Sustain Engineering

Sustain Engineering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sustain Engineering, Dhaka.

Sustain Engineering is a Dhaka-based company providing complete construction chemical solutions including waterproofing,Heat Proofing, flooring, surface finishing, Core Sev and leakage treatment.
📍 Uttara, Dhaka
📞 01712834332 | 01710697095 | 01737064475

লিকেজ বন্ধ না করলে ক্ষতি বাড়ে—সমাধান দেরি করলে খরচ বাড়ে।দেয়াল বা কংক্রিটের ভেতরে থাকা অদৃশ্য লিকেজ সময়ের সাথে কাঠামোর শক...
12/01/2026

লিকেজ বন্ধ না করলে ক্ষতি বাড়ে—সমাধান দেরি করলে খরচ বাড়ে।

দেয়াল বা কংক্রিটের ভেতরে থাকা অদৃশ্য লিকেজ সময়ের সাথে কাঠামোর শক্তি নষ্ট করে দেয়।
Sustain Engineering উন্নত Pressure Grout Injection Leakage Treatment পদ্ধতিতে নির্দিষ্ট জায়গায় নিয়ন্ত্রিত প্রেশারে কেমিক্যাল ইনজেকশন প্রয়োগ করে, যার মাধ্যমে ফাটল ও ফাঁক স্থায়ীভাবে সিল হয় এবং কংক্রিটের কাঠামোগত সক্ষমতা পুনরুদ্ধার হয়।
কোনো অপ্রয়োজনীয় ভাঙচুর ছাড়াই, দ্রুত ও কার্যকর সমাধান—এটাই আমাদের প্রতিশ্রুতি।
Why Clients Choose Us:
• Targeted & non-invasive treatment
• Long-term leakage protection
• Engineered solution with expert supervision
📞 Contact:
01712-834332 | 01710-697095
Hashtags:






চোখে দেখা না গেলেও দেয়ালের ভেতরের ফাঁক ও ফাটল ভবনের জন্য বড় ঝুঁকি।দেয়াল বা কংক্রিটে ফাটল মানেই শুধু সৌন্দর্যের সমস্যা নয়...
11/01/2026

চোখে দেখা না গেলেও দেয়ালের ভেতরের ফাঁক ও ফাটল ভবনের জন্য বড় ঝুঁকি।

দেয়াল বা কংক্রিটে ফাটল মানেই শুধু সৌন্দর্যের সমস্যা নয়—এটি ভবনের শক্তি ও নিরাপত্তার জন্য সতর্ক সংকেত।
Sustain Engineering উন্নত Injection Grouting Method ব্যবহার করে দেয়ালের ভেতরের ফাঁক, ফাটল ও দুর্বল অংশ স্থায়ীভাবে শক্ত করে তোলে। কোনো ভাঙচুর ছাড়াই নির্দিষ্ট জায়গায় কেমিক্যাল ইনজেকশনের মাধ্যমে লিকেজ বন্ধ করা ও কংক্রিটের শক্তি পুনরুদ্ধার করা হয়।
অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং সুপারভিশন, মানসম্মত কেমিক্যাল এবং নিয়ন্ত্রিত প্রেশার—সব মিলিয়ে আমরা নিশ্চিত করি দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য সমাধান।
ক্লায়েন্ট বেনিফিট লাইন:
✔ কম খরচে কার্যকর সমাধান
✔ ভবনের আয়ু বৃদ্ধি
✔ ভবিষ্যৎ লিকেজ ও ক্ষতি প্রতিরোধ









Green space deserves strong protection.প্ল্যান্টার বক্স দেখতে ছোট হলেও, সঠিক ওয়াটারপ্রুফিং না হলে এখান থেকেই শুরু হয় লিক...
11/01/2026

Green space deserves strong protection.
প্ল্যান্টার বক্স দেখতে ছোট হলেও, সঠিক ওয়াটারপ্রুফিং না হলে এখান থেকেই শুরু হয় লিকেজ ও কাঠামোগত ক্ষতি।
এই প্রজেক্টে Sustain Engineering আধুনিক কেমিক্যাল ও প্রফেশনাল অ্যাপ্লিকেশন পদ্ধতিতে সম্পূর্ণ Planter Box Waterproofing Work সম্পন্ন করেছে—যাতে পানি থাকে নিয়ন্ত্রণে, আর কাঠামো থাকে সুরক্ষিত দীর্ঘদিন।
✅ No Leakage
✅ No Seepage
✅ Long-lasting Protection
আপনার ভবনের প্রতিটি ডিটেইলের জন্য নির্ভরযোগ্য সমাধান।
📞 01712-834332 | 01710-697095









একদিন হঠাৎ একটি পুরনো ভবনের মালিক আমাদের ফোন করলেন। কলামে ফাটল, ইঞ্জিনিয়ারের রিপোর্টে লোড ক্যাপাসিটি কম—ভয় আর দুশ্চিন্তা...
10/01/2026

একদিন হঠাৎ একটি পুরনো ভবনের মালিক আমাদের ফোন করলেন। কলামে ফাটল, ইঞ্জিনিয়ারের রিপোর্টে লোড ক্যাপাসিটি কম—ভয় আর দুশ্চিন্তা একসাথে।
ভাঙা নয়, নিরাপদ সমাধানই ছিল লক্ষ্য। সঠিক ডিজাইন, অভিজ্ঞ টিম আর স্ট্যান্ডার্ড মেথডে আমরা করলাম Column Retrofitting।
আজ সেই ভবন আগের চেয়ে বেশি শক্ত, বেশি নিরাপদ—আর মালিক নিশ্চিন্ত।
কারণ স্ট্রাকচারাল সমস্যার সমাধান অনুমান নয়, ইঞ্জিনিয়ারিং।
Call to Action
আপনার ভবনের কলাম কি সত্যিই নিরাপদ?
আজই ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই করান।
হ্যাশট্যাগ (ভাইরাল + প্রফেশনাল মিক্স):










একটি ফ্যাক্টরি ম্যানেজার আমাদের বললেন—“মেশিনের নিচে তেল পড়ে, ধুলো জমে, আর প্রতিদিন পরিষ্কার করলেও ফ্লোর আগের মতো থাকে না...
08/01/2026

একটি ফ্যাক্টরি ম্যানেজার আমাদের বললেন—
“মেশিনের নিচে তেল পড়ে, ধুলো জমে, আর প্রতিদিন পরিষ্কার করলেও ফ্লোর আগের মতো থাকে না। সেফটি নিয়েও টেনশন বাড়ছে।”
সাইট ভিজিটে দেখা গেল, পুরোনো কংক্রিট ফ্লোরে মাইক্রো ক্র্যাক, ডাস্টিং এবং স্লিপ রিস্ক রয়েছে। আমরা সেখানে সম্পূর্ণ PU Flooring System প্রয়োগ করি—সারফেস প্রিপারেশন থেকে শুরু করে প্রপার কিউরিং পর্যন্ত প্রতিটি ধাপ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অনুযায়ী।
কাজ শেষে ফ্লোর হয়ে ওঠে স্মুথ, গ্লসি, অ্যান্টি-স্লিপ এবং কেমিক্যাল রেজিস্ট্যান্ট।
মেইনটেন্যান্স সহজ, সেফটি নিশ্চিত, আর ওয়ার্কিং এনভায়রনমেন্ট আগের চেয়ে অনেক বেশি প্রফেশনাল।
PU Flooring শুধু ফ্লোরের সৌন্দর্য নয়—
এটি আপনার ইন্ডাস্ট্রির সেফটি ও প্রোডাক্টিভিটিতে সরাসরি বিনিয়োগ।
Sustain Engineering
Professional PU Flooring & Industrial Surface Solution
📞 01712-834332 | 01710-697095
















হ্যাঁ
07/01/2026

হ্যাঁ

কয়েকদিন আগের ভয়াবহ ভূমিকম্পের পর শহরের বিভিন্ন জায়গায় আমরা একাধিক বিল্ডিংয়ে হেয়ারলাইন থেকে শুরু করে দৃশ্যমান স্ট্রাকচারা...
07/01/2026

কয়েকদিন আগের ভয়াবহ ভূমিকম্পের পর শহরের বিভিন্ন জায়গায় আমরা একাধিক বিল্ডিংয়ে হেয়ারলাইন থেকে শুরু করে দৃশ্যমান স্ট্রাকচারাল ক্র্যাক পর্যন্ত লক্ষ্য করেছি। বেশিরভাগ মালিকই প্রথমে বিষয়টিকে ছোট সমস্যা ভেবেছিলেন, কিন্তু বিস্তারিত পরিদর্শনে দেখা গেছে—এই সামান্য ফাটলগুলোই ভবিষ্যতে বড় ঝুঁকির কারণ হতে পারে।
একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিক আতঙ্কিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সাইট ভিজিট করে সমস্যার গভীরতা শনাক্ত করি এবং Carbon Fiber Reinforced Polymer (CFRP) সল্যুশন দিয়ে স্ট্রাকচারাল স্ট্রেন্থেনিং করি। পুরো প্রক্রিয়াটি দ্রুত, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে বিল্ডিংকে আরও শক্তিশালী করে তোলে।
এই পোস্টটি কেবল একটি কাজের গল্প নয়—একটি সচেতনতা। ভূমিকম্পের পর আপনার বিল্ডিংয়ে সামান্য ক্র্যাকও অবহেলা করবেন না। নিরাপত্তা নিশ্চিত করুন, স্ট্রাকচারাল ইন্সপেকশন করান, আর প্রয়োজনে পেশাদার রিপেয়ার সল্যুশন নিন।
আপনার বিল্ডিং নিরাপদ থাকুক।
Sustain Engineering – Structural Problems, Professional Solutions.

🔩 ভুল রিবার সেটআপ — আরেকটি ভবিষ্যৎ ঝুঁকি!একজন সাইট ইঞ্জিনিয়ার আমাদের ফোন দিলেন খুব চিন্তিত কণ্ঠে।বলা মাত্র—“স্যার, কলামে...
06/01/2026

🔩 ভুল রিবার সেটআপ — আরেকটি ভবিষ্যৎ ঝুঁকি!
একজন সাইট ইঞ্জিনিয়ার আমাদের ফোন দিলেন খুব চিন্তিত কণ্ঠে।
বলা মাত্র—
“স্যার, কলামে রিবার কম পড়ে গেছে… কাঠামো দুর্বল হয়ে যাবে। এখনই সমাধান দরকার!”
আমাদের দল দ্রুত সাইটে গিয়ে পর্যালোচনা করলো।
দেখা গেল—
✔ স্ট্রাকচার শক্তি কমে যাওয়ার সম্ভাবনা
✔ রিবার অ্যাঙ্করিং করতে হবে
✔ স্থান কম, কাজ করতে হবে নিখুঁতভাবে
আমরা সাথে সাথেই ব্যবহার করলাম
Fischer FIS V Plus Drill Epoxy,
যা উচ্চ-ক্ষমতাসম্পন্ন অ্যাঙ্করিং এর জন্য বিশ্বমানের সমাধান।
আমাদের কাজ—
🔹 সঠিক সাইজে ড্রিল
🔹 হোল ক্লিনিং
🔹 Epoxy Injection
🔹 রিবার সেটিং
🔹 ফাইনাল কিউরিং চেক
মাত্র কিছু ঘন্টার মধ্যেই কলামটি হয়ে গেল একদম স্ট্রাকচারালি সেফ!
ইঞ্জিনিয়ার বললেন—
“এত নিখুঁত ফিনিশ এর আগে দেখিনি!”
📞 আপনার সাইটে রিবার অ্যাঙ্করিং বা ড্রিল ইপোক্সি লাগবে?
Sustain Engineering
☎ 01712-834332
☎ 01710-697095
🔖 হ্যাশট্যাগ

ছাদের এক কোণ থেকে শুরু—পুরো ঘরে চিন্তার ঝড়!একজন বাড়ির মালিক হঠাৎ দেখলেন, আলমারির উপরের কোণটা ভিজে দাগ ধরেছে।শুরুতে ভাবলে...
06/01/2026

ছাদের এক কোণ থেকে শুরু—পুরো ঘরে চিন্তার ঝড়!
একজন বাড়ির মালিক হঠাৎ দেখলেন, আলমারির উপরের কোণটা ভিজে দাগ ধরেছে।
শুরুতে ভাবলেন—"হালকা একটু পানি, নিজে ঠিক হয়ে যাবে…"
কিন্তু কয়েকদিনের মধ্যেই দাগটা ছড়িয়ে গিয়ে প্লাস্টার ওঠা শুরু করল।
ফাঙ্গাসের গন্ধে রুমে থাকা কঠিন!
তখনই তিনি যোগাযোগ করলেন Sustain Engineering-এর সাথে।
আমাদের টিম সাইট ভিজিট করে বুঝলো—
✔ ছাদের হেয়ারলাইন ক্র্যাক
✔ সিপেজ
✔ আর ভুল ওয়াটারপ্রুফিংয়ের কারণে পানি শোষণ
আমরা করলাম—
🔧 Crack detection
🔧 Surface preparation
🔧 High-quality waterproof coating
🔧 Final sealing
মাত্র একদিনের মধ্যেই পুরো সমস্যা সমাধান।
এখন আর কোন দাগ নেই, নেই পানি সিপেজ—
বাড়ির সেই কোণটা নতুনের মতো ঝকঝকে!
📞 আপনার ছাদের সমস্যারও আছে স্থায়ী সমাধান
Sustain Engineering
☎ 01712-834332
☎ 01710-697095

আপনার ঘরের লুক বদলে যাবে মাত্র ১টা কাজেই — WOODEN FLOORING! ✨🔥ঘরে ঢুকেই সবাই বলবে —“ওহো! এত সুন্দর ফিনিশিং কিভাবে করলেন?...
03/01/2026

আপনার ঘরের লুক বদলে যাবে মাত্র ১টা কাজেই — WOODEN FLOORING! ✨🔥
ঘরে ঢুকেই সবাই বলবে —
“ওহো! এত সুন্দর ফিনিশিং কিভাবে করলেন?”
কারণ Wooden Flooring শুধু সুন্দরই না —
এটা আপনার পুরো ঘরের স্টাইল ও স্ট্যাটাস চেঞ্জ করে দেয়!
🔨 Sustain Engineering দিচ্ছে:
✔ প্রিমিয়াম Wooden Floor Installation
✔ সম্পূর্ণ স্মুথ ও পারফেক্ট ফিনিশিং
✔ স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট সারফেস
✔ ন্যাচারাল উড লুক
✔ টেকসই ও সহজ মেইনটেনেন্স
🏡 বাড়ি নতুন না হলেও—ফ্লোরিং নতুন হলে পুরো পরিবেশই বদলে যায়!
আপনার ছবি যেমন, আমাদের কাজও তেমনই নিখুঁত।
📞 যোগাযোগ করুন:
Sustain Engineering
📱 01712-834332
📱 01710-697095


“নতুন ঢালাই করেছেন? Hardener না দিলে ফ্লোর নষ্ট হওয়া ১০০% গ্যারান্টি!”গত সপ্তাহে এক ফ্যাক্টরি মালিক ফোন দিলেন—“ভাই, নতুন...
02/01/2026

“নতুন ঢালাই করেছেন? Hardener না দিলে ফ্লোর নষ্ট হওয়া ১০০% গ্যারান্টি!”
গত সপ্তাহে এক ফ্যাক্টরি মালিক ফোন দিলেন—
“ভাই, নতুন ফ্লোর করেছি… কিন্তু ট্রলি চালালেই দাগ পড়ে!”
আমি গিয়ে দেখি সমস্যা একটাই—
ঢালাই করেছে ঠিকই, কিন্তু কাচা অবস্থায় Floor Hardener দেয়নি!
ফল—ডাস্টিং, ফাটল, দাগ সবই শুরু!
💣 কঠিন সত্য:
👉 ঢালাই কাচা অবস্থায় Hardener না দিলে
ফ্লোর কখনোই শক্ত হয় না।
👉 যত টাকা ঢালাইতে লাগবে—
হার্ডেনার না দিলে তার অর্ধেক টাকাও কাজে আসে না।
👉 ভবিষ্যতে শুধু রিপেয়ার খরচই বাড়বে।
💡 কেন Hardener জরুরি?
✔ ঢালাইয়ের সাথে রাসায়নিকভাবে বন্ধন তৈরি হয়
✔ ফ্লোর ৪–৫ গুণ বেশি শক্ত হয়
✔ লোড, ফর্কলিফট, ট্রলি—কিছুতেই দাগ পড়ে না
✔ ডাস্ট সম্পূর্ণ কমে যায়
✔ টেকসই ফ্লোর একবারেই তৈরি
🚨 নতুন ঢালাই করছেন?
Hardener ছাড়া ঢালাই মানেই টাকা পোড়া।
📞 Sustain Engineering
01712-834332
01710-697095

- যারা মাসে ৩০,০০০ টাকা ইনকাম করেও ভাবেন আমি গরিব। তারা এই তিনজন থেকে অনুপ্রেরণা নিন। 😄
01/01/2026

- যারা মাসে ৩০,০০০ টাকা ইনকাম করেও ভাবেন আমি গরিব।

তারা এই তিনজন থেকে অনুপ্রেরণা নিন।
😄

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sustain Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sustain Engineering:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram