28/11/2025
কেউ অসুস্থ হলে শুধু ওষুধই নয়, দরকার হয় পাশে দাঁড়ানো একজন মানুষের।
যে সময়মতো পানি ধরিয়ে দেয়, ক্লান্ত শরীরে শান্ত হাত রাখে, একটুখানি হাসি দিয়ে বলে — ‘চিন্তা করবেন না, আমি আছি।’
কেয়ারগিভার মানে শুধুই দায়িত্ব নয়;
এটা হলো বিশ্বাস, মমতা আর মানুষের জন্য মানুষের হাত বাড়িয়ে দেওয়া।
দিনের পর দিন, রাতের পর রাত — তারা পরিবারের সদস্যের মতোই পাশে থাকে।
একজন কেয়ারগিভারের স্পর্শে রোগী শুধু সেরে ওঠে না—
সে ফিরে পায় সাহস, ভরসা আর বেঁচে থাকার শক্তি।
এ কারণেই বলা হয়, কেয়ারগিভার শুধু সেবা দেয় না…
সে নতুন আশা তৈরি করে।"
২৭৯ দক্ষিনখান, আজমপুর,উত্তরা,ঢাকা-১২৩০
01716-366524