Mindray Bangladesh

Mindray Bangladesh Founded in 1991,Mindray is one of the leading global providers of medical devices and solutions.

Headquartered in Shenzhen,China, Mindray possesses a sound global R&D, marketing & service network with 40 subsidiaries & branch offices in 31 countries.

31/12/2024

Respected Doctors and Ultrasound Practitioners,This is our immense pleasure to invite you to participate 'Fetal Anomaly ...
15/11/2024

Respected Doctors and Ultrasound Practitioners,

This is our immense pleasure to invite you to participate 'Fetal Anomaly Scan in Early Pregnancy' and Live Deminstration of Mindray's Premium Ultrasound System 'Resona i9' event.
The event will be held on 22nd November 2024 (Friday) at 6.00PM in Golden Spoon Restaurant & Convention Hall,Victoria College Road, Kandirpar,Cumilla.

We are eagerly looking forward to your cordial presence and active participation to make the event more interective and precedential.

Eid Mubarak! Wishing you a joyous and blessed celebration filled with love, happiness, and peace!
10/04/2024

Eid Mubarak! Wishing you a joyous and blessed celebration filled with love, happiness, and peace!

Let's close the care gap and make healthcare more accessible.
04/02/2024

Let's close the care gap and make healthcare more accessible.

গর্ভাবস্থায় কখন কোন আল্ট্রাসনোগ্রাম  করাবেন (Routine Ultrasonography) বেশির ভাগ সময় এনালাইসিস করলে দেখা যায় যে, আপনারা ব...
03/01/2024

গর্ভাবস্থায় কখন কোন আল্ট্রাসনোগ্রাম করাবেন (Routine Ultrasonography)

বেশির ভাগ সময় এনালাইসিস করলে দেখা যায় যে, আপনারা বেশির ভাগ ৪-৬ বার করে বেবি মনিটরিং এর জন্য আল্ট্রাসনোগ্রাফি ব্যবহার করেছেন। কেউ কেউ অনেক বেশিবার আল্ট্রা করেছেন, কেউ সমস্যায় পড়ে, কেউ টেনশনে আবার কেউ কেউ কারণ ছাড়াও করেছেন। অতিরিক্ত আল্ট্রাসনোগ্রাফি আপনার বেবির কোন ক্ষতি না করলেও এটি একধরনের সময় ও আর্থিক অপচয়।
কাজই আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে আপনি রুটিন আল্ট্রা হিসাবে নীচের প্রসিডিওর গুলো করাতে পারেন।
১. TVS প্রেগ্ন্যান্সি প্রোফাইল ৬-৯ সপ্তাহে। [বেবি জরায়ুর ভেতরে না এক্টোপিক পজিশনে, হার্ট একটিভিটি আছে কি না, সিংগেল না টুইন/ ট্রিপলেট ইত্যাদি জানার জন্য]

২. NT Ultrasound Scan ১১ সপ্তাহ থেকে ১৩ সপ্তাহ ৬দিনের মধ্যে। [ ডাউন বেবি হওয়ার সম্ভাবনা আছে কি না যাচাই করার জন্য]

৩. Anomaly Scan ১৮-২১ সপ্তাহে করা ভালো। তবে ২৪ সপ্তাহের মধ্যেই করা উচিত। কারণ কোন ধরনের লিথাল জন্মগত ত্রুটি পাওয়া গেলে মেডিক্যাল টার্মিনেশন করার প্রয়োজন হলে ২৪ সপ্তাহের মধ্যে করার একটি আইনগত বাধ্যবাধকতা আছে।

৪. ফিটাল গ্রোথ স্ক্যান ও ডপলার স্টাডি ২৮-৩২ সপ্তাহে। [বেবির কাংখিত বৃদ্ধি হচ্ছে কি না, বেবি পুষ্টি ঠিক ভাবে পাচ্ছে কি না, এমনায়োটিক তরলের পরিমাণ ঠিক আছে কি না ইত্যাদি জানার জন্য]

৫. ফিটাল গ্রোথ স্ক্যান ও ডপলার স্টাডি (Follow-up) অথবা বায়োফিজিক্যাল প্রোফাইল (পানি কম/ নড়াচড়া বুঝতে পারছেন না/ নরমাল ডেলিভারি ট্রাই করবেন কি না ইত্যাদি ইনফরমেশন জানার জন্য]- ৩৬-৪০ সপ্তাহে।

*** এছাড়া আপনার চিকিৎসক যদি কোন করণে মনে করেন যে আল্ট্রা করে কোন ইনফরমেশন জানা দরকার তখন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রা করাতে পারেন।

“Bangladesh Society of Radiology and Imaging (BSRI)” আয়োজিত  “3rd International Scientific Conference on Musculoskeletal...
01/10/2023

“Bangladesh Society of Radiology and Imaging (BSRI)” আয়োজিত “3rd International Scientific Conference on Musculoskeletal Imiging - “Imiging of Upper Limb”.

SCIENTIFIC PARTNER :- Mindray Bangladesh

আপনি কি বেবির গলায় নাড়ি প্যাচানো বা নিউকাল কর্ড নিয়ে চিন্তিত?যখন মার্তৃগর্ভে শিশুর ঘাড়ের চারপাশে আম্বিলিকাল কর্ড বা নাড়...
01/10/2023

আপনি কি বেবির গলায় নাড়ি প্যাচানো বা নিউকাল কর্ড নিয়ে চিন্তিত?

যখন মার্তৃগর্ভে শিশুর ঘাড়ের চারপাশে আম্বিলিকাল কর্ড বা নাড়ি প্যাচিয়ে থাকে তখন আমরা একে নিউকাল কর্ড (Nuchal cord) বা গলায় নাড়ি প্যাচানো আছে বলে থাকি। যখনই আল্ট্রা করে জানতে পারি বেবির গলায় নাড়ি প্যাচানো আছে তখনই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। এই অবস্থায় করণীয় জানতে আজকের পোস্টে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।

প্রথমই জেনে নেই আম্বিলিকাল কর্ড কী ও এর কাজ কি। আম্বিলিকাল কর্ড গর্ভস্থ শিশুর জন্য একটি লাইফ লাইন। শিশুর পেট থেকে প্লাসেন্টা পর্যন্ত ছুটে যাওয়া এই কর্ডে সাধারণত তিনটি রক্তনালী থাকে এবং এটি প্রায় ২১ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এটি বিকাশমান ভ্রূণকে অক্সিজেন, রক্ত ​​এবং পুষ্টি সরবরাহ করে থাকে। যাহোক, পরবর্তীকালে গর্ভাবস্থায় অনেক মহিলাই শিশুর গলায় নাড়ি প্যাচিয়ে যায় কি না এবং প্রসবের সময় তা সমস্যার সৃষ্টি করে কি না তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

গর্ভবতী মায়েরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। আশ্চর্যজনকভাবে নিউকাল কর্ড বা গলায় নাড়ি প্যাচানো অত্যন্ত কমন ঘটনা এবং গর্ভাবস্থায় বা জন্মের সময় এটি বেশির ভাগক্ষেত্রেই কোন সমস্যার সৃষ্টি করে না। বিভিন্ন রকম স্ট্যাডি থেকে দেখা যায় যে, প্রসবকৃত ২০ থেকে ৩০ শতাংশ বেবিরই গলায় নাড়ি প্যাচানো থাকে।আমেরিকান জার্নাল অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে ২০১৮ সালের একটি গবেষণা পত্র প্রকাশিত হয়, যা থেকে জানা গেছে যে, বেশিরভাগ সময়ই নাড়ি প্যাচানো সত্ত্বেও বেবির বিকাশে কোন সমস্যা হয় না।

গর্ভস্থ শিশু অনবরত এলোপাতাড়ি নড়াচড়া করে, আর এই
এলোমেলো নড়াচড়াই নিউকাল কর্ডের প্রধান কারণ। এছাড়া অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত দীর্ঘ আম্বিলিকাল কর্ড এবং অতিরিক্ত অ্যামনিওটিক তরল বা পলিহাইড্রামনিওস।
অধিকাংশ সময় নিউকাল কর্ড সাধারণত জন্মের সময় আবিষ্কৃত হয়, তবে বর্তমান সময়ে আল্ট্রাসাউন্ড ফলোআপ বৃদ্ধি পাওয়ায় রোগীরা গর্ভাবস্থায়ই জেনে যাচ্ছেন তার বেবির গলায় নাড়ি প্যাচানো আছে কি না। এক বা একাধিক প্যাঁচ থাকতে পারে। গর্ভাবস্থায় এই প্যাচ খোলার কোন উপায় নেই। কিন্তু যখন শিশুটি এই নিউকাল কর্ড নিয়ে জন্মগ্রহণ করে, তখন আপনার ডাক্তার জানেন এই ক্ষেত্রে তাঁর করণীয় কী। এ নিয়ে আপনার দুশ্চিন্তার তেমন কোন কারণ নাই।

শিশুর নিউকাল কর্ড কখন বিপজ্জনক?
যদি কর্ডটি ঘাড় বা শরীরের অন্য অংশে লুপ করে থাকে, তখন জরায়ু সংকোচনের সময় প্যাচানো কর্ডে রক্ত ​​প্রবাহ হ্রাস পেতে পারে এবং শিশুর হৃদস্পন্দন কমে যেতে পারে। প্রসবের আগে যদি শিশুর শরীরে রক্ত ​​প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন স্টিলবার্থ হতে পারে।

২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে যে, নিউকাল কর্ডযুক্ত বেশিরভাগ শিশুর গলায় একটি মাত্র লুপ ছিল। সৌভাগ্যবশত, বেবির বৃদ্ধির সমস্যা, ষ্টীল বার্থ বা কম APGAR স্কোরের ঝুঁকি বৃদ্ধিতে নিউকাল কর্ডের কোন ভুমিকা পাওয়া যায় নি।

বেশিরভাগ সময়ই আমরা জানি না যে একটি শিশুর নিউকাল কর্ড আছে কি না, তাই এটি রুটিন যে শিশুর ডেলিভারির সময় বেবির মাথা চলে আসার সাথে সাথে আপনার চিকিৎসক নিউকাল কর্ড আছে কি না তা খোঁজেন। সাধারণত কর্ড লোজ ভাবে গলায় প্যাচিয়ে থাকে এবং শিশুর মাথার উপর দিয়ে তা সহজেই বের করে আনা যায়। কখনো কখনো তা খুব শক্ত ভাবে গলায় প্যাচিয়ে থাকে, তখন আপনার গাইনকোলজিস্ট কর্ডটিকে ক্লামড করে কর্ডটিকে বেবি থেকে কেটে আলাদা করে ডেলিভারি সম্পূর্ণ করেন।

মনে রাখবেন, নিউকাল কর্ড বা গলায় নাড়ি প্যাচানো একটি সাধারণ ঘটনা এবং এ কারণে সৃষ্ট জটিলতা খুবই বিরল।

Post Credit :- Ruma's Ultrasound

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mindray Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mindray Bangladesh:

Share