27/03/2025
রাসূল ﷺ বলেন,“নিঃসন্দেহে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে হরিণের নাভির(কস্তুরী) সুগন্ধ অপেক্ষা বেশী উৎকৃষ্ট।”[সহীহুল বুখারী ১৯০৪।]
এই হাদিসটি শুনে নায় এমন মুসলমান হয়তো পাওয়াই যাবে না।কিন্তু কখনো কি এর পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে ভেবেছি?
[হয়তো এই লিখাটি আপনার চিন্তার জগতে সামান্য নাড়া দিয়ে যাবে।]
হাদিসে রোযাদারের মুখের গন্ধ মৃগনাভির সুগন্ধ অপেক্ষা বেশী উৎকৃষ্ট বলা হয়েছে। এই গন্ধ নিয়ে চমৎকার দুটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে,
১. রোযা রাখার ফলে উৎপন্ন এসিটোন থেকে এক ধরনের মিষ্টি গন্ধ নির্গত হয়।হাদিসেও এই গন্ধকে সবচেয়ে উন্নত এবং দুর্লভ সুমিষ্ট কস্তুরির সাথে তুলনা করা হয়েছে।
বৈজ্ঞানিক ব্যাখ্যা :Fasting (No Food/Water) →Glycogen Stores Depleted (After ~12-16 Hours) →Body Switches to Fat Breakdown (Lipolysis) → Ketogenesis Occurs in Liver (Produces Ketone Bodies: Acetone, Acetoacetate, β-Hydroxybutyrate) → Acetone (a Volatile Ketone) is Excreted via Lungs →Ketotic Breath (Fruity/Chemical-Like Odor, Common in Prolonged Fasting or Ketogenic Diets)
আরো চমৎকার বিষয় হচ্ছে,
মৃগনাভি/কস্তুরী/Muscone হলো macrocyclic ketone.
Chemical name: 3-methyl cyclopentadecanone,
Formula: C16H30O.
অর্থাৎ কার্যকরীতা ভিন্ন হলেও আশ্চর্যজনকভাবে, Muscone (কস্তুরী) এবং Acetone উভয়ই Macrocyclic Ketone গ্রুপের অন্তর্ভুক্ত!
২.রোযা রাখার ফলে মুখে লালা উৎপাদন কমে যায় এবং লালার মধ্যে বিদ্যমান ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্যও কমে যায় ফলে ব্যাকটেরিয়া মারা গিয়ে পঁচে মুখে দুর্গন্ধ তৈরি হয়।
বৈজ্ঞানিক ব্যাখ্যা :Fasting (no water/food)→Decreased saliva production(xerostomia)
→Loss of saliva’s antibacterial/cleansing action→Anaerobic bacteria proliferate(e.g., Fusobacterium, Streptococcus)→Bacterial breakdown of proteins(from dead oral cells/mucus)→Release of volatile sulfur compounds (VSCs)→Halitosis(rotten egg/sulfur odor).
বৈজ্ঞানিক ভাবে দুর্গন্ধ বের হওয়ার তাত্বিক কারন থাকলেও প্রকৃতপক্ষে রোযাদারের ক্ষেত্রে তা হয় না।
এর কারণ,
মুসলমানগন সুন্নাহ হিসেবে নিয়মিত মিসওয়াক করেন এবং দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতে ওযু করেন।ফলে মুখে ব্যাকটেরিয়া মরে পঁচে গন্ধ তৈরির সুযোগ থাকে না।
সুবাহানাল্লাহ! রাসূল ﷺ এর হাদিস গুলো কত চমৎকার বিজ্ঞানময়! আল্লাহ বিধান কত সুন্দর!
পড়ুন, জানুন, অনুসরণ করুন নববী চিকিৎসার রহস্য উন্মোচন করুন!
©আদিল ইসলাম
#নববী_চিকিৎসা_আধুনিক_বৈজ্ঞানিক_বিশ্লেষণ