
28/07/2025
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, এবং ভাইরাল ফিভার এর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।
🔸 ২০২৪ সালের মাঝামাঝি থেকেই ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ২০-২৫% বেড়েছে।
🔸 বাংলাদেশে ২০২৫ সালের প্রথমার্ধে ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে প্রায় ১০,০০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রায় ৫০ জন মৃত্যুবরণ করেছেন ।
🔸 প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন।
🔸 অনেকে জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট, দুর্বলতা, বমি ভাব, এমনকি হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ার সমস্যায় ভুগছেন।
⚠️ লক্ষণগুলো অবহেলা করবেন না:
✅ গা ব্যথা, মাথা ঘোরা
✅ শ্বাসকষ্ট, কাশি
✅ অতিরিক্ত দুর্বলতা, চোখে ঝাপসা
✅ রক্তচাপ হঠাৎ কমে যাওয়া
করণীয় কী?
👉 জ্বরকে হালকাভাবে না নিয়ে, চিকিৎসকের পরামর্শ নিন
👉 ঘরে থাকুন, হাইড্রেটেড থাকুন
👉 দেরি না করে প্রয়োজনে দ্রুত হাসপাতালে যান
👉 বাড়ির শিশু ও বয়স্কদের বিশেষ খেয়াল রাখুন
🟢 মনে রাখবেন প্রতিটি মুহূর্ত মূল্যবান। সময়ে চিকিৎসা বাঁচাতে পারে জীবন।
জরুরি প্রয়োজনে Ambulance বুক করুন AmbuFast থেকে
📞 ২৪/৭ হটলাইন: 09678911911
💬 WhatsApp: 8809678911911
🌐 Facebook | Instagram | Website | LinkedIn: