16/09/2025
📣 ঘোষণা: আগামী (২০/২১/২২) সেপ্টেম্বর ২০২৫ইং শুরু হতে যাচ্ছে ৩দিন ব্যাপী রুকাইয়ার ম্যাস সেশন— জিন ও জাদুতে আক্রান্ত বোনদের জন্য।
প্রিয় বোনেরা,
আলহামদুলিল্লাহ, আমরা চালু করতে যাচ্ছি "রুকইয়াহ ম্যাস"সেশন — যেখানে জিন, জাদু ও নজর ইত্যাদিতে আক্রান্ত বোনদের জন্য ইসলামী শরিয়াভিত্তিক রুকইয়াহ করানো হবে।বিশেষ করে পারিবারিক বা বংশীয় জাদুতে আক্রান্ত দের জন্যে।
🔹 সেশন বিস্তারিত:
✅ প্রতি সেশন ৩ ঘণ্টা করে
✅ মোট ৩ দিন চলবে একটানা
✅ প্রতি দলে ৫-৬ জন বোন একসাথে
✅পরিপুর্ন শরিয়পর্দা মেইনটেইন করে আসতে হবে
✅যেই বোনের জন্যে বুকিং দেওয়া হবে শুধুমাত্র তিনিই রুকইয়াহ তে অংশগ্রহণ করতে পারবেন।কোনো মাহরামকে ঢুকতে দেওয়া হবেনা🚫
✅একজন ফিমেল থেরাপিস্ট থাকবে।
✅ নামমাত্র খরচে, যাতে আর্থিক সীমাবদ্ধতার মাঝেও উপকার পাওয়া যায়
✅ কুরআনের আয়াত, দু'আ ও শরিয়তসম্মত পদ্ধতিতে রুকইয়াহ করা হয়
✅ ইনশাআল্লাহ নিয়মিত হিফাযতের আমলও শিখানো হবে
🎯 শুধু জিন, জাদু, নজর ইত্যাদি সমস্যায় আক্রান্ত বোনদের জন্য প্রযোজ্য
📍 লোকেশন: ( কুড়িল চৌরাস্তা, বসুন্ধরা, ঘাট পাড়, মিয়া বাড়ি জামে মসজিদের পাশে, খান ভিলা,ক-১৯)
📝 আগ্রহী বোনেরা ইনবক্সে যোগাযোগ করুন —
সিট সীমিত, আগে আসলে আগে সুযোগ!
বুকিং দেওয়ার সিরিয়াল নাম্বার 🟢01707555699
🔒 আপনার ব্যক্তিগত সমস্যা সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ।
সবাইকে অগ্রিম শুভেচ্ছা।
রুকইয়াহ ম্যাস সেশন— শরিয়াভিত্তিক চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য উদ্যোগ.
⭕আলোচনা সাপেক্ষে আপুদের সুবিধা অনুযায়ি তারিখ পরিবর্তন করা যেতে পারে