06/04/2023
আপনার প্রিয়জন আপনার কাছে আপনার জীবনের থেকেও বেশি মূল্যবান, কিন্তু আপনার কর্ম ব্যস্ততার কারণে আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তোবা প্রিয়জনের সেবা করার সুযোগ হয়ে ওঠেনা। আপনার অসু'স্থ বৃদ্ধ প্রিয়জনের নিরপত্তা এবং সুস্থতা নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হয়।
সেই মানবিক মূল্যবোধ থেকে আমরা নার্সিং, হোম সার্ভিস আপনার প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের পরিচর্যার প্রয়োজনে আপনার নিজ বাসা/বাড়িতে ১২ অথবা ২৪ ঘণ্টা করে পরিচর্যা বা সেবা প্রদান করে আসছি। আমাদের সার্ভিস আপনার প্রিয়জন, বয়ঃবৃদ্ধ ও অসুস্থ মানুষদের পরিচর্যা ও দেখাশুনা করা। আপনার প্রয়োজনে আমরা সার্বক্ষনিক আপ'নার পাশে আছি।
আমরা যাদের সার্ভিস দিয়ে থাকি:
· অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা (ডিমোনেশিয়া রোগী)।
· শারীরিক মান'সিক ভারসাম্যহীন বৃদ্ধ-বৃদ্ধা।
· চলাফেরায় অক্ষম এমন বৃদ্ধ-বৃদ্ধা।
· দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন (আইসিইউ, সিসিইউতে) ভর্তি থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের।
· চিকি'ৎসা সর'ঞ্জাম (মেডি'কেল ডিভাইস) শরীরে বহনকারী বৃদ্ধ-বৃদ্ধাদের।
· শরীরে ক্ষত, ঘা, পচন সৃষ্টি হয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
· দীর্ঘ দিন যাবত অজ্ঞান অবস্থায় বিছানায় চিকি'ৎসাধীন রয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
আমাদের সেবা সমূহ:
*নার্স : আপনাদের প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের সেবা বা পরিচর্যার প্রয়োজনে আপনার নিজ বাসা/বাড়িতে ২৪ ঘণ্টা দীর্ঘ মেয়াদী নার্সিং সেবা।
*আয়া/ওর্য়াডবয় : আপনার বৃদ্ধ/অসুস্থ পিতা-মাতা বা প্রিয়জনের পরিচর্যার প্রয়োজনে আয়া/ওয়ার্ডবয় সার্ভিস।
*চিকি'ৎসা সর'ঞ্জাম : যেমন অক্সি'জেন সিলিন্ডার, ডায়াবেটিস মেশিন, লেবুলাইজার মেশিন, ব্লাড প্রেসার মেশিন, ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, ছাকার মেশিন, হুইল চেয়ার, এয়ারমেট্রেসসহ সকল প্রকার চিকি'ৎসা সেবা সর'ঞ্জাম বাড়িতে সরবরাহ করা হয়।
*আমরা ডিপ্লোমা নার্স দ্বারা সকল প্রকার আই-ভি ক্যানোলা, আই-ভি এন্ড এম ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, সকল প্রকার ড্রেসিং, ক্যাথেটার, এন-জি টিউব, ব্লাড প্রেসার, গ্লুকোজ পরিমাপসহ জরুরী সেবা প্রদান করা হয়।
*baly nursing care সার্ভিসের সার্বক্ষনিক সেবার মাননিয়ন্ত্রণের জন্য রয়েছে বিশেষজ্ঞ টিম।
সেবা পেতে যোগাযোগ করুনঃ01981920598