AmbuFast

AmbuFast AmbuFast connects users in need with nearby ambulances, reducing response times and ensuring reliable, immediate assistance.

AmbuFast.com Bangladesh’s #1 Ambulance Booking Platform 🚑

📍 24/7 Nationwide Service
⚡ 60-Second Response
⏱️ 30-Min Arrival
📞 09678-911911

AmbuFast.com
Any Time, Anywhere

📲 WhatsApp Click & Message: https://wa.me/8809678911911 AmbuFast.com is an innovative on-demand ambulance ride-sharing web service and app dedicated to making emergency medical transportation more efficient and accessible. We aim to empower communities with quick, safe, and affordable emergency transport services. Stay prepared and safe with AmbuFast — your lifeline when every second counts. a brand of SafeCare24/7 Medical Services Limited.

যখন কেউ AmbuFast -এ রাইড বুক করে, তখন সে শুধু একটা গাড়ি চায় না, সে চায় নিরাপত্তা, তাড়াহুড়ার মাঝে নিশ্চয়তা, একটা ভরস...
19/10/2025

যখন কেউ AmbuFast -এ রাইড বুক করে, তখন সে শুধু একটা গাড়ি চায় না, সে চায় নিরাপত্তা, তাড়াহুড়ার মাঝে নিশ্চয়তা, একটা ভরসা যে কেউ তার পাশে আছে। সেই মুহূর্তে আমরা শুধু সার্ভিস দিই না! আমরা Trust deliver করি।

আমাদের প্রতিটি কলের পেছনে আছে একেকটা পরিবারের দুশ্চিন্তা, প্রতিটি রাইডের পেছনে আছে একেকটা জীবন, প্রতিটি পার্টনার ড্রাইভারের পেছনে আছে একেকটা মিশন “সময়ই জীবন”।

AmbuFast-এর মূল শক্তি প্রযুক্তি না
আমাদের মূল শক্তি মানুষের বিশ্বাস।

এই বিশ্বাসই আমাদের আলাদা করে, এই বিশ্বাসই আমাদের প্রতিদিন আরও দায়িত্বশীল করে তোলে।

আমরা বিশ্বাস করি
ব্যবসা টিকে থাকে লাভে,
কিন্তু ব্র্যান্ড টিকে থাকে বিশ্বাসে।

AmbuFast সেই বিশ্বাসের নাম,
যেখানে প্রতিটি রাইড মানে Trust ❤️

কিছু খুশি আসলে খুশি না…গতকাল একটা অ্যাম্বুলেন্স বুকিং এল।আমি খুশি হয়েছিলাম,ভাবছিলাম, ভালো লাগছে যে নিয়মিত বুকিং হচ্ছে,Am...
13/10/2025

কিছু খুশি আসলে খুশি না…

গতকাল একটা অ্যাম্বুলেন্স বুকিং এল।
আমি খুশি হয়েছিলাম,
ভাবছিলাম, ভালো লাগছে যে নিয়মিত বুকিং হচ্ছে,
AmbuFast মানুষের কাজে লাগছে।

কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলাম,
এটা কোনো রোগী পরিবহনের কল না,
এটা ছিল এক দুই দিনের মৃত নবজাতকের ডেডবডি পরিবহনের বুকিং।

সেই মুহূর্তে বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল।
আমরা যারা এই সেবা দিই,
তারা জানি, আমাদের প্রতিটি রাইডের পেছনে একটা গল্প আছে,
কখনো আশা, কখনো কান্না, কখনো শেষ বিদায়।

সবাই ব্যবসা করে আনন্দের জন্য,
অর্ডার পেলে খুশি হয়।
আমরাও হই !
কিন্তু কিছু খুশি থাকে যেগুলোর পেছনে অনেক ব্যথা লুকানো থাকে।

AmbuFast শুধু একটা ব্যবসা না
এটা এমন একটা যাত্রা,
যেখানে আমরা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো ছুঁয়ে যাই।
কখনো জীবন বাঁচানোর পথে,
আবার কখনো শেষ বিদায়ের সাথী হয়ে।

আমরা প্রতিদিন মনে রাখি
এই কাজ শুধু সার্ভিস না, এটা একটা দায়িত্ব।
প্রতিটি বুকিং আমাদের মনে করিয়ে দেয়,
মানবতার মূল্য ব্যবসার চেয়েও বড়।

হ্যাঁ, আমরা অ্যাম্বুলেন্স চালাই —
কিন্তু আসলে আমরা জীবনের গল্প বয়ে নিয়ে যাই।

— মেহেদী হাসান কিরণ
Founder & CEO, AmbuFast

আমরা অনেক সময় এমন কিছু ধরে রাখার রাখার চেষ্টা করি,যেটা একসময় খুব ভালো কাজ করত! কিন্তু এখন আর করে না।তবুও আমরা তার মায়া ছ...
12/10/2025

আমরা অনেক সময় এমন কিছু ধরে রাখার রাখার চেষ্টা করি,
যেটা একসময় খুব ভালো কাজ করত!
কিন্তু এখন আর করে না।
তবুও আমরা তার মায়া ছাড়তে পারি না।

আমরা ভাবি,
আরেকটু চেষ্টা করলে হয়তো আগের মতো ফল পাবো,
আরেকটা মিটিং করলে হয়তো ঠিক হয়ে যাবে,
আরেকটা পরিকল্পনা নিলেই হয়তো ঘোড়াটা আবার দৌড়াবে।

কিন্তু বাস্তবতা হলো,
যদি ঘোড়াটা মরে যায়, যতই আপনি তাকে খাওয়ান, সাজান, ট্রেনিং দিন, সে আর দৌড়াবে না।

এটাই “Dead Horse Theory.”
মানে, কোনো কিছু যখন আর কাজ করছে না,
তখন সেটাকে জোর করে টেনে নেওয়ার চেয়ে
সম্মান জানিয়ে ছেড়ে দেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ।

AmbuFast -এ আমরা এই পলিসি খুব গভীরভাবে প্রয়োগ করি।
আমরা প্রতিদিন নিজেদের জিজ্ঞেস করি,

“আমাদের এই পদ্ধতি এখনো কাজ করছে তো?”
“এই আইডিয়াটা এখনো মানুষের সমস্যা সমাধান করছে তো?”
“এই প্রক্রিয়াটা এখনো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে তো?”

যখন দেখি কোনো কিছু আর কার্যকর নয়,
আমরা সেটা “বাঁচানোর চেষ্টা” না করে, নতুনভাবে চিন্তা করি।
কারণ আমরা জানি, নতুন কিছু শুরু করতে হলে পুরনো কিছু ছেড়ে দিতে হয়।

AmbuFast আজ যেখানে দাঁড়িয়ে আছে,
তা শুধু আমাদের কৌশলগত সিদ্ধান্ত নেবার জন্য।
আমরা বারবার শিখেছি কীভাবে পুরনোকে ছেড়ে নতুনকে জায়গা দিতে হয়।

পরিবর্তন ভয়ংকর নয়,
বরং সেটাই আমাদের বাঁচিয়ে রাখে, সামনে এগিয়ে দেয়।

একটা সময় আসে,
যখন পুরনো ঘোড়া ছেড়ে নতুন ঘোড়ায় চড়া শিখতেই হয়।
কারণ থেমে থাকা মানেই পিছিয়ে পড়া।

AmbuFast- প্রয়োজনে পরিবর্তনে বিশ্বাসী।

— Mehedi Hasan Kiron
Founder & CEO, AmbuFast

AmbuFast Welcomes a Visionary Leader!We are honored and delighted to welcome Captain Muhammad Ataul Ghani (Retd.) as our...
05/10/2025

AmbuFast Welcomes a Visionary Leader!

We are honored and delighted to welcome Captain Muhammad Ataul Ghani (Retd.) as our Shareholder Director and Chief Compliance & Intelligence Officer (CCIO) at AmbuFast.

Captain Ghani (Retd.) was commissioned into the Bangladesh Army, Corps of Artillery, on November 29, 1995, and served with distinction before voluntarily retiring in May 2001. His journey since then reflects an outstanding blend of leadership, discipline, and strategic management across the security and corporate sectors.

He began his corporate career with G4S Bangladesh in 2004, where he served for over 15 years. During this period, he held several senior roles, including Mission Security Manager for the Local Guard Program at the U.S. Embassy, Dhaka, for six years. Later, he led G4S Bangladesh’s largest business division, managing over 5,000 security personnel and contributing significantly to the company’s nationwide growth. His responsibilities also included conducting security surveys, risk assessments, and professional training programs across diverse organizations.

Since 2019, Captain Ghani has been serving as Director of Operations at Security 360 Limited, where he continues to lead on risk management, compliance, and strategic operations. In addition to his corporate career, he was appointed as an Adjunct Faculty Member at the University of Dhaka, teaching Security and Emergency Management in the Department of Public Administration, a testament to his deep knowledge and commitment to shaping the next generation of professionals.

Captain Ghani holds an MBA from IBAIS University and has received numerous leadership and security management trainings both in Bangladesh and abroad. He is also an active member of the Army Golf Club, RAOWA, Corporate Executive Club Ltd (CECL), and the Dhaka Chamber of Commerce & Industry (DCCI).

At AmbuFast, Captain Ghani brings his unparalleled expertise in security intelligence, risk analysis, and compliance management to strengthen operational excellence and ensure the safety and trust of every life we serve. 🚑

Join us in extending a warm welcome to Captain Muhammad Ataul Ghani (Retd.) a distinguished leader whose vision and experience will help AmbuFast achieve new milestones in secure, reliable, and intelligent emergency medical logistics.

Now Robi Elites can get the Emergency Ambulance Service from
01/10/2025

Now Robi Elites can get the Emergency Ambulance Service from

Bangladesh’s leading telecom operator, Robi Axiata Limited, has signed a strategic partnership agreement with AmbuFast, one of the country’s most trusted ambulance service platforms, to make emergency medical assistance more accessible and faster for its Robi Elite premium members.

30/09/2025
নতুন যাত্রার আনন্দে আমরা একসাথে!🚑 AmbuFast এবং 📱 Robi Elite এখন হাত মিলিয়ে আরও বড় পরিসরে সেবা দিতে প্রস্তুত।এবার থেকে ...
30/09/2025

নতুন যাত্রার আনন্দে আমরা একসাথে!
🚑 AmbuFast এবং 📱 Robi Elite এখন হাত মিলিয়ে আরও বড় পরিসরে সেবা দিতে প্রস্তুত।
এবার থেকে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে Robi Elite ব্যবহারকারীরা উপভোগ করবেন বিশেষ সুবিধা ও ডিসকাউন্ট।

🤝 এই সাইনিং সেরেমনি শুধুমাত্র একটি চুক্তি নয়, এটি একটি প্রতিশ্রুতি

🚑 জরুরি অ্যাম্বুলেন্সকে রাস্তা দিন, জীবন বাঁচান!একটি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ফাঁকা রাখা মানে—আপনার সচেতনতা একজনের জী...
25/09/2025

🚑 জরুরি অ্যাম্বুলেন্সকে রাস্তা দিন, জীবন বাঁচান!

একটি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ফাঁকা রাখা মানে—আপনার সচেতনতা একজনের জীবন বাঁচাতে পারে।

• সাইরেন শুনলেই পাশে সরে যান
• মোড় বা ক্রসিং ব্লক করবেন না
• মিরর চেক করুন, দ্রুত সিদ্ধান্ত নিন

AmbuFast ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ—আপনার সহযোগিতা আরও দ্রুত সম্ভব!

📞 09678 911 911 | WhatsApp: +8809678911911

ডিজাইনার ছুটিতে গেছে, কিন্তু AmbuFast আছে ২৪/৭—আপনার সেবায়! 🚑জীবন বাঁচানো জরুরি—গ্রাফিক্স যতই সাদামাটা হোক, আমাদের অ্যাম...
24/09/2025

ডিজাইনার ছুটিতে গেছে, কিন্তু AmbuFast আছে ২৪/৭—আপনার সেবায়! 🚑

জীবন বাঁচানো জরুরি—গ্রাফিক্স যতই সাদামাটা হোক, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস সবসময় প্রস্তুত।

• জরুরি অ্যাম্বুলেন্স দরকার?
• কল করুন: 09678 911 911 (WhatsApp সহ)
• ২৪ ঘণ্টা, ৭ দিন

AmbuFast—সারাদেশে দ্রুত, নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স সেবা।

🎉 Proud moment for AmbuFast! Today we celebrate receiving our ISO 9001:2015 (Quality Management) and ISO 27001:2013 (Inf...
23/09/2025

🎉 Proud moment for AmbuFast! Today we celebrate receiving our ISO 9001:2015 (Quality Management) and ISO 27001:2013 (Information Security) certifications.

This achievement reflects our commitment to quality, safety, and data security for every single patient and partner across Bangladesh.

A huge thank you to MIT Solutions for providing the certificate service and supporting our journey toward excellence.

Together, we are raising the standard for emergency medical transport—nationwide.

বাংলাদেশে প্রতি মিনিটে কেউ না কেউ জরুরি সহায়তার অপেক্ষায় থাকে। AmbuFast সেই অপেক্ষাকে কমিয়ে আনে প্রযুক্তি ও প্রস্তুতির ম...
23/09/2025

বাংলাদেশে প্রতি মিনিটে কেউ না কেউ জরুরি সহায়তার অপেক্ষায় থাকে। AmbuFast সেই অপেক্ষাকে কমিয়ে আনে প্রযুক্তি ও প্রস্তুতির মাধ্যমে।

আমরা শুধু অ্যাম্বুলেন্স পাঠাই না
আমরা সময়মতো আশা পৌঁছে দিই।

AmbuFast এর Ambulance সার্ভিস পেতে
একটা মেসেজ অথবা একটা কল..

📲 WhatsApp (🔵✔ Meta-Verified): 8809678911911

📞 ২৪/৭ হটলাইন: 09678911911

🌐 Website/Facebook/YouTube/Instagram/LinkedIn:

🔹 ২৪/৭ অ্যাম্বুলেন্স সার্ভিস
🔹 সবচেয়ে কম খরচে নিরাপদ যাত্রা
🔹 প্রি-বুকিং সুবিধা
🔹 “Airport to Home” সেবা
🔹 অনলাইন বুকিং করতে কমেন্ট বক্সে ওয়েবসাইট লিংকে ক্লিক করুন

প্রতিটি মায়ের জন্য নিরাপদ ডেলিভারি যাত্রা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।গর্ভবতী মায়েদের যাত্রা জরুরি পরিবহন নিয়ে দুশ্চি...
22/09/2025

প্রতিটি মায়ের জন্য নিরাপদ ডেলিভারি যাত্রা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।

গর্ভবতী মায়েদের যাত্রা জরুরি পরিবহন নিয়ে দুশ্চিন্তা? এখনই নিশ্চিত থাকুন—AmbuFast-এর মাধ্যমে নির্ভরযোগ্য তারিখের জন্য অ্যাম্বুলেন্স প্রি-বুক করুন। শেষ মুহূর্তের দুশ্চিন্তা নয়, অনিশ্চয়তাও নয়।

আমাদের নেটওয়ার্কে রয়েছে ৪৯৫টি উপজেলায় AC ও ICU অ্যাম্বুলেন্স। সহজ অ্যাপ বুকিং ও নিরাপদ পেমেন্ট সুবিধা। আপনার নিরাপত্তা ও স্বস্তি—সবচেয়ে গুরুত্বর্পূর্ণ।

আজই নিরাপদ ডেলিভারির জন্য অ্যাম্বুলেন্স প্রি-বুক করুন—কল করুন 09678 911 911 অথবা ভিজিট করুন ambufast.com 🚑

#নিরাপদ_ডেলিভারি #অ্যাম্বুলেন্স

Address

Plot 16 Road 13 Sector 4 Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when AmbuFast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram