30/09/2022
Brain বা মস্তিস্ক হচ্ছে সকল মেরুদন্ডী এবং অমেরুদন্ডী প্রানীর স্নায়ুতন্তের কেন্দ্রবিন্দু।মস্তিস্ক সাধারনত মাথার ভেতরে অবস্থান করে, যা Sensory Organ যেমন চোখ, জিহ্বা, কান এর কাছে অবস্থান করে।স্তন্যপায়ী প্রানীদের ক্ষেত্রে এটি অত্যন্ত জটিল একটি অংগ।
মানব দেহে মস্তিস্ক বা ব্রেইন দুইটি অংশে বিভক্ত।
ডান এবং বাম অংশ।মজার বিষয় হচ্ছে মানব দেহের মস্তিস্কের ডান অংশ নিয়ন্ত্রন করে শরীরের বা দিকের অংগ প্রত্যংগ আর বাম দিক করে ডান দিকের। মানব মস্তিক্সের পেছনে সেরব্রাম বলে একটা ফুলের মত অংশ থাকে যা আমাদের হাটা চলা নিয়ন্ত্রন করে।পজিশন নিয়ন্ত্রন করে। আর আমাদের দৃস্টির একটা অংশ
থাকে পেছনের দিকে যাকে অক্সিপিটাল লোব বলে। বাংলা সিনেমায় দেখা যায় যে মাথার পেছনে আঘাত করার পর স্মৃতিশক্তি লোপ পায়।
আসলে মাথার পেছনে আঘাত পাওয়ার পর অন্ধ হয়ে যেতে পারে।স্মৃতি লোপ না। আর বাকশক্তির অংশটা থাকে ব্রোকাস এরিয়া বলে মস্তিস্কের দুই পাশের দুইটা অংশ থেকে।
মস্তিস্কের একক হচ্ছে নিউরন।হাজার হাজার লক্ষ লক্ষ নিউরন মেরুন্ডের স্পাইনাল কড এবং অন্যান নার্ভের মাধ্যমে আমাদের দেহকে নিয়ন্ত্রিত করে।
মস্তিস্কের কাজগুলোকে নানা ভাবে ভাগ করা যায়। তার মাঝে একটি হচ্ছে সেন্সরি, মটর এবং মিক্স।
সেন্সরি হচ্ছে যা অনুভব করা যায়। এই যেমন চোখ দিয়ে দেখা, জিহবা দিয়ে খাবারের স্বাদ বুঝা, কান দিয়ে শুনা।
মটর হচ্ছে যে কোন কাজ করা, যেমন হাত দিয়ে কোন কিছু উঠানো বা নামানো। পা দিয়ে হাটা চলা করা, ইত্যাদি।
আর মিক্স হচ্ছে এই দুইটির যোগফল যেমন আপনি চাচ্ছেন ডান দিকের একটি জিনিস দেখবেন। তাহলে মস্তিস্ক আপনার চোখের ডান দিকের মাংশ পেশিকে বলবে ডান ঘুর, আপনার চোখ ডানে ঘুরবে এবং অপটিক নার্ভের সিগনাল পাঠাবে এবং আপনি দেখতে পারবেন।
মস্তিস্কের একটি জটিল রোগ হচ্ছে স্ট্রোক। যাকে আমরা ব্রেইন স্ট্রোক বলি।
এটি সাধারনত দুই রকমের
১.হেমরেজিক মানে রক্তক্ষরন জনিত এবং
২.ইস্কেমিক মানে রক্ত না পাওয়ার জন্য।
আমাদের মানবদেহের মস্তিস্ক মাত্র কয়েক সেকেন্ড রক্ত না পেলে মারা যায়।মস্তিস্ক যদি ৩০ সেকেন্ডের বেশি রক্স না পায় তবে অক্সিজেন পাবে না এবং অক্সিজেন না পেলে তা ডেমেজ হওয়া শুরু করে এবং মাত্র ৩মি এর মাঝে সম্পূর্ণ ধ্বংশ হয়ে যায়।
তাই দেখা যায় স্ট্রোক হওয়ার পর মানব দেহের অংগপ্রত্যংগ গুলো আগের মত আর কাজ করে না।কারো কারাও ক্ষেত্রে temporary damage. হয় যা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে Permanent damage হয়। আর ঠিক হয় না।তাই দেখা যায় প্যারালাইজড হওয়ার পর কেউ দ্রুত ভাল হয়ে যায়। আবার কেউ বছরের পর বছর গড়িয়ে যায় ভাল হয় না।
ব্রেইন বা মস্তিস্কের একটা বড় কাজ হচ্ছে স্মৃতি কে ধরে রাখা।
ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনে স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা নানা ধরনের ডিভাইস ব্যবহার করি। আর এমনই একটি ডিভাইস হচ্ছে পেন ড্রাইভ।
গতানুগত পেনড্রাইভ নয় আমাদের কাছে আচ্ছে বিভিন্ন সেইপ এর পেইন ড্রাইভ।
Brain
Heart
Lung
Bone
Tooth
Doctor
১৬ জিবি এক একটি পেন ড্রাইভের মূল্য মাত্র ৫৫০ টাকা।
সাথে থাকছে সুন্দর একটি কেসিং একদম ফ্রি।
আর হ্যা সারা ঢাকা শহরে ফ্রি হোম ডেলিভারি।
তাই দেরি না করে দ্রুত Order করে ফেলুন।মনে রাখবেন স্টক কিন্তু সীমিত।