Ren Pharma - রেন ফার্মা

Ren Pharma - রেন ফার্মা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ren Pharma - রেন ফার্মা, Medical supply store, Teker Hati Main Road, West of Waz Uddin High School, টেকের হাটি মেইন রোড, ওয়াজ উদ্দিন হাই স্কুলের পশ্চিমে, Dhaka.

> 💊 RenPharmaBD — Your Digital Wholesale Partner 🤝
A reliable online wholesale platform for pharmacy holders and healthcare professionals.
🏥 Pharmaceuticals | Surgical | Health Essentials
🔹🔹 Fast Delivery | 🔹 Nationwide
🌐 renpharmabd.com

মহিলারা জন্মনিয়ন্ত্রক পিল ব্যবহার করেন গর্ভনিরোধ, হরমোন ব্যালান্স ও মাসিক নিয়ন্ত্রণের জন্য। কিন্তু সব পিল সবাইয়ের জন্য ন...
03/12/2025

মহিলারা জন্মনিয়ন্ত্রক পিল ব্যবহার করেন গর্ভনিরোধ, হরমোন ব্যালান্স ও মাসিক নিয়ন্ত্রণের জন্য। কিন্তু সব পিল সবাইয়ের জন্য নয়! কার জন্য কোন ধরনের পিল উপযোগী — চলুন জেনে নিই👇

🔹 যাদের জন্য উপযোগী
1️⃣ নিয়মিত সময় মেনে ওষুধ খেতে পারেন
2️⃣ মাসিক অনিয়ম, অতিরিক্ত রক্তপাত বা ব্যথা আছে
3️⃣ ত্বকের ব্রণ বা হরমোনজনিত সমস্যা কমাতে চান
4️⃣ স্বল্পমেয়াদি ও সহজ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি খুঁজছেন

🔹 যাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন
⚠️ ৩৫ বছরের বেশি এবং নিয়মিত ধূমপান করেন এমন নারী
⚠️ যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই
⚠️ হৃদরোগ বা স্ট্রোকের ইতিহাস
⚠️ রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা (Thrombosis)
⚠️ দীর্ঘদিন মাইগ্রেনের সমস্যা থাকে
⚠️ ব্রেস্ট ক্যান্সার বা হরমোন-সংবেদনশীল রোগের ইতিহাস

🔹 পিলের ধরন
✔️ কম্বাইন্ড পিল (Estrogen + Progesterone)
বেশিরভাগ মেয়েদের জন্য উপযোগী, মাসিককে নিয়মিত করে।

✔️ মিনি পিল (শুধু Progesterone)
যারা স্তন্যদান করছেন বা ইস্ট্রোজেন নিতে পারেন না, তাদের জন্য উপযোগী।

🔹 মনে রাখবেন
পিল খাওয়া/বিক্রি শুরু করার আগে অন্তত একবার ডাক্তার বা পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত। কারণ সঠিক পিল = নিরাপদ ব্যবহার + কম ঝুঁকি।

❤️ নিজের সুরক্ষা নিজের হাতেই। সচেতন হই, নিরাপদ থাকি।

একজন নারীর পুরো হরমোনাল সিস্টেম—যা তার মুড, ঘুম, পিরিয়ড, স্ট্রেস, হজম, যৌনজীবন, আত্মবিশ্বাস, এমনকি তার কথাবার্তার কোমলতা...
02/12/2025

একজন নারীর পুরো হরমোনাল সিস্টেম—যা তার মুড, ঘুম, পিরিয়ড, স্ট্রেস, হজম, যৌনজীবন, আত্মবিশ্বাস, এমনকি তার কথাবার্তার কোমলতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে—এসবের মূল ভিত্তি হলো তার emotional safety। আর এই emotional safety সবচেয়ে বেশি তৈরি হয় তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, অর্থাৎ তার স্বামী বা তার প্রেমিকের আচরণে। মেয়েদের শরীর প্রকৃতিগতভাবে খুব সংবেদনশীল। তাদের হরমোনগুলো minute-to-minute পরিবর্তন হয়। পুরুষদের হরমোন স্থির হয়—কিন্তু মেয়েদের estrogen, progesterone, oxytocin, cortisol সারাক্ষণ ওঠানামা করে। তাই একজন পুরুষের বা তার কাছের মানুষগুলোর একটা কথা, একটা আচরণ, একটু রূঢ়তা, কিংবা একটু মমতা তার হরমোনে অবিশ্বাস্য প্রভাব ফেলে।

যখন একজন পুরুষ গভীরভাবে সম্মান দেয়, কথা বলার সময় নরম থাকে, তার feelings–কে গুরুত্ব দেয়—তখন মেয়েদের শরীরে oxytocin দ্রুত বাড়ে। এই oxytocin শুধু bonding নয়, শরীর ও মনকে ভিতর থেকে শান্ত করে। এই শান্ত অবস্থাই estrogen–progesterone–thyroid–insulinকে সুন্দরভাবে ব্যালান্স করে রাখে। তার ফলে period regular থাকে, mood stable থাকে, anxiety কমে, ঘুম গভীর হয়, মাথা ব্যথা কমে, হজম শক্তিশালী হয়।

কিন্তু যখন সে harsh কথা শোনে, বারবার অবহেলা পায়, ভালোবাসার অভাব অনুভব করে—তার শরীর তখন সেই পরিস্থিতিকে “threat” হিসেবে নেয়। তখন cortisol বাড়ে। স্ট্রেস হরমোন cortisol বাড়লে খুব অদ্ভুত সব পরিবর্তন হয়: মনের ওঠানামা শুরু হয়, পিরিয়ড গোলমাল হয়, বুকে ভারী লাগে, ঘুম কমে যায়, শরীরে পানি ধরে, ওজন বেড়ে যায়, আবার কারও ক্ষেত্রে হঠাৎ ওজন কমে যায়। কেউ বিরক্ত হয়, কেউ চুপ হয়ে যায়, কেউ খুব emotional হয়ে পড়ে, কেউ আবার hyper-reactive হয়ে যায়।

তার মানে— আপনি যেভাবে তার সাথে কথা বলেন, সে ঠিক সেই অনুযায়ী তার হরমোন behave করে।

একজন পুরুষ যদি ভাবেন, “সে কেন রেগে আছে?”, “সে কেন sensitive?”, “এত emotional কেন?”—তবে তার জানা উচিত যে একজন মহিলার emotional world আসলে তার biological world-এর সাথে সরাসরি যুক্ত। সে যেমন ভাবে, তার শরীরও ঠিক সেভাবে প্রতিক্রিয়া জানায়।

আপনি যদি বারবার দেরি করে উত্তর দেন, তাকে উপেক্ষা করেন, রূঢ় কথা বলেন—তার শরীর সঙ্গে সঙ্গে cortisol বাড়াবে, estrogen কমাবে, progesterone disturb করবে। এর ফল—bloating, cramps, hair fall, mood swings, anxiety, oversensitivity—এসবই দেখা দেয়।

কিন্তু একজন পুরুষ যদি তার মেয়েটিকে hug করে বলে, “তুমি আছো, সেটাই আমার সুখ”—তখন তার শরীর মুহূর্তেই relax mode-এ চলে যায়। শুধু psychological নয়, biological transformation ঘটে। হৃদস্পন্দন ধীর হয়, শ্বাস গভীর হয়, nervous system শান্ত হয়, হরমোনগুলো আবার ছন্দে ফিরে আসে।

এটাই একজন মেয়ের সত্য। ভালোবাসা তার শরীরের ওষুধ।।সম্মান তার হরমোনের স্থিরতা। নরম আচরণ তার মানসিক শান্তি। আপনার একটুখানি যত্ন তার পুরো endocrine system heal করে।

একজন পুরুষ কখনোই বুঝতে পারেন না, তার একটি মিষ্টি বাক্য বা সামান্য সহায়তা কিভাবে একজন মেয়ের ব্যথা, মানসিক চাপ, hormonal imbalance—এসবকে মুহূর্তে হালকা করে দেয়।

পুরুষেরা ভালোবাসা প্রকাশে একটু পিছিয়ে থাকে, কিন্তু যখন তারা বোঝে যে তাদের আচরণ একজন নারীকে শুধু emotionally নয়, medically সুস্থ করে—তখন ভালোবাসা তাদের কাছেও দায়িত্ব হয়ে ওঠে। আর একজন পুরুষ যখন সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে, তখন একজন নারী শুধু relationship-এ সুখী হয় না—তার পুরো শরীর, মন, আত্মা সব সুস্থ হয়ে ওঠে।

ভালোবাসা কোনো luxury নয়—
ওটাই একজন নারীর প্রথম চাওয়া তার প্রিয় মানুষের থেকে❤️❤️❤️
©️Fahima Jahan Runa

21/11/2025

Wholesale প্রাইজ জানতে ⤵️
renpharmabd.com

21/11/2025

📣 ফার্মেসি বিজনেসে লাভ কম? এখনই বদলে ফেলুন খেলাটা!

বাংলাদেশের টপ-টেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির পণ্যে রিটেইল লাভ সাধারণত মাত্র 12%–15%।
এ কারণেই হাজারো ফার্মেসি মালিক উচ্চ বিক্রি থাকা সত্ত্বেও প্রফিট গ্রোথ করতে পারে না।

এদিকে আশ্চর্যের বিষয়—
অনেক নন-ব্র্যান্ডেড কিন্তু ওয়েল-নোন ফার্মাসিউটিক্যালস কোম্পানির পণ্যে রিটেইলার লাভ হয় 30% থেকে 70% পর্যন্ত!
👉 কিন্তু তারা খুব কমই প্রোমোশন করে, ফলে ফার্মেসি মালিকরা এগুলোর হোলসেল সোর্স পান না।

---

🟦 রেন ফার্মা — এখন ফার্মেসি মালিকদের জন্য প্রথম অনলাইন হোলসেল সাপ্লায়ার

আপনার ফার্মেসিকে লাভজনক করতে আমরা নিয়ে এসেছি—
renpharmabd.com
যেখানে পাবেন—

✔ প্রয়োজনীয় ও দ্রুত বিক্রিত নন-ব্র্যান্ডেড + ওয়েল-নোন ফার্মা প্রোডাক্ট
✔ 30%–70% পর্যন্ত রিটেইল প্রফিট মার্জিন
✔ আসল, বিশুদ্ধ, কোয়ালিটি-চেকড পণ্য
✔ ফার্মেসি মালিকদের জন্য ডেডিকেটেড হোলসেল প্রাইস
✔ অনলাইনে অর্ডার—হোম ডেলিভারি—নো ঝামেলা
✔ নিয়মিত স্টক আপডেট ও বিশেষ ডিসকাউন্ট

---

💡 কেন renpharmabd.com থেকে নেবেন?

🔹 টপ ব্র্যান্ডের মতো বিশাল মার্কেটিং খরচ নেই—তাই দাম কম
🔹 সাপ্লাই চেইন দারুণ স্টেবেল
🔹 লাভের মার্জিন বেশি—ফার্মেসি মালিক সরাসরি বেনিফিট পান
🔹 নতুন ফার্মেসি ও গ্রামাঞ্চলের দোকানের জন্য পারফেক্ট সাপ্লাই চ্যানেল

---

📌 আপনার ফার্মেসির লাভ ২–৩ গুণ বাড়াতে আজই ভিজিট করুন:

👉 renpharmabd.com

হোলসেল দরে নন-ব্র্যান্ডেড মানেই কম মান নয়—বরং বেশি লাভে বিজনেস গ্রোথ!
সময় বদলেছে, এখন অনলাইনেই পাচ্ছেন আপনার ফার্মেসির পারফেক্ট সাপ্লায়ার।

Only হোলসেল ?? দাম⤵️
20/11/2025

Only হোলসেল
?? দাম⤵️

20/11/2025

শীতের এই প্রোডাক্টগুলো কি আপনারও প্রয়োজন? ❄️
ব্যক্তিগত ব্যবহারের জন্য হোক বা পাইকারি ব্যবসার জন্য—
সব ধরনের স্কিনকেয়ার & বডিকেয়ার প্রোডাক্ট পাচ্ছেন এক জায়গায়! 😍

✨ ব্র্যান্ডেড + নন-ব্র্যান্ডেড
✨ হোলসেল + Only পাইকারি
✨ গ্যারান্টেড অরিজিনাল
✨ ফ্রেশ স্টক & সেরা প্রাইস

👉 বিস্তারিত জানতে ভিজিট করুন: renpharmabd.com
📩 ইনবক্স করুন এখনই!

📉 ব্যবসা মন্দা?❄️ শীতের ত্বকের যত্নে কাস্টমার চাহিদা বাড়ছে, কিন্তু মানসম্মত পণ্য স্টকে নেই?চিন্তা নেই!আমরা নিয়ে এসেছি ব্...
15/11/2025

📉 ব্যবসা মন্দা?

❄️ শীতের ত্বকের যত্নে কাস্টমার চাহিদা বাড়ছে, কিন্তু মানসম্মত পণ্য স্টকে নেই?

চিন্তা নেই!

আমরা নিয়ে এসেছি ব্র্যান্ডেড & নন-ব্র্যান্ডেড — শীতকালীন স্কিন-কেয়ার ও বডি-কেয়ারের সব ধরনের পণ্য পাইকারি দামে।

🧴 স্কিন কেয়ার
🧼 বডি কেয়ার
💧 ময়েশ্চারাইজার
🌿 হেয়ার কেয়ার
👶 বেবি কেয়ার
… এবং আরও অনেক পণ্য।

কেন আমাদের থেকে কিনবেন?

✔️ ১০০% অরিজিনাল ব্র্যান্ড
✔️ পাইকারি মূল্য
✔️ দ্রুত ডেলিভারি
✔️ রিসেলার/হোলসেলারদের জন্য বিশেষ সুবিধা
✔️ শীতের সিজনে বেস্ট সেলিং পণ্যের গ্যারান্টেড স্টক

👉 বিস্তারিত জানতে ভিজিট করুন:

http//renpharmabd.com

📦 এখনই সিজনের আগে স্টক করে রাখুন—সেল বাড়ান, লাভ বাড়ান!

🩺 Surgical essentials now available at wholesale price!✅ Quality guaranteed✅ Fast nationwide delivery🛒 Check wholesale r...
27/10/2025

🩺 Surgical essentials now available at wholesale price!
✅ Quality guaranteed
✅ Fast nationwide delivery

🛒 Check wholesale rates here 👉 ⤵️

https://renpharmabd.com

শুরুটা হোক সেবা দিয়ে',  ৷ ৷              আর ব্যবসা হোক সম্মানের 👍💊 RenPharmaBD — আপনার ডিজিটাল হোলসেল ফার্মা পার্টনার 🇧🇩...
24/10/2025

শুরুটা হোক সেবা দিয়ে',
৷ ৷ আর ব্যবসা হোক সম্মানের 👍

💊 RenPharmaBD — আপনার ডিজিটাল হোলসেল ফার্মা পার্টনার 🇧🇩
ফার্মেসি মালিক/হোল্ডারদের জন্য নির্ভরযোগ্য অনলাইন হোলসেল সেবা।
🔹 Pharmaceuticals
🔹 Surgical & Health Essentials
🔹 Fast Delivery, Transparent Pricing

🌐 Visit: renpharmabd.com

I got 4,386 reactions and 174 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have ...
16/10/2025

I got 4,386 reactions and 174 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

16/10/2025

"রেন ফার্মা" অনলাইন প্লাটফর্ম gained 1,233 followers, created 13 posts and received 8,921 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Get your own Online Store

ফার্মেসিতে কোন প্রোডাক্টগুলো আপনার গ্রাহকদের সবসময় প্রয়োজন হয় 🤔➡️Surgical products ➡️Medicine➡️?????পাইকারি বাজারে নিত্য...
01/10/2025

ফার্মেসিতে কোন প্রোডাক্টগুলো আপনার গ্রাহকদের সবসময় প্রয়োজন হয় 🤔

➡️Surgical products
➡️Medicine
➡️?????

পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যটি পাইকারিতে পেতে পণ্যের নাম লিখে সার্চ করুন ⤵️

Address

Teker Hati Main Road, West Of Waz Uddin High School, টেকের হাটি মেইন রোড, ওয়াজ উদ্দিন হাই স্কুলের পশ্চিমে
Dhaka
1211

Telephone

+8801568390664

Website

https://renpharmabd.com/

Alerts

Be the first to know and let us send you an email when Ren Pharma - রেন ফার্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ren Pharma - রেন ফার্মা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram