AARiSa

AARiSa We work with various kinds of impoted products both in wholesell and in retail....

Our main aim is to deal with bulk quantity...We are capable of any corporate deal...so for any dealing please feel free to contact.

অনেকেই Conjunctivitis (চোখ ওঠা) সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি ছোট করে চোখ ওঠা নিয়ে কিছু কথা শেয়ার করছি।সাধারণত চোখ ওঠা ...
13/10/2022

অনেকেই Conjunctivitis (চোখ ওঠা) সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি ছোট করে চোখ ওঠা নিয়ে কিছু কথা শেয়ার করছি।

সাধারণত চোখ ওঠা চার ধরনের হতে পারে তবে সবচেয়ে কমন দুটো হলো ভাইরাল এবং ব্যাকটেরিয়াল।

কি করে বুঝবেনঃ

ভাইরাল Conjunctivitis:
চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করবে
চোখে ঘন ঘন পানি আসবে
ব্যাথা থাকতে পারে

বেশীরভাগ ক্ষেত্রে ৩/৪ দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যায়। তবে এটি অত্যন্ত সংক্রামক। এক চোখে হলে খুব দ্রুত তা অন্য চোখেও বিস্তার ঘটায়।

ব্যাক্টেরিয়াল Conjunctivitis:
চোখের সাদা অংশ লাল হয়
চোখে সাধারণত সবুজাভ হলুদ অথবা সাদা পুজ জমে
চোখ ফুলে যায়

এ ধরনের লক্ষ্মণ দেখা দেয়া মাত্রই চক্ষু বিশেষজ্ঞ এর পরামর্শ নিতে হবে। কোনভাবেই অবহেলা করা যাবে না।

সবার সর্বোচ্চ সুস্বাস্থ্য কামনা করছি.
Courtesy :Dr.S.M Sohidul Islam

A for AppleB for Ball.সেই প্রি স্কুল থেকে আমাদের শিক্ষা জীবনের শুরু। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের কে সঠিক দিক নির্দেশন...
05/10/2022

A for Apple
B for Ball.
সেই প্রি স্কুল থেকে আমাদের শিক্ষা জীবনের শুরু। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের কে সঠিক দিক নির্দেশনা দিয়ে যারা মানুষ হিসেবে গড়ে তুলেছে সেই সব শিক্ষকদের কে জানাই ভালবাসা এবং শ্রদ্ধা।
Happy world Teachers' Day.

Brain বা মস্তিস্ক হচ্ছে সকল মেরুদন্ডী এবং অমেরুদন্ডী প্রানীর স্নায়ুতন্তের কেন্দ্রবিন্দু।মস্তিস্ক সাধারনত মাথার ভেতরে অবস...
30/09/2022

Brain বা মস্তিস্ক হচ্ছে সকল মেরুদন্ডী এবং অমেরুদন্ডী প্রানীর স্নায়ুতন্তের কেন্দ্রবিন্দু।মস্তিস্ক সাধারনত মাথার ভেতরে অবস্থান করে, যা Sensory Organ যেমন চোখ, জিহ্বা, কান এর কাছে অবস্থান করে।স্তন্যপায়ী প্রানীদের ক্ষেত্রে এটি অত্যন্ত জটিল একটি অংগ।

মানব দেহে মস্তিস্ক বা ব্রেইন দুইটি অংশে বিভক্ত।
ডান এবং বাম অংশ।মজার বিষয় হচ্ছে মানব দেহের মস্তিস্কের ডান অংশ নিয়ন্ত্রন করে শরীরের বা দিকের অংগ প্রত্যংগ আর বাম দিক করে ডান দিকের। মানব মস্তিক্সের পেছনে সেরব্রাম বলে একটা ফুলের মত অংশ থাকে যা আমাদের হাটা চলা নিয়ন্ত্রন করে।পজিশন নিয়ন্ত্রন করে। আর আমাদের দৃস্টির একটা অংশ
থাকে পেছনের দিকে যাকে অক্সিপিটাল লোব বলে। বাংলা সিনেমায় দেখা যায় যে মাথার পেছনে আঘাত করার পর স্মৃতিশক্তি লোপ পায়।
আসলে মাথার পেছনে আঘাত পাওয়ার পর অন্ধ হয়ে যেতে পারে।স্মৃতি লোপ না। আর বাকশক্তির অংশটা থাকে ব্রোকাস এরিয়া বলে মস্তিস্কের দুই পাশের দুইটা অংশ থেকে।

মস্তিস্কের একক হচ্ছে নিউরন।হাজার হাজার লক্ষ লক্ষ নিউরন মেরুন্ডের স্পাইনাল কড এবং অন্যান নার্ভের মাধ্যমে আমাদের দেহকে নিয়ন্ত্রিত করে।
মস্তিস্কের কাজগুলোকে নানা ভাবে ভাগ করা যায়। তার মাঝে একটি হচ্ছে সেন্সরি, মটর এবং মিক্স।
সেন্সরি হচ্ছে যা অনুভব করা যায়। এই যেমন চোখ দিয়ে দেখা, জিহবা দিয়ে খাবারের স্বাদ বুঝা, কান দিয়ে শুনা।
মটর হচ্ছে যে কোন কাজ করা, যেমন হাত দিয়ে কোন কিছু উঠানো বা নামানো। পা দিয়ে হাটা চলা করা, ইত্যাদি।

আর মিক্স হচ্ছে এই দুইটির যোগফল যেমন আপনি চাচ্ছেন ডান দিকের একটি জিনিস দেখবেন। তাহলে মস্তিস্ক আপনার চোখের ডান দিকের মাংশ পেশিকে বলবে ডান ঘুর, আপনার চোখ ডানে ঘুরবে এবং অপটিক নার্ভের সিগনাল পাঠাবে এবং আপনি দেখতে পারবেন।

মস্তিস্কের একটি জটিল রোগ হচ্ছে স্ট্রোক। যাকে আমরা ব্রেইন স্ট্রোক বলি।
এটি সাধারনত দুই রকমের
১.হেমরেজিক মানে রক্তক্ষরন জনিত এবং
২.ইস্কেমিক মানে রক্ত না পাওয়ার জন্য।

আমাদের মানবদেহের মস্তিস্ক মাত্র কয়েক সেকেন্ড রক্ত না পেলে মারা যায়।মস্তিস্ক যদি ৩০ সেকেন্ডের বেশি রক্স না পায় তবে অক্সিজেন পাবে না এবং অক্সিজেন না পেলে তা ডেমেজ হওয়া শুরু করে এবং মাত্র ৩মি এর মাঝে সম্পূর্ণ ধ্বংশ হয়ে যায়।

তাই দেখা যায় স্ট্রোক হওয়ার পর মানব দেহের অংগপ্রত্যংগ গুলো আগের মত আর কাজ করে না।কারো কারাও ক্ষেত্রে temporary damage. হয় যা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে Permanent damage হয়। আর ঠিক হয় না।তাই দেখা যায় প্যারালাইজড হওয়ার পর কেউ দ্রুত ভাল হয়ে যায়। আবার কেউ বছরের পর বছর গড়িয়ে যায় ভাল হয় না।

ব্রেইন বা মস্তিস্কের একটা বড় কাজ হচ্ছে স্মৃতি কে ধরে রাখা।

ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনে স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা নানা ধরনের ডিভাইস ব্যবহার করি। আর এমনই একটি ডিভাইস হচ্ছে পেন ড্রাইভ।
গতানুগত পেনড্রাইভ নয় আমাদের কাছে আচ্ছে বিভিন্ন সেইপ এর পেইন ড্রাইভ।
Brain
Heart
Lung
Bone
Tooth
Doctor

১৬ জিবি এক একটি পেন ড্রাইভের মূল্য মাত্র ৫৫০ টাকা।
সাথে থাকছে সুন্দর একটি কেসিং একদম ফ্রি।
আর হ্যা সারা ঢাকা শহরে ফ্রি হোম ডেলিভারি।
তাই দেরি না করে দ্রুত Order করে ফেলুন।মনে রাখবেন স্টক কিন্তু সীমিত।

প্রতিদিন আমাদের কে নানা কাজে বাইরে যেতে হয়, এই করোনা পরিস্থিতি আমাদের কে একটা খুব ভাল অভ্যেস দিয়েছে। আর তা হল Surgical ম...
13/08/2022

প্রতিদিন আমাদের কে নানা কাজে বাইরে যেতে হয়, এই করোনা পরিস্থিতি আমাদের কে একটা খুব ভাল অভ্যেস দিয়েছে। আর তা হল Surgical মা.স্ক ব্যবহার।
ঢাকার বাতাস পৃথিবীর শীর্ষ দূষিত বায়ুর দেশ গুলোর মধ্যে অন্যতম। আর এই মা.স্ক ব্যবহার অনেক বায়ু বাহিত রোগ বালাই থেকে আমাদের কে সুরক্ষা দিচ্ছে।

আর এক ধরনের মা.স্ক পড়তে পড়তে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। তাই একটু ভিন্নতা প্রয়োজন। এই ভিন্নতার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এলাম চারটি ভিন্ন ভিন্ন ডিজাইনের Surgical মা.স্ক।
নিজের রুচির সাথে মিলিয়ে Order করতে পারেন। মেল্টব্লন যুক্ত এই মা.স্ক গুলোর মূল্য একেবারে হাতের নাগালে...
অন্য সব সাধারন Surgical মা.স্ক এর মত এর মূল্য ৫০পিস মাত্র ৩৫০ টাকা

আর ডেলিভারি চার্জ ঢাকার ভেতর আগের মতই, তবে সুন্দর বন কুরিয়ারে বেড়ে গেছে।

𝗦𝗲𝗹𝗳 𝗧𝗲𝘀𝘁𝗶𝗻𝗴 𝗥𝗮𝗽𝗶𝗱 𝗔𝗻𝘁𝗶𝗴𝗲𝗻 𝗧𝗲𝘀𝘁 𝗞𝗶𝘁👉ঘরে বসে করোনা পরীক্ষা করতে চান?👉ঠান্ডা জ্বর কাশিতে ভুগছেন, করোনা কিনা জানতে চান?👉হাস...
25/07/2022

𝗦𝗲𝗹𝗳 𝗧𝗲𝘀𝘁𝗶𝗻𝗴 𝗥𝗮𝗽𝗶𝗱 𝗔𝗻𝘁𝗶𝗴𝗲𝗻 𝗧𝗲𝘀𝘁 𝗞𝗶𝘁

👉ঘরে বসে করোনা পরীক্ষা করতে চান?
👉ঠান্ডা জ্বর কাশিতে ভুগছেন, করোনা কিনা জানতে চান?
👉হাসপাতালে না গিয়ে নিজেই নিজের টেস্ট রেজাল্ট জানতে চান?
👉করোনা নেগেটিভ হল কিনা সেটা জানতে চান?

অন্যের কোনরূপ সাহায্য সহযোগীতা ছাড়া মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে টেস্ট রেজাল্ট পেয়ে যাবেন।

Single piece Box.
প্রতি বক্সে আছে একজনের একবার করে সম্পূর্ণ টেস্ট করার উপকরন।

খুব সহজে বক্সের পেছনের ম্যনুয়্যাল দেখে করে ফেলতে পারবেন আপনার প্রয়োজনীয় টেস্ট।

মূল্য মাত্র-৪০০ (চারশত টাকা)

সমগ্র ঢাকা সিটিতে Emergency ডেলিভারি করার ব্যবস্থা।(চার্জ প্রযোজ্য)

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আপনার কোরবানি...সবাইকে ঈদ মোবারক...
09/07/2022

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আপনার কোরবানি...
সবাইকে ঈদ মোবারক...

অসচেতনতা এবং অবহেলায় বাড়িয়ে দেয় করোনার মৃত্যুর হার...সময় মত টেস্ট না করার, টেস্টের জন্য অপেক্ষা করা...অন্য করোনার রুগির ...
05/07/2022

অসচেতনতা এবং অবহেলায় বাড়িয়ে দেয় করোনার মৃত্যুর হার...সময় মত টেস্ট না করার, টেস্টের জন্য অপেক্ষা করা...অন্য করোনার রুগির সাথে লাইনে না দাড়াতে চাওয়া---এসব কারনে অনেকে করোনার টেস্ট করতে চায় না।। এখন ঘরে ঘরে চলছে ঠান্ডা,জ্বর কাশি,হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে টেস্ট করাতে না চাওয়াটা ও বড় একটা কারন।
কিন্তু সময় মত না জানতে পারলে আপনি চিকিৎসা শুরু করতে পারবেন না, আর করোনা আক্রান্ত রোগী বেশির ভাগ সময়ে দেরী করে হাসপাতালে যাওয়ার কারনে অবস্থার অবনত ঘটে। তাই যারা ঘরে বসে জানতে চান, করোনা হয়েছে কি না...তাদের জন্য আমরা সংগ্রহ করেছি র‍্যাপিড এন্টিজেন টেস্ট কিট।
মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন।

শুভেচ্ছা মূল্য মাত্র ৪০০ টাকা।

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْد
02/05/2022

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْد

14/04/2022
I Love you TodayThan Yesterday &Tomorrow I will Love youMore than Today....
14/02/2022

I Love you Today
Than Yesterday &
Tomorrow I will Love you
More than Today....

Address

Sher E Bangla Road
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when AARiSa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram