Hijama Association of Bangladesh - HAB

Hijama Association of Bangladesh - HAB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Association of Bangladesh - HAB, Medical and health, 25, Umesh Datta Road, Bakhshi Bazar, Dhaka.

23/03/2024

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।

হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ এর WhatsApp গ্রুপের লিংক:https://chat.whatsapp.com/Ki4v4YP02zk3mbKwEkrNLvযুক্ত হতে পারেন, ...
08/09/2022

হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ এর WhatsApp গ্রুপের লিংক:

https://chat.whatsapp.com/Ki4v4YP02zk3mbKwEkrNLv

যুক্ত হতে পারেন, হিজামা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়।

WhatsApp Group Invite

সবাইকে বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা !
16/12/2021

সবাইকে বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা !

অদ্য বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদ...
29/10/2021

অদ্য বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হিজামা অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভা।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডাক্তার এম আর আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের সুযোগ্য মহাসচিব, বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর অন্যতম সদস্য এবং হিজামা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক হাকীম মাহবুবুর রহমান সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং ডাক্তার আব্দুল গনি ইউনানী মেডিকেল কলেজ রংপুর এর অধ্যক্ষ হাকীম মোকছেদুল আলম এবং সহ-সভাপতি হাকীম আজিজুর রহমান মোল্লা।

আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ডাক্তার সাইফুল আলম তালুকদার রনিসহ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব হাকীম মোহাম্মদ রুহুল আমিন।

03/09/2021

আসসালামু আলাইকুম।
সম্মানিত সুধী,
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত ১৮ জুন ২০২১ খ্রিঃ তারিখ ঢাকার বকশীবাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে হিজামা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে বাংলাদেশে "হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ" নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে এবং পরবর্তীতে একটি জাতীয় সেমিনারও ০১.০৮.২০২১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

এর ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাহির থেকেও অনেকেই অনুরোধ করেছেন যেন আমাদের সংগঠনের সদস্য হতে পারেন।
তো সেই প্রেক্ষাপটে আমরা নিম্নে কতিপয় দায়িত্বশীল কর্মকর্তাদের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। নিম্নোক্ত কর্মকর্তাদের নিকট আমাদের সংগঠনের ছাপানো ফর্ম থাকবে।
আপনারা নির্ধারিত ফি প্রদান করে উক্ত ফরম পূরণ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠিয়ে দেবেন। তাহলেই আপনারা আমাদের সংগঠনের সদস্য হতে পারবেন এবং যেসকল থেরাপিস্টবৃন্দ দেশের বাইরে অবস্থান করছেন তাদের সদস্য হওয়ার প্রক্রিয়া এসোসিয়েশনের পক্ষ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিম্নে উল্লেখিত অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দের বাহিরেও যারা ফরম নিতে এবং সদস্য সংখ্যা বাড়াতে আগ্রহী তারা কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করতে পারেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বিবেচনার মাধ্যমে আপনাদের নিকট অ্যাসোসিয়েশনের সদস্য ফরম প্রেরণেরর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বিনীত
হাকীম রুহুল আমিন মিলন।
সাধারণ সম্পাদক, হিজামা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।

কেন্দ্রীয় দপ্তরঃ
ডাঃ মোঃ নাসিরুদ্দিন কবির (দপ্তর সম্পাদক)
২৫ উমেশ দত্ত রোড, বখশী বাজার, ঢাকা।
মোবাইল নাম্বার: 01914988488।

হাকীম রুহুল আমিন
৮ কালিচরন সাহা রোড, গেন্ডারিয়া, ঢাকা।
মোবাইল নাম্বার: 01913037403
(কেন্দ্রীয় দপ্তর এবং ময়মনসিংহ বিভাগীয় হিজামা থেরাপিস্টবৃন্দের জন্য বিশেষ যোগাযোগ মাধ্যম)

ডাক্তার সাইফুল আলম তালুকদার
ঠিকানা: বাসা:৯১/১, রোড: ১১/এ, ধানমন্ডি, ঢাকা -১২০৯
*ফোন নাম্বার:* +8801612079727

শফিকুল ইসলাম বায়েজিদ
*ঠিকানা:* ৫৯৪, মানিকদি, মাদ্রাসা রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬
ফোন নাম্বার:* +88 01733182567, +8801670414820

মাওলানা শারফুদ্দিন ইয়াহইয়া কাসেমী
ঠিকানা: ৬৩/১, বর্ধনবারি, হরিরামপুর রোড, দারুস সালাম, মিরপুর ১, ঢাকা, ১২১৬
+8801754825071

মাওলানা রুহুল আমিন
*বাড়ি #১২৩, রাস্তা #০৪,স্বপ্নধারা হাউজিং, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭
হলি কুরআন একাডেমী ভবনের লিফটের ৫ এ। ( জামিয়াতুল আবরার আর-রহমানিয়া এর কাছে)
📱+8801712880400
+8801673592165

হাকীম নুরুজ্জামান বাবু
ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড,সাভার,ঢাকা।
📱+880 1816-934182

ডাঃ হাকীম তানযিলুর রহমান
মোগড়া পাড়া, সোনারগাঁ, নারায়নগঞ্জ, ঢাকা।
📱+880 1917-773908
(বরিশাল বিভাগীয় যোগাযোগ মাধ্যম)

ডাঃ আব্দুল জলিল।
*ইউনানী এন্ড আয়ুর্বেদিক ওয়েলনেস সেন্টার। শাহজালাল উপশহর সিলেট। ব্লক ডি রোড নং ২২ বাসা নং ১৫ ফ্ল্যাট নং ২/বি।
📱+880 1756-038038
(সিলেট বিভাগীয় যোগাযোগ মাধ্যম)

মাওলানা আবুল কালাম আজাদ
*বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়
২২ বাসা নং ১৫ ফ্ল্যাট নং ২/বি।
গ্রাম+ডাকঘর+পৌরসভা- বড়াইগ্রাম
জেলা- নাটোর ৬৪৩২
📱+880 1716-884533
📱+880 1756-038038
(রাজশাহী বিভাগীয় যোগাযোগ মাধ্যম)
কুরিয়ার যোগাযোগ ঃ সুন্দরবন কুরিয়ার, বনপাড়া, নাটোর।

নাম: মামুনুর রশীদ
ঠিকানা:
দিনাজপুর মুসলিম একাডেমী
হোল্ডিং নং: ১৫১৯/১৪৯০, চক্ষু হাসপাতাল রোড, ব্লক ১, উপশহর, দিনাজপুর ৫২০০
ফোন নাম্বার: +88 01755100444
(রংপুর বিভাগীয় যোগাযোগ মাধ্যম)

ডাঃ শাহেদ সাখাওয়াত হোসেন
ঠিকানা: নাহার ডায়াগনস্টিক সেন্টার, ৬০ জামাল খান রোড, চট্টগ্রাম।
ফোন নাম্বার: 01716397197

হাকীম মোঃ জাহিদুর রহমান জাহিদ
প্রভাষক
খুলনা ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল
১০৯,এম এ বারি সড়ক,গল্লামারি খুলনা।
ফোনঃ01722-334154
(খুলনা বিভাগীয় যোগাযোগ মাধ্যম)

মোঃ আসাদুজ্জামান পলাশ
কচুয়াডাঙ্গা (বিমানবন্দর সড়ক)
টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
মোবাইল: 01764272328

ডাঃ সুজন আহমেদ
ঠিকানা: কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া। (কালিবাড়ি মোড় থেকে একটু পূর্ব দিকে, কান্দিপাড়া জামে মসজিদ সংলগ্ন)।
📱+880 1763 582438

ডা. সাব্বির আহমেদ খান
ঠিকানা: খিদমাহ্ হোমিও এন্ড হিজামা কাপিং থেরাপী সেন্টার, কুমিল্লা নূর মসজিদ (জেলা মার্কাজ কুমিল্লা), জাফর খান রোড, রেইসকোর্স, কুমিল্লা।
📱01785688888
কুরিয়ার ঠিকানা: সুন্দরবন কুরিয়ার, ধর্মপুর শাখা কুমিল্লা।

Send a message to learn more

আজ রাত সাড়ে নয়টায়....
01/08/2021

আজ রাত সাড়ে নয়টায়....

সম্মানিত সুধী,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আশা করি, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন।আগামী শুক্রবার অর্থাৎ...
01/07/2021

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আগামী শুক্রবার অর্থাৎ ২ জুলাই, ২০২১ খ্রিঃ তারিখ আমাদের কেন্দ্রীয় কমিটির প্রথম মিটিং হওয়ার কথা ছিল । তবে বর্তমান করোনা মহামারীর প্রকোপ এবং সরকার নির্দেশিত লকডাউন এধন্যবাদ সভাপতি মহোদয়ের পরামর্শ ক্রমে আমরা উক্ত মিটিংটি স্থগিত করতে বাধ্য হয়েছি।
পরবর্তীতে কবে এই মিটিংটি অনুষ্ঠিত হবে তা লকডাউন শেষ হওয়ার পর পুণর্বিবেচনা করা হবে এবং সকলকে অবগত করা হবে।

যদি ঈদের আগে যথেষ্ট সময় হাতে থাকে তাহলে ঈদের আগেই মিটিংটি হবে নতুবা ঈদ পরবর্তী সময়ে হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে ইনশাআল্লাহ।

দ্বিতীয় আরেকটি বিষয় হলো-সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য অনেকেই যোগাযোগ করছেন।
এই বিষয়ে দ্রুতই ঘোষণা আসবে ইনশাআল্লাহ

ধন্যবাদ
হাকীম রুহুল আমিন মিলন
সাধারণ সম্পাদক
হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ

30/06/2021
হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঢাকার বখ্শী বাজারস্...
20/06/2021

হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঢাকার বখ্শী বাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রথম কাউন্সিল অধিবেশ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ এবং বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর মহাসচিব অধ্যাপক হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী।
এসোসিয়েশনের সভাপতি ডাঃ এম.আর. আজাদ-এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর যুগ্ম-মহাসচিব এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রভাষক হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ।
হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী। কাউন্সিল অধিবেশনে এসোসিয়েশনের উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে ডাঃ এম.আর. আজাদ এবং সাধারণ সম্পাদক পদে হাকীম রুহুল আমিন মিলনকে নির্বাচিত করা হয়। নব-নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন –
সহ-সভাপতি পদে – ডাঃ আবদুল জলিল, ডাঃ হাকীম কামরুজ্জামান, ডাঃ শাহেদ সাখাওয়াত, মোঃ মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক – হাকীম মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বায়েজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সুজন আহমেদ, অর্থ সম্পাদক ডাঃ মোঃ সাইফুল আলম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম মোঃ নুরুজ্জামান বাবু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ হাকীম তানযীলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হাকীম আব্দুল্লাহ আল-নোমান, দপ্তর সম্পাদক ডাঃ নাসির উদ্দিন কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসাদুজ্জামান পলাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী বশির আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফায়জুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ ইফ্ফাত সাইফুল্লাহ, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক হাকীম শফিকুল ইসলাম।¬

ধন্যবাদ জানাচ্ছি দৈনিক তৃতীয় মাত্রার টিমকে।

আরো কয়েকটি সংবাদ মাধ্যম নিউজটিকে কাভার করেছেন, তাদের লিংকগুলো নিচে দেওয়া হলো-
https://newsdhaka24.com/archives/32900

দৈনিক পরিবর্তন ডট কম -
https://dainikparibarton.com/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82/

এস,এম,শামীম(ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ- বর্তমান চিকিৎসা ব্যবস্হাকে আরো একধাপ এগিয়ে নিতে, মানব কল্যাণে সঠিক চিকিৎ...

Address

25, Umesh Datta Road, Bakhshi Bazar
Dhaka
1211

Telephone

+8801914198488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Association of Bangladesh - HAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Association of Bangladesh - HAB:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram