11/05/2025
🇧🇩" #চর্মরোগ" ( ) শব্দটি বাংলা ভাষায় ব্যবহার হয় ত্বকের রোগ বোঝাতে। এটি ইংরেজিতে নামে পরিচিত। চর্মরোগ অনেক ধরণের হতে পারে, যেমন:
🇧🇩সাধারণ চর্মরোগের প্রকারভেদ:
❤️একজিমা ( ) – ত্বকে চুলকানি, লালচে ভাব, ও ফাটা দেখা যায়।
❤️ছত্রাকজনিত সংক্রমণ ( ) – যেমন দাদ, খোসপাঁচড়া।
❤️সোরিয়াসিস ( ) – ত্বকে পুরু ও খসখসে আঁশ ওঠা।
❤️অ্যালার্জি বা অ্যালার্জিক ডার্মাটাইটিস – ( ) নির্দিষ্ট কিছু জিনিসের সংস্পর্শে ত্বকে লালচে ও চুলকানির প্রতিক্রিয়া।
❤️সিবোরেইক ডার্মাটাইটিস –( ) মাথা বা মুখের ত্বকে খুশকি ও লালচে ভাব।
❤️অ্যাকনে ( ) – ব্রণ বা ফুসকুড়ি, বিশেষ করে তরুণদের মধ্যে সাধারণ।
❤️ভিটিলিগো – ( ) ত্বকে সাদা দাগ পড়ে যাওয়া।
❤️স্ক্যাবিস ( ) – চুলকানিযুক্ত সংক্রমণ, সাধারণত প্যারাসাইট দ্বারা হয়।
🇧🇩চর্ম রোগের কারণ : চর্ম রোগের প্রধান কারণ সোরা,অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা, ভাইরাস ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন,বংশগত কারণ, ভ্যাকসিনেশন, অস্বাস্থ্যকর পরিবেশ।
🇧🇩লক্ষণ:
চুলকানি
ত্বকে ফুসকুড়ি বা দাগ
ত্বক লাল হওয়া বা ফাটার মতো
পানি বা পুঁজযুক্ত ফুসকুড়ি
চুলকানি সাথে জ্বালা রক্ত বের হয় নাওয়া
🇧🇩 চিকিৎসা: সাধারণত এই রোগের জন্য এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত।
❤️এলোপ্যাথি চিকিৎসা বিভিন্ন প্রকারের স্টরয়েড, মলম, এন্টিবায়োটিক, ক্রিম, অয়েনমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয় যেগুলো অধিকাংশ সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।
❤️যে যেকোনো প্রকার চর্ম রোগের স্থায়ী ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা হোমিওপ্যাথি। রোগ লক্ষণ রোগীর শারীরিক মানসিক লক্ষণ, মায়াজমিটিক ভ্যারিয়েশন এর উপর ডিপেন্ড করে ওষুধ সিলেকশন করতে হয়।
সর্বাধিক লক্ষণ সাদৃশ্য ব্যবহৃত ওষুধের মাধ্যমে রোগ ভালো হয়।
চর্মরোগ সঠিক চিকিৎসা না হলে, এন্টিফাঙ্গাল এন্টিবায়োটিক,স্টোরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করার কারণে চর্মরোগ চাপা পড়লে এটা ভাইটাল ফোর্স কে অ্যাটাক করে,স্কিনের উপর থেকে সাময়িকভাবে কমে যায় বা আরাম পায়, কিংবা মলম ব্যবহার করার ফলে চর্মরোগ অভ্যন্তর মুখী হলে, শরীরে ভাইটাল অঙ্গ গুলোকে দুর্বল করে ফেলে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইমিউনিটি দুর্বল হয়ে যায়।
চর্ম রোগের ভুল চিকিৎসায় বা চর্মরোগ চাপা পড়লে, পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন প্রকার সাইড এফেক্ট বা বিভিন্ন প্রকারের রোগ হতে পারে। তাই হোমিওপ্যাথিক চিকিৎসায় যেকোনো প্রকার মলম, অয়েন্টমেন্ট ও বাহ্যিক ব্যবহার করা নিষেধ রয়েছে।
❤️চর্ম রোগের কি চিকিৎসা যে সকল পার্শ্ব প্রতিক্রি হতে পারে : হাঁপানি, মানসিক রোগ, পাইলস,ক্রনিক এলার্জি, হার্টের প্রবলেম, কিডনিতে প্রবলেম,ঘুম কমে যাওয়া, লিভার এফেক্টেড ডায়াবেটিস সহ বিভিন্ন প্রকার জটিল রোগ আক্রান্ত হতে পারে।
পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অ্যালার্জি-সৃষ্টিকারী জিনিস থেকে দূরে থাকা।
#রেজিস্টার্ড_হোমিওপ্যাথিক_চিকিৎসক
D.H.M.S(B.H.M.E.C)B.H.M.S(Du- on course)
)
চেম্বার ১
#পিওর_হোমিও_হল
#প্রেস_মার্কেট, #গাজীপুর #চৌরাস্তা।
চেম্বার ২
ফাতেমা হোমিও হল
খাদিজাতুল কুবরা (রা)মাদ্রাসা,কালাকৈর খেয়াঘাট সংলগ্ন, ১৪ নং ওয়ার্ড।