Dr. Sweety's Ultrasound

Dr. Sweety's Ultrasound Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sweety's Ultrasound, Medical and health, RS Lake view Tower , West Hazinagar, Demra , Dhaka ( Beside Hazinagar Pre cadet school), Dhaka.

চেম্বার:....................
(১)প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টার
(২) আর রাফি হাসপাতাল
(৩) সেবা হাসপাতাল
(৪) জহুরুন্নেসা হাসপাতাল
(৫) ডা:সুইটি'স আল্ট্রাসাউন্ড
এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন:
☎ 01911-744847
🩺 ডাঃ সায়লা শারমিন সুইটি

22/10/2025
15/10/2025

গর্ভবতী মায়েরা আমার কাছে সবচেয়ে বেশি যেসব বিষয় নিয়ে প্রশ্ন করেন সেগুলোর সম্ভাব্য উত্তর দেওয়া হলো:
🔹 ১. আমার ডেলিভারির সম্ভাব্য তারিখ কখন?
উত্তর:
সাধারণত শেষ মাসিকের প্রথম দিনের ভিত্তিতে EDD (Estimated Due Date) নির্ণয় করা হয়। সেটা প্রায় ৪০ সপ্তাহ বা ৯ মাস ৭ দিন পরে হয়।

🔹 ২. আল্ট্রাসাউন্ড কখন করতে হবে?
উত্তর:
*৬-৮ সপ্তাহে: ভ্রূণের অবস্থান ও হার্টবিট দেখতে।
*১১-১৩ সপ্তাহে: NT স্ক্যান (Down syndrome স্ক্রিনিং)।
*১৮-২২ সপ্তাহে: অ্যানোমালি স্ক্যান (বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা)।
*৩২-৩৬ সপ্তাহে: বাচ্চার পজিশন, গ্রোথ, প্লাসেন্টা ও লিকুইড দেখা।

🔹 ৩.মায়ের ওজন কতটা বাড়া উচিত গর্ভাবস্থায়?
উত্তর:
মা স্বাভাবিক ওজন হলে: ১১–১৬ কেজি
মা কম ওজন হলে: ১৩–১৮ কেজি
মা অতিরিক্ত ওজন থাকলে: ৭–১১ কেজি

🔹 ৪. কী খেতে পারি আর কী এড়িয়ে চলব?
উত্তর:
🥗খেতে হবে:
ফলমূল, সবজি, ডিম, দুধ, মাছ, মাংস, বাদাম, শাকসবজি।
☠️এড়িয়ে চলবেন:
কাঁচা মাছ/মাংস, অতিরিক্ত ক্যাফেইন, পেঁপে, আনারস, ধূমপান/অ্যালকোহল, কাঁচা দুধ

🔹 ৫. ব্যথা বা ব্লিডিং হলে কী করব?
উত্তর:
যেকোনো অস্বাভাবিক ব্যথা বা রক্তপাত হলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে, বিশেষ করে প্রেগন্যান্সির প্রথম বা শেষ দিকে।

🔹 ৬. বাচ্চা নড়াচড়া কবে থেকে টের পাব?
উত্তর:
প্রথম সন্তান হলে ১৮-২০ সপ্তাহের মধ্যে, দ্বিতীয় বা তৃতীয় হলে একটু আগে (১৬ সপ্তাহের পর) টের পাওয়া যায়।

🔹 ৭. কি কি পরীক্ষা করাতে হবে?
উত্তর:
CBC
HBsAg, VDRL
OGTT (ডায়াবেটিস স্ক্রিনিং)
Urine R/M/E
S.FT4 , S.TSH
blood group

🔹 ৮. নরমাল ডেলিভারি সম্ভব কিনা?
উত্তর:
সাধারণভাবে, যদি গর্ভাবস্থায় জটিলতা না থাকে, মায়ের পেলভিস যথেষ্ট প্রশস্ত হয়, এবং বাচ্চার পজিশন ঠিক থাকে তবে নরমাল ডেলিভারি সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত লেবার টাইমে নির্ভর করে।

🔹 ৯. ভ্যাকসিন কোনগুলো নিতে হবে?
উত্তর:
TT (টিটেনাস টক্সয়েড) বা Td: সাধারণত ২টি ডোজ(৫মাস,৬মাসে)

🔹 ১০. ভ্রমণ বা কাজ করা নিরাপদ কিনা?
উত্তর:
*প্রথম এবং শেষ তিন মাস ভ্রমণ না করাই ভালো। যদি বেশি প্রয়োজন হয় অতি সতর্কতা সাথে চলতে হবে।

*ভারী কাজ, স্ট্রেস, ঝাঁকুনি ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলা ভাল।

23/09/2025

👉কখন কোন আল্ট্রাসাউন্ড করাবেন?
……..............................................
মায়েদের জন্য জরুরি গাইডলাইন।

🤰 গর্ভাবস্থায় মায়ের সুস্থতা আর বেবির সঠিক বিকাশ নিশ্চিত করতে সময়মতো আল্ট্রাসাউন্ড স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন ধাপে ধাপে জেনে নেই

🔹 ১. Pregnancy profile(প্রেগ্ন্যান্সি প্রোফাইল) (৬–৯ সপ্তাহে)
👉 ইন্ডিকেশন:
* প্রেগ্ন্যান্সি জরায়ুর ভেতরে না এক্টোপিক, তা নিশ্চিত হওয়া
* হার্টবিট আছে কি না দেখা
* সিঙ্গেল না টুইন প্রেগ্ন্যান্সি বোঝা।

🔹 ২. NT Ultrasound Scan (১১ সপ্তাহ – ১৩ সপ্তাহ ৬ দিন)
👉 ইন্ডিকেশন:
* বেবির গলার চামড়ার নিচের ফ্লুইড মাপা
* ডাউন সিন্ড্রোম ও কিছু ক্রোমোজোমাল সমস্যার সম্ভাবনা যাচাই।

🔹 ৩. Anomaly Scan (১৮–২১ সপ্তাহে; সর্বোচ্চ ২৪ সপ্তাহের মধ্যে)
👉 ইন্ডিকেশন:
* বেবির ব্রেইন, হার্ট, কিডনি, হাত–পা ইত্যাদির জন্মগত ত্রুটি আছে কি না দেখা
* জরায়ুর পানির পরিমাণ ও প্ল্যাসেন্টার অবস্থান দেখা
* প্রয়োজনে আইনগত সীমার মধ্যে মেডিক্যাল টার্মিনেশন।

🔹 ৪. Fetal Growth Scan ও Doppler Study (২৮–৩২ সপ্তাহে)
👉 ইন্ডিকেশন:
* বেবির ওজন ও বৃদ্ধির হার যাচাই
* প্ল্যাসেন্টা থেকে অক্সিজেন ও পুষ্টি পাচ্ছে কি না
* জরায়ুর পানির পরিমাণ স্বাভাবিক আছে কি না

🔹 ৫. বায়োফিজিক্যাল প্রোফাইল(Biophysical profile) (৩৬–৪০ সপ্তাহে)
👉 ইন্ডিকেশন:
* বেবির নড়াচড়া, শ্বাসপ্রশ্বাস, হার্টবিট ও পানির পরিমাণ মূল্যায়ন
* বেবি নরমাল ডেলিভারি সাপোর্ট করতে পারবে কি না, তা বোঝা।

💡 অতিরিক্ত নোট:
আপনার চিকিৎসক যদি কোনো বিশেষ কারণে মনে করেন, তবে নির্দিষ্ট সময়ের বাইরেও আল্ট্রাসাউন্ড করতে হতে পারে।
#এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন:
☎ 01911-744847
★ কল রিসিভ না হলে, কল ব্যাক করা হবে। অথবা পুনরায় চেষ্টা করবেন।
❤ ধন্যবাদ ❤
সবার সুস্বাস্থ্য কামনায়....
🩺 ডাঃ সায়লা শারমিন সুইটি

■ গরীব রোগীদের জন্য পোস্টটি শেয়ার করুন■   ****  ফ্রী ফ্রী ফ্রী...  প্রতি শনিবার পশ্চিম হাজীনগর প্রি-ক্যাডেট  স্কুলের সাম...
05/09/2025

■ গরীব রোগীদের জন্য পোস্টটি শেয়ার করুন
■ **** ফ্রী ফ্রী ফ্রী...

প্রতি শনিবার পশ্চিম হাজীনগর প্রি-ক্যাডেট স্কুলের সামনে ফ্রী মেডিকেল ক্যাম্প হয় বিকাল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত। আপনাদের পরিবারের কোন গর্ভবতী, ডায়াবেটিস, মেডিসিন সমস্যা সংক্রান্ত রোগী থাকলে দেখাতে পারবেন।
যোগাযোগ :০১৭৪৬০০৬০৯৮, ০১৯১১৭৪৪৮৪৭

■   ফ্রী ফ্রী ফ্রী...  প্রতি শনিবার পশ্চিম হাজীনগর প্রি-ক্যাডেট  স্কুলের সামনে স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে  ফ্রী রোগী দ...
06/08/2025

■ ফ্রী ফ্রী ফ্রী...

প্রতি শনিবার পশ্চিম হাজীনগর প্রি-ক্যাডেট স্কুলের সামনে স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে ফ্রী রোগী দেখা হয় বিকাল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত। আপনাদের পরিবারের কোন গর্ভবতী, ডায়াবেটিস, মেডিসিন সমস্যা সংক্রান্ত রোগী থাকলে দেখাতে পারবেন।

15/01/2024

প্রিয় ফলোয়ারবৃন্দ,
আপনারা যারা ইনবক্সে প্রশ্ন করছেন তারা দয়া করে প্রশ্নটি অতি সংক্ষেপে করুন।

* ইনবক্সে অসংখ্য প্রশ্ন থাকে বলে উত্তর দিতে সময় লাগতে পারে, সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি; দয়া করে উত্তরের জন্য অপেক্ষা করুন।

* একজন অনেক বেশি প্রশ্ন করবেন না।

* শুধু আল্ট্রাসনোগ্রাফি সম্পর্কিত প্রশ্ন করুন।

* এই প্ল্যাটফর্মে কোন ঔষধ সাজেস্ট করা হয় না, শুধু সমস্যা সমাধানে করণীয় জানতে পারবেন।

* অন্যের করা আল্ট্রার রিপোর্ট বা ছবি দেখে ছেলে মেয়ে বলা যায় না। কারন রিপোর্টে ছেলে না মেয়ে লেখা থাকে না।
Appointment এর জন্য
01911744847

22/11/2023

গর্ভাবস্থায় পা ফোলা কমাতে কি করবেন?

গর্ভাবস্থায় পা ফূলে যাওয়া একটি সাধারণ ঘটনা।
সাধারণত এটি হয়ে থাকে গর্ভাবস্থার শেষ কয়েক মাসে।
পা এবং পায়ের পাতা ফুলে যাওয়া কমানোর কিছু ঘরোয়া উপায় রয়েছে। চলুন জেনে নেয়া যাকঃ

✅ পা ঝুলিয়ে বসবেন না। পা ভাজ করেও বসবেন না। পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে বসুন।

✅ একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে বসে না থেকে কিছুক্ষণ পর পর উঠে একটু হাঁটুন।

✅ আরামদায়ক এবং সঠিকমাপের জুতা পড়ুন। হিল জুতা এড়িয়ে চলুন।

✅ নিয়মিত যোগব্যায়াম, হাঁটাচলা ও সাঁতার কাটতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এসব করুন।

✅ স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলুন। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন।

✅ যখন ঘুমাবেন বা বিশ্রাম নিবেন তখন পায়ের তলায় একটি বালিশ রাখবেন।
***তারপরও যদি পা ফোলা না কমে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

☎️ 01911744847

**এক্টোপিক প্রেগ্ন্যান্সি (Ectopic pregnancy) - আজ আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। সেটি হলো এক্টোপিক প্রেগ্ন্যান্স...
21/11/2023

**এক্টোপিক প্রেগ্ন্যান্সি (Ectopic pregnancy) -
আজ আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। সেটি হলো এক্টোপিক প্রেগ্ন্যান্সি। বাচ্চা যখন জরায়ুর ভেতরে না এসে অন্য কোথাও আসে তখন আমরা তাকে এক্টোপিক প্রেগ্ন্যান্সি বলি। খুবই বিপদজনক পরিস্থিতি। সময় মত ডায়াগনোসিস না হলে এবং যথাযথ ভাবে ম্যানেজ করতে না পারলে সেটা Rupture (ফেটে) হয়ে প্রচুর ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে।এই ধরনের কেইস ঔষধ বা সার্জারীর মাধ্যমে ম্যানেজ করা সম্ভব।
Appointment এর জন্য
01911744847

*ডেলিভারির তারিখ কবে তা কিভাবে বের করবেন---------------------------------------------------------------------প্রেগন্যান্...
20/11/2023

*ডেলিভারির তারিখ কবে তা কিভাবে বের করবেন
---------------------------------------------------------------------
প্রেগন্যান্সির সময় ডেলিভারির তারিখ বিভিন্ন আল্ট্রাসাউন্ডে বিভিন্ন রকম আসে।তখন রুগীরা ডেলিভারির তারিখ নিয়ে কনফিউশানে পরে যায়।

*এর কারণ বাচ্চার ওজন এর উপর নির্ভর করে
আল্ট্রাতে ডেলিভারির তারিখ আগায় বা পিছায়।
*যেমন মাস অনুযায়ী যদি বাচ্চার ওজন কম হয় তাহলে ডেট পিছায় আর যদি বাচ্চার ওজন মাস অনুযায়ী বেশি হয় তাহলে ডেলিভারির তারিখ আগায়।

**ডেলিভারির তারিখ তাহলে কোনটা?
---আপনার যদি রেগুলার পিরিয়ড হয়ে থাকে এবং হিসাব যদি ঠিক থাকে তাহলে শেষ মাসিকের তারিখ অনুযায়ী যে তারিখ আসে সেটা আপনার ডেলিভারির তারিখ(EDD)
---আর যদি অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং হিসেবে গরমিল থাকে তাহলে প্রথম আল্ট্রা(৬-১২ সপ্তাহ এ করা) এর ডেট অনুযায়ী যে ডেট আসবে সেটাই ডেলিভারির তারিখ ধরে নিতে হবে।
Appointment এর জন্য
01911744847

29/10/2023

বেবির নড়াচড়া (Fetal movements)

সাধারণত গর্ভাবস্থার ১৬ এবং ২৫ সপ্তাহের মধ্যে আপনার গর্ভস্থ বেবির প্রথম নড়াচড়া অনুভব করতে পারবেন। এটি যদি আপনার প্রথম গর্ভাবস্থা হয় তবে আপনি ২৫ সপ্তাহের কাছাকাছি না হওয়া পর্যন্ত আপনার শিশুর নড়াচড়া অনুভব নাও করতে পারেন। পরবর্তী গর্ভাবস্থায় আপনাদের কেউ কেউ ১৩ সপ্তাহের প্রথম দিকে নড়াচড়া বুঝতে শুরু করতে পারেন।তবে বেশিরভাগ গর্ভবতী মায়েরা তাদের বেবির প্রথম নড়াচড়া বুঝতে পারেন ১৬-২০ সপ্তাহে।

এই নড়াচড়া কিন্তু সব সময় এক রকম থাকে না। কারণ বেবি কখনো ঘুমিয়ে থাকে কখনো জেগে থাকে, তাই কখনো কখনো দীর্ঘক্ষন নড়াচড়া নাও বুঝতে পারেন আবার কখনো কখনো অনেক বেশি নড়াচড়া করবে। সাধারণত রাত্র ৯ টা থেকে ১ টা পর্যন্ত বেবি বেশি সক্রিয় থাকে।

বাচ্চা সারাদিনে ১০-১২বার নড়াচড়া করে কিনা সেটা খেয়াল রাখতে হবে।

আপনার বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আপনার জরায়ুতে ঘোরাফেরা করার মতো জায়গাও কমতে থাকে, তাই ৩২ সপ্তাহের পর আপনি আপনার বেবির নড়াচড়া কম অনুভব করতে পারেন।

Address

RS Lake View Tower , West Hazinagar, Demra , Dhaka ( Beside Hazinagar Pre Cadet School)
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sweety's Ultrasound posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram