গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা

গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম ?
ভেষজ পণ্য ঔষধ নয় খাদ্য, নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ হতে বাধ্য।

08/10/2025

#নিমপাতা #নিমগাছ #নিমগাছেরতেল
#সিক্রেট_তেলের_রেসিপি #ন্যাচারাল_তেলের_রেসিপি

, #ঔষধিগাছ, #ভেষজগুণ, , #প্রকৃতি, #সুস্বাস্থ্য, #জৈবকীটনাশক

✨ পুরুষ বনাম নারী – শরীরের গোপন ঘড়ি❤️🎈আমরা সবাই জানি সময় ঘড়ির কাঁটায় চলে। কিন্তু জানেন কি❓ আমাদের শরীরের ভেতরেও একটা ...
06/10/2025

✨ পুরুষ বনাম নারী – শরীরের গোপন ঘড়ি❤️🎈

আমরা সবাই জানি সময় ঘড়ির কাঁটায় চলে। কিন্তু জানেন কি❓ আমাদের শরীরের ভেতরেও একটা গোপন ঘড়ি আছে!

তবে সেই ঘড়ি পুরুষ আর নারীর জন্য একেবারেই আলাদা।
---
👨‍🦱 পুরুষের ২৪ ঘণ্টার ছন্দ
পুরুষের শরীর প্রতিদিন টেস্টোস্টেরনের ওঠানামার সাথে তাল মিলিয়ে চলে।

☀️ সকাল: টেস্টোস্টেরন সর্বোচ্চ থাকে। এ সময় এনার্জি, আত্মবিশ্বাস আর মনোযোগ একেবারে টপে থাকে।
🌤️ দুপুর-বিকেল: ধীরে ধীরে টেস্টোস্টেরন কমতে শুরু করে। তাই শরীর একটু শান্ত হয়, মিটিং বা মনোযোগী কাজের জন্য ভালো সময়।
🌙 রাত: সবচেয়ে নিচে নেমে আসে। তখন শরীর চায় বিশ্রাম, ঘুম আর রিল্যাক্সেশন।
অর্থাৎ, পুরুষের শরীর প্রতিদিন নতুনভাবে চার্জ হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই আবার রিসেট হয়।

---
👩‍🦰 নারীর ২৮ দিনের ছন্দ
নারীর শরীর প্রতিদিন নয়, বরং মাসজুড়ে ধাপে ধাপে পরিবর্তিত হয়।

🌸 ফোলিকুলার ফেজ (মাসিকের পর): এ সময় এনার্জি, সৃজনশীলতা, আত্মবিশ্বাস—সবকিছু বাড়ে।

💫ডিম্বস্ফোটন ফেজ: শরীর সবচেয়ে ফার্টাইল অবস্থায় থাকে। মুড, সৌন্দর্য ও সামাজিকতা সর্বোচ্চ থাকে।

🌧️ লুটিয়াল ফেজ: হরমোনের পরিবর্তনে ক্লান্তি, আবেগপ্রবণতা ও বিশ্রামের প্রয়োজন বাড়ে।

🍂 মাসিকের সময়: শরীর পুরোনো স্তর ঝরিয়ে দিয়ে নতুনভাবে প্রস্তুত হয়। বিশ্রাম ও যত্ন নেওয়ার সঠিক সময়।

অর্থাৎ, নারীর শরীর প্রতিদিন নয়—বরং ২৮ দিনের ছন্দে কাজ করে।

---
🔹 পুরুষের শরীর = প্রতিদিন ২৪ ঘণ্টায় ওঠানামা করে।
🔹 নারীর শরীর = পুরো মাস জুড়ে এক ভিন্ন হরমোনাল ছন্দে চলে।

👉 এই প্রাকৃতিক ছন্দগুলোকে বোঝা মানে হলো নিজের শরীরকে ভালোভাবে চেনা।
যখন আমরা শরীরের ঘড়িকে বুঝি, তখন কাজ, বিশ্রাম, সম্পর্ক আর সুস্থতা—সবকিছুই সুন্দরভাবে সামঞ্জস্য করা সহজ হয়।

✨ তাই আসুন, নিজের শরীরকে শুনি, তার ছন্দকে সম্মান করি—কারণ শরীরই আমাদের আসল সঙ্গী।✨

#সঙ্গী #পুরুষবনামনারী #প্রাকৃতিক_ঘড়ি
🙋‍♂️🙋‍♀️ #পুরুষ_vs_নারী

 #চুল_পড়া_বন্ধের_তেল_বানাতে_চান?প্রথমে-★খাটি নারিকেল তেল ২০০মিলি,★শরিষা তেল ২৫মিলি,★তিলের তেল ৫০মিলি আরো সাথে দিবেন★মেথি...
05/10/2025

#চুল_পড়া_বন্ধের_তেল_বানাতে_চান?

প্রথমে-

★খাটি নারিকেল তেল ২০০মিলি,
★শরিষা তেল ২৫মিলি,
★তিলের তেল ৫০মিলি
আরো সাথে দিবেন
★মেথি,
★আমলা,
★জবা ফুল ,
★জবা গাছের কচি পাতা,
★পেয়ারা গাছের কচি পাতা,
★কারিপাতা,
★হরতকি,
★কিছু চাল,
★মেহেদি পাতা,
★পেয়াজের রস,
★এ্যালোভেরা,
★দূর্বা ঘাসের কচি পাতা,
★বহেরা,
★ব্রাক্ষ্মী,
★শিকাকাই,
সহ অল্প আচে জ্বাল দিন, কিছুটা ফুটে উঠলে আসতে আসতে নারতে থাকুন এভাবে ৩০/৪০ মিনিট। তেল যাতে পুড়ে না যায় এদিকে লক্ষ রাখুন, এরপর নামিয়ে ঢেকে রাখুন ২৪ ঘন্টা -

২৪ ঘন্টা পর মিক্স করুন
★কালজিরা তেল ৫০ মিলি,
★ভেন্নার তেল ৫০মিলি,
★অলিভ অয়েল ৫০মিলি,
★তিসির তেল ৩০মিলি,
★নিমতেল ১০মিলি ঝাকিয়ে মেশান, নিমতেল না পেলে উপরের উপকরনের সাথে কাচা নিমপাতা দিবেন।

★তৈরী হয়ে গেল চুলপড়া বন্ধের তেল।কাঁচের পাত্রে রাখুন।

ব্যবহারবিধি-
★যেটুকু তেল রাতে মাথায় দিবেন তা ১ টি চামচে নিয়ে-হালকা গরম করে তাতে ১ টি ইক্যাপসুলের(২০০/৪০০এম জি) তেল মিশিয়ে-মাথার ত্বকে ম্যাসাজ করুন, যাতে ত্বকের ভেতরে তেল প্রবেশের সুযোগ থাকে।

★সকালে রিঠা,শিকাকাই ভেজানো পানি বা কম শ্যাম্পু/সাবান দিয়ে ধুয়ে কন্ডিশনার/খাঁটিতেল লাগিয়ে নিন। সপ্তাহে ২/৩ দিন তেলটি ম্যাসাজ করুন।

★কিছু দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। সকল তেল বর্জন করে এটি সারাবছর চুলে দিন।

(সমাপ্ত)


#অনলাইনে_চড়া_দামে_বিক্রি_করা_সিক্রেট_তেলের_রেসিপি #সিক্রেট_তেলের_রেসিপি #ন্যাচারাল_তেলের_রেসিপি
#সিক্রেট_তেলের_রেসিপি #ন্যাচারাল_তেলের_রেসিপি #অর্গানিক_হেয়ার_ওয়েল

🫦আনন্দময় শহরবাসের গোপন শিল্পঃ👉অনেকেই মনে করেন মি’ লন শেষ হলেই সব শেষ। কিন্তু আসল ঘনিষ্ঠতার শুরু হয় ঠিক তারপরেই। মি লনের ...
04/10/2025

🫦আনন্দময় শহরবাসের গোপন শিল্পঃ

👉অনেকেই মনে করেন মি’ লন শেষ হলেই সব শেষ। কিন্তু আসল ঘনিষ্ঠতার শুরু হয় ঠিক তারপরেই। মি লনের পর যে কিছু মুহূর্ত একে অপরকে জড়িয়ে ধরা, আলতো স্পর্শ, নরম চুম্বন আর কানে কানে ফিসফিস কথা বলা। এগুলোই আসলে সম্পর্ককে অটুট রাখে এবং ভালোবাসাকে গভীর করে।

❤️নারীর জন্য মিলনের পর আদর মানে একধরনের নিরাপত্তা ও ভালোবাসার নিশ্চয়তা।

💕পুরুষের জন্যও এটি এক ধরণের প্রশান্তি ও মনের তৃপ্তি আনে।

❤️ একে অপরের শরীর স্পর্শ করতে করতে ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাস মিলিয়ে যাওয়া, ক্লান্ত দেহে হাত বোলানো – এগুলো শারীরিক ক্লান্তি দূর করার পাশাপাশি মানসিক প্রশান্তি আনে।

💓 মনে রাখবেন, মিলনের পর আদর হলো সেই সোনালি সময় যেখানে শরীর নয়, বরং মন আর আত্মা একে অপরকে ছুঁয়ে যায়। এই মুহূর্তগুলো সম্পর্ককে করে তোলে আরও শক্তিশালী, আরও দীর্ঘস্থায়ী এবং আরও পরিপূর্ণ।

🌸নিয়ম গুলো জেনে রাখুন:-

১. অগ্রিম পরিশোধ না করে, শুধ কনফার্ম করতে হবে, ক্যাশ অন ডেলিভারিতে (পণ্য হাতে পেয়ে বিল পরিশোধ করবেন) যদি পছন্দ না হয়, ভালো না লাগে, ইচ্ছে না হয়, রুচিসম্মত না হয় দয়া করে এড়িয়ে চলার বিনীত 🙏অনুরোধ🙏 রইলো।

এটাই নিয়ম সকলের জন্য।
২. অবশ্যই বাংলা ফ্রন্টে লিখতে হবে যদি সমস্যা শেয়ার করতে চান। কেননা বাংলিশ লেখলে পড়তে কষ্ট হয়, পরিস্কার ভাবে সমস্যা গুলো বুঝা যায় না। বাংলা ফ্রন্টে লিখলে আপনার জন্যই নিরাপদ। অথবা ইংরেজিতে লিখেন, আলহামদুলিল্লাহ অনুবাদ করার যথেষ্ট সক্ষমতা আছে। তবুও বাংলিশ লিখবেন না প্লিজ।

৩. রিপ্লে দিতে দেরি হলে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। একটিভ দেখালেও সর্বদা ফোন হাতে থাকে না।। তাছাড়া সবাইকে সময় দিতে হয়।

৪. মনোযোগ আকর্ষণের জন্য অযথা লাইক, হাই, হ্যালো, কিছু বলুন, কিছু বলছেন না যে, কোথায় গেলেন, আছেন নাকি, কিছু একটা বলুন, রিপ্লে দেন- এমন অসৌজন্যমূলক ক্ষেত মার্কা আচরণ থেকে দূরে থাকুন।
অস্থির হওয়াই যাবে না।। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধৈর্য, বী:র্য ধরে রাখতে না পারলে পুরুষ হবেন কি করে?

♦️♦️♦️ঠিকানা🌹🌹🌹
হেকীম মোঃ মামুন। আলুব্দী বড় মসজিদ এর পিছনে।
[ডেসকো বিদুৎ অফিসের সাথে] এখানে নারী, পুরুষের সকল ব্যক্তিগত, শারীরিক ও জটিল কঠিন, পুরাতন, যৌ,ন রোগের সুচিকিৎসা করা হয়।

☎️হটলাইন:-09666-792492
🟢WhatsApp : 01712-581571

ফ,লো দিয়ে রাখুন, এতে সকল পোস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

, , , , , , , , ,

03/10/2025

ব্রার সঠিক সাইজ জানা কেন জরুরি?

অনেক সময় আমরা ব্রা সাইজ ঠিকমতো না জেনে ভুল ব্রা পরি। এতে আরাম হারানো ছাড়াও শরীরে নানা সমস্যা হতে পারে। ছোট ব্রা বেশি চাপ দেয়, যা কাঁধ, পিঠ ও গলার ব্যথার কারণ হয়। আবার বড় ব্রা ঠিকমতো সাপোর্ট না দেওয়ায় বুকের আকার নষ্ট হয়ে অল্প বয়সেই ঝুলে যায়। সেজন্য নিজের সঠিক সাইজ জানাটা খুব জরুরি।

ব্রার সাইজ নির্ধারণ করতে বুকের নিচের পরিধি এবং বুকের অংশ ঠিকমতো মাপুন। প্রয়োজন হলে ব্রা কেনার সময় বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।
সময় থাকতে ভুল সাইজের ব্রা ছেড়ে সঠিক সাইজের ব্রা পরুন।

দেরি না করে আজই সঠিক সাইজের ব্রা ব্যবহার করুন।

🧖ছেলেদের থেকে মেয়েদের পর্ণগ্রাফির আসক্তি অনেক বেশি ভয়ঙ্কর!!!👉আপনি জানেন কী! পর্নোগ্রাফি অ্যাডিক্টেডদের প্রায় প্রতি ৩জন...
02/10/2025

🧖ছেলেদের থেকে মেয়েদের পর্ণগ্রাফির আসক্তি অনেক বেশি ভয়ঙ্কর!!!

👉আপনি জানেন কী! পর্নোগ্রাফি অ্যাডিক্টেডদের প্রায় প্রতি ৩জনে ১জন নারী!

🌸অর্থাৎ নারীরাও এই নীল থাবায় ভয়ঙ্কর মাত্রায় আক্রান্ত!

🔥অথচ অনেক ছেলেরা বিষয়টি স্বীকার পূর্বক এর থেকে ফিরে আসার কাউন্সিলিং চাইলেও মেয়েদের মধ্যে এ ব্যাপারটি তেমন দেখা যায় না। না তারা বিষয়টি সহজে স্বীকার করে, আর না তারা এর থেকে ফিরে আসার জন্য উল্লেখযোগ্য প্র‍্যাক্টিস করে। কিন্তু সার্চ ইঞ্জিন ডাটা তো সব ঠিকঠিক প্রকাশ করে দিচ্ছে।
🌸
দৃষ্টি নিয়ন্ত্রণের বিষয় আসলে আমাদের মাইন্ড সবসময় ছেলেদের প্রতি ফোকাসড হয় যে—বিষয়টি ছেলেদের জন্য। মেয়েদেরও যে দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হয়, তাদেরও যে চোখের গুনাহ হতে পারে—এটা আমরা থোরাই কেয়ার করি। যদিও ছেলেদের প্রতি দৃষ্টি দেয়া মেয়েদের প্রতি দৃষ্টি দেয়ার মতো ততটা সিরিয়াস নয়; কিন্তু বর্তমান যুগ সেটাকে সিরিয়াস পর্যায়ে নিয়ে এসেছে।
🌸
অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা. ও উম্মুল মুমিনীন(নবিজীর স্ত্রীগণ)এর ঘটনা আমাদের সামনে আছে।
উম্মুল মু’মিনীন হযরত উম্মে সালামা রা. বলেন, একদিন আমি ও মায়মূনা (রা.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে ছিলাম। ইতিমধ্যে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম রা. এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আমাদেরকে পর্দা করতে বললেন। আমি আরজ করলাম, আল্লাহর রাসূল! তিনি তো অন্ধ! আমাদেরকে দেখছেন না! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি অন্ধ? তোমরা কি তাকে দেখছ না! (মুসনাদে আহমদ; জামে তিরমিযী; সুনানে আবু দাউদ)

কাজেই অপর পুরুষের প্রতি দৃষ্টি দেয়ার ব্যাপারে মেয়েদের অবশ্যই পর্দা করা উচিত। যা ফিতনাকে প্রশমিত করে।
🌸
মেয়েদের এই অনিয়ন্ত্রিত দৃষ্টি ওপেন প্লেসের চেয়ে গোপনে বেশি মাত্রায় বিদ্যমান। আর সেটা ইলেক্ট্রিক ডিভাইসে। পর্নোগ্রাফির ক্ষতিকর দিকগুলো আমরা যা জানি, তার প্রায় সবটাই ছেলেদের সমস্যাগুলো জানি। কিন্তু মেয়েদের ওপর এর ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমরা তেমন একটা জানি না।
🌸
খুব ভালো করে শুনুন। পর্নোগ্রাফি আশক্ত মেয়েদের স্বামীরা অধিকাংশই অক্ষম পুরুষে পরিণত হয়। উঁহু, কী বললাম ব্যাপারটা! পর্ন দেখে মেয়েটি, আর অক্ষম হবে তার স্বামী? হাউ ইজ পসিবল! অফকোর্স পসিবল, এবং এটাই হচ্ছে।
🌸
জাস্ট ইমাজিন—পর্নোগ্রাফিতে মেইল এক্টরদের পারফরম্যান্স দেখে দেখে মেয়েটি তার স্বামীর কাছ থেকেও অনুরূপ পারফরম্যান্স এক্সপেক্ট করে। কিন্তু নীল পর্দার সেই এক্টিংগুলো যে কাটিং-এডিটিং এর কারসাজি, মেডিসিন, সার্জারি আর ক্যামেরার ভেল্কিবাজির ফল, যা ন্যাচেরালি একজন পুরুষের পক্ষে এচিভ করা কোনোভাবেই সম্ভব নয়। এবং ভারতীয় উপমহাদেশের পুরুষের পক্ষে তো আরও সম্ভব নয়; তা মেয়েটির সাব-কনসাস মাইন্ড বুঝতে পারে না।

ওখানে ওরা পারলে আমার স্বামী কেন এভাবে পারে না? এই ওভার এক্সপেক্টেশন থেকে শুরু হয় অতৃপ্তি। আর অক্ষমতার অভিযোগে বিদ্ধ করে স্বামীকে। যার আল্টিমেট রেজাল্ট হিসেবে বেচারা স্বামীর কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যৌন অক্ষমতায় পতিত হয়। যাকে সাইকো সেক্সুয়াল ডিসফাংশন বলে। যা মূলত তার অক্ষমতা নয়, তার স্ত্রীর এসব বিহ্যাভিয়ার তাকে অমন অক্ষম বানিয়ে দেয়। অতঃপর দাম্পত্যে নেমে আসে ঘোর অন্ধকার।
🌸
বেচারা স্বামী তখন দিশেহারা হয়ে কলিকাতা হারবাল সহ নানা অসাধু ব্যবসায়ী ও করাপ্টেড চিকিৎসকের কবলে পড়ে এলোপাতাড়ি মেডিসিন ও ব্যবস্থা নিয়ে অবস্থা আরও জটিল করে ফেলে।
এতে সাময়িক উপকার পেলেও স্থায়ী কোনো সমাধান হয় না। বরং তখন এসব মেডিসিনের ওপর একপ্রকার ডিপেন্ডেন্সি তৈরি হয়। যা পুরুষের ন্যাচারাল পাওয়ার লস করে ফেলে। এবং একপর্যায়ে মেডিসিন ছাড়া সে একদমই অচল হয়ে পড়ে। অতঃপর তা স্থায়ী অক্ষমতায় পতিত হয়।
🌸
ততদিনে স্ত্রীর এই অতৃপ্তির জেরে মেজাজ খিটখিটে হয়ে যায়। সংসারের প্রতি উদাসীন হয়ে যায়। স্বামীর প্রতি কেয়ারলেস হয়ে যায়। পর্ন আর অন্য পুরুষের প্রতি মাইন্ড কনভার্ট হয়ে যায়। ক্ষেত্র বিশেষ পরকীয়ার অনুপ্রবেশ ঘটে। স্বামীকে সহ্য হয় না। মানসিক নির্যাতনে বেচারা স্বামীকে মৃতপ্রায় করে রাখে। স্বামীর ওপর গলার আওয়াজ চড়া ও মেজাজ কড়া হয়ে যায়।
🌸
আর বিকল্প পথে উত্তেজনা প্রশমনের পথে স্বামী বাধা হয়ে দাঁড়ালে সে তখন পুরুষ বিদ্বেষী হয়ে ওঠে। এবং নিজের যৌন উন্মাদনা চরিতার্থ করতে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় বাধাকে ডিঙ্গিয়ে গলায় নারীবাদের শুর তোলে। কথিত নারীমুক্তির নামে হয়ে ওঠে চরম পুরুষ বিদ্বেষী ও একজন সক্রিয় নারীবাদী।
🌸
এখানে একথা বলছি না যে, সব নারীবাদীর উত্থান এভাবেই হয়। আমি বলতে চাচ্ছি, এভাবেও অনেক নারীবাদীর উত্থান হয়। অর্থাৎ সামাজিক এই অবক্ষয়গুলো একটা চেইন অফ কমান্ড ফলো করে৷ একটার সাথে আরেকটা রিলেটেড।
বোঝা গেল বিষয়টি? মেয়েদের পর্ন এডিকশন ঠিক কীভাবে তাদের ও গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে?
🌸
মেয়েদের সমকামীতার ব্যাপারটি না হয় আপাতত স্কিপ করলাম। যার ম্যাক্সিমাম আইডিয়া ও প্র‍্যাক্টিস তারা এই পর্নোগ্রাফি থেকেই পেয়ে থাকে। আরও আছে, যা এখানে বলা সম্ভব হচ্ছে না। কেবল যেটুকু না বললেই নয় সেটুকুই বলা।
কাজেই, মেয়েদের দৃষ্টি নিয়ন্ত্রণের ব্যাপারটি খুবই সিরিয়াস কিন্তু অত্যন্ত অবহেলিত একটি টপিক।
🌸
হে বোনেরা! ছেলেদের পাশাপাশি আপনারাও নিজেদের দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখুন। দিনের আলোতেও, গভীর রজনীতেও। রবের আদেশও তাই। নবীর নির্দেশনাও তাই।
ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ!

❌ পর্ন আসক্তির ভয়ংকর পরিণতি👉 ১. সম্পর্কে ফাটলআপনার সঙ্গিনী বুঝতে পারবে, তার চেয়ে স্ক্রিনের কৃত্রিম নারীরাই আপনার কাছে বে...
02/10/2025

❌ পর্ন আসক্তির ভয়ংকর পরিণতি

👉 ১. সম্পর্কে ফাটল
আপনার সঙ্গিনী বুঝতে পারবে, তার চেয়ে স্ক্রিনের কৃত্রিম নারীরাই আপনার কাছে বেশি আকর্ষণীয়। এতে তার আত্মসম্মানে আঘাত লাগবে, আর সম্পর্কটা ভেতর থেকে ভেঙে যাবে।

👉 ২. সামাজিক বিচ্ছিন্নতা
আপনি ধীরে ধীরে বাস্তব জগত থেকে নিজেকে গুটিয়ে নেবেন। বন্ধু, পরিবার ছেড়ে একাকী ঘরের অন্ধকারেই স্বস্তি খুঁজবেন।

👉 ৩. আত্মবিশ্বাসের মৃত্যু
বাস্তব মিলনে বারবার ব্যর্থ হলে আপনার পুরুষ হিসেবে আত্মবিশ্বাস ধুলোয় মিশে যাবে। হতাশা আর ডিপ্রেশন আপনাকে গ্রাস করবে।

👉 ৪. শারীরিক অক্ষমতা
অতিরিক্ত আসক্তি যৌন অঙ্গকে দুর্বল করে দেয়। স্বাভাবিক উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। চাইলেও আর আগের মতো সক্ষম থাকবেন না।

🚹 নিজেকে প্রশ্ন করুন
আজ রাতে আবার যখন পর্ন সাইট খুলতে যাবেন, তার আগে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের চোখের দিকে তাকান।

নিজেকে জিজ্ঞেস করুন—

💭 “আমি কি একজন জীবন্ত পুরুষের শরীর নিয়ে অক্ষম, বিকৃত মানসিকতার এক ভার্চুয়াল ভিখারি হয়ে বেঁচে থাকতে চাই?”

⚠️ ভেবে দেখুন
যখন ভালোবাসার মানুষটার সামনে পৌরুষ প্রমাণ করতে গিয়ে শরীর আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন এই কয়েক মিনিটের সস্তা আনন্দের জন্য আপনার কি আফসোস হবে না?

✅ সিদ্ধান্ত আপনার
শরীর আপনার। পুরুষত্বও আপনার।
একে কি নীল আলোয় পুড়িয়ে ফেলবেন, নাকি সত্যিকারের ভালোবাসার জন্য বাঁচিয়ে রাখবেন?

🎯 সমাধান
যে কোনো ধরনের যৌন সমস্যার স্থায়ী চিকিৎসা নিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
সময় থাকতে নিজেকে বাঁচান।

মাত্র ৩ মাসেই নিজেকে গড়ে তুলুন একজন পরিপূর্ণ পুরুষ হিসেবে।
বিস্তারিত জানতে এখনই WhatsApp করুন।

WhatsApp : 01712-581571




নারী কেন ফো'রপ্লে করতে দেয় না? কেন তার কাছে এটি বিরক্তিকর? জীবনের প্রতিটি কাজেরই একটি সৌন্দর্য আছে, আছে নিয়ম, শৃঙ্খলা এব...
01/10/2025

নারী কেন ফো'রপ্লে করতে দেয় না? কেন তার কাছে এটি বিরক্তিকর?

জীবনের প্রতিটি কাজেরই একটি সৌন্দর্য আছে, আছে নিয়ম, শৃঙ্খলা এবং সঠিক ক্রমবিন্যাস। আপনি যদি রান্নাঘরে খেয়াল করেন, খাবার পাকানোরও তো একটি ধারাবাহিকতা আছে। একে একে মশলা দেয়া, নাড়াচাড়া করা, সঠিক সময়ে ঢাকনা খোলা, সবকিছুরই একটি নিয়ম মেনে এগোতে হয়। সেই শৃঙ্খলা না মানলে খাবারের স্বাদ কখনোই পূর্ণতা পায় না।

খাবার খাওয়ার ক্ষেত্রেও একই সত্য। আমরা শুরুতে হালকা ভাজি বা সবজি খাই, তারপর মাছ-মাংস, শেষে ডাল, এভাবেই স্বাদ ও পরিতৃপ্তির ধারা তৈরি হয়। যদি শুরুতেই ডাল খেয়ে ফেলেন, তবে স্বাদে অসম্পূর্ণতা থেকে যাবে।

ঠিক তেমনি যৌন মিলনেও রয়েছে এক অদৃশ্য শৃঙ্খলা, এক অনন্য সৌন্দর্য। ফো'রপ্লে হলো সেই সৌন্দর্যের প্রস্তাবনা, যেখানে আস্তে আস্তে দেহ-মন প্রস্তুত হয় পূর্ণ আনন্দের সিম্ফনি শোনার জন্য। কিন্তু অনেক পুরুষ ভুল করে এই শৃঙ্খলা ভেঙে ফেলেন, শুরুতেই ঝাঁপিয়ে পড়েন নারীর সবচেয়ে সংবেদনশীল স্থানে, ক্লিটোরিসে। এতে নারী হঠাৎ অস্বস্তি বোধ করতে পারেন, কারণ তার শরীর তখনো প্রস্তুত নয়।

সঠিক কৌশল হলো ধীরে ধীরে অনুভূতির দরজা খোলা। প্রথমে তার উরুতে, তলপেটে, কোমরের চারপাশে মৃদু চুমু ও নরম স্পর্শে উষ্ণতা ছড়িয়ে দিন। শরীর জুড়ে যখন কামনার ঢেউ বইতে শুরু করবে, তখন ধীরে ধীরে এগিয়ে যান তার ক্লিটোরিসের দিকে। যেন প্রতিটি স্পর্শে তার দেহে হালকা কাঁপুনি ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, আর চোখের গভীরে জ্বলে ওঠে আনন্দের আলো। এই কাঁপুনিই হলো নারী দেহের সত্যিকারের সাড়া, যৌনতার গভীরতম অভিজ্ঞতা।

মনে রাখবেন, অন্তরঙ্গতার আসল সৌন্দর্য কখনো তাড়াহুড়োয় নয়, বরং ধীরে ধীরে গড়ে তোলা আবেগে। শরীরের প্রতিটি অংশকে যেন আদর দিয়ে ছুঁয়ে যান, প্রতিটি মুহূর্তকে যেন ভালোবাসার মতো উপহার দিন। তাহলেই নারী শুধু তৃপ্ত হবেন না বরং আপনাকে তার হৃদয়ের গভীরতম ভালোবাসা দিয়ে প্রতিদান দেবেন।

পরিপূর্ণ অর্গাজম অর্জন ও পুরুষের শক্তি বৃদ্ধির জন্য। আমার একটি বিশেষ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, মাত্র ৩ মাসেই নিজেকে গড়ে তুলুন একজন পরিপূর্ণ পুরুষ হিসেবে।

বিস্তারিত জানতে এখনই WhatsApp করুন।
WhatsApp : 01712-581571

👉জাফরান অয়েল সম্পর্কে যারা এখনো জানেন না তাদের  আপসোস এর সীমা নেই। এই প্রথম কোন তেল যা ব্যবহার করে ৯৮% মানুষ উপকার পেয়েছ...
30/09/2025

👉জাফরান অয়েল সম্পর্কে যারা এখনো জানেন না তাদের আপসোস এর সীমা নেই।
এই প্রথম কোন তেল যা ব্যবহার করে ৯৮% মানুষ উপকার পেয়েছে। চুলের সব ধরনের সমস্যা সমাধানে জাফরান অয়েল শ্রেষ্ঠ ❤

🌼🌼এক নজরে জাফরান অয়েল এর কাজসমূহঃ
⏩ চুল পড়া বন্ধ করে ।
⏩ চুল ঘন , কালো করে।
⏩ নিয়মিত ব্যবহারে চুল লম্বা করে ।
⏩চুল পাকা রোধ করে ।
⏩ টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে ।
⏩পুরোপুরি খুশকি দূর করে ।
⏩চুলের ফলিকলসকে শক্তিশালী করে, স্ক্যাল্পের রক্ত চলাচল বৃদ্ধি করে ।
⏩ চুলের গোড়া মজবুত করে।

🌼🌼জাফরান অয়েলের ব্যবহারঃ
সঠিক ব্যবহারের উপর পণ্যের কার্যকারীতা নির্ভর করে।
সপ্তাহে যেকোনো তিনদিন ঘুমোতে যাওয়ার আগে জাফরান হেয়ার অয়েল এর সাথে নারকেল তেল অথবা অলিভ অয়েল সামান্য গরম করে মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন।
আপনার চুলের গোঁড়া শক্ত হবে, চুলের গোঁড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং চুল ঝরঝরে হবে।

👉নিয়ম করে চুলে তেল ব্যবহার করুন। কারণ তেল চুলের প্রয়োজনীয় পুষ্টি যোগায়। তেলের অভাবে চুল ভেঙ্গে যায় এবং চুল পড়া শুরু হয়।

✅(বিঃদ্রঃ ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। ৩ বছরের উপর সকলেই ব্যবহার করতে পারবে। জাফরান এর অনেক নকল বাজারে বের হয়েছে ৷ যাচাই করে অরিজিনাল পণ্যটি কিনুন)

#জাফরানঅয়েল #চুলেরজন্য #নতুনচুলগজানো
#জাফরানতেল #জাফরানহেয়ারগ্রোথথেরাপি #চুলেরযত্ন #হেয়ারকেয়ার #হেয়ারগ্রোথ #চুলপড়াবন্ধ #নতুনচুলগজানো #জাফরানঅয়েল #চুললম্বাকরা #অর্গানিকহেয়ারকেয়ার
#বিউটিটিপস #অয়েলথেরাপি

★স্মরণশক্তি বৃদ্ধিতে★---------------------------------ছাত্ররা পড়াশুনা করে,কিন্তু মনে রাখতে পারে না। এমন সমস্যা দেখা দিলে...
30/09/2025

★স্মরণশক্তি বৃদ্ধিতে★
---------------------------------
ছাত্ররা পড়াশুনা করে,কিন্তু মনে রাখতে পারে না। এমন সমস্যা দেখা দিলে ৩টি বেল পাতা নিয়ে ঘিয়ে ভেজে মুচমুচে করে সামান্য মিছরির গুঁড়োসহ কিছুদিন খেতে দিন,ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।

 #গোসলের_পর_মেয়েরা_মিলন_করতে_কেন_চায়? 🧚‍♂️খুব ইন্টারেস্টিং দেখে নিন 🙂।🧖গোসলের পর স্বামীর সাথে মিলনের ইচ্ছে হওয়ার পেছনে...
30/09/2025

#গোসলের_পর_মেয়েরা_মিলন_করতে_কেন_চায়?

🧚‍♂️খুব ইন্টারেস্টিং দেখে নিন 🙂।

🧖গোসলের পর স্বামীর সাথে মিলনের ইচ্ছে হওয়ার পেছনে কয়েকটা মনস্তাত্ত্বিক ও শারীরবৃত্তীয় কারণ আছে।

🌸1. তাজা ও ফ্রেশ লাগা – গোসলের পর শরীর পরিষ্কার, সতেজ আর হালকা লাগে। মেয়েরা তখন অনেকটা রিল্যাক্সড থাকেন, যা যৌন আকাঙ্ক্ষা বাড়াতে পারে।

🌸2. হরমোনাল ও শারীরিক প্রতিক্রিয়া – গরম পানিতে গোসল করলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, পেশি শিথিল হয়, নার্ভ শান্ত হয়। এতে যৌন উত্তেজনা সহজেই আসতে পারে।

🌸3. মনস্তাত্ত্বিক দিক – অনেক নারী চান ঘনিষ্ঠতার আগে নিজেকে পরিচ্ছন্ন রাখতে। গোসলের পর তারা আত্মবিশ্বাসী থাকেন, আর এই আত্মবিশ্বাস মিলনের ইচ্ছা বাড়াতে পারে।

🌸4. রোমান্টিক পরিবেশ – গোসলের পর শরীর থেকে সুন্দর ফ্রেশ গন্ধ আসে, চুল ভেজা থাকে, যা স্বামী-স্ত্রীর মধ্যে আকর্ষণ বাড়াতে সাহায্য করে।

🌸5. সংস্কৃতি ও অভ্যাস – অনেক সময় এটা অভ্যাস বা মানসিক প্রস্তুতির অংশও হতে পারে। কারো কারো কাছে গোসল মানে নতুন করে শুরু করা বা সতেজ অবস্থায় মিলন করা।

👉 তবে এটা সব মেয়ের ক্ষেত্রে একই রকম নয়। কারো কারো কাছে গোসলের পর ঘুম, আর কারো কাছে মিলন—ব্যক্তিভেদে ভিন্নতা থাকে।

✅আপনি চাইলে আমি ব্যাখ্যা করতে পারি গোসলের পরে কিভাবে অনেক সময় মিলন করা যায়। সেটা কি জানতে চান?

লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ।

Address

Alubdi Boro Masjid, Pallabi (Mirpur-12)
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা

আসসালামু ওয়া আলাইকুম,

ইতি কথা '- প্রাকৃতিক গাছ গাছালি সহ আমাদের চার পাশে যা কিছু আছে এতে ঔষধি গুনে ভরা কিন্তু আমরা জানিনা।আর জানলেও কেয়ার করিনা। অথচ এ সব গাছ গাছালিতে রয়েছে মানব জীবনের অনেক রোগের শেফা। পূর্বেকার মানব এ সব গাছ গাছালী ব্যবহার করে রোগ মুক্ত হয়েছেন। এখনও সারা পৃথিবীতে অনেক মানব আছেন যারা বিভিন্ন গবেষনার করে আজ আমাদের সামনে নতুন নতুন তথ্য দিয়ে বিভিন্ন ঔষধ তৈরী করছেন।আর মানুষ ও যথেষ্ট উপকৃত হচ্ছেন।

আমাদের মূল লক্ষ্য প্রাকৃতিক গাছ গাছালি দারা মানব সেবা প্রদান করা ও প্রাকৃতিক ভাবে গাছ গাছালি ধারা বিভিন্ন ঔষধ তৈরী করে সবার মাঝে পোছে দেয়া ।

.........সকল কে এই বিষয়গুলতে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি যাতে করে আমরা সবসময় আপনাদেরকে এ রকম সেবা প্রদান করতে পারি। ধন্যবাদ