Hijama Bangladesh -Cupping & Ruqyah Center

Hijama Bangladesh -Cupping & Ruqyah Center Welcome to Our
Hijama Bangladesh Cupping & Ruqyah Center .

হিজমা বাংলাদেশের যাত্রাবাড়ী শাখার পেজে আপনি যে সার্ভিস সমূহ পাবেন ঃ
1.হিজামা যারা করাবেন প্রত্যেকে মেডিকেল ব্যক্তিত্ব।
2.এক্সপার্ট হিজামা থেরাপিস্ট।
3. দীর্ঘ সময় অভিজ্ঞতা হিজামায়।
4. হিজামায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত থেরাপিস্টরা।
5.সঠিক ভাবে চিকিৎসা প্রদান করা।
6.সম্পূর্ণ ন্যাচালার ভাবে চিকিৎসা দেওয়া হয়।
7. এনাটমিকাল ভাবে হিজামা পয়েন্ট নির্বাচন।
8. রক্তের বিভিন্ন পরীক্ষা দেখে চিকিৎসা প্রদান।
9. এমআরআই, এক্স-রে, সিটি স্ক্যান এর রির্পোট দেখা।
10. সমস্ত হিজামার জিনিস বা ইন্স্টুমেন্ট জীবাণুমুক্ত।
11. সমস্ত হিজামায় ব্যবহার জিনিসশুধুমাত্র একবার ব্যবহার করা।
12. হিজামা হোম সার্ভিসে পুরুষ এবং মহিলা উভয়ই করা যায়।
13. পৃথক ভাবে হোম সার্ভসে পুরুষ ও মহিলার ব্যবস্তা আছে।
★★★ হিজামা শুধু চিকিৎসা নয় সুন্নত ও বটে★★★
আরও বিস্তারিত জানতে কল করুন 01813917235

নিয়মিত হিজামা করলে শারীরিক ফিটন্যাস এবং মানুষিকভাবে সুস্থ থাকা যায়, হিজামা একটি সুন্নাহ চিকিৎসা,অবশ্যই সুন্নাহ চিকিৎসায় ...
26/03/2024

নিয়মিত হিজামা করলে শারীরিক ফিটন্যাস
এবং মানুষিকভাবে সুস্থ থাকা যায়, হিজামা একটি সুন্নাহ চিকিৎসা,
অবশ্যই সুন্নাহ চিকিৎসায় বারাকাহ রয়েছে।

মাথা ব্যথা ও শারীরিক সুস্থতার জন হিজামা নিয়েছেন মৃধাবাড়ী থেকে আগত নাঈমুল ইসলাম ভাই।

হিজামা ও রুকিয়াহ্‌ চিকিৎসার জন্য আমরা আছি আপনার পাশে, ইনশা'আল্লাহ,

প্রয়োজনে কল করুন
01813917235

প্রায় ৩০ বছর ধরে কাতারে শিঙ্গা চিকিৎসা (হিজামা) দিয়ে আসা এই প্রবীণ মানুষ শেখ আকিল ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও...
21/03/2024

প্রায় ৩০ বছর ধরে কাতারে শিঙ্গা চিকিৎসা (হিজামা) দিয়ে আসা এই প্রবীণ মানুষ শেখ আকিল ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😢
হিজামা একটি ভূলে যাওয়া নববী চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর ন্যাচারাল চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ম্যাজিক এর কাজ করে। এটি নববী চিকিৎসা ব্যাবস্থা।
♦হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।
♦হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-
(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০
(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩
♦হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হ্রাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

হিজামা নিন, সুস্থ থাকুন, হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন
01813917235
হিজামা বাংলাদেশ যাত্রাবাড়ী ঢাকা।

14/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে,
কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।
২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।
৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।
৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।
৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।
৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন, আমীন।

11/03/2024

اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام
আহলান ওয়া সাহলান
রমাযান কারীম।

11/03/2024

পুরো রমাদান মাস জুড়ে হিজামা উপরে ৩০% ডিস্কাউন্ড থাকবে, ইনশা'আল্লাহ।

03/03/2024

৫তারিখ পর্যন্ত হিজামায় ৩০% ছাড় চলছে,
ইনশা'আল্লাহ।

ভাইটি দীর্ঘদিন যাবত জ্বিনের আঈন হাসাদে আক্রান্ত, মাথা ভার হয়ে থাকে, মাথা ঘুরায় এবং ঘুম থেকে উঠার পর পায়ের ব্যথায় হাটা চল...
23/02/2024

ভাইটি দীর্ঘদিন যাবত জ্বিনের আঈন হাসাদে আক্রান্ত, মাথা ভার হয়ে থাকে, মাথা ঘুরায় এবং ঘুম থেকে উঠার পর পায়ের ব্যথায় হাটা চলা করতে পারে না, আলহামদুলিল্লাহ হিজামা করার পর অনেকটা সুস্থতা অনুভব করছেন,

পাশাপাশি রুকইয়াহর সিডিউল নিয়ে গেসেন,

রুকিয়াহ ও হিজামা সেবা নিতে যোগাযোগ করুন।
01813917235

আসছে সুন্নাহ ডেইট
20/02/2024

আসছে সুন্নাহ ডেইট

ব্যাক পেইন ও চুল পড়ার জন্য হিজামা চলছে,যারা দীর্ঘ দিন ধরে ব্যাক পেইন, ঘাড় ব্যথা, মাথা ব্যথায় ভুগছেন,আপনাদের জন্য হিজামা ...
17/02/2024

ব্যাক পেইন ও চুল পড়ার জন্য হিজামা চলছে,

যারা দীর্ঘ দিন ধরে ব্যাক পেইন, ঘাড় ব্যথা, মাথা ব্যথায় ভুগছেন,
আপনাদের জন্য হিজামা হতে হতে পারে উত্তম চিকিৎসা,

হিজামা ও রুকইয়াহ সেবা নিতে যোগাযোগ করুন
01813917235

চুল পড়তে পড়তে মাথায় টাক হয়ে যাচ্ছে?আমাদের চিকিৎসায় হবে পুরো পুরি সমাধান ইনশা'আল্লাহ।দীর্ঘ দিন ধরে যারা চুল পড়া/টাক/মাইগ্...
08/02/2024

চুল পড়তে পড়তে মাথায় টাক হয়ে যাচ্ছে?
আমাদের চিকিৎসায় হবে পুরো পুরি সমাধান ইনশা'আল্লাহ।

দীর্ঘ দিন ধরে যারা চুল পড়া/টাক/মাইগ্রেণের ব্যথা নিয়ে ভুগছেন,
আপনাদের জন্য হিজামা হতে পারে কার্যকরি চিকিৎসা।

রুকিয়াহ ও হিজামা চিকিৎসা নিতে যোগাযোগ করুন।
01813917235

03/02/2024

আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে হিজামায়
২০% ছাড়!
মিনিমাম ২০ পয়েন্ট নিতে হবে।

আব্দুর রাজ্জাক ভাই এসেছে বরিশাল থেকে, ওনার অনেক দিন ধরে বাম হাতে এবং কাধের নিচের অংশে ব্যথা ছিলো, খুজতে খুজতে এসেছে আমাদ...
02/02/2024

আব্দুর রাজ্জাক ভাই এসেছে বরিশাল থেকে, ওনার অনেক দিন ধরে বাম হাতে এবং কাধের নিচের অংশে ব্যথা ছিলো, খুজতে খুজতে এসেছে আমাদের সেন্টারে,
আল্লাহ তায়ালা ভাইকে সুস্থতা দান করুন।

রুকিয়াহ/হিজামা সেবা নিতে যোগাযোগ করুন।
01813917235

Address

32 Shahid Faroque Road Jatrabari
Dhaka
1204

Telephone

+8801813917235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Bangladesh -Cupping & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Bangladesh -Cupping & Ruqyah Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram