Dr Md Abdullah Al Mamun

Dr Md Abdullah Al Mamun Urologist, Andrologist and Laparoscopic Surgeon

05/10/2023

আপনাদের ইউরোলজিক্যাল যে কোন সমস্যায় চিকিৎসা নিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন
এমবিবিএস
এমএস (ইউরোলজি) বিএসএমএমইউ
মেম্বার আমেরিকান ইউরোলজিক্যাল এসোসিয়েশন
সহকারী অধ্যাপক
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।

👉চেম্বার ১ঃ
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
বহিঃ বিভাগ ৩১১ নম্বর রুম
বৃহস্পতিবার (সকাল ৮ঃ০০টা থেকে বিকাল ৪ঃ০০টা) শনিবার (সকাল ৮ঃ০০টা থেকে বিকাল ৪ঃ০০টা)
সোমবার সকাল (৮ঃ০০টা থেকে দুপুর ১ঃ০০টা)

👉চেম্বার ২ঃ
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল ১১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭।
সিরিয়াল নিতে কল করুন : ০১৭১৬-৩০৬৬৩১, ০১৭৪৫-১০৪৮৫০,০১৮১২-০৯৬৫৩৬
রোগী দেখার সময়: প্রতি মঙ্গলবার ও বুধবার
বিকাল ৩ঃ০০ টা থেকে ৫ঃ০০ টা।

ভালো লাগলে আমার পেজে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিয়ে সচেতনতা বাড়ানোই আমার উদ্দেশ্যে ধন্যবাদ।

01/10/2023
08/04/2023

৩৮ বছর বয়সি একজন পুরুষ রোগী ইমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি হন হঠাৎ করে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে এবং প্রস্রাব আটকে গেছে এমন হিস্ট্রি নিয়ে

রোগীর বক্তব্য ছিল এমন- সে শাক তুলতে গিয়েছিলো, হঠাৎ করে সে পড়ে যায় এবং শাকের ডাটা তার প্রস্রাবের রাস্তার মধ্য দিয়ে ঢুকে যায়। সে শাকের ডাটা বের করার চেষ্টা করার একপর্যায়ে শাকের ডাটার অর্ধেক ভেঙ্গে যায় এবং অর্ধেক প্রস্রাবের থলির ভিতরে ঢুকে যায়। তারপর থেকে তার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে এবং প্রস্রাব আটকে গেছে।

কিন্তু এটা কোনভাবেই বিশ্বাসযোগ্য ছিল না যে সে পড়ে যাবে আর শাকের ডাটা তার প্রস্রাবের রাস্তা দিয়েই ভিতরে ঢুকে যাবে।

যাইহোক পরবর্তী সময়ে আমরা ইমারজেন্সি অপারেশনের মাধ্যমে তার প্রস্রাবের থলি থেকে শাকের ডাটা বের করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সিস্টোস্কোপির মাধ্যমে প্রস্রাবের থলি এবং রাস্তা থেকে শাকের ডাটা বের করতে সক্ষম হই।

এর আগেও এই ধরনের রোগী আরেকবার পেয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি ডিপার্টমেন্টে। সেই সময়ের রোগী প্রস্রাবের রাস্তা দিয়ে ইয়ারফোনের তার ঢুকিয়েছিল।

অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এমন কেন করে রোগীরা?

আসলে এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা, যেখানে রোগী অস্বাভাবিক উপায়ে তার যৌন চাহিদা মিটানোর চেষ্টা করেন। এটাকে সেক্সুয়াল পারভার্সন বলা হয়ে থাকে।

হাইপোস্প্যাডিয়াস হল একটি জন্মগত সমস্যা যেখানে মূত্রনালীর মুখ লিঙ্গের অগ্রভাগে না হয়ে লিঙ্গের নীচের দিকে অবস্থিত।  কিছু...
01/04/2023

হাইপোস্প্যাডিয়াস হল একটি জন্মগত সমস্যা যেখানে মূত্রনালীর মুখ লিঙ্গের অগ্রভাগে না হয়ে লিঙ্গের নীচের দিকে অবস্থিত। কিছু ক্ষেত্রে, মূত্রনালীর মুখ অণ্ডথলি বা পেরিনিয়ামে অবস্থিত হতে পারে।

👉হাইপোস্প্যাডিয়াসের সঠিক কারণ সবসময় স্পষ্ট নয়, তবে এটি জেনেটিক এবং পরিবেশগত কারণগুলির সংমিশ্রণে হয়ে থাকে।

👉কিছু গবেষণায় দেখা গেছে যে ভ্রূণের বিকাশের সময় নির্দিষ্ট হরমোনের ভারসাম্যহীনতা এই অবস্থাতে অবদান রাখতে পারে।

👉হাইপোস্প্যাডিয়াসের চিকিৎসায় সাধারণত লিঙ্গের ডগায় মূত্রনালীর মুখ পরিবর্তন করার জন্য অস্ত্রোপচার করার প্রয়োজন হয়।

👉হাইপোস্প্যাডিয়াসের ধরন (মূত্রনালীর মুখ লিঙ্গের কোথায় অবস্থিতঃ যেমন লিঙ্গের শেষ ভাগে, লিঙ্গের মাঝখানে, লিঙ্গের গোড়ায়, অন্ড থলিতে এবং পেরিনিয়ামে) এবং অন্যান্য কারণ যেমন শিশুর বয়স এবং অন্যান্য অস্বাভাবিকতার উপস্থিতির (লিঙ্গের বক্রতা) উপর নির্ভর করে অস্ত্রোপচারের সময় এবং ধরন পরিবর্তিত হতে পারে।
🍁কিছু ক্ষেত্রে, অতিরিক্ত পদ্ধতির প্রয়োজন হয়, যেমন কর্ডি (লিঙ্গের বক্রতা)সংশোধনের জন্য।

👉অস্ত্রোপচারের পরে, শিশুটিকে সাধারণত কয়েক সপ্তাহের জন্য কঠোর শারীরিক কার্যকলাপ এড়াতে হবে এবং নিরাময় প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে এবং কোনও জটিলতা নেই তা নিশ্চিত করার জন্য ফলো-আপ অ্যাপয়েন্টমেন্টের জন্য আসতে হয়।

🍁উপযুক্ত চিকিৎসার মাধ্যমে, হাইপোস্প্যাডিয়াস সহ বেশিরভাগ শিশু স্বাভাবিক মূত্র এবং যৌন ফাংশন অর্জন করতে সক্ষম হয়।

আপনাদের ইউরোলজিক্যাল যে কোন সমস্যায় চিকিৎসা নিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন
এমবিবিএস
এমএস (ইউরোলজি) বিএসএমএমইউ
মেম্বার আমেরিকান ইউরোলজিক্যাল এসোসিয়েশন
সহকারী অধ্যাপক
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।

👉চেম্বার ১ঃ
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
বহিঃ বিভাগ ৩০৬ নম্বর রুম
বৃহস্পতিবার (সকাল ৮ঃ০০টা থেকে বিকাল ৪ঃ০০টা) শনিবার (সকাল ৮ঃ০০টা থেকে বিকাল ৪ঃ০০টা)
সোমবার সকাল (৮ঃ০০টা থেকে দুপুর ১ঃ০০টা)

👉চেম্বার ২ঃ
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল ১১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭।
সিরিয়াল নিতে কল করুন : ০১৭১৬-৩০৬৬৩১
রোগী দেখার সময়: প্রতি মঙ্গলবার ও বুধবার
বিকাল ৩ঃ০০ টা থেকে ৫ঃ০০ টা।

ভালো লাগলে আমার পেজে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিয়ে সচেতনতা বাড়ানোই আমার উদ্দেশ্যে ধন্যবাদ।

Address

Shyamoli Road-2, Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Abdullah Al Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Abdullah Al Mamun:

Share

Category