OrgaCare

OrgaCare Orgacare is a natural health tips-related page for pure life.

বিশ্বের সর্বোচ্চ বিক্রিত ১০০% প্রাকৃতিক "শিলাজিৎ আরএক্স" এখন বাংলাদেশে  ! শিলাজিৎ একটি প্রাকৃতিক  খনিজ পদার্থ যা ভারতীয় ...
10/10/2023

বিশ্বের সর্বোচ্চ বিক্রিত ১০০% প্রাকৃতিক "শিলাজিৎ আরএক্স" এখন বাংলাদেশে ! শিলাজিৎ একটি প্রাকৃতিক খনিজ পদার্থ যা ভারতীয় উপমহাদেশের হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালায় পাওয়া যায় । এটি সংগ্রহ করা হয় হাজার বছরের পুরানো পাথরের পৃষ্ঠদেশ থেকে।এটি শরীরে স্তায়ীভাবে বি-শেষ কাজের সব ধরণের শ0ক্তি বাড়ায় ! আপনার প্রতিটা দিনকে আরো সুন্দর করতে শিলাজিতের বিকল্প নেই! শিলাজিৎ RX ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি "জোইক এর " একটি ওষুধ যা বিশুদ্ধ শিলাজিৎ এর সাথে আরো অনন্য উপাদানে তৈরী হয় যা আপনাকে আপনার স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে অল্প কিছু দিনে ! -

✅এটি সময় বাড়ায় !
✅ শ0ক্তি বাড়ায় !
✅ হারানো শ0ক্তি পুন_রুদ্দার করে!

প্রোডাক্টটি অর্ডার করতে এই পোস্টের নিচে ডানে "Send Message" বাটন এ ক্লিক করুন ! অথবা সরাসরি হেল্পলাইনে কল করুন ☎️ : 01911996560 ধন্যবাদ।।

আলহামদুলিল্লাহ ❣️❣️প্রতি দিন এত এত পার্সেল এর চাপ থাকে তাও আপনাদের সময় মত প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি।
10/08/2023

আলহামদুলিল্লাহ ❣️❣️
প্রতি দিন এত এত পার্সেল এর চাপ থাকে তাও আপনাদের সময় মত প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি।

আজকে যারা GastroRelux অর্ডার করেছেন তাদের পার্সেল চলে যাচ্ছে। দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ যার যার পণ্যটি হাতে পেয...
10/08/2023

আজকে যারা GastroRelux অর্ডার করেছেন তাদের পার্সেল চলে যাচ্ছে।
দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ যার যার পণ্যটি হাতে পেয়ে যাবে।

অ্যালার্জি প্রতিরোধ করে যে খাবারগুলি-বিশেষজ্ঞদের মতে, নানা কারণে আমাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। খাবার থেকে অ্যালার্...
29/07/2023

অ্যালার্জি প্রতিরোধ করে যে খাবারগুলি-

বিশেষজ্ঞদের মতে, নানা কারণে আমাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। খাবার থেকে অ্যালার্জি হতে পারে, ধুলো ধোঁয়া থেকে অ্যালার্জি হতে পারে আবার অন্য কোনও কারণেও অ্যালার্জি দেখা দিতে পারে।

১. দই- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। দই খেলে ত্বকের নানা ইনফেকশন প্রতিরোধ করা যায়। অ্যান্টি অ্যালার্জিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এতে। এগজিমার মতো ত্বকের সমস্যা প্রতিরোধ করতে দইয়ের জুডি় মেলা ভার।

২. ভিটামিন সি-জাতীয় ফল- কমলালেবু, স্ট্রবেরি, আপেল, তরমুজের মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্বকের সমস্যা, চুলকানি, অ্যালার্জি প্রতিরোধ করতে দারুণ কার্যকরী এই ফল।

৩. বায়োফ্ল্যাভোনয়েডস সম্পন্ন খাবার- অ্যাল্রিজ প্রতিরোধে অত্যন্ত উপকারী একটি উপাদান এটি। আপেল, পেঁয়াজ, চা-এ রয়েছে এই বায়োফ্ল্যাভোনয়েডস।

৪. ভিটামিন ই-সম্পন্ন খাবার- বাদাম, আখরোট, সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যা ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে। অ্যালার্জির সমস্যা দূর করে।

এছাড়াও অ্যালার্জির সমস্যা প্রতিরোধে লাইফস্টাইলের দিকেও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অত্যধিক ধূমপান, মদ্যপান এগুলির মাধ্যমেও অ্যালার্জি দেখা দিতে পারে।

Moringa powder বা সজিনা পাতা গুঁড়া অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। পুষ্টি উপাদানে সমৃদ্ধ থাকায় সজিনা গাছকে “মিরাকেল ট্রি”...
29/07/2023

Moringa powder বা সজিনা পাতা গুঁড়া অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। পুষ্টি উপাদানে সমৃদ্ধ থাকায় সজিনা গাছকে “মিরাকেল ট্রি” এবং এর পাতাকে বলা হয় “সুপার ফুড”। এতে আছে পর্যাপ্ত পরিমাণে আয়রন, জিংক, আয়োডিন, ভিটামিন বি 9, ভিটামিন এ সহ দেহের জন্য উপকারী অন্যান্য ভিটামিন ও খনিজ উপাদান।

29/07/2023

🔥🔥 বিশ্বের সর্বোচ্চ বিক্রিত GastroRelux এখন বাংলাদেশে ।GastroRelux বিশ্ব বিখ্যাত কোম্পানি জোইক ফার্মার একটি পিওর ন্যাচারাল ওষুধ ।
যাদের জন্য এই GastroRelux :
✅যাদের গ্যাস্ট্রিক আছে।
✅ যাদের পাইলস সমস্যা আছে।
✅ যাদের আইবিএস সমস্যা আছে।
✅যাদের কোষ্ঠকাঠিন্য, টয়লেট করতে গেলে ক্লিয়ার হয়না।

প্রোডাক্টটি অর্ডার করতে এই পোস্টার নিচে ডানে " 
“Send message” বাটন এ ক্লিক করুন ! অথবা আমাদের কল করুন : 01323-196840
: 01791-267690

Address

9ck Road
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when OrgaCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to OrgaCare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram