25/01/2026
IBS রোগের নির্দিষ্ট কোন টেস্ট নেই... এই রোগটি হলো ডায়াগনোসিস অফ এক্সক্লুশন... অর্থাৎ সব পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখা যাবে যে... কোন দৈহিক রোগ নেই... শুধুমাত্র মনের অস্থিরতা, উদ্বেগ ও দুশ্চিন্তা প্রসূত পরিপাকতন্ত্রের অতিমাত্রায় ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলশ্রুতি... সেটাই হলো আইবিএস