
10/09/2025
✅ এই মাসে হিজামার সুন্নাহ ডেট । সুন্নাহ তারিখ ১১, ১৩ , ও ১৫, ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ,শনিবার ও সোমবার
🔶হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।" [ তিরমিযী শরীফ-২০৫১]
✅হযরত আনাস (রা) হতে বর্নিত ; রাসূলুল্লাহ(ﷺ) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (আল- হাকিম :৭৪৮২)
🔵হযরত আবু হুরাইরা (রা) আনহু রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে কেউ ১৭, ১৯ বা ২১ দিনের (ইসলামী, চন্দ্র মাস) হিজামা (কাপিং) সঞ্চালন করে তারপর এটি প্রত্যেক রোগের জন্য একটি প্রতিকার।"[আবু দাউদ]
🔵 হযরত আনাস (র.)থেকে
হাদীছ এ আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সব জিনিস দ্বারা চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা লাগানো। ( সহীহ বুখারী, ৫৬৯৬)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
হিজামা খরচ: প্রতি কাপ/প্রতি পয়েন্ট মাএ ১০০ টাকা
🔵 হিজামা ( কাপিং) করলে যেসকল রোগের উপকার হয়ঃ
♦️ বাত ব্যথা♦️কোমর ব্যথা, ♦️চুল পড়া সমস্যা
♦️পায়ে ব্যাথা,♦️হাঁটু ব্যাথা♦️পিঠে ব্যাথা♦️ব্রণ ♦️কোমর ব্যথা ♦️হাতের ঝিঁঝিঁ ধরা,পা চাবানো, ♦️ রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ সকল ধরনের ব্যথায়।♦️ঘুমের ব্যাঘাত♦️মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা♦️উচ্চরক্তচাপ♦️মানসিক সমস্যা♦️ সাধারণ মাথা ব্যাথা♦️ঘাড়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা♦️ দীর্ঘমেয়াদী পেট ব্যথা♦️ সাইনুসাইটিস♦️কোলেস্টেরল ♦️ গ্যাস্ট্রিক ♦️ দীর্ঘমেয়াদী চর্মরোগ ♦️ হরমোনাল সমস্যা ♦️ ইরেক্টিল ডিসফাংশন ♦️পেটের সমস্যা♦️ গ্রাস্ট্রিক আলসার,কোষ্ঠ্য কাঠিন্য♦️ প্রষ্টেটের প্রদাহ,অন্ডকোষে পানি জমা ♦️শিরা ফুলে ওঠা♦️পুরুষত্বহীন♦️ ব্লাক ম্যাজিক (কালো যাদু) যে কোন ধরনের যাদু♦️বদ নজর♦️থাইরয়েড সমস্যা♦️হরমোন সমস্যা
🟦পিরিয়ডের সময় অসহনীয় পেইন, অনিয়মিত পিরিয়ড♦️গাইনী সমস্যা♦️মাসিকের সময় ব্যথা, মহিলাদের বন্ধ্যাত্ব, মাসিক না হওয়া।
♦️এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।
♦️কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই,
🔷আমাদের সেবা সমুহ:
#হিজামা চিকিৎসা
#ওয়েট কাপিং।
#ড্রাই কাপিং।
#ফায়ার কাপিং।
#আকুপ্রেসার চিকিৎসা।
#আকুপাংচার
#ফিজিওথেরাপি
☎️যোগাযোগ :
❐মাওলানা মোঃ রিজাউল করিম
❐ হিজামা ও আকুপ্রেসার থেরাপিস্ট।
❐আকুপাংচার এর উপর বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত।
🏡আমাদের সেন্টারের ঠিকানা:
চেম্বার: 439 উত্তর কাজীপাড়া (প্যারিস ফার্নিচার রোড) মিরপুর 10. ঢাকা -1206
☎️ হেল্পলাইন : 01719876720/01937416978
হিজামা শুধু চিকিৎসাই নয় সুন্নাহ ও বটে।
hijama
#হিজামা #হিজামাকাজীপাড়া