
14/01/2023
ডা: মাকসুদা আশরাফ শুভ্র বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ৷ অর্থাৎ তিনি নারী ও পুরুষ বন্ধ্যাত্ব, অনাকাঙ্ক্ষিত গর্ভপাত, ডিম্বাশয় ও জরায়ুর টিউমার, প্রজনন তন্ত্রের জটিল সমস্যার সার্জারি, হরমোন জনিত সমস্যা সহ একাধিক রোগে আক্রান্ত রোগীদের সার্বিক সমন্বিত সুষ্ঠ চিকিৎসা নিশ্চিত করতে পারদর্শী।
তিনি ২০০৩ সালে কর্ম জীবন শুরু করেন। বর্তমানে তিনি ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, ল্যাবএইড ফার্টিলিটি সেন্টার (ধানমন্ডি, ঢাকা) এবং হোপ ইনফার্টিলিটি সেন্টার (পান্থপথ, ঢাকা)-এ কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। ২০১৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস থেকে গাইনী এন্ড অবস-এ এফসিপিএস এবং ২০১৮ সালে এডভান্স ডিপ্লোমা ইন এআরটি এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (জার্মানী) এ বিশেষ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ইন্ডিয়া থেকে বন্ধ্যাত্ব ও টেস্টটিউব বেবি পদ্ধতির উপর উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত।
তিনি বন্ধ্যাত্বের বিভিন্ন বিষয় যেমন Endometriosis, Overian Reserve, IUI, IVF & ICSI সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। যা দেশে বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
👉 বিস্তারিত জানতে
✉ ইনবক্স করুনঃ m.me/drmaqsudaashraf
📞 কল করুনঃ 01700 566 596