17/08/2025
🗣️বর্তমানে খোস পাঁচড়া,খুঁজলি বা স্কাবিস রোগের আভির্ভাব বহুগুন বেড়ে গিয়েছে। আসুন জেনে নেই, কি করলে আমরা স্ক্যাবিস মুক্ত থাকতে পারি....
🦠 স্ক্যাবিস কী?
স্ক্যাবিস একটি চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি (mites) দ্বারা হয়। এটি খুব সংক্রামক এবং একজন থেকে আরেকজনের শরীরে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে ঘন শারীরিক সংস্পর্শে।
🕵️♀️ লক্ষণসমূহ:
* তীব্র চুলকানি (বিশেষ করে রাতে)
* হাতের আঙুলের ফাঁকে, কবজি, কোমর, নাভির চারপাশে, যৌনাঙ্গ ও স্তনের আশেপাশে লাল ফুসকুড়ি বা দানা।
☞স্ক্যাবিসের কারণে ছোট ছোট র্যাশ বা গোটা শরীরের নির্দিষ্ট কিছু স্থানে বেশী দেখা যায়,যেমন-আঙুলের ফাঁকে, হাতের কবজি,বোগল, স্তনের নিম্নাংশ,নাভি,যৌনাঙ্গ ইত্যাদি স্থানে দেখা দিতে পারে।
☞স্ক্যাবিস শিশু, কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে।
☞অনুন্নত দেশগুলোতে এ রোগের প্রকোপ বেশি হয়।
☞স্ক্যাবিসের অতি পরিচিত উপসর্গ চুলকানি, বিশেষ করে রাতে চুলকানির তীব্রতা বেড়ে যায়। আক্রান্ত স্থানে লাল ক্ষুদ্র ফুসকরি মত দেখা যায়।
☞একজনের হলে পরিবারের বা একসাথে যারা থাকে,তারা সকলেই সংক্রমিত হয়।
★★স্ক্যাবিস প্রতিরোধে করণীয়:
☞স্ক্যাবিস নিরাময়যোগ্য একটি রোগ। আক্রান্ত হওয়ার শুরুতেই ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা নিলে রোগটি থেকে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব।
☞ডাক্তার প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম(পারমিথ্রিন/ক্রোটামিটন জাতীয়), লোশন,ট্যাবলেট, সাবান ইত্যাদি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
☞চিকিৎসা সাধারণত পরিবারের সবাই বা একই জায়গায়/
রুমে বসবাসকারী সবাইকে একই সাথে নিতে হয়।
☞ চিকিৎসা পূর্ণাঙ্গ না হবার পূর্বে বন্ধ করে দিলে অথবা পরিবার/একই জায়গায় বসবাসকারী সবাই একই সাথে চিকিৎসা গ্রহণ না করলে, আবার চুলকানি বা ফুসকুড়ি দেখা দেয়।
☞ তাই পূর্ণাঙ্গ সুস্থ হবার পূর্বে চিকিৎসা বন্ধ করা যাবে না এবং একই জায়গায় বসবাসকারী সবাইকে একই সাথে চিকিৎসা গ্রহণ করতে হবে।
★★প্রতিরোধ:
স্ক্যাবিস প্রতিরোধে জন্য কয়েকটি সাবধানতা অবলম্বন করা যেতে পারে:
➤ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
➤পরিষ্কার বিছানা ও কাপড় ব্যবহার ব্যবহার করা।
➤পরিস্কার তোয়ালে/গামছা ব্যবহার করা।
➤একজনের ব্যবহার করা তোয়ালে/গামছা অন্যজন ব্যবহার না করা।
➤থাকার জন্য গন হলরুম গুলো এড়িয়ে যাওয়া।
➤১৫০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় কাপড় ধোয়া এবং রোদে কাপড় শুকনো।
➤ঘনবসতিপূর্ণ জায়গা যেমন শিশু সদন, এতিমখানা, জেলখানা, হাসপাতাল এড়িয়ে চলা, পরিধেয় বস্ত্র ভাগাভাগি করে ব্যবহার না করা।
সচেতন হোন সুস্থ থাকুন।😊
MediGuides Bangladesh
#চুলকানি
#পাচড়া
#সচেতনতা