03/09/2021
আসসালামু আলাইকুম।
সম্মানিত সুধী,
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত ১৮ জুন ২০২১ খ্রিঃ তারিখ ঢাকার বকশীবাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে হিজামা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে বাংলাদেশে "হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ" নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে এবং পরবর্তীতে একটি জাতীয় সেমিনারও ০১.০৮.২০২১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
এর ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাহির থেকেও অনেকেই অনুরোধ করেছেন যেন আমাদের সংগঠনের সদস্য হতে পারেন।
তো সেই প্রেক্ষাপটে আমরা নিম্নে কতিপয় দায়িত্বশীল কর্মকর্তাদের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। নিম্নোক্ত কর্মকর্তাদের নিকট আমাদের সংগঠনের ছাপানো ফর্ম থাকবে।
আপনারা নির্ধারিত ফি প্রদান করে উক্ত ফরম পূরণ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠিয়ে দেবেন। তাহলেই আপনারা আমাদের সংগঠনের সদস্য হতে পারবেন এবং যেসকল থেরাপিস্টবৃন্দ দেশের বাইরে অবস্থান করছেন তাদের সদস্য হওয়ার প্রক্রিয়া এসোসিয়েশনের পক্ষ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিম্নে উল্লেখিত অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দের বাহিরেও যারা ফরম নিতে এবং সদস্য সংখ্যা বাড়াতে আগ্রহী তারা কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করতে পারেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বিবেচনার মাধ্যমে আপনাদের নিকট অ্যাসোসিয়েশনের সদস্য ফরম প্রেরণেরর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিনীত
হাকীম রুহুল আমিন মিলন।
সাধারণ সম্পাদক, হিজামা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
কেন্দ্রীয় দপ্তরঃ
ডাঃ মোঃ নাসিরুদ্দিন কবির (দপ্তর সম্পাদক)
২৫ উমেশ দত্ত রোড, বখশী বাজার, ঢাকা।
মোবাইল নাম্বার: 01914988488।
হাকীম রুহুল আমিন
৮ কালিচরন সাহা রোড, গেন্ডারিয়া, ঢাকা।
মোবাইল নাম্বার: 01913037403
(কেন্দ্রীয় দপ্তর এবং ময়মনসিংহ বিভাগীয় হিজামা থেরাপিস্টবৃন্দের জন্য বিশেষ যোগাযোগ মাধ্যম)
ডাক্তার সাইফুল আলম তালুকদার
ঠিকানা: বাসা:৯১/১, রোড: ১১/এ, ধানমন্ডি, ঢাকা -১২০৯
*ফোন নাম্বার:* +8801612079727
শফিকুল ইসলাম বায়েজিদ
*ঠিকানা:* ৫৯৪, মানিকদি, মাদ্রাসা রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬
ফোন নাম্বার:* +88 01733182567, +8801670414820
মাওলানা শারফুদ্দিন ইয়াহইয়া কাসেমী
ঠিকানা: ৬৩/১, বর্ধনবারি, হরিরামপুর রোড, দারুস সালাম, মিরপুর ১, ঢাকা, ১২১৬
+8801754825071
মাওলানা রুহুল আমিন
*বাড়ি #১২৩, রাস্তা #০৪,স্বপ্নধারা হাউজিং, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭
হলি কুরআন একাডেমী ভবনের লিফটের ৫ এ। ( জামিয়াতুল আবরার আর-রহমানিয়া এর কাছে)
📱+8801712880400
+8801673592165
হাকীম নুরুজ্জামান বাবু
ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড,সাভার,ঢাকা।
📱+880 1816-934182
ডাঃ হাকীম তানযিলুর রহমান
মোগড়া পাড়া, সোনারগাঁ, নারায়নগঞ্জ, ঢাকা।
📱+880 1917-773908
(বরিশাল বিভাগীয় যোগাযোগ মাধ্যম)
ডাঃ আব্দুল জলিল।
*ইউনানী এন্ড আয়ুর্বেদিক ওয়েলনেস সেন্টার। শাহজালাল উপশহর সিলেট। ব্লক ডি রোড নং ২২ বাসা নং ১৫ ফ্ল্যাট নং ২/বি।
📱+880 1756-038038
(সিলেট বিভাগীয় যোগাযোগ মাধ্যম)
মাওলানা আবুল কালাম আজাদ
*বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়
২২ বাসা নং ১৫ ফ্ল্যাট নং ২/বি।
গ্রাম+ডাকঘর+পৌরসভা- বড়াইগ্রাম
জেলা- নাটোর ৬৪৩২
📱+880 1716-884533
📱+880 1756-038038
(রাজশাহী বিভাগীয় যোগাযোগ মাধ্যম)
কুরিয়ার যোগাযোগ ঃ সুন্দরবন কুরিয়ার, বনপাড়া, নাটোর।
নাম: মামুনুর রশীদ
ঠিকানা:
দিনাজপুর মুসলিম একাডেমী
হোল্ডিং নং: ১৫১৯/১৪৯০, চক্ষু হাসপাতাল রোড, ব্লক ১, উপশহর, দিনাজপুর ৫২০০
ফোন নাম্বার: +88 01755100444
(রংপুর বিভাগীয় যোগাযোগ মাধ্যম)
ডাঃ শাহেদ সাখাওয়াত হোসেন
ঠিকানা: নাহার ডায়াগনস্টিক সেন্টার, ৬০ জামাল খান রোড, চট্টগ্রাম।
ফোন নাম্বার: 01716397197
হাকীম মোঃ জাহিদুর রহমান জাহিদ
প্রভাষক
খুলনা ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল
১০৯,এম এ বারি সড়ক,গল্লামারি খুলনা।
ফোনঃ01722-334154
(খুলনা বিভাগীয় যোগাযোগ মাধ্যম)
মোঃ আসাদুজ্জামান পলাশ
কচুয়াডাঙ্গা (বিমানবন্দর সড়ক)
টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
মোবাইল: 01764272328
ডাঃ সুজন আহমেদ
ঠিকানা: কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া। (কালিবাড়ি মোড় থেকে একটু পূর্ব দিকে, কান্দিপাড়া জামে মসজিদ সংলগ্ন)।
📱+880 1763 582438
ডা. সাব্বির আহমেদ খান
ঠিকানা: খিদমাহ্ হোমিও এন্ড হিজামা কাপিং থেরাপী সেন্টার, কুমিল্লা নূর মসজিদ (জেলা মার্কাজ কুমিল্লা), জাফর খান রোড, রেইসকোর্স, কুমিল্লা।
📱01785688888
কুরিয়ার ঠিকানা: সুন্দরবন কুরিয়ার, ধর্মপুর শাখা কুমিল্লা।
Send a message to learn more