10/10/2025
যে পুরুষ রাত জেগে সংসারের জন্য খাটে, তার কাছে স্ত্রীর মিষ্টি কথার দামই সবচেয়ে বড় পুরস্কার।
একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় প্রমাণ কী জানেন?
সে প্রতিরাতে শরীরের ক্লান্তি ভুলে, নিজের স্বপ্ন চাপা দিয়ে সংসারের স্বপ্ন পূরণের জন্য খেটে যায়।
তার ঘামে ভিজে থাকে রাস্তাঘাট, তার চোখে ভেসে ওঠে পরিবারের ভবিষ্যৎ।
🌙 যখন রাত গভীর হয়, অন্যরা ঘুমায়—সে তখনও জেগে থাকে।
হয় অফিসের টেবিলে ফাইল গুছাচ্ছে,
হয় রাস্তায় রিকশা চালাচ্ছে,
হয় বিদেশে নির্মাণশ্রমিক হয়ে কষ্ট করছে।
একটাই উদ্দেশ্যে—পরিবার যেন কষ্ট না পায়।
কিন্তু জানেন কি, এই পরিশ্রমের পুরস্কার সে টাকা দিয়ে মাপে না।
তার সবচেয়ে বড় প্রত্যাশা হলো—
👉 ঘরে ফেরার পর স্ত্রীর এক গ্লাস পানি হাতে দেওয়া,
👉 একটা হাসিমুখ,
👉 আর মিষ্টি করে বলা—“তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না।”
এই কয়েকটা শব্দই তার কাছে কোটি টাকার চেয়ে দামী।
কারণ পুরুষের কষ্টে শক্তি যোগায় স্ত্রীর ভালোবাসা।
সে যোদ্ধা হয়ে ওঠে স্ত্রীর প্রশংসায়, আর ভেঙে পড়ে স্ত্রীর অবহেলায়।
তাই, স্ত্রী যদি ভাবে—
“আমি তো কিছুই দিইনি তাকে, শুধু কথাই বলেছি”—
তাহলে ভুল হবে।
কারণ সেই কয়েকটা কথাই স্বামীর কাছে বেঁচে থাকার প্রেরণা, লড়াই চালিয়ে যাওয়ার সাহস।
👉 মনে রাখবেন,
পুরুষের জীবনে সবচেয়ে বড় পাওনা টাকা নয়,
বরং সেই নারী, যে তার ত্যাগকে স্বীকৃতি দেয়।
#স্বামীস্ত্রী #পরিবার