Dr.Sultana

Dr.Sultana If you suffered in health issue, then you can knock me....
300 tk for first consultation...

এটা হলো সেই যায়গা,যেটা আগের গর্ভাবস্থায় সিজারিয়ান সেকশনে যা কাটা পড়েছিল।সহজ কথায়,আবার গর্ভধারণের পর এই সেলাই এর অংশে চাপ...
29/11/2023

এটা হলো সেই যায়গা,যেটা আগের গর্ভাবস্থায় সিজারিয়ান সেকশনে যা কাটা পড়েছিল।
সহজ কথায়,আবার গর্ভধারণের পর এই সেলাই এর অংশে চাপ পড়ে ফেটে যাবে কিনা,বা মা ব্যথা অনুভব করতেছে কিনা তা এর পুরুত্বের উপর নির্ভর করে....

ফুল টার্ম প্রেগ্নেন্সিতে ঠিক এ কারনে,অনেক মা পেটের আগের কাটা অংশে ব্যাথা হচ্ছে এই কম্লেইন নিয়ে এলে আমরা যারা গাইনী অবঃস পেশেন্ট দেখি,তাদেরকে আলট্রাসাউন্ড করতে পাঠাই।
বলি -যান স্কার থিকনেস চেক করায়ে আসেন।।

যেহেতু আমি পেশেন্টও দেখি এবং আলট্রাও করি,
তাই পেশেন্টের কম্লেইন থাকুক বা না থাকুক আমি প্রিভিয়াস C/S স্কার থিকনেস চেক করে দেই।।

(পোর্টেবলে করা আলট্রা ফিগার😎)

Dr.Sultana
29.11.23

Vanishing Twin ‼️যে কোন প্রেগন্যান্সি  আনন্দের। আর যদি হয় জমজ বাবু তবে আনন্দ আরো কয়েকগুণ বেড়ে যায়। এমনকি হতে পারে দে...
07/11/2023

Vanishing Twin ‼️
যে কোন প্রেগন্যান্সি আনন্দের। আর যদি হয় জমজ বাবু তবে আনন্দ আরো কয়েকগুণ বেড়ে যায়।

এমনকি হতে পারে দেখলাম ভিতরে দুইটা বাবু আছে কিছুদিন পরে একটা বাবু দেখতে পাচ্ছি???
এটাও কি সম্ভব!! হ্যাঁ সম্ভব।
এটাকে আমরা বলি ভ্যানিশিং টুইন।

এখানে একজন মহিলা গর্ভবতী হওয়ার পরে জানতে পারে যে জমজ বাচ্চার মা হবে। কিছুদিন পরে আবার যদি আলট্রাসনোগ্রাফি করা হয় দেখা যাবে তার পেটের ভিতর একটা বাচ্চা!
এখানে পেটের ভেতর একটা বাচ্চা মারা যায় এবং বাচ্চাটার বয়স যদি ১৪ সপ্তাহের মধ্যে হয় তবে শরীর তা শোষণ করে ফেলতে পারে। তখন দেখা যাবে ভিতরে একটাই বাচ্চা আছে।

একবার কল্পনা করুন এই মহিলা যদি প্রথম দিকে আলট্রা করে সারা প্রেগনেন্সিতে আর আল্ট্রাসনোগ্রাফি না করে সে মনে মনে স্বপ্ন দেখতে থাকবে তার দেহের ভেতর দুইটা বাচ্চা বড় হচ্ছে। এবং যে ডেলিভারি করবে সে আরো বেশি বিপদে পড়বে!তখন তো ভাববে যে ডেলিভারি করিয়েছে সেই আরেকটা গায়েব করে দিয়েছে।

এবং অবাক করার বিষয় এই অদৃশ্য হওয়ার হার হতে পারে ৪০% পর্যন্ত।
তাই বাচ্চা ভালো আছে কিনা জানা সহ সার্বিক অবস্থা জানতে প্রেগনেন্সিতে আল্ট্রাসনোগ্রাফির গুরুত্ব অনেক।

©

06/11/2023

এক মিনিট নিরবতা তাদের জন্য ,যারা মনে করেন

কসমেটিকস সেলাই মানে আঠা দিয়ে লাগিয়ে স্কিন জোরা লাগানো হয় 🙈😝

আসলে সেলাইটা দেওয়া হয়, চামড়ার তল দিয়ে।

আল্লাহ পাক,ফিলিস্তিনির প্রতিটি মা ও শিশুর জিম্মাদার হোন,আমিন।।
17/10/2023

আল্লাহ পাক,ফিলিস্তিনির প্রতিটি মা ও শিশুর জিম্মাদার হোন,আমিন।।

২০২৩ সালের এই জমানায় এসেও খোদ ঢাকা শহরের মানুষ যদি বাসায় অদক্ষ ধাই এনে ডেলিভারি করায়! সেটা আসলেই মেনে নেয়া যায়না। গতকাল ...
19/08/2023

২০২৩ সালের এই জমানায় এসেও খোদ ঢাকা শহরের মানুষ যদি বাসায় অদক্ষ ধাই এনে ডেলিভারি করায়! সেটা আসলেই মেনে নেয়া যায়না।
গতকাল শুক্রবার সকালে ইমারজেন্সিতে ডিউটি করছিলাম। ঝাঁকে ঝাঁকে জ্বরের পেশেন্ট, এদের মধ্যে ম্যাক্সিমামই ডেঙ্গি। হঠাৎ কান্না করতে করতে দুই নারী উপস্থিত। একজনের কোলে সাদা একটা বাচ্চা, আরেকজন এর হাতে নীল একটা পলিব্যাগ। দুজনের মাঝে সাদাটে একটা রশির মতো সংযোগ!
প্রথম দেখায় বুঝে উঠতে পারিনি। পরে দেখলাম বাচ্চা হওয়ার পরে প্লাসেন্টা (জরায়ু ফুল) না কেটেই নিয়ে চলে আসছে!
হিস্ট্রি নিয়ে জানলাম, বাচ্চা ডেলিভারির পরে কান্না করেনি (এটাকে মেডিকেল এর ভাষায় বলা হয় perinatal asphyxia.) এমন বাচ্চাকে নাক মুখ গলা ভালো করে পরিষ্কার (সাকশন) দিয়ে পিঠে ম্যাসাজ দিতে হয় (রিসাসিটেশন করা ... এটা জটিল ব্যাপার, অভিজ্ঞ লোক দরকার)। এগুলো ম্যানেজমেন্ট হাসপাতাল ছাড়া কখনোই কোন বাসায় সম্ভব না।
যাইহোক, বাচ্চা ডেলিভারির পরে কান্না করেনি, বাচ্চাটার কর্ড বেঁধে কেটে দ্রুত হাসপাতালে নিয়ে আসলেও হয়তো সেভ করা যেতো। কিন্তু অদক্ষ ধাই বাচ্চাটা ডেলিভারির পর কর্ডে সামান্য একটা সুতা দিয়ে ঢিলেঢালা বাঁধন দিয়ে কর্ড না কেটেই হাসপাতালে পাঠিয়েছে। এতে করে ঢিলেঢালা থাকা সুতা বাচ্চার কর্ডে চাপ প্রয়োগে ব্যর্থ হয়েছে। বাচ্চার শরীরের সমস্ত রক্ত কর্ডের মধ্য দিয়ে প্লাসেন্টা তে চলে গিয়েছে। বাচ্চা হয়ে গেছে সাদা, ফ্যাকাশে। পরিণতি যা হবার তাই, আমাদের কাছে আসার আগেই মৃত্যু।
এর পিছনে কে দায়ী?????

একটা মায়ের দীর্ঘ ৯ মাসের শারিরীক, মানসিক যুদ্ধের শেষে ফুটফুটে বাচ্চাটি পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার, সফল হওয়ার গল্প লেখার বদলে লিখতে হচ্ছে কষ্ট ও বেদনার গল্প। এর পিছনে দায়ী কারা? দোষী কারা??

দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতাল থেকে শুরু করে, উপজেলা হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকেও নরমাল ডেলিভারি করানো হচ্ছে প্রশিক্ষিত জনবল দিয়ে এবং বিনামূল্যে।
এরপর ও কেন মানুষ একজন গর্ভবতী নারীর জন্য এতটুকু সহানুভূতি দেখিয়ে ভালো জায়গায় ডেলিভারি করাতে নিয়ে যায়না?
এইসব ফ্যামিলি মেম্বারদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত একটা খুনের অপবাদে।
এরা খুনী। এরাই খুনী।

সময় থাকতে গর্ভবতী নারীর যত্ন নিন, দায়িত্বশীল আচরণ করুন। তাহলে মা, বাচ্চা দুজনই ভালো থাকবে।

01/08/2023

আজকে চেম্বারে এক মা তার আধ বয়সি মেয়েকে নিয়ে আসছে।
মেয়েরে জিজ্ঞেস করলাম,আগে বাচ্চা কজন??
উত্তরে বল্লো,আগের বাচ্চার বয়স ৮ বছর,প্রিয়ড বন্ধ চার মাস আর প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসছে তিন মাস হলো...
গত কাল রাত থেকে সিভিয়ার ব্লিডিং শুরু হইছে...
এক কথায় বলতে গেলে,তার বয়ানে অলরেডি তার মিসড এবরশন হয়ে গেছে।
সে আসছে বাচ্চা আছে কিনা,নাকি পড়ে গেছে তা দেখতে...

আমি পেশেন্টকে পজিশন করায়ে আলট্রার প্রোব তলপেটে ধরেই দেখি,ও মা গো মা- হেড সারকামফ্যারেন্স তো সেই,পরে এক এক করে সব গুলোর মেজর নিয়া বল্লাম...
বাচ্চার ডেলিভারির সময় হয়ে গেল,আর আপনি বলতেছেন প্রিয়ড বন্ধ চার মাস .....😎😎

আসেন,বাচ্চার হার্টবিট দেখে যান...
পরে প্রেসক্রিপশন লিখতে লিখতে তিনজনই এক চোট হেসে নিলাম...🙂🙂

(পরে শুনি,ওনার আসলে প্রিয়ড হয়না ২বছর🥱)
এই কারনেই গাইনী সাবজেক্ট এত্তো কিউট লাগে আমার..😎😎

আজকাল মেয়েদের জন্য PCOS বা ডিম্বথলিতে সিস্ট যেন এখন একটা সাধারন বেপার হয়ে দাড়িয়েছে।যারা বাচ্চা নিতে চান বা আন ম্যারিড,এই...
23/07/2023

আজকাল মেয়েদের জন্য PCOS বা ডিম্বথলিতে সিস্ট যেন এখন একটা সাধারন বেপার হয়ে দাড়িয়েছে।
যারা বাচ্চা নিতে চান বা আন ম্যারিড,এই সমস্যার কারনে তারা এতোটাই ভিত থাকেন যে,দুনিয়াটা তাদের জন্য নরক হয়ে উঠে।
অথচ নিদিষ্ট দিন পর্যন্ত হরমনাল থেরাপি বা কনজার্ভেটিভ ট্রিটমেন্ট এ কাজ না হলে,খুব ছোট অপারেশন এর মাধ্যমেই কিন্তু ডিম্বথলির এই সিস্ট অপসারন করা সম্ভব।
যেমন - ল্যাপারস্কোপিক ওভারিয়ান সিস্টেকটমি বা মাল্টিপল ড্রিলিং এর ভেতর অন্যতম পদ্ধতি।।

আল্লাহ পাক আমাদের এবং আপনাদের সবাইকে রোগ এবং দুশ্চিন্তা মুক্ত রাখুন, সেই দোয়া রইল।
আমিন।।

 #স্তন_ক্যান্সার....বাংলাদেশ সহ সারা বিশ্বে নারীদেহে ঘটিত ক্যান্সার সমূহের মধ্যে স্তন ক্যান্সার ১ম* প্রধান ক্যান্সার। বি...
05/07/2023

#স্তন_ক্যান্সার....

বাংলাদেশ সহ সারা বিশ্বে নারীদেহে ঘটিত ক্যান্সার সমূহের মধ্যে স্তন ক্যান্সার ১ম* প্রধান ক্যান্সার। বিশ্বে প্রায় প্রতি ৪ জন ক্যান্সার রোগীর মধ্যে ১ জন এই ক্যান্সারে আক্রান্ত হন। তবে আশার কথা এই যে, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সম্ভব হলে প্রায় ৯৯% ক্ষেত্রে রোগ নিরাময় করা যেতে পারে, যা কিনা এ্যাডভান্স স্টেজ এর রোগীর ক্ষেত্রে ২৭% এ নেমে আসে।**

মানব দেহের সকল ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা কঠিন হলেও স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্তকরণের সম্ভাবনা অনেকাংশেই বেশী থাকে। কেবল প্রয়োজন সঠিক ধারনা ও সচেতনতা। নিয়মিত নিজে স্তন পরীক্ষার (BSE) মাধ্যমে আপনিই পারেন প্রাথমিক পর্যায়ে এ রোগটি সনাক্ত করতে।

ব্রেস্ট সেলফ এক্সামিনেশন (Breast Self-Examination / BSE)

নিজে নিজের স্তন পরীক্ষা করার পদ্ধতিকে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বলে।

কোন বয়স থেকে BSE করা উচিৎ?

২০ এবং তদুর্ধ্ব বয়সের সকল মহিলাদের নিয়মিত BSE করা প্রয়োজন।

কোন সময় BSE করা উচিৎ?

সাধারণত ঋতুস্রাব বন্ধের পরবর্তি সপ্তাহে প্রতিমাসের একটি নির্ধারিত দিনে BSE করা উচিৎ। যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অথবা গর্ভকালীন সময়ে একইভাবে মাসের একটি নির্ধারিত দিনে BSE করা যেতে পারে।

BSE করার সময় নিন্মোক্ত পরিবর্তনগুলোর দিকে লক্ষ্য করুন

স্তনে বা বগলে চাকা দৃশ্যমান হওয়া (thick mass)
স্তনের ত্বকে / চামড়ায় পরিবর্তন
খাঁজ পড়া (indentation)
ক্ষয় হওয়া (erosion)
লাল হয়ে যাওয়া বা গরম অনুভব করা (redness or heat)
স্তনের ত্বক কমলালেবুর খোসার মত পুরু হয়ে যাওয়া (orange peel skin)
টোল পড়া বা ছোট ছোট গর্ত দেখা দেওয়া (dimpling)
বাড়তি অংশ বের হওয়া (bump)
শিরা উপশিরা ফুলে যাওয়া (growing vein)
স্তনবৃন্তের (Ni**le) পরিবর্তন
স্তনবৃন্ত ডেবে যাওয়া (retracted ni**le)
কোন কারণ ব্যতীত স্তনবৃন্ত থেকে তরল রক্ত বা পুঁজ বের হওয়া (new fluid)
স্তনের আকার/আকৃতির অস্বাভাবিক পরিবর্তন (unusual changes in shape/size)
স্তনের ভিতরে অদৃশ্যমান চাকা অনুভব করা (invisible lump)

স্তন ক্যানসারের লক্ষণসমূহ

কোন অংশটুকু পরীক্ষা করব?

Area to Check for BSE
ছবিতে দৃশ্যমান পুরো জায়গা জুড়ে BSE করা উচিত। (
এক পাশের থুতনি থেকে শুরু করে সেই পাশের বুকের খাচার নিচ অংশ পর্যন্ত)

BSE করার পদ্ধতি

3 Fingers for BSE.
মনে রাখবেন, BSE করার সময় ছবিতে নির্দেশিত এই ৩টি আঙ্গুলের চিহ্নিত অংশের মাধ্যমে আপনার স্তনের অস্বাভাবিকতা নির্ণয় করা জরুরী।

BSE ধাপসমূহ

১ম ধাপঃ খেয়াল করুন

BSE Steps _ 1.
স্তনের স্বাভাবিক অবস্থার কোন পরিবর্তন আছে কিনা লক্ষ করুন এবং উল্লেখিত ধাপ অনুযায়ী বিভিন্ন অবস্থানে (position) আকার-আকৃতির পরিবর্তন খেয়াল করুন।

১। হাত কোমরে রাখুন

২। হাত দুটি উপরে উঠিয়ে মাথার উপরে নিন

৩। কোমরে হাত দুটি একটু জোরে চেপে ধরে সামনের দিকে ঝুঁকে বুকের মাংসপেশী সমূহকে আটসাট করুন

৪। নিপ্‌ল আলতোভাবে চেপে দেখুন কোন তরল জাতীয় দ্রব্য নির্গত হয় কিনা

২য় ধাপঃ স্পর্শের মাধ্যমে অনুভব করুন

BSE Steps _ 2
১। শুয়ে পড়ুন, কাঁধের নীচে একটি বালিশ রাখুন এবং হাতের ২য়, ৩য় ও ৪র্থ আঙ্গুলের মাধ্যমে পর্যায়ক্রমে আলতোভাবে তারপর মাঝারি ধরনের এবং পরবর্তীতে একটু দৃঢ় চাপের মাধ্যমে স্তনের প্রতিটি অংশ অনুভব করুন।

২। স্তনের বাইরের প্রান্ত থেকে বৃত্তাকার গতিতে ঘড়ির কাটার বরাবর অথবা একটি রেখার উপর-নীচ বিবেচনা করে অথবা স্তনের বাইরের প্রান্ত থেকে অনুভব করে ভিতরের স্তনবৃন্তের (Ni**le) দিকে এবং Ni**le থেকে পুনরায় বাইরের প্রান্ত পর্যন্ত অনুভব করুন

নিন্মোক্ত ৩টি পদ্ধতিতে BSE সম্পন্ন করুন

স্তন ক্যানসার সনাক্ত করণের ৩টি পদ্ধতি

মনে রাখবেন

স্তনের যে কোন পরিবর্তনই ক্যান্সার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই চাকা/পিন্ড সাধারন হয়ে থাকে।

সাধারণ চাকা বা বিনাইন (Benign)

১| চাকাটি একটি নির্দিষ্ট স্থানে বিদ্যমান থাকে এবং ছড়িয়ে পড়ে না

২। শতকরা ৯০ ভাগই ব্যাথাহীন

৩। চাকাটির কিনারা সমান কিংবা নিয়মিত

৪। চামড়ার সাথে চাকাটির সম্পৃক্ততা অনুপস্থিত

৫। স্তনবৃন্ত থেকে রক্ত নয় তবে হলুদ বা সবুজ জাতীয় তরল নির্গত হয়ে থাকে

ক্ষতিকর চাকা বা ম্যালিগন্যান্ট (Malignant)

১। চাকাটির পার্শ্ববর্তী টিস্যুতে ছড়িয়ে পড়ার প্রবণতা অধিক

২। সাধারণত ব্যাথাযুক্ত

৩। চাকাটির কিনারা বা ধারসমূহ অনিয়মিত

৪। চামড়ার সাথে চাকাটির সম্পৃক্ততা বিদ্যমান

৫। স্তনবৃন্ত থেকে রক্ত/রক্তজাতীয় তরল নির্গত হয়ে থাকে

উল্লেখিত পরিবর্তনের কোনটি দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হোন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।

কিছু উপদেশ

নিয়মিত শারীরিক পরিশ্রম করুন।
ওজন নিয়ন্ত্রনে রাখুন।
শিশুকে নিয়মিত বুকের দুধ পান (Breast-feeding) করালে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়।
পারিবারিক ইতিহাস থাকলে আগে থেকে সচেতন হোন এবং BSE করার পাশাপাশি ডাক্তারের শরণাপন্ন হোন।
স্বাস্থ্যকর খাবার গ্রহন করুন এবং মদ্যপান পরিহার করুন।

ব্রেস্ট সেলফ এক্সামিনেশন কে আপনার নিয়মিত অভ্যাসে পরিনত করুন, কারণ আপনার, আমার, আমাদের সচেতনতাই পারে সঠিক সময়ে স্তনক্যান্সার নির্ণয় করে মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে।

Dr.Sultana

প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে হাজার হাজার রোগী আসেন ঢাকা এবং আশেপাশের জেলা থেকে। এসেই সুদীর্ঘ এক লাইনে অ...
20/06/2023

প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে হাজার হাজার রোগী আসেন ঢাকা এবং আশেপাশের জেলা থেকে। এসেই সুদীর্ঘ এক লাইনে অপেক্ষা করতে হয় টিকেট কাউন্টার এর সামনে টিকেট কাটতে। সেই অপেক্ষার প্রহর শেষ হলে আবার চিকিৎসক এর কক্ষের বাইরে অপেক্ষার পালা।
এতে রোগীরা অনেক সময়ই দুর্ভোগের শিকার হয়ে থাকে।

রোগীদের দুর্ভোগ এবং লাইনের দাঁড়িয়ে অপেক্ষাকে পরিহার করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ই -টিকেটিং।
বাসায় বসেই আপনি মোবাইলের মাধ্যমে আপনার এবং আপনার পরিবার পরিজনের জন্য আউটডোর এর টিকেট কাটতে পারবেন।

কি আছে এই ই-টিকেট এ:-

১. আপনার পছন্দমতো দিনের টিকেট কাটতে পারবেন
২.আপনার পছন্দমতো সময়ে চিকিৎসক এর সাক্ষাৎ এর জন্য টাইম স্লট নিজেই পছন্দ করতে পারবেন
৩.আপনার পছন্দ মত চিকিৎসা বিভাগ(মেডিসিন/সার্জারি /গাইনী এবং অন্যান্য) আপনি নিজেই ঠিক করতে পারবেন
৪.ই-টিকেট এর রোগীদের জন্য আলাদা রুম এবং চিকিৎসক সুনির্দিষ্ট করা থাকবে

৫.দেশের প্রচলিত অধিকাংশ অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেই আপনি টিকেট এর ১০.০ টাকা মূল্য পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত কোন টাকা রোগীকে পরিশোধ করতে হবে না।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে স্মার্ট স্বাস্থ্য সেবার একটি পদক্ষেপ এই ই-টিকেট ব্যবস্থা

link : https://dmch.bindu.health/patient/booking

02/05/2023

!
Pregnant Lady কে অনেক Mam/Sir কে Previous কোনো Heart এর Disease না থাকার পরও অনেক ক্ষেত্রে Aspirin দিতে দেখা যায়। কেন?

যে সকল মায়েদের of depeloping Pre-eclampsia তাদেরকে
Tab. Aspirin 75mg___OD দাওয়া উচিত।
Duration : 12 weeks থেকে Birth of baby.

এখানে মা কারা? নিচের যেকোন ১ টি যদি থাকে ...

1. যাদের Previous Pg তে Hypertensive disease অর্থাৎ যাদের : Chronic HTN, Gestational HTN, Pre -Eclampsia / Eclampsia এর History আছে।

2. Renal diseases (eg: CKD)

3. DM (Type 1or 2)

4. Multifetal gestation

5. Auto immune disease : SLE, APS etc.

Aspirin, Placenta এর Blood flow improve করে এবং Miscarriages হওয়ার Risk কমায়।

Learning through sharing!
Digest Medicine 🍂

19/02/2023

বাচ্চাটা গতকাল রাত ১টায় যখন রিসিভ করি,
এটেন্ডেন্ট গুলো সবাই তখন কাদঁতেছে বা কেউ বিমর্ষ হয়ে এদিক ওদিক বসে আছে।
আমি পজেটিভ কাউন্সিলিং করে বল্লাম,বাচ্চাটা একটু স্টাবল হোক,পরে সার্জারী করিয়ে সব ঠিক করে নিতে পারবেন।

বিদ্রঃ গর্ভের ৫মাস হলেই সব প্রেগনেন্ট মায়েদের উচিৎ ফিটাল এনোমালি স্কান করানো,যেন আগে ভাগে তারা জেনে যেতে পারে বাচ্চার কোন সমস্যা আছে কিনা,বা সমস্যা থাকলেও জন্মের পর কিভাবে পরিস্থিতি সামলে নিবে।।কারন এমন পরিস্থিতিতে আকাশ থেকে পড়ার মতন বা মাথায় বাজ পড়ার মতন ফিলিং যেন না হয়,সে জন্যই কথা গুলো বলা,সবাইকে এওয়ার করা।

(সমস্যা হলো,বাচ্চাটার মুখ আর নাকের মাঝের যে হাড়ের পর্দা থাকে তা ছিল না,এজন্যই বার বার তাদেরকে বলতেছিলাম কোন ভাবেই বাচ্চাকে ঠান্ডা লাগাবেন না।তাহলে এনজি ফিডিং বা অক্সিজেন দেওয়াটা টাফ হয়ে যাবে।)

ভাল থাকুক পৃথিবীর সব শিশু আর তাদের পরিবার,আমিন।।

চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হলে /মানবভ্রূনতত্ত্ব গভীরে পড়লে আপনি জানতে পারতেন যে,একটি সুস্থ বাচ্চার জন্মদান প্রায় অলৌকিক ঘটন...
15/01/2023

চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হলে /মানবভ্রূনতত্ত্ব গভীরে পড়লে আপনি জানতে পারতেন যে,একটি সুস্থ বাচ্চার জন্মদান প্রায় অলৌকিক ঘটনা।
শরীরবৃত্তিও ধারাতেই সুস্থ হয়ে জন্মগ্রহন করবার পথে পথে পাথর ছড়ানো।

(ছবি: চেম্বারে আগত একদিনের বাচ্চার।
সম্ভবত একটি স্নায়ুবৈকল্যজনিত জন্মগত ত্রুটি,Ruptured myelomeningocele
আল্লাহ তাদের সহায় হোন।)

https://www.facebook.com/Muhammad-Nurul-Huda-Khan-106742524626808/

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram