18/06/2023
১ম পার্ট:
আমি এক যুগেরও বেশি সময় ধরে পুরুষের যৌন সমস্যার চিকিৎসা করে আসছি।
যেসব সমস্যা দেখলাম, তার প্রেক্ষিতে রোগীদের কে ৭ শ্রেনীতে ভাগ করেছি। আপনি কোন ভাগে পড়েছেন মিলিয়ে নিন-
১। উঠতি বয়সে অতিরিক্ত হস্তমৈথুন করা ছেলেরা বিবাহপুর্ব এবং পরবর্তী সময়ে যৌন জীবন নিয়ে আতঙ্কে থাকে। ঠিকমত সহবাস করতে পারবে কিনা, স্ত্রীর কাছে লজ্জিত হবে কিনা এসব নিয়ে টেনশন করে।এজন্য কিছু কিছু যুবক বিয়ের আগেই ফিট আছে কিনা কনফার্ম হওয়ার জন্য অবৈধ মেলামেশায় লিপ্ত হয়। আবার এই মেলামেশা করতে গিয়ে লোকলজ্বার ভয়, পুলিশ আতঙ্ক, ধর্মীয় বিধিনিষেধ, সামাজিক চাপ, পর্যাপ্ত যৌনজ্ঞানের অভাব সব মিলিয়ে ফেল করে বসে।
২। বিয়ের শুরুতে যৌন জীবন ভালোই ছিল। এরপর হঠাৎ করে চাহিদা কমে আসে। পারিবারিক চাপ, অর্থনৈতিক চিন্তা, চাকুরি/ ব্যবসার টেনশন, সন্তান হওয়ার পর স্ত্রীর শারীরিক সৌন্দর্য আগের মত না থাকা- সব মিলিয়ে চাহিদার ঘাটতি।
৩। ডায়াবেটিস, হাই প্রেশার, হরমোনের ঘাটতিজনিত যৌন সমস্যা।
৪। প্রবাসে থাকলে নতুন পরিবেশ, অতিরিক্ত গরম বা ঠান্ডায় কাজ করা, অতিরিক্ত কাজের চাপ, পুষ্টিকর খাবার এর অভাব - যৌন সমস্যা তৈরি করে। এই শ্রেনীর রোগীদের বন্ধ্যাত্বের সমস্যা বেশি হয়ে থাকে।
৫। সমকামীতা, পতিতালয়ে গমন, বন্ধু-বান্ধবীর সাথে অবৈধ সম্পর্ক, অবাধ মেলামেশার ফলে সিলিফিস, গনোরিয়া, এইডস্ আক্রান্ত হওয়া। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না নেয়া। অথবা চিকিৎসা নিলেও কোর্স কমপ্লিট না করা।
৬। এই শ্রেণির রোগীর কোন সমস্যা নাই। পর্ণো দেখে আর নিজেকে পর্ণোর নায়ক হিসেবে দেখতে চায়। এজন্য অপ্রয়োজনীয় ওয়ান টাইম ওষুধ খেয়ে ওষুধে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে ওষুধ ছাড়া সহবাস করতে পারে না।
৭। যৌন জীবন স্বাভাবিকভাবেই চলছে। হঠাৎ কোন কারণে একদিন দ্রুত বীর্যপাত হয়ে গেলো। পার্টনার বিরক্তি প্রকাশ করল/ মনোমালিন্য দেখা দিল। তারপর এই বিষয় নিয়ে চরম মাত্রায় টেনশন করতে করতে আর সহবাসই করতে পারে না।
এই ৭ টি শ্রেণির ৫ টি কমন সমস্যা -
১। স্ত্রী/ পার্টনারের কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না, অথবা শক্ত হয়ে আবার নেতিয়ে পড়ে।
২। দ্রুত বীর্যপাত
৩। বীর্য পাতলা / শক্রানুর পরিমান কম/ শুক্রাণু কোয়ালিটি খারাপের ফলে সন্তান না হওয়া।
৪। লিঙ্গ ছোট, বাঁকা।
এসব সমস্যা থাকলে কি করবেন?
১। হস্তমৈথুন /সমকামিতা / পতিতালয় গমন বাদ দিতে হবে।
২। যৌন সমস্যা দেখামাত্র দ্রুত চিকিৎসা নিতে হবে। নিজে নিজে ওষুধ খেয়ে বিপদ বাড়াবেন না।
৩। যতটা সম্ভব টেনশন ফ্রী থাকুন। উপযুক্ত পরিবেশ না পেলে সহবাস হতে বিরত থাকুন।
৪। পুষ্টিকর খাবারে গুরুত্ব দিন।
৫। নিজের শরীরের প্রতি নজর দিন। পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন। বিয়ের পর শারীরিক সৌন্দর্যের প্রতি গুরুত্ব দিন।
৬। যৌন আসন বদলান। সব সময় একই আসন বা স্টাইলে সহবাস পার্টনারের কাছে একঘেয়ে /বিরক্তিকর লাগতে পারে।
৭। ফোর প্লে করবেন। এটা সহবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট।
চলবে....।
২য় পার্ট আগামীকাল।
চিকিৎসা ও পরামর্শের জন্য কল দিন ✆ +8801310707472
মেসেঞ্জার- m.me/hekim.mahmud.3
অথবা হোয়াটসঅ্যাপ - https://wa.me/message/QLKVRI6VTVO4B1