02/07/2025
হাদীসের মধ্যে যমযমের পানিকে রোগের জন্য শিফা বলা হয়েছে। যমযমের পানি পান করে দুআ করলে কবুল হয় এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এর পরীক্ষিত ফলাফল আমি প্রথম উমরার সফরেই পেয়েছি আলহামদুলিল্লাহ।
আমি দীর্ঘ অনেক বছর ধরে একটা জটিল রোগে ভুগেছি। তখনকার কষ্টের কথা বলে বোঝানোর মতো নয়। অনেক ডাক্তার দেখিয়েও লাভ হচ্ছিল না। ২০২৩ সালে যখন প্রথম উমরায় যাই, তখন প্রথমদিনেই কাবার সামনে থাকা যমযমের পানি পান করে প্রচুর দুআ করলাম রোগটার জন্য। আল্লাহর অনুগ্রহে সেই সফরেই রোগটা একেবারে উধাও হয়ে যায়! উধাও মানে একেবারে হাওয়ায় মিলে যায় আলহামদুলিল্লাহ। সফর থেকে এমনভাবে ফিরলাম যেন কখনো সেই রোগটা আমার ছিলই না!
প্রত্যেক ব্যক্তির জীবনে দুআ কবুলের কিছু মুহূর্ত থাকে। আমি হয়তো সেই মুহূর্তেই কাবার সামনে দাঁড়িয়ে যমযমের পানি পান করে দুআটা করেছিলাম। তবে একটু আফসোস হয়, তখন যদি আরও কিছু দুআ করতাম, তাহলে সেগুলোও হয়তো কবুল হয়ে যেত!
-তানজীল আরেফিন আদনান হাফিজাহুল্লাহ