
24/02/2025
#জরুরী Chief Adviser GOB Muhammad Yunus
কমিউনিটি পুলিশ হলো এক ধরনের অংশগ্রহণমূলক পুলিশিং ব্যবস্থা, যেখানে পুলিশ বাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষা করা হয়। এর মূল লক্ষ্য হলো জনগণকে সম্পৃক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা।
কমিউনিটি পুলিশের প্রধান কাজগুলো:
স্থানীয় অপরাধ প্রতিরোধ: স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করা।
সচেতনতা বৃদ্ধি: মাদক, নারী নির্যাতন, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা।
সমস্যা সমাধান: স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ মিটিয়ে দেওয়া এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে পুলিশের সঙ্গে যোগাযোগ করা।
বিশ্বাস স্থাপন: জনগণ এবং পুলিশের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করা।
উদাহরণ: গ্রামে বা মহল্লায় "কমিউনিটি পুলিশিং ফোরাম" গঠন করে শিক্ষক, ইমাম বা সমাজকর্মীদের যুক্ত করা হয়। তারা পুলিশের সঙ্গে মিলে অপরাধ দমনে কাজ করেন।
আপনার এলাকায় কি কমিউনিটি পুলিশ কার্যক্রম চলছে?