Digihealth

Digihealth Welcome to
Digihealth works to brand doctors / health-based organizations in social media.

For professional support to Our Services: Doctor Digital Marketing Agency | Video Production | Social Media Management | Doctor Network | Proudly Promoting Doctors

22/09/2025

ক্যান্সারের রোগীরা কি ফল খেতে পারবেন?

ডাঃ মোঃ গুলজার হোসেন
এমবিবিএস, এমডি (হেমাটোলজি)
রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ
সহকারি অধ্যাপক
রক্তরোগ বিভাগ
বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা

চেম্বার:
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তর বাড্ডা শাখা, প্রগতি সরণি, ঢাকা।
সিরিয়াল নিতে ফোন করুন:
০১৭৯২৪০২২৭৮
০১৮৪১১২২২১৫
সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত

#ক্যান্সার #ক্যান্সাররোগী #ফল #স্বাস্থ্য #পুষ্টি #ফলমূল #ক্যান্সারসচেতনতা #স্বাস্থ্যকরজীবন #ফলখাওয়া #ক্যান্সারপ্রতিরোধ #ডাঃগুলজারহোসেন #হেমাটোলজি #রক্তরোগ #রক্তক্যান্সার #বিএসএমএমইউ #পিজিহাসপাতাল #ঢাকা #পপুলারডায়াগনস্টিক #উত্তরবাড্ডা #স্বাস্থ্যসেবা

12/09/2025

ক্যান্সারের সাধারণ লক্ষণ কি কি?

ডাঃ মাহফুজুল আহমেদ রিয়াদ
এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (রেডিওথেরাপি)।
সহকারী অধ্যাপক
ক্যান্সার রোগ (বিশেষজ্ঞ)
এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল।

রোগী দেখার সময় : শনি-বৃহস্পতিবার, সকাল
৯টা- বিকাল ৫টা পর্যন্ত।

চেম্বারে সরাসরি নিয়মিত রোগী দেখা হচ্ছে।
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
১/১-বি, কল্যাণপুর, মিরপুর, ঢাকা, ঢাকা-
১২১৬।
তথ্য ও এপয়েন্টমেন্ট নিতে অনুগ্রহ করে নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন -
👉হটলাইন: ০৯৬১০০০৯৬১৬
👉ফোন:০২-৮০৯১৩৩২-৬,৯০০৫৬১৭, ৮০৯১৭৭৩
⏲️রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা
(রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)।

রুশ ফেডারেল মেডিকেল-বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা জানান, এ যুগান্তকারী ওষুধটি রাশিয়ার স্বাস্থ্য মন্ত...
08/09/2025

রুশ ফেডারেল মেডিকেল-বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা জানান, এ যুগান্তকারী ওষুধটি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রাশিয়ার নতুন ক্যান্সার টিকা প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় উচ্চ কার্যকারিতা দেখিয়েছে। টিকাটি এখন প্রয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রুশ ফেডারেল মেডিকেল-বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা।

তিনি জানান, এ যুগান্তকারী ওষুধটি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভ্লাদিভোস্তকে 'ইস্টার্ন ইকোনমিক ফোরাম'-এর সাইডলাইনে শুক্রবার ইজভেস্তিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে স্কভোরৎসোভা বলেন, তিন বছর ধরে চলা প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষায় টিকাটি অসাধারণ ফল দেখিয়েছে।

তিনি বলেন, 'পরীক্ষায় প্রমাণিত হয়েছে টিকার নিরাপত্তা, বারবার প্রয়োগের সামর্থ্য এবং উচ্চ কার্যকারিতা। এটি টিউমারের আকার কমিয়েছে এবং বৃদ্ধিকে ধীর করেছে।'

তিনি আরও জানান, কিছু ক্যান্সারে কার্যকারিতা ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। তিনি বিলেন, 'গবেষণায় দেখা গেছে, রোগীদের বেঁচে থাকার হার বেড়েছে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

স্কভোরৎসোভা জানান, গ্রীষ্মের শেষে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নথিপত্র জমা দিয়েছেন, যাতে ক্লিনিক্যাল ব্যবহারের অনুমতি পাওয়া যায়।

প্রথম পর্যায়ে কোলোরেক্টাল ক্যান্সারের (অন্ত্র ও বৃহদান্ত্রের ক্যান্সার) জন্য টিকা চালুর পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে গ্লিওব্লাস্টোমা (মস্তিষ্কের ক্যান্সার) ও মেলানোমার (ত্বকের ক্যান্সার) জন্য টিকা আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টিকাটি তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। প্রতিষ্ঠানটির মতে, এটি একটি এমআরএনএ-ভিত্তিক টিকা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সার কোষ আক্রমণ করতে প্রশিক্ষণ দেওয়া হয়।

গামালেয়া ইনস্টিটিউটের প্রধান আলেকজান্ডার গিনৎসবুর্গ আগেই বলেছিলেন, টিকার নিবন্ধন প্রক্রিয়া একেবারেই আলাদা ধরণের। তিনি বলেন, 'এটি প্রচলিত ওষুধ নিবন্ধনের থেকে একেবারেই ভিন্ন একটি প্রক্রিয়া।'

উল্লেখ্য, একই প্রতিষ্ঠানই রাশিয়ার স্পুটনিক ভি কোভিড-১৯ টিকা তৈরি করেছিল। বর্তমানে তারা একই এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এইচআইভি টিকা তৈরির কাজও করছে।

#রাশিয়ারক্যান্সার #ক্যান্সারটিকা #স্বাস্থ্য #রুশস্বাস্থ্য #টিকা #ক্যান্সারপ্রতিরোধ #স্বাস্থ্যসেবা #রাশিয়ারবিজ্ঞান #টিকাবিষয়ক #স্বাস্থ্যসংবাদ #রাশিয়ারক্যান্সারটিকা #ভেরোনিকাস্কভোরৎসোভা #গামালেয়া #স্বাস্থ্যমন্ত্রণালয় #প্রাকক্লিনিক্যালপরীক্ষা #ক্যান্সারগবেষণা #এমআরএনএটিকা #ক্যান্সারপ্রতিরোধ #নতুনওষুধ #বিজ্ঞানএবংস্বাস্থ্য

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
06/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শরীরের দাগ কমাতে কী করবেনত্বকে অ্যালার্জিজনিত দাগের ধরনও কয়েক রকম হতে পারেছবি: ফ্রিপিকপ্রশ্ন: আমার বয়স ১৮ বছর। আমার শরীর...
23/08/2025

শরীরের দাগ কমাতে কী করবেন

ত্বকে অ্যালার্জিজনিত দাগের ধরনও কয়েক রকম হতে পারেছবি: ফ্রিপিক
প্রশ্ন: আমার বয়স ১৮ বছর। আমার শরীরজুড়ে কাটা ও অ্যালার্জির অনেক দাগ আছে। বিশেষ করে মুখ, হাত ও পায়ের দাগগুলো কালো হয়ে গেছে। আমি কি এই দাগ সারাতে পারব? কী ব্যবহার করে এই দাগ কমাব জানালে উপকার হয়।

পরামর্শ: কাটা ও অ্যালার্জির দাগ অনেক রকমের হতে পারে। এগুলো সামনাসামনি দেখে চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করতে হবে। আপনি আরেকটু বিস্তারিত জানালে ভালো হতো। এত কম তথ্যে সঠিক কারণ ও ধরন নির্ণয় করা কঠিন।

আপনার দাগ হাইপারট্রপিক অথবা কিলয়েড হলে তার জন্য সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি রয়েছে। আবার কাটা দাগের ধরন গর্তের মতো (অ্যাট্রোফিক স্কারস) হলে চিকিৎসাপদ্ধতিও আলাদা হবে।

অ্যালার্জিজনিত দাগের ধরনও কয়েক রকম হতে পারে। তার মধ্যে অন্যতম একটি হলো পোস্টইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন। মানে হলো ত্বকের কোনো প্রদাহ সেরে যাওয়ার পর সেখানে থেকে যাওয়া গাঢ় দাগ।

তবে সেটিও ত্বকের কোন পরতে রয়েছে, তা নির্ণয় করার পর কখনো ক্রিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, আবার কখনো লেজারের সাহায্য চিকিৎসা দেওয়া হয়।

এমনিতে ত্বকে ময়েশ্চারাইজার এবং বায়ো অয়েল ব্যবহার করলে হয়তো কিছুটা উপকার পাবেন। তবে একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন না হলে আপনি সমস্যার সম্পূর্ণ পরিত্রাণ পাবেন না।

ত্বক আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ। তাই অবহেলা না করে দ্রুত একজন চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি পরামর্শ গ্রহণ করুন।

#শরীরেরদাগ #ত্বকেরদাগ #অ্যালার্জিজনিতদাগ #স্কিনকেয়ার #ডার্মাটোলজিস্ট #ত্বকচিকিৎসা #হাইপারপিগমেন্টেশন #ময়েশ্চারাইজার #বায়োঅয়েল #স্বাস্থ্যপরামর্শ

বন্ধ্যত্বের চিকিৎসায় ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই কীভাবে কাজ করেবর্তমানে বন্ধ্যত্বের চিকিৎসায় নানা পদ্ধতি ব্যবহ...
22/08/2025

বন্ধ্যত্বের চিকিৎসায় ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই কীভাবে কাজ করে
বর্তমানে বন্ধ্যত্বের চিকিৎসায় নানা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এর একটি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই।
বর্তমানে বন্ধ্যত্বের চিকিৎসায় নানা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এর একটি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই।ছবি: ফ্রিপিক
বর্তমানে বন্ধ্যত্বের চিকিৎসায় নানা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এর একটি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই। এ পদ্ধতিতে স্বামীর বীর্য সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্রক্রিয়া করে স্ত্রীর জরায়ুতে ছোট সিরিঞ্জের মাধ্যমে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এ পদ্ধতিতে সবচেয়ে ভালো মানের শুক্রাণু বেছে নেওয়া সম্ভব।

প্রথমে ইনজেকশন ব্যবহার করে স্ত্রীর অনেকগুলো ডিম্বাণু তৈরি ও তা ‘ম্যাচিউর’ করা হয়। ভালো মানের শুক্রাণু সংগ্রহ করে ডিম্বাণুর কাছাকাছি পৌঁছে দেওয়া হয়। জরায়ুর মুখে কোনো সমস্যা থাকলে সেটাকে বাইপাস করা যায়। সব মিলিয়ে এ পদ্ধতি ব্যবহারে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে।

কখন ও কেন করা হয়
স্বামীর বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকলে এ পদ্ধতির প্রয়োগ করা হয়। এ ছাড়া স্বামীর বীর্যে শুক্রাণুর গতি কম থাকলে, শুক্রাণুর গঠনগত কোনো ত্রুটি ধরা পড়লে, স্বামীর ‘ইরেকটাইল ডিসফাংশন’, সহবাসে সমস্যা থাকলে ও অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি পাওয়া গেলে এ পদ্ধতির প্রয়োজন পড়ে।

স্ত্রীর জরায়ুতে মৃদু এন্ডোমেট্রিয়োসিস থাকলে আইইউআই পদ্ধতি প্রয়োগের দরকার হয়। এ ছাড়া স্ত্রীর ডিম্বাণুর সংখ্যা কম থাকলে, বন্ধ্যত্ব কেন—স্বাভাবিক পরীক্ষায় তা শনাক্ত না হলে, জরায়ুমুখে সমস্যা থাকলে, ওভুলেটরি ডিসফাংকশন, অর্থাৎ অন্য ওষুধ বা ইনজেকশন ব্যর্থ হলে আইইউআই পদ্ধতি ব্যবহার করে সফলতা পাওয়া যায়।

আইইউআই পদ্ধতিতে মাসিকের পর ডিম্বাণু আসার জন্য ওষুধ বা ইনজেকশন দেওয়া হয়। এরপর অষ্টম ও ১২তম দিনে একটি ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড করে ডিমের সাইজ দেখা হয়। এ ক্ষেত্রে প্রয়োজন হলে আরও ইনজেকশন দেওয়া হয়।

সাধারণত মাসিকের পর ১২তম দিনে ডিম ফোটার জন্য ইনজেকশন দেওয়া হয়। যদি ডিমের সাইজ ১৮ মিলিমিটারের (মিমি) বেশি থাকে, তাহলে ইনজেকশন দেওয়ার ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আইইউআই করা হয়।

আইইউআই করার পর ২০ মিনিট বিশ্রামে থেকে রোগী বাসায় চলে যেতে পারবেন। ১৪ দিন পর মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করে আবার দেখা করতে বলা হয়।

কিছু কিছু ক্ষেত্রে আইইউআই কয়েকবার, যেমন ৩ থেকে ৬ চক্রে করার দরকার হতে পারে। সফলতার হার প্রথমবার ১০ থেকে ১২ শতাংশ, দ্বিতীয়বার ২০ থেকে ২৫ শতাংশ ও তৃতীয়বার ৩০ থেকে ৩৫ শতাংশ।

তবে জেনে রাখা ভালো, বীর্যে শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিলিটারে এক কোটির বেশি হলে ও র্যাপিড মোটিলিটি (শুক্রাণুর নড়াচড়ার ক্ষমতা) ২০ শতাংশের বেশি থাকলে সাফল্যের হার বেড়ে যায় (৫০ থেকে ৬০ শতাংশ)।

#বন্ধ্যত্ব #আইইউআই #ইন্ট্রা_ইউটেরাইন_ইনসেমিনেশন #গর্ভধারণ #স্বাস্থ্য #মেডিকেল #নারীস্বাস্থ্য #শুক্রাণু #ডিম্বাণু #গর্ভধারণেরপদ্ধতি

কোনটা শিশুর খিঁচুনি আর কোনটা নয়, জেনে রাখুনশিশুর যেকোনো অসুখে মা–বাবার চিন্তার অন্ত থাকে না। আর তা যদি হয়ে থাকে খিঁচুনির...
21/08/2025

কোনটা শিশুর খিঁচুনি আর কোনটা নয়, জেনে রাখুন

শিশুর যেকোনো অসুখে মা–বাবার চিন্তার অন্ত থাকে না। আর তা যদি হয়ে থাকে খিঁচুনির মতো মস্তিষ্কের কোনো সমস্যা, তাহলে দুশ্চিন্তা বেড়ে হয়ে যায় বহুগুণ।

সাধারণত মস্তিষ্কের নিউরনের ভেতরে প্রতিনিয়ত চলমান বৈদ্যুতিক কার্যকলাপ যখন অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে হয়, তখন খিঁচুনি হয়ে থাকে। খিঁচুনি যে শুধু মস্তিষ্কের রোগেই হয়ে থাকে, তা নয়। শরীরে শর্করার পরিমাণ কমে যাওয়া, লবণপানির তারতম্য, লিভার ও কিডনির জটিল সমস্যার কারণেও খিঁচুনি হয়ে থাকে। তবে সব খিঁচুনিই মৃগীরোগ নয়।

খিঁচুনি হলে সাধারণত শিশু শক্ত হয়ে পুরো শরীর ঝাঁকাতে থাকে, একদিকে চোখ উল্টে তাকিয়ে থাকতে পারে, অনেকে শক্ত হয়ে থাকে। এ ছাড়া খিঁচুনির আছে নানা রকমফের, যার অনেকগুলোকেই আমরা হয়তো খিঁচুনি হিসেবে শুরুতে ধরিও না, এর ফলে দেখা যায় চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়, যার দরুণ শিশুর মস্তিষ্কে ক্ষতি হতে থাকে।

কোনো কোনো শিশুর খিঁচুনি হলে মনে হয়ে শুধু সাইকেলের প্যাডেল চালানোর মতো ঘোরাচ্ছে। আরেক ধরনের খিঁচুনি আছে, যা সাধারণত ১ থেকে ২৪ মাস বয়সী শিশুদের হতে দেখা যায়, যাতে হাত–পা শরীরের কাছে এনে শিশু ঝাঁকি দিতে থাকে। সাধারণত ঘুম থেকে ওঠার পর অথবা ঘুমাতে যাওয়ার আগে এমন ঝাঁকুনি বেশি দেখা যায়। এ ধরনের খিঁচুনি হলেও দ্রুত চিকিৎসা করাতে হবে। অবহেলায় শিশুর বিকাশজনিত সমস্যা হতে পারে।

কখনো শিশু অল্প সময়ের জন্য অস্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেয়। আবার হঠাৎ কেউ অল্প সময়ের জন্য অমনোযোগী হয়ে পড়ে। এমনও খিঁচুনি আছে, যা দেখলে মনে হয় শিশু বুঝি জামার বোতাম লাগানোর চেষ্টা করছে। অথবা বারবার চোখ পিট পিট করছে, শুধু আলোর দিকে তাকাচ্ছে। কেউ হয়তো নিজে বারবার পড়ে যাচ্ছে অথবা হাতে কিছু থাকলে সেটা পড়ে যাচ্ছে। এগুলোও একধরনের খিঁচুনি।

আরও একটা অদ্ভুত ধরনের খিঁচুনি আছে, যাতে আগে যে ঘটনা ঘটেইনি, শিশুর মনে হয় সে এই ঘটনা আগে দেখেছে। কোন খিঁচুনিতে শিশুকে শুধু ভয় পেতে দেখা যায়, কারণ ছাড়াই অস্বাভাবিক হাসে কিংবা কাঁদে। কিছু সময়ের জন্য অস্বাভাবিক স্বাদ–গন্ধ পাওয়াও হতে পারে কোনো খিঁচুনির লক্ষণ। কোনো খিঁচুনিতে চোখের সামনে দেখা যেতে পারে অস্বাভাবিক আলোর ঝলকানি। কেউ আবার শুনতে পারে অস্বাভাবিক শব্দ।
তবে এসব লক্ষণ দেখা দেওয়া মানেই যে খিঁচুনি, এমন নয়। এর সঙ্গে শিশুর আচরণের পরিবর্তন, বিকাশে বাধা, স্কুলের খারাপ ফলাফলও জড়িত থাকতে পারে।
আবার মানসিক বেশ কিছু সমস্যা আছে, যার বহিঃপ্রকাশ খিঁচুনির মতো উপসর্গগুলো নিয়ে প্রকাশ পায়। অনেক সময় পিঠ বেঁকে যায় বা নিতম্বে অস্বাভাবিক ঝাঁকুনি হয়, কিংবা রোগী হাত-পা প্রবলভাবে ছোড়াছুড়ি করে। প্রকৃত মৃগীরোগীর খিঁচুনি থেকে এ ধরনের লক্ষণ আলাদা করা বেশ কঠিন। এসব ক্ষেত্রে রোগীর ইতিহাস খুব সূক্ষ্মভাবে বিবেচনা করতে হয়। এ ধরনের খিঁচুনিকে ডাক্তারি ভাষায় সিউডোসিজার বলে। এসব ক্ষেত্রে সাধারণত রোগী পুরোপুরি অজ্ঞান হয় না কিন্তু চোখ বন্ধ করে রাখে, আবার চারপাশে কী ঘটছে, তা বুঝতে পারে। এই ঘটনা অন্যের উপস্থিতিতে হয়। প্রকৃত খিঁচুনির মতো এতে জিহ্বায় কামড় লেগে রক্তপাত হয় না, কামড় লাগলেও দেখা যায় জিহ্বার আগায় অল্প একটু লাগতে পারে।

তাই শুধু হাত–পা ঝাঁকানো মানেই যে খিঁচুনি আর অস্বাভাবিক আচরণ মানে মানসিক সমস্যা এমন নয়। কোন লক্ষণগুলো আসলে খিঁচুনি, তা বুঝতে হলে গভীরভাবে উপসর্গগুলো পর্যবেক্ষণ করতে হয়। এ ক্ষেত্রে ঘটনার সময়ের ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ লক্ষণগুলো যদি অস্বাভাবিকভাবে দেখা দেয়, তাহলে অভিভাবকদের একজন শিশু নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। লক্ষণগুলো বিশ্লেষণ করে এবিং ইলেকট্রোএনসেফালোগ্রাম পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন আসলেই খিঁচুনি নাকি আচরণগত সমস্যা।

#শিশুরখিঁচুনি #মা_বাবারচিন্তা #মস্তিষ্কেরস্বাস্থ্য #নিউরোলজি #শিশুরস্বাস্থ্য #খিঁচুনিরলক্ষণ #শিশুরবিকাশ #চিকিৎসাসেবা #অভিভাবকগণ #শিশুরঅসুখ

20/08/2025

শিশুদের ত্বকের যত্নে করণীয়

Dr. Jasmin Manzoor
Dermatologist
Senior Consultant & Coordinator
Dept. of Dermatology And Laser Centre.
Evercare Hospital Dhaka.

Book your Appointment
Hotline: 10678
Mobile: 01766 679 206

19/08/2025

পিআরপি’র মাধ্যমে চুল বৃদ্ধির চিকিৎসা || Dr. Jasmin Manzoor || Digihealth

Dr. Jasmin Manzoor
MBBS, DDSc (UK), MDSc (USA)
Senior Consultant & Coordinator
Department : Dermatology & Venereology
Evercare Hospital Dhaka, Plot # 81, Block-E, Bashundhara R/A, Dhaka 1229, Bangladesh.

#পিআরপি #চুলবৃদ্ধি #চুলেরচিকিৎসা #হেয়ারথেরাপি #চুলেরস্বাস্থ্য #প্রাকৃতিকচিকিৎসা #হেয়ারগ্রোথ #বিউটি #স্বাস্থ্যকরচুল #চুলেরসমস্যা #চুলগজানো #পিআরপি #চুলেরস্বাস্থ্য #চুলেরসমস্যা #হেয়ারট্রান্সপ্ল্যান্ট #চুলেরচিকিৎসা #বিউটি #হেয়ারকেয়ার #স্বাস্থ্যকরচুল #চুলেরনতুনপদ্ধতি #চুলপড়া #নতুনচুল #পিআরপি #চুলগজানো #চুলেরস্বাস্থ্য #চুলেরযত্ন #চুলপড়াবন্ধ #চুলেরসমস্যা #চুলেরট্রিটমেন্ট #স্বাস্থ্যকরচুল

Address

Ka-169/A-1, Tonu Fokir Road, Joar Shara, Vatara
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Digihealth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Digihealth:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram