11/07/2025
এই মেধার জন্যই ২০২৪ সালে জুলাই মাসে রক্ত দেওয়া হইছে। সেই প্রকৃত মেধা প্রকাশ করেছে ড. ইউনুস স্যারের আমলে। আশাকরি মানুষ বুঝতে পারছে। পাশের হার কমলেই যে পড়াশোনা খারাপ হইয়ে গেছে তা নয়। এই বারের রেজাল্টই প্রমাণ করেছে আসল মেধা কাকে বলে।
সকলকে অভিনন্দন।।।।