গিভার দ্বারা হোম কেয়ার সার্ভিস👨‍⚕️

🩺এছাড়াও বাসায় গিয়ে 🩹ক্যানুলা,ক্যাথেটার,💉ইনজেকশন, এন.জি.টিটিউব ও ড্রেসিং করে দেওয়া হয়।

সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে
কল করুনঃ 01981-920598

✅ অভিজ্ঞ নার্স/কেয়ারগিভার।
✅ স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান।
✅বয়স্কদের জন্য বাড়তি যত্ন
✅১০০% নিরাপত্তার নিশ্চয়তা
✅ দ্রুত তম সময়ে সেবা প্রদান।
✅সঠিক ও মানসম্মত সেবা।
✅২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট।
✅চাহিদা অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা।

এখন ঘরে বসে হোম নার্সিং সেবা পেতে baly nursing care আছে আপনার পাশে।

বাসায় ফিজিওথেরাপি সেবার জন্য অভিজ্ঞ এবং রেজিস্টার্ড ফিজিওথেরাপিষ্ট খুঁজছেন ?তাহলে Baly nursing care services  লিঃ আছে আ...
07/04/2023

বাসায় ফিজিওথেরাপি সেবার জন্য অভিজ্ঞ এবং রেজিস্টার্ড ফিজিওথেরাপিষ্ট খুঁজছেন ?
তাহলে Baly nursing care services লিঃ আছে আপনার জন্য, আপনার নিজ এলাকায় আমাদের তালিকা ভুক্ত ডিপ্লোমা এবং বি,এস,সি- সনদধারী অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্টগণ পৌঁছে যাবে আপনার বাসায়।
🔰ঢাকা শহরে আমরাই প্রথম পূর্ণাঙ্গ হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকি🔰
✳️ যে সকল রোগের ফিজিওথেরাপি সেবা নিতে পারবেনঃ-
❇️আমাদের সেবা সমূহঃ❇️
১) স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ।
২) পারকিনসন্স ডিজিজ।
৩) সেরিব্রাল পলসি বা প্রতিবন্ধী ।
৪) PLID বা কোমর ব্যাথা।
৫) হাঁটু ব্যাথা।
৬) ঘাড়ে ব্যাথা।
৭) ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যাথা।
৮) বেলস পলসি বা মুখ বাঁকা হয়ে যাওয়া।
৯) মহিলাদের সিজার পরবর্তী কোমড় ব্যথা।
১০) অস্টিওআর্থ্রাইটিস বা বাঁত ব্যথা।
১১) হাত-পা অবশ বা ঝিনঝিন হওয়া।
১২) মাংশ পেশিতে ব্যথা।
১৩) জি বি এস ভাইরাসে আক্রান্ত।
১৪) লিগামেন্ট,টেন্ডন,সফট টিস্যু ইন্জুরি।
১৫) পায়ের গোড়ালী ব্যথা।
১৬) PLANTER FASCITIS
১৭)কারপাল টানেল সিনড্রোম।
১৮) টেনিস এলবো।
১৯) CLUB FOOT/ FOOT DROP
২০) SPONDYLITIS
✅✅আপনি কেন আমাদের সেবা নিবেন? ✅✅
কারণঃ
✅আমরা আছি ঢাকা শহর-এর সব এরিয়াতে ।
✅আমাদের সকল ফিজিওথেরাপিষ্ট মিনিমাম ডিপ্লোমা এবং বি,এস,সি
ডিগ্রিধারী ।
✅অভিজ্ঞতা সম্পন্ন ও আন্তরিক ফিজিওথেরাপিষ্ট টিম ।
✅কম খরচে- বিশ্ব মানের সেবা ।
✅ সাশ্রয়ী এবং ইমার্জেন্সি কল এ কাছে পাবেন ২৪/৭।
✅ রোগীর সুবিধা মতো সময়ে ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্তা।
✅ আপনার নিরাপত্তা নিশ্চিত করতে, আমরা সবরকম তথ্য যাচাই বাছাই করে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করে থাকি।
তাই বিশ্বমানের ফিজিওথেরাপি সেবা পেতে এখনই যোগাযোগ করুন-

What's app
☎️01981920598
🔰আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট পৌছে যাবে আপনাদের ঠিকানায়।
🔰হোম সার্ভিস চার্জ – ৭০০টাকা / প্রতি সেশন ( নুন্যতম ৪৫মিনিট)।

আপনার প্রিয়জন আপনার কাছে আপনার জীবনের থেকেও বেশি মূল্যবান, কিন্তু আপনার কর্ম ব্যস্ততার কারণে আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও ...
06/04/2023

আপনার প্রিয়জন আপনার কাছে আপনার জীবনের থেকেও বেশি মূল্যবান, কিন্তু আপনার কর্ম ব্যস্ততার কারণে আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তোবা প্রিয়জনের সেবা করার সুযোগ হয়ে ওঠেনা। আপনার অসু'স্থ বৃদ্ধ প্রিয়জনের নিরপত্তা এবং সুস্থতা নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হয়।
সেই মানবিক মূল্যবোধ থেকে আমরা নার্সিং, হোম সার্ভিস আপনার প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের পরিচর্যার প্রয়োজনে আপনার নিজ বাসা/বাড়িতে ১২ অথবা ২৪ ঘণ্টা করে পরিচর্যা বা সেবা প্রদান করে আসছি। আমাদের সার্ভিস আপনার প্রিয়জন, বয়ঃবৃদ্ধ ও অসুস্থ মানুষদের পরিচর্যা ও দেখাশুনা করা। আপনার প্রয়োজনে আমরা সার্বক্ষনিক আপ'নার পাশে আছি।
আমরা যাদের সার্ভিস দিয়ে থাকি:
· অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা (ডিমোনেশিয়া রোগী)।
· শারীরিক মান'সিক ভারসাম্যহীন বৃদ্ধ-বৃদ্ধা।
· চলাফেরায় অক্ষম এমন বৃদ্ধ-বৃদ্ধা।
· দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন (আইসিইউ, সিসিইউতে) ভর্তি থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের।
· চিকি'ৎসা সর'ঞ্জাম (মেডি'কেল ডিভাইস) শরীরে বহনকারী বৃদ্ধ-বৃদ্ধাদের।
· শরীরে ক্ষত, ঘা, পচন সৃষ্টি হয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
· দীর্ঘ দিন যাবত অজ্ঞান অবস্থায় বিছানায় চিকি'ৎসাধীন রয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
আমাদের সেবা সমূহ:
*নার্স : আপনাদের প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের সেবা বা পরিচর্যার প্রয়োজনে আপনার নিজ বাসা/বাড়িতে ২৪ ঘণ্টা দীর্ঘ মেয়াদী নার্সিং সেবা।
*আয়া/ওর্য়াডবয় : আপনার বৃদ্ধ/অসুস্থ পিতা-মাতা বা প্রিয়জনের পরিচর্যার প্রয়োজনে আয়া/ওয়ার্ডবয় সার্ভিস।
*চিকি'ৎসা সর'ঞ্জাম : যেমন অক্সি'জেন সিলিন্ডার, ডায়াবেটিস মেশিন, লেবুলাইজার মেশিন, ব্লাড প্রেসার মেশিন, ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, ছাকার মেশিন, হুইল চেয়ার, এয়ারমেট্রেসসহ সকল প্রকার চিকি'ৎসা সেবা সর'ঞ্জাম বাড়িতে সরবরাহ করা হয়।
*আমরা ডিপ্লোমা নার্স দ্বারা সকল প্রকার আই-ভি ক্যানোলা, আই-ভি এন্ড এম ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, সকল প্রকার ড্রেসিং, ক্যাথেটার, এন-জি টিউব, ব্লাড প্রেসার, গ্লুকোজ পরিমাপসহ জরুরী সেবা প্রদান করা হয়।
*baly nursing care সার্ভিসের সার্বক্ষনিক সেবার মাননিয়ন্ত্রণের জন্য রয়েছে বিশেষজ্ঞ টিম।
সেবা পেতে যোগাযোগ করুনঃ01981920598

Address

Rampura
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Baly Nursing care services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram