E Medicine BD Shop

E Medicine BD Shop emedicinebdshop is an Online Medicine Shop In BD. Order Online & Delivery. Get Your Medicine From Home.

Cash On Delivery.Delivery within 12 Hours Minimum and Maximum 24 hours in Dhaka city. Minimum 24 and Maximum 48 Hours in Delivery out of Dhaka city.

আমি এই মাত্র ১০০০ টাকা বিকাশ পেলাম। ঘরে বসে না থেকে মোবাইল দিয়ে আয় করুন। প্রতিদিন ১০০০ টাকা আয় করতে পারবেন কিছু সময় কাজ ...
20/07/2021

আমি এই মাত্র ১০০০ টাকা বিকাশ পেলাম। ঘরে বসে না থেকে মোবাইল দিয়ে আয় করুন। প্রতিদিন ১০০০ টাকা আয় করতে পারবেন কিছু সময় কাজ করে।😊 প্রতিদিনের টাকা প্রতিদিন নিতে পারবেন। দেরি না করে নিচের লিংকে গিয়ে কাজ শুরু করে দিন। লিংক- https://pld-b-dcdn-3524.blogspot.com/p/blog-page.html opknubbh789766kuyrfdetbnmk5thn

অনলাইন জব ঘরে বসে না থেকে মোবাইল দিয়ে আয় করুন। প্রতিদিন ১০০০ টাকা আয় করতে পারবেন কিছু সময় কাজ করে। প্রতিদিনের টাকা...

01/04/2020
Medicine Take s Every day as per the prescription of your Doctor
01/04/2020

Medicine Take s Every day as per the prescription of your Doctor

Exclusive hand. Help the people of Bangladesh.
01/04/2020

Exclusive hand. Help the people of Bangladesh.

করোনাভাইরাস: লক্ষণ ও করণীয়করোনাভাইরাস নিয়ে চারদিকে হা-হুতাশ! স্বাভাবিকভাবেই অযুত-নিযুত প্রশ্ন, এই ভাইরাসের লক্ষণ কী? কীভ...
16/03/2020

করোনাভাইরাস: লক্ষণ ও করণীয়
করোনাভাইরাস নিয়ে চারদিকে হা-হুতাশ! স্বাভাবিকভাবেই অযুত-নিযুত প্রশ্ন, এই ভাইরাসের লক্ষণ কী? কীভাবে ছড়ায়? সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে কীভাবে? প্রতিরোধে কী করতে হবে?

corona symptom

করোনাভাইরাস: লক্ষণ ও করণীয়
করোনাভাইরাস নিয়ে চারদিকে হা-হুতাশ! স্বাভাবিকভাবেই অযুত-নিযুত প্রশ্ন, এই ভাইরাসের লক্ষণ কী? কীভাবে ছড়ায়? সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে কীভাবে? প্রতিরোধে কী করতে হবে?

corona symptom
এমন নানা প্রশ্ন খাবি খাচ্ছে মানুষের মনে। চিকিৎসকরাও যথাসাধ্য উত্তর দিয়ে চলেছেন। তারা সবাই একমত, এই ভাইরাসে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিরোধের একমাত্র উপায় হলো সচেতন থাকা। খুব প্রয়োজন না হলে জনসমাগম এড়িয়ে চলা।

যেভাবে ছড়ায়
এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনের দেহে। মূলত হাঁচি-কাশির মাধ্যমেই ছড়িয়ে পড়ে সবচেয়ে দ্রুত।

লক্ষণ
ভাইরাসটি শরীরে ঢোকার পর আক্রান্ত হতে সময় লাগে পাঁচদিন। প্রধান লক্ষণ শ্বাস নিতে কষ্ট হওয়া। এছাড়া জ্বরের সঙ্গে থাকবে কাশি। এছাড়া মাংশপেশীর জয়েন্টে ব্যাথা, নিউমোনিয়া, শরীরের কোনো অংশ বিকল হয়ে যাওয়াও করোনাভাইরাসের লক্ষণ।

সংক্রমণ থেকে বাঁচতে করণীয়
ভাইরাসটি যেহেতু নতুন তাই এর কোনো ভ্যাকসিন বা টিকা এখনও আবিষ্কার হয়নি। সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতাই একমাত্র করণীয়। প্রথমত, যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। হাত সবসময় ধুয়ে রাখতে হবে। হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না।

হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। যেখানে সেখানে কফ কিংবা থুতু ফেলা যাবে না।

16/02/2020

গ্রিন টি খেলে সারবে বাত রোগ

কয়েক দশক ধরে গ্রিন টি সুপার ফুড হিসেবে স্বীকৃত হয়ে আসছে। এই চায়ের রয়েছে অনেক গুণ। ওজন কমাতে এই চায়ের গুণের কথা আমরা সবাই জানি।

তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে যারা বাতের ব্যথায় ভুগছেন, তারা গ্রিন টি পানে উপকৃত হতে পারেন। বাতের ব্যথা দূর করতে গ্রিন টি খুব ভালো কাজ করে।

বিশেষজ্ঞরা বলছেন, আপেল খাওয়া শরীরের জন্য যেমন ভালো, তেমনি এক কাপ গ্রিন টিও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

এখন কমবেশি সবাই আর্থ্রাইটিস ও রিউমেটিক ডিজিজ বা বাতজনিত রোগে ভুগে থাকেন। এসব রোগে শরীরের বিভিন্ন জয়েন্ট, লিগামেন্টস, হাড় ও পেশিতে প্রচণ্ড ব্যথা হয়।

জয়েন্টে ব্যথা হয়, গতি কমে যায়, আক্রান্ত স্থানে ফোলা ও লালচেভাব দেখা দেয়। এ ধরনের রোগ প্রতিরোধে গ্রিন টি ভালো কাজ করে বলে জানিয়েছে গবেষণা।

কয়েক দশক ধরে গ্রিন টি চিকিৎসক, পুষ্টিবিদ ও ডায়েটেশিয়ানদের কাছে নির্ভরযোগ্য এই খাবার হয়ে উঠেছে। কারণ সবুজ চা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে ব্যবহার করা হচ্ছে।

সাম্প্রতিক গবেষণার ফল থেকে জানা গেছে, গ্রিন টি বাত রোগীদের জন্য নির্ধারিত চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাবে। যদিও এ গবেষণা ইঁদুরের ওপর পরীক্ষা করে করা হয়েছে।

এক কাপ গ্রিন টি সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা পলিফেনল হিসেবে পরিচিত। এটি দেহের রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

চিকিৎসকদের মতে, এটি বাতসংক্রান্ত রোগে ভোগা মানুষের জন্য সুসংবাদ। গ্রিন টি সম্ভাব্য ক্ষতিকারক বাতজনিত রোগের চিকিৎসার জন্য ভালো কাজ করে।

এর আগে ২০১২ সালে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রনে প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, গ্রিন টি গ্রহণের অন্যান্য ইতিবাচক ফলের কথা।

চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, সবুজ চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই ডায়েটে গ্রিন টি যুক্ত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, বাতজনিত রোগ, হূদরোগ ও ডায়াবেটিস কমাতে সহায়তা করে গ্রিন টি।

সূত্র: হেলথলাইন

16/02/2020

করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়

সম্প্রতি চীনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যত বাড়ছে, বিশ্বের অন্য দেশগুলোতেও সেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই ভয়াবহ করোনা ভাইরাস, বাঁচার উপায় সম্পর্কে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে:

করোনা সাধারণ ফ্লু বা ঠাণ্ডা লাগার মতোই প্রথমে আক্রমণ করে ফুসফুসে। এই ভাইরাস থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আস্তে আস্তে তা মারাত্মক আকার ধারণ করে। যার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

যেভাবে ছড়ায়

১) আক্রান্ত ব্যক্তির মাধ্যমেই অন্য জনের মধ্যে এই ভাইরাস ছড়ায়

২) শারীরিক ঘনিষ্ঠতা এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে

৩) রোগীর ব্যবহার করা জিনিস থেকেও এই রোগ হতে পারে।

কীভাবে প্রতিরোধ

১) খুব সাধারণ কিছু নিয়ম মানলেই এড়ানো যাবে এই সংক্রমণ

২) রোগী কাছ থেকে আসার পর ভালো করে হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে হাঁচি-কাশি দিন

৩) ডিম, মাংস ভালো করে রান্না করুন

৪) রোগীর থেকে দূরে থাকুন

৫) নিয়মিত হাত ধুয়ে রাখুন।

করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: অর্থসূচক

16/02/2020

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক মেথি

অনেকেই বিভিন্ন রান্নায় মেথি ব্যবহার করেন। তবে রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও এর অনেক গুণ রয়েছে। আধুনিক গবেষণা বলছে, নিয়মিত মেথি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত ১০ গ্রাম মেথি গরম পানিতে ভিজিয়ে রেখে খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়। ইন্টারন্যাশনাল জার্নাল ফর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চ -এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মেথি দানার পানি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এছাড়া মেথি দানায় উচ্চ পরিমাণে ফাইবার থাকায় বিপাকক্রিয়া ধীর গতিতে হয়। এতে শরীরে শর্করা শোষণের হার কমে। স্বাভাবিকভাবেই শরীর থেকে ইনসুলিন নির্গত হওয়ার হার বাড়ে।

যেভাবে মেথি খেলে বেশি উপকার পাওয়া যাবে-

এক গ্লাস গরম পানিতে মেথি দানা ভিজিয়ে রেখে ১০ মিনিট মিশে যাওয়ার সময় দিন। এর পর লেবু আর মধু মিশিয়ে তরলটি পান করুন। এছাড়া বিভিন্ন রান্নাতেও মেথি পাতা এবং বীজ ব্যবহার করতে পারেন। এতে স্বাদও ভালো হবে, উপকারও পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে মেথি বীজ হলে রান্নার অন্তত তিনি থেকে চার ঘণ্টা আগে পানিতে ভিজিয়ে রেখে রান্না করুন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস >> শেয়ারনিউজ; ১০ ফেব্রুয়ারি ২০২০

16/02/2020

ভুঁড়ি কমানোর সহজ উপায়

ভুঁড়ি আমাদের সৌন্দর্যহানি তো করেই, পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। অতিরিক্ত মেদের ফলে বাড়তে পারে ডায়েবিটিস, প্রেশার, কোমর ও হাঁটুর ব্যথার মতো সমস্যা। এমনকি ক্লান্তি, অনিদ্রা, শ্বাসকষ্টের মতো বহু শারীরিক সমস্যার সঙ্গেও অতিরিক্ত ওজন প্রত্যক্ষভাবে জড়িত।

সারাদিনে আমরা যেসব খাবার খাই, আমাদের শরীরে তা থেকেই শক্তি আসে। কিন্তু আমরা বেশিরভাগ সময়েই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি। এদিকে কাজ করি অফিসে বসে থেকে। কোনোরকম শারীরিক কসরতও করা হয় না। এর ফলে সেই অতিরিক্ত খাবার, ফ্যাট বা গ্লুকোজ-এর আকারে শরীরে জমে যায়। অনেকসময় জিমে গিয়ে, ডায়েট কন্ট্রোল করেও কোনো লাভ হয় না। তাই জেনে নিন ৭টি সহজ ঘরোয়া সমাধান-

১. মেদহীন সুস্থ শরীর পেতে পরিমিত আহার, নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই।

২. বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত তেল-মশলা, ঘি-মাখন এড়িয়ে চলুন। রেড মিট এড়িয়ে চলুন। ফাস্ট ফুড, ডিপ-ফ্রাই করা খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিংক্স, অ্যালকোহল না খাওয়াই ভালো। বদলে স্ন্যাক্স হিসেবে খান ফল, গ্রিলড্ খাবার, চাট, স্যালাড, আমন্ড, টক দই।

৩. খাওয়ার সময়ে পেটে একটু জায়গা রেখে খান। খাবার ভালো হজম হবে। অতিরিক্ত ক্যালোরির সমস্যাও হবে না।

৪. ভাত, ময়দা, চিনি কম খান। পারলে ঢেঁকি-ছাঁটা চালের ভাত খান। আটার রুটি খান। চা-কফিতে চিনি খাওয়া ছেড়ে দিন।

৫. সারাদিনের খাবারে প্রোটিনের পরিমাণ রাখুন বেশি। ছোটো মাছ, চিকেনের ব্রেস্ট পিস খান। খাবারের পাতে রাখুন প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল।

৬. জিমে যাওয়ার আলাদা সময় না থাকলে বাড়িতেই করুন শরীরচর্চা। রোজ সকালে উঠে আধ ঘণ্টা রাখুন নিজের জন্য। স্কিপিং, বুক ডন, বৈঠক, পুল-আপের মতো খালি হাতে ব্যায়াম করুন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও নির্দ্বিধায় করতে পারেন এই এক্সারসাইজগুলো। তবে ব্যায়াম শুরুর আগে কোনো শরীরচর্চা বিশেষজ্ঞের থেকে সঠিক ফর্ম অবশ্যই জেনে নেবেন।

৭. মেদ কমাতে না খেয়ে খালি পেটে থাকেন অনেকে। সেটি খুবই ভুল ধারণা। অল্প অল্প করে বারবার খান। নয়তো হিতে বিপরীত হবে।

শেয়ারনিউজ; ১১ ফেব্রুয়ারি ২০২০

16/02/2020

আস্সালামোলাইকুম:
E Medicine BD Shop পেজ টা মূলত মেডিসিন নিয়ে কাজ করা.
আপনারা যে মেডিসিন নিবেন তার জন্য আপনাকে বাহিরে আসতে হবে না. আপনি মাত্র আপনার প্রেসক্রিপসন টা সেন্ড করে দিবেন... আমরাই আপনার সব মেডিসিন কিনে আপনার বাসায় পৌঁছে দিবো.

Address

Dhaka
1206

Telephone

01783868990

Website

Alerts

Be the first to know and let us send you an email when E Medicine BD Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to E Medicine BD Shop:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

emedicinebdshop

emedicinebdshop is an online pharmacy. This system that operates over the internet and delivered medicines to customers through hand delivery system