AmbuFast

AmbuFast AmbuFast connects users in need with nearby ambulances, reducing response times and ensuring reliable, immediate assistance.

AmbuFast.com Bangladesh’s #1 Ambulance Booking Platform 🚑

📍 24/7 Nationwide Service
⚡ 60-Second Response
⏱️ 30-Min Arrival
📞 09678-911911

AmbuFast.com
Any Time, Anywhere

📲 WhatsApp Click & Message: https://wa.me/8809678911911 AmbuFast.com is an innovative on-demand ambulance ride-sharing web service and app dedicated to making emergency medical transportation more efficient and accessible. We aim to empower communities with quick, safe, and affordable emergency transport services. Stay prepared and safe with AmbuFast — your lifeline when every second counts. a brand of SafeCare24/7 Medical Services Limited.

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, এবং ভাইরাল ফিভার এর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।🔸 ২০২৪ সালের মাঝাম...
28/07/2025

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, এবং ভাইরাল ফিভার এর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।

🔸 ২০২৪ সালের মাঝামাঝি থেকেই ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ২০-২৫% বেড়েছে।
🔸 বাংলাদেশে ২০২৫ সালের প্রথমার্ধে ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে প্রায় ১০,০০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রায় ৫০ জন মৃত্যুবরণ করেছেন ।
🔸 প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন।
🔸 অনেকে জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট, দুর্বলতা, বমি ভাব, এমনকি হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ার সমস্যায় ভুগছেন।

⚠️ লক্ষণগুলো অবহেলা করবেন না:

✅ গা ব্যথা, মাথা ঘোরা
✅ শ্বাসকষ্ট, কাশি
✅ অতিরিক্ত দুর্বলতা, চোখে ঝাপসা
✅ রক্তচাপ হঠাৎ কমে যাওয়া

করণীয় কী?

👉 জ্বরকে হালকাভাবে না নিয়ে, চিকিৎসকের পরামর্শ নিন
👉 ঘরে থাকুন, হাইড্রেটেড থাকুন
👉 দেরি না করে প্রয়োজনে দ্রুত হাসপাতালে যান
👉 বাড়ির শিশু ও বয়স্কদের বিশেষ খেয়াল রাখুন

🟢 মনে রাখবেন প্রতিটি মুহূর্ত মূল্যবান। সময়ে চিকিৎসা বাঁচাতে পারে জীবন।

জরুরি প্রয়োজনে Ambulance বুক করুন AmbuFast থেকে

📞 ২৪/৭ হটলাইন: 09678911911
💬 WhatsApp: 8809678911911
🌐 Facebook | Instagram | Website | LinkedIn:

27/07/2025

শেয়ারট্রিপ-এ জরুরী চিকিৎসা পরিবহন সেবা Ambufast-এর সাথে!

কি সুবিধা থাকছে?

🚑 অ্যাম্বুলেন্স সাপোর্ট
🔄️ আন্তঃ-হাসপাতাল স্থানান্তর
🚗এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ অ্যাম্বুলেন্স সার্ভিস
✈️ ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার অ্যাম্বুলেন্স
এবং আরও সেবাসমূহ...

আরো জানতে দেখুন 👉 https://sharetrip.net/promotions/AmbuFast-Medical_Transport

যেকোনো প্রয়োজনে;
📞 কল করুন: +8809617617617 (সকাল ৯:০০ টা - রাত ১:০০ টা)
📧 ইমেইল করুন: strooms@sharetrip.net
💬 মেসেজ দিন: https://stl.travel/chat

*বুকিং অবশ্যই যাত্রার কমপক্ষে ২ দিন আগে করতে হবে

*শর্ত প্রযোজ্য

একেকটা স্কুলব্যাগের ভেতর ছিল আঁকা স্বপ্ন। এক মুহূর্তেই সব পুড়ে ছাই… স্বপ্নগুলো আর ফিরবে না।এই নিথর ছোট্ট শরীরগুলো, বুক ...
22/07/2025

একেকটা স্কুলব্যাগের ভেতর ছিল আঁকা স্বপ্ন। এক মুহূর্তেই সব পুড়ে ছাই… স্বপ্নগুলো আর ফিরবে না।

এই নিথর ছোট্ট শরীরগুলো, বুক ফাটা কান্না চাপা দিয়ে, বয়ে নিয়ে যাওয়া সহজ নয়। এই হৃদয়বিদারক সময়ে শুধু দায়িত্ব নয়, মানবিকতা থেকেই আমরা চেষ্টা করছি যেন অন্তত শেষ বিদায়টা হয় সম্মানজনক।

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিশু, শিক্ষক ও অভিভাবকদের মরদেহ পরিবহনে AmbuFast-এর ফ্রিজিং ভ্যান সার্ভিসে থাকছে ২০% ছাড়।
এই কঠিন সময়ে সহানুভূতিই হোক আমাদের একমাত্র পরিচয়।

📞 ২৪/৭ হটলাইন: 09678911911
💬 WhatsApp (Meta-Verified): 8809678911911
🌐 Website | Facebook | Instagram | YouTube | LinkedIn:

জরুরি প্রয়োজনে কল করুন, ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।






#মানবিকসেবা

২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা📍মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।এই দুঃসময়ে AmbuFast আহতদের হাসপাত...
22/07/2025

২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা
📍মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এই দুঃসময়ে AmbuFast আহতদের হাসপাতালে পৌঁছাতে ২৪/৭ প্রস্তুত ছিল।

শুধু শোক প্রকাশ নয়,AmbuFast সর্বদা প্রস্তুত জরুরি মুহূর্তে দ্রুত সেবা প্রদানের জন্য।

আমরা প্রতিজ্ঞাবদ্ধ –
✅ জরুরি মুহূর্তে দ্রুত রেসপন্স
✅ দক্ষ ও ট্রেইনড অ্যাম্বুলেন্স টিম
✅ সারা দেশে রিয়েল-টাইম সার্ভিস
✅ ফ্রিজিং ভ্যান সাপোর্ট ও মরদেহ পরিবহন সেবা

📞 ২৪/৭ হটলাইন: 09678911911
💬 WhatsApp (Meta-Verified): 8809678911911
🌐 Website/Facebook/Instagram/YouTube/LinkedIn:


উত্তরার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দ্রুত চিকিৎসা সহায়তা সবচেয়ে জরুরি হয়ে ওঠে। AmbuF...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দ্রুত চিকিৎসা সহায়তা সবচেয়ে জরুরি হয়ে ওঠে। AmbuFast প্রস্তুত আছে জরুরি অ্যাম্বুলেন্স সেবায়, যাতে আহত ব্যক্তিদের দ্রুত এবং নিরাপদভাবে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। সময়ের প্রতিটি সেকেন্ড মূল্যবান আর এই মুহূর্তেই আমরা আছি পাশে, নির্ভরতার সঙ্গে।

📌 যোগাযোগ করুন:
📞 ২৪/৭ হটলাইন: 09678911911
💬 WhatsApp (Meta-Verified): +8809678911911
ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।
🔎 Facebook, Instagram, YouTube, LinkedIn:

AmbuFast আছে সারাদেশ জুড়ে সবসময়।


রোগ তো কখনও রুটিন মেনে আসে না।হঠাৎ মাঝরাতে স্ট্রোক বা হার্ট অ্যাটাক, হঠাৎ শ্বাসকষ্ট বা অ্যাজমা, কিংবা গর্ভবতী মায়ের জরুর...
21/07/2025

রোগ তো কখনও রুটিন মেনে আসে না।
হঠাৎ মাঝরাতে স্ট্রোক বা হার্ট অ্যাটাক, হঠাৎ শ্বাসকষ্ট বা অ্যাজমা, কিংবা গর্ভবতী মায়ের জরুরি অবস্থা, এই মুহূর্তগুলো কারও জন্যই প্রত্যাশিত বা পরিকল্পিত থাকে না।

ঠিক সেই সময়টাতেই জরুরি একটি সিদ্ধান্ত তৈরি করতে পারে জীবন-মৃত্যুর ব্যবধান।

সেই অপ্রত্যাশিত মুহূর্তে AmbuFast থাকে সবসময় প্রস্তুত।
২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন, দেশের যেকোনো প্রান্তে AmbuFast পৌঁছে দেয় দ্রুততম সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স সেবা।

✅ ৩০ মিনিটে পৌঁছানোর লক্ষ্য
✅ ৬০ সেকেন্ডে কল ব্যাক
✅ প্রি-বুকিং সুবিধা (কিডনি ডায়ালাইসিস, প্রেগন্যান্সি ডেলিভারি ইত্যাদি)
✅ যেকোনো ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস
✅ সব ধরনের মেডিকেল এমার্জেন্সির জন্য প্রস্তুত
✅ ট্রাস্টেড ও ভেরিফায়েড অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

যোগাযোগ করুন:
📞 ২৪/৭ হটলাইন: 09678 911 911
ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।

💬 WhatsApp (Meta-Verified): +8809678911911
🌐 Website | Facebook | Instagram | YouTube | LinkedIn:

20/07/2025

🚑 New Partnership Announcement🚑
We’re proud to partnership announce between LifePlus Bangladesh Limited and AmbuFast — Setting a new Partnership in 24/7 emergency medical transport across Bangladesh.

💥 Key Highlights of the Partnership:
✅ Pre-booking available for Pregnancy & Dialysis patients
✅ Special discounts on hospital bills for LifePlus cardholders
✅ Full range of ambulance services: ICU, AC, Non-AC & Freezing Vans
✅ Critical patient transport when every second counts — fast & reliable

This collaboration ensures life-saving ambulance services are just a tap away — anytime, anywhere.

📲 Download the LifePlus App:
👉 www.lifeplusbd.com/a
📞 Call: 09610 808 808
Together, we’re driving healthcare faster, safer, and smarter. 💙

📢 AmbuFast এবং LifePlus Bangladesh এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।মানুষের পাশে আরও এক ধাপ এগিয়ে। 🤝জীবন ও মৃত্যুর সন্ধি...
19/07/2025

📢 AmbuFast এবং LifePlus Bangladesh এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।মানুষের পাশে আরও এক ধাপ এগিয়ে। 🤝

জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে যখন সময়ই সবচেয়ে বড় সম্পদ,
তখন দরকার একটি দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান।

🚑 AmbuFast — SafeCare24/7 Medical Services Ltd. এর একটি সামাজিক উদ্যোগ, যা সারা দেশের মানুষকে ৬০ সেকেন্ডে রেসপন্স ও ৩০ মিনিটে অ্যাম্বুলেন্স পৌঁছে দিয়ে
প্রতিদিন বাঁচিয়ে চলেছে অগণিত জীবন।

📲 Life+ Labaid Group এর একটি স্বাস্থ্য অ্যাপ,
যেখানে একজন সাধারণ মানুষ ঘরে বসেই চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও সেবা পাচ্ছেন হাতের মুঠোয়।

এখন থেকে Life+ ব্যবহারকারীরা AmbuFast-এর অ্যাম্বুলেন্স সেবা সহজেই ব্যবহার করতে পারবেন সারা দেশে।

এই অংশীদারিত্ব কেবল দুই প্রতিষ্ঠানের নয়, এটি এক একটি পরিবারের আশার আলো, একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার নতুন দিগন্ত।

📞 09678 911 911
⏱️ ৬০ সেকেন্ডে রেসপন্স | ৩০ মিনিটে অ্যাম্বুলেন্স

AmbuFast — সময় বাঁচান, জীবন বাঁচান।

17/07/2025

পরিবারের কারোর নিয়মিত কিডনি ডায়ালাইসিস নিয়ে চিন্তিত? প্রতিদিনের সেই চিন্তাটুকু আমাদের হাতে তুলে দিন।

AmbuFast-এর প্রি-বুকিং সুবিধা আপনাকে নিশ্চিত করে সময়মতো, নিরাপদ এবং দায়িত্বশীল অ্যাম্বুলেন্স সার্ভিস।

🚑 অভিজ্ঞ চালক ও হেল্পার
🕒 নির্ধারিত সময় মেনে পৌঁছানো
🔁 পিকআপ ও ড্রপ
📍সারাদেশে সেবা ২৪/৭
💳 সাশ্রয়ী প্যাকেজ ও অনলাইন পেমেন্ট

যোগাযোগ করুন:
📞 ২৪/৭ হটলাইন: 09678911911
💬 WhatsApp (Meta-Verified): +8809678911911

ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।

🌐 Website | Facebook | Instagram | YouTube | LinkedIn:




প্রিয়জনের শেষ বিদায়টাও হোক সুরক্ষিত ও সম্মানজনক।AmbuFast-এর বিশেষভাবে ডিজাইন করা ফ্রিজিং ভ্যান সার্ভিস নিশ্চিত করে মরদ...
13/07/2025

প্রিয়জনের শেষ বিদায়টাও হোক সুরক্ষিত ও সম্মানজনক।

AmbuFast-এর বিশেষভাবে ডিজাইন করা ফ্রিজিং ভ্যান সার্ভিস নিশ্চিত করে মরদেহের সঠিক তাপমাত্রায় (-15°C থেকে -20°C) সংরক্ষণ এবং নিরাপদ ট্রান্সপোর্ট।
দূরপাল্লার যাত্রা হোক বা শেষবিদায়, সময়মতো আমরা পাশে আছি নির্ভরতার প্রতীক হয়ে।

যোগাযোগ করুন:

📞 ২৪/৭ হটলাইন: 09678911911
💬 WhatsApp (Meta-Verified): 8809678911911
🌐 Website | Facebook | Instagram | YouTube | LinkedIn:

ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।





সাইরেন শুনে বিরক্ত হন?ভাবুন তো, যদি আপনার প্রিয়জন থাকতো সেই অ্যাম্বুলেন্সে! সব শব্দ দূষণ নয়, কিছু শব্দ জীবন বাঁচানোর আও...
05/07/2025

সাইরেন শুনে বিরক্ত হন?
ভাবুন তো, যদি আপনার প্রিয়জন থাকতো সেই অ্যাম্বুলেন্সে! সব শব্দ দূষণ নয়, কিছু শব্দ জীবন বাঁচানোর আওয়াজ। সহানুভূতিশীল হন।
Ambulance কে আগে যেতে দিন, জীবন বাঁচান।

AmbuFast থেকে Ambulance বুক করতে সহজেই হটলাইনে/হোয়াটসঅ্যাপ/ফেসবুক/ইনস্টাগ্রাম/অথবা ওয়েবসাইটে সরাসরি ভিজিট করুন।

হটলাইন/whatsApp নম্বর: 09678911911
ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।

স্বল্প ভাড়ায় নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।
Ambulance মানেই AmbuFast

01/07/2025

যে অনাগত সন্তান পৃথিবীর আলো দেখেনি এখনও, হয়তো মায়ের কষ্ট সে অনুভব করছে…চুপচাপ, অশ্রুত কণ্ঠে যেন বলতে চাইছে - ‘মা, তুমি ঠিক আছো তো?’।

জন্মের আগেই, শুরু হয় একটি শিশুর জীবন সংগ্রাম।
আর সেই সময়, একজন মা-কে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়াটাই হয়ে ওঠে সবচেয়ে জরুরি।

AmbuFast বিশ্বাস করে,
প্রত্যেক মা ও অনাগত সন্তানের নিরাপত্তা চাইলেই সময়ের আগেই নিশ্চিত করা সম্ভব।

📍তাই প্রি-বুক করুন এখনই -
হয়তো আপনার প্রিয় মানুষ এর আগাম কালকের জন্য তৈরি হওয়াটাই আজকের সবচেয়ে বড় ভালোবাসা।

ওয়েবসাইটের মাধ্যমে Ambulance বুক করতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন। এছাড়া যোগাযোগ করুন হটলাইনে নম্বরে অথবা মেটা ভেরিফাইড হোয়াটসঅ্যাপ এ : 09678 911 911

Ambulance মানেই AmbuFast।

🔗 FB/IG/LinkedIn/YouTube/Twitter:

Address

Plot 16 Road 13 Sector 4 Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when AmbuFast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram