Raqi Mahbub Al Misbah

Raqi Mahbub Al Misbah আমরা জ্বীন এবং জাদুর চিকিৎসা করে থাকি. Ruqyah hijama treatment

07/10/2025

জিন যাদুতে আক্রান্তরা যখন সূরা বাকারা তিলাওয়াত করেন, তখন ঘুম ঘুম ভাব আসে এবং অনেক সময় তিলাওয়াতের মাঝেই ঘুমিয়ে পড়েন। কিন্তু যারা ধৈর্য ধরে প্রতিদিন পড়তে থাকেন, তাদের এই ঘুম ভাব সাধারণত চলে যায়। ঘুম আসা আসলে এক ধরনের বাধা — যেন আপনি পড়া বন্ধ করে দেন। তাই যদি আপনি ধৈর্য ধরেন আল্লাহর কৃপায় আপনি আরও মনোযোগী ও সক্রিয় হয়ে উঠবেন।
Raqi Mahbub Al Misbah

04/10/2025

পারিবারিক সমস্যার বেশিরভাগই জাদু, নজর বা হিংসার কারণে হয়ে থাকে। তাই যদি আপনি আপনার স্ত্রী’র সাথে ভালো সম্পর্ক থাকে এবং জীবন স্থিতিশীল হয়, তবে এগুলো গোপন রাখেন কাউকে বলবেন না। কারণ প্রত্যেক নিয়ামতের অধিকারীই হিংসিত হয়। আর পারিবারিক সমস্যার চিকিৎসা হলো – পরিবারের সবাইকে রুকইয়াহ করা পড়া পানি পান করানো। আর কেউ যদি না খেতে চায় তবে তাকে না জানিয়ে সেই পানি পান করাবেন।
Raqi Mahbub Al Misbah

01/10/2025

প্রতিদিন প্রত্যেক নামাজের পর সূরা ক্বফ, সূরা জিন (অর্থাৎ দিনে পাঁচবার) ইনশাআল্লাহ الوسواس (অশান্তি/অপ্রয়োজনীয় কুমন্তব্য), ভয়, সামাজিক ভীতি, উদ্বেগ দূর করার জন্য উপকারী। আর এতে ক্বারীন শয়তান-এর প্রভাব থেকেও রক্ষা পাওয়া যায়।
এর সাথে সকালে ও সন্ধ্যায় ১০০ বার এই যিকির পড়তে হবে:
"লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له, له الملك وله الحمد وهو على كل شيء قدير"
Raqi Mahbub Al Misbah

30/09/2025

হাসাদ নজরের সর্বোত্তম চিকিৎসা হলো—যে ব্যক্তি নজর দিয়েছে তার অযু করা পানি অথবা তার ব্যবহৃত কাপড়, পানিতে ভিজিয়ে সে পানি দিয়ে গোসল করা। এটা সবচেয়ে দ্রুত ও উত্তম চিকিৎসা।
যদি সেটা সম্ভব না হয়, তাহলে পানির ওপর রুকইয়াহ করে ফু দিতে হবে।
সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারা’র শেষ আয়াতগুলো, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস — এগুলো ৭ বার করে পড়ে ৩ বার ফুঁ দিতে হবে, তারপর সেই পানি দিয়ে গোসল করতে হবে।
সাদকায়ে জারিয়া হিসাবে মানুষের উপকারে জন্য পোস্টটি শেয়ার করুন।
Raqi Mahbub Al Misbah

29/09/2025

গরম পানি ঢালার সময় “বিসমিল্লাহ” বলা জরুরি হওয়ার প্রয়োজনীয়তা

ইমাম ইবনে বাজ (রহিমাহুল্লাহ) কে জিজ্ঞাসা করা হয়েছিল:
হে শাইখ! আমরা যখন গরম পানি ঢালি, তখন কি “বিসমিল্লাহ” বলব?

তিনি উত্তর দিলেন:
হ্যাঁ, আল্লাহর নাম নিতে হবে।
এটা এজন্য করা হয়, যাতে যদি কোনো জিন সেখানে থাকে তবে সতর্ক হয়ে যায়।

তারপর শাইখ বললেন:
একবার আমি এক রুকইয়াহ সেশনে (কুরআন দিয়ে ঝাড়ফুঁক) উপস্থিত ছিলাম। সেখানে এক জিন মানুষের শরীরে প্রবেশ করেছিল।
রুকইয়াহ কারী জিনকে জিজ্ঞাসা করল: কেন তুমি তার শরীরে প্রবেশ করেছো?

তখন জিন উত্তর দিল:
সে গরম পানি ঢেলেছিল, আর তাতে আমার এক সন্তান মারা যায়।

রুকইয়াহ কারী তাকে বলল:
সে তো জানত না তোমার সন্তান সেখানে আছে!

তখন জিন বলল:
তাহলে কেন সে আল্লাহর নাম (বিসমিল্লাহ) বলেনি, যাতে আমি সতর্ক হতে পারতাম!?

(والله أعلم — আল্লাহই সর্বাধিক জানে্)
Raqi Mahbub Al Misbah

28/09/2025

আইন হাসাদ ধ্বংসের রুকইয়াহ। মরক্কোর রাক্বি ওয়াকিল।

27/09/2025

“কোনো কারণ ছাড়াই ঘরে প্রচুর পিঁপড়ার বের হওয়া – ঘরে থাকা যাদুর প্রভাবের কারণে হয়ে থাকে। এর চিকিৎসা হলো ঘরে রুকইয়াহ করা পানি ছিটানো, এবং প্রতিদিন সূরা বাকারা পড়া এবং কিয়ামুল লাইল (রাতের নামাজ) আদায় করা।”
Raqi Mahbub Al Misbah

24/09/2025

ধৈর্য এবং সবরের সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে রুকইয়াহ চালিয়ে যান,ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন।

21/09/2025

কীভাবে নিজেকে হাসাদ নজর থেকে রক্ষা করবেন।
প্রথমে সূরা ফাতিহা ৭ বার পড়া।
তারপর আয়াতুল কুরসি ৭ বার পড়া।
এরপর সূরা মুলক ১ বার পড়া।
তারপর এই আয়াত যতবার সম্ভব হয় পড়েন।
“وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَـٰرِهِمْ لَمَّا سَمِعُوا ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ”
তারপর সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস প্রতিটি ৭ বার করে পড়া।
দিনে একবার পড়লেই যথেষ্ট, ইনশাআল্লাহ। যেকোনো সময় এভাবে করতে পারেন।
Raqi Mahbub Al Misbah

18/09/2025

“আপনার পেটে যাদু আছে কি না নিশ্চিত হতে চাইলে আপনার ডান হাত পেটের উপর রেখে, চোখ বন্ধ করে এবং কয়েক মিনিট ধরে এই আয়াতটি পড়তে থাকুন:
﴿وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ﴾
(অর্থ: তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের অন্ত্র ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে)।

তারপর কমেন্টে আমাকে জানাবেন।
Raqi Mahbub Al Misbah

📣 ঘোষণা: আগামী (২০/২১/২২) সেপ্টেম্বর ২০২৫ইং  শুরু হতে যাচ্ছে ৩দিন ব্যাপী রুকাইয়ার ম্যাস সেশন— জিন ও জাদুতে আক্রান্ত বোন...
16/09/2025

📣 ঘোষণা: আগামী (২০/২১/২২) সেপ্টেম্বর ২০২৫ইং শুরু হতে যাচ্ছে ৩দিন ব্যাপী রুকাইয়ার ম্যাস সেশন— জিন ও জাদুতে আক্রান্ত বোনদের জন্য।

প্রিয় বোনেরা,
আলহামদুলিল্লাহ, আমরা চালু করতে যাচ্ছি "রুকইয়াহ ম্যাস"সেশন — যেখানে জিন, জাদু ও নজর ইত্যাদিতে আক্রান্ত বোনদের জন্য ইসলামী শরিয়াভিত্তিক রুকইয়াহ করানো হবে।বিশেষ করে পারিবারিক বা বংশীয় জাদুতে আক্রান্ত দের জন্যে।

🔹 সেশন বিস্তারিত:
✅ প্রতি সেশন ৩ ঘণ্টা করে
✅ মোট ৩ দিন চলবে একটানা
✅ প্রতি দলে ৫-৬ জন বোন একসাথে
✅পরিপুর্ন শরিয়পর্দা মেইনটেইন করে আসতে হবে
✅যেই বোনের জন্যে বুকিং দেওয়া হবে শুধুমাত্র তিনিই রুকইয়াহ তে অংশগ্রহণ করতে পারবেন।কোনো মাহরামকে ঢুকতে দেওয়া হবেনা🚫
✅একজন ফিমেল থেরাপিস্ট থাকবে।
✅ নামমাত্র খরচে, যাতে আর্থিক সীমাবদ্ধতার মাঝেও উপকার পাওয়া যায়
✅ কুরআনের আয়াত, দু'আ ও শরিয়তসম্মত পদ্ধতিতে রুকইয়াহ করা হয়
✅ ইনশাআল্লাহ নিয়মিত হিফাযতের আমলও শিখানো হবে

🎯 শুধু জিন, জাদু, নজর ইত্যাদি সমস্যায় আক্রান্ত বোনদের জন্য প্রযোজ্য
📍 লোকেশন: ( কুড়িল চৌরাস্তা, বসুন্ধরা, ঘাট পাড়, মিয়া বাড়ি জামে মসজিদের পাশে, খান ভিলা,ক-১৯)
📝 আগ্রহী বোনেরা ইনবক্সে যোগাযোগ করুন —
সিট সীমিত, আগে আসলে আগে সুযোগ!
বুকিং দেওয়ার সিরিয়াল নাম্বার 🟢01707555699
🔒 আপনার ব্যক্তিগত সমস্যা সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ।
সবাইকে অগ্রিম শুভেচ্ছা।
রুকইয়াহ ম্যাস সেশন— শরিয়াভিত্তিক চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য উদ্যোগ.
⭕আলোচনা সাপেক্ষে আপুদের সুবিধা অনুযায়ি তারিখ পরিবর্তন করা যেতে পারে

15/09/2025

কারীন জিন যদি মানুষের উপর নজর লাগা বা জাদুর মাধ্যমে প্রভাবিত হয়,
তাহলে সে আক্রান্তকে তার পরিবেশ থেকে আলাদা করে দেয়। ফলে তার জীবনের সবকিছু — রিজিক, বিয়ে, কাজ ব্যাহত হয় আল্লাহর ইচ্ছায়। এরপর শুরু হয় নানারকম কুমন্ত্রণা ও নেতিবাচক চিন্তা। এর সাথে যুক্ত হয় অশান্তি, ভয়, অনিদ্রা, তারপর আসে নানা উপসর্গ। শেষে মানুষ মানসিক ডাক্তারের কাছে যায়, ওষুধ খায় কিন্তু কোনো ফল পায় না। এরপর আসে বিষণ্নতা, একাকিত্ব, এমনকি আত্মহত্যার চিন্তাও।
👉 তাই প্রথমে মূল রোগ (জাদু, নজর লাগা ইত্যাদি) এর চিকিৎসা করতে হবে, তারপর শারীরিক চিকিৎসা।
আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি সবাইকে সুস্থতা ও নিরাপত্তা দান করেন এবং সঠিক চিকিৎসা ও হিদায়াতের পথ দান করেন।
Raqi Mahbub Al Misbah

Address

Bashundhara R/A
Dhaka
1229

Telephone

+8801707555699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Mahbub Al Misbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Mahbub Al Misbah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram