MediGuides Bangladesh

MediGuides Bangladesh Mediguides Bangladesh will help you find the best hospitals and doctors in the world, cost of treatment, visa process, and other necessary information.

Whats app: +88 0197 3333 736
https://mediguides.trip.health/

মানসিক ব্যাধি এটা আমাদের জন্য একটা ভয়াবহ রোগ। মানসিক ব্যাধি শুধু “মন খারাপ” নয় — এটি মস্তিষ্কের নিউরোকেমিক্যাল ভারসাম্যহ...
10/10/2025

মানসিক ব্যাধি এটা আমাদের জন্য একটা ভয়াবহ রোগ।

মানসিক ব্যাধি শুধু “মন খারাপ” নয় — এটি মস্তিষ্কের নিউরোকেমিক্যাল ভারসাম্যহীনতার ফলও হতে পারে।
বিশ্বে প্রতি ৮ জনে ১ জন মানসিক ব্যাধিতে ভুগছেন।

ডিপ্রেশন (Depression) বিশ্বব্যাপী অক্ষমতার প্রধান কারণ।
প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করে, যা প্রতি ৪০ সেকেন্ডে একজন।

১৫–২৯ বছর বয়সী তরুণদের মধ্যে আত্মহত্যা হলো দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ।
মানসিক স্বাস্থ্য প্রতি সকলের যত্নশীল হওয়া উচিত। আপনি বা আপনার পরিবারের সদস্যদের মানসিক রোগ আছে বুঝতে পারলে অবশ্যই একজন মানসিক রোগের ডাক্তার এর কাছে যান পরামর্শ নিন।
মনে রাখবেন সুস্থ থাকার জন্য যেমন শরিরের যত্ন নেয়া দরকার ঠিক তেমনি মন এর ও যত্ন নেয়া দরকার কারন শরির এবং মন দুটি একে অপরের সাথে যুক্ত।
নিজের এবং কাছের মানুষের যত্ন নিন সুস্থ থাকুন।






জেনে রাখুন, ভালো থাকুন....           #মূত্রনালীর সংক্রমণ
28/08/2025

জেনে রাখুন, ভালো থাকুন....






#মূত্রনালীর সংক্রমণ

এই গরমে কিছু ছোট ছোট টিপস ফলো করে কিন্তু সুস্থ থাকা যায়.....
24/08/2025

এই গরমে কিছু ছোট ছোট টিপস ফলো করে কিন্তু সুস্থ থাকা যায়.....









🗣️বর্তমানে খোস পাঁচড়া,খুঁজলি বা স্কাবিস রোগের আভির্ভাব বহুগুন বেড়ে গিয়েছে। আসুন জেনে নেই, কি করলে আমরা স্ক্যাবিস মুক্ত থ...
17/08/2025

🗣️বর্তমানে খোস পাঁচড়া,খুঁজলি বা স্কাবিস রোগের আভির্ভাব বহুগুন বেড়ে গিয়েছে। আসুন জেনে নেই, কি করলে আমরা স্ক্যাবিস মুক্ত থাকতে পারি....
🦠 স্ক্যাবিস কী?
স্ক্যাবিস একটি চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি (mites) দ্বারা হয়। এটি খুব সংক্রামক এবং একজন থেকে আরেকজনের শরীরে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে ঘন শারীরিক সংস্পর্শে।
🕵️‍♀️ লক্ষণসমূহ:
* তীব্র চুলকানি (বিশেষ করে রাতে)
* হাতের আঙুলের ফাঁকে, কবজি, কোমর, নাভির চারপাশে, যৌনাঙ্গ ও স্তনের আশেপাশে লাল ফুসকুড়ি বা দানা।

☞স্ক্যাবিসের কারণে ছোট ছোট র‍্যাশ বা গোটা শরীরের নির্দিষ্ট কিছু স্থানে বেশী দেখা যায়,যেমন-আঙুলের ফাঁকে, হাতের কবজি,বোগল, স্তনের নিম্নাংশ,নাভি,যৌনাঙ্গ ইত্যাদি স্থানে দেখা দিতে পারে।
☞স্ক্যাবিস শিশু, কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে।
☞অনুন্নত দেশগুলোতে এ রোগের প্রকোপ বেশি হয়।
☞স্ক্যাবিসের অতি পরিচিত উপসর্গ চুলকানি, বিশেষ করে রাতে চুলকানির তীব্রতা বেড়ে যায়। আক্রান্ত স্থানে লাল ক্ষুদ্র ফুসকরি মত দেখা যায়।
☞একজনের হলে পরিবারের বা একসাথে যারা থাকে,তারা সকলেই সংক্রমিত হয়।

★★স্ক্যাবিস প্রতিরোধে করণীয়:
☞স্ক্যাবিস নিরাময়যোগ্য একটি রোগ। আক্রান্ত হওয়ার শুরুতেই ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা নিলে রোগটি থেকে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব।
☞ডাক্তার প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম(পারমিথ্রিন/ক্রোটামিটন জাতীয়), লোশন,ট্যাবলেট, সাবান ইত্যাদি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
☞চিকিৎসা সাধারণত পরিবারের সবাই বা একই জায়গায়/
রুমে বসবাসকারী সবাইকে একই সাথে নিতে হয়।
☞ চিকিৎসা পূর্ণাঙ্গ না হবার পূর্বে বন্ধ করে দিলে অথবা পরিবার/একই জায়গায় বসবাসকারী সবাই একই সাথে চিকিৎসা গ্রহণ না করলে, আবার চুলকানি বা ফুসকুড়ি দেখা দেয়।
☞ তাই পূর্ণাঙ্গ সুস্থ হবার পূর্বে চিকিৎসা বন্ধ করা যাবে না এবং একই জায়গায় বসবাসকারী সবাইকে একই সাথে চিকিৎসা গ্রহণ করতে হবে।
★★প্রতিরোধ:
স্ক্যাবিস প্রতিরোধে জন্য কয়েকটি সাবধানতা অবলম্বন করা যেতে পারে:
➤ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
➤পরিষ্কার বিছানা ও কাপড় ব্যবহার ব্যবহার করা।
➤পরিস্কার তোয়ালে/গামছা ব্যবহার করা।
➤একজনের ব্যবহার করা তোয়ালে/গামছা অন্যজন ব্যবহার না করা।
➤থাকার জন্য গন হলরুম গুলো এড়িয়ে যাওয়া।
➤১৫০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় কাপড় ধোয়া এবং রোদে কাপড় শুকনো।
➤ঘনবসতিপূর্ণ জায়গা যেমন শিশু সদন, এতিমখানা, জেলখানা, হাসপাতাল এড়িয়ে চলা, পরিধেয় বস্ত্র ভাগাভাগি করে ব্যবহার না করা।

সচেতন হোন সুস্থ থাকুন।😊

MediGuides Bangladesh


#চুলকানি
#পাচড়া
#সচেতনতা

🌍✨ আপনার স্বাস্থ্য, আমাদের অগ্রাধিকার!বিদেশে চিকিৎসার জন্য ভিসা নিতে ঝামেলা নয়—MediGuides আছে আপনার পাশে।থাইল্যান্ড, ভার...
17/08/2025

🌍✨ আপনার স্বাস্থ্য, আমাদের অগ্রাধিকার!
বিদেশে চিকিৎসার জন্য ভিসা নিতে ঝামেলা নয়—MediGuides আছে আপনার পাশে।
থাইল্যান্ড, ভারত, চীন—সব জায়গায় সহজ ভিসা ও সাপোর্ট ✅

📞 এখনই কল করুন: +880197-3333736, +880176-0155405
👉 আজই শুরু হোক সুস্থতার যাত্রা! 💙

@@@@ Healthtrip

পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, ওজন কমছে না, বা ওজন বাড়...
16/08/2025

পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!
আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, ওজন কমছে না, বা ওজন বাড়ছে না, হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ঘনঘন মুড সুইং হচ্ছে।

এগুলোই PCOS (Polycystic O***y Syndrome) এর লক্ষণ। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, এটা এখন শুধু কোনো একজনের সমস্যা নয়, পুরো একটা প্রজন্ম এর শিকার।

কেন এমন হচ্ছে? এই সমস্যার কারণ মানুষ নিজেরাই। সারাদিন বসে থাকা, কম মুভমেন্ট করা, বেশি চিনিযুক্ত খাবার আর জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, অতিরিক্ত মোবাইল-লেপটপ ব্যাবহার করা, এগুলো শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমকে একদম এলোমেলো করে দিচ্ছে।

এগুলোর জন্য শরীরের ভেতরের ব্যালান্স নষ্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ও হরমোন চক্রের ওপর ভয়াবহ প্রভাব পড়ে।

এটা শুধু শরীরের সমস্যা নয় মানসিক দিক থেকেও এর প্রভাব ব্যাপক। হরমোনের ওঠানামায় মুড সুইং, ডিপ্রেশন, আত্মবিশ্বাস হারানো সব মিলিয়ে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়।

মনে রাখবেন PCOS শুধু মেয়েদের রোগ নয়, এটা একটা সোশ্যাল হেলথ ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই, পরবর্তী প্রজন্ম আরও বড় সমস্যায় পড়বে। তাই নিজে সচেতন হোন পরিবার এর মেয়ে সদস্যদের সচেতন করুন ।ডাক্তার এর পরামর্শ নিন।স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন।








Are you interested in having surgery in India? 🇮🇳Is your life made difficult by a chronic illness? Let mediguides  help ...
10/08/2025

Are you interested in having surgery in India? 🇮🇳
Is your life made difficult by a chronic illness? Let mediguides help you get back on your feet — with world-class care at an affordable price.

🌟 Includes:
✅ Personalized Treatment Options
✅ Full Travel & Visa Support
✅ NABH-Accredited Hospitals
✅ Comfortable Hospital Stay
✅ Guided Post-Operative Recovery
💬 Speak to our international care coordinator today.
📞 01973-333736
🌐 www.mediguides bd





📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।ডেংগু বা ...
28/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

🛑 লক্ষণগুলো:

হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)

শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা

প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা

প্রেসার লো হয়ে যেতে পারে

খাবার খেতে না পারা

জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।

✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:

1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,

2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম

3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ

4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

🧊 ব্যথা ও জ্বরের জন্য:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)

গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ

তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো

হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা

ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)

আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ
⚠️ কখন হাসপাতালে যাবেন:

বারবার জ্বর আসছে

প্রেসার খুব কমে যাচ্ছে

খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব

রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত
🧘‍♀️ মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

❤️ সুস্থ থাকুন।

bd


21/07/2025

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার সমূহ-

১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, 01769019650
সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
জাতীয় বার্ন ইউনিট 01949043697, 01769957043
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট 01715000616

২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬, Vice Principal 01771111766

৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 , বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।

21/07/2025

⚠️মাইলস্টোন ট্রাজেডি
⛔এদের অভিভাবক খুজে দিন⛔

ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিউ এর আপডেট লিস্ট। এদের কয়েকজনের অভিভাবককে এখনো পাওয়া যায় নি।

তথ্যসূত্র : Platform of Medical & Dental Society

20/07/2025



Address

House 78, Block-B, Ave-1, Kalshi Road, Mirpur 12
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801973333736

Alerts

Be the first to know and let us send you an email when MediGuides Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MediGuides Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram