First Aid Box & Kits.

First Aid Box & Kits. "ফার্স্ট এইড বক্স অ্যান্ড কিটস" হ'ল সব ধ

03/08/2024

আগামীকালকে আওয়ামী লীগ সরকার শেষ মরণ কামড় টা দিবে। আমার ভয় হচ্ছে আগামীকাল জানি কতগুলো লাশ ফেলে দেয়। না হয় দেশটাকে কি গৃহযুদ্ধের দিকে দাবিত করবে? চট্টগ্রামে অলরেডি তান্ডব শুরু হয়ে গেছে তাদের শেষ প্ল্যান। সাধারণ জনগণ সবাই যদি মাঠে নামে তাহলে.....? আর না হয়.....?

সত্যিই ক্ষমতাটা অনেক লোভনীয়....... এই লোভটাকে সামলাতে পারছি না.........

এদেশের মানুষ চাই না মাটি আমার চাই.....
এদেশের মানুষ চাই না বিটিভি আমার চাই...
এদেশের মানুষ চাই না মেট্রোরেল আমার চাই....
এদেশের মানুষ চাইনা সেতু ভুবন আমার চাই....

সাধারণ জনগণ হিসেবে আর সহ্য করতে পারছি না।

সবাই কাজ করে খাবার আইটেম নিয়ে, পোশাক নিয়ে আমি কাজ করছি ফাস্টেড বক্স নিয়ে, মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে.আপনার প...
28/11/2020

সবাই কাজ করে খাবার আইটেম নিয়ে, পোশাক নিয়ে আমি কাজ করছি ফাস্টেড বক্স নিয়ে, মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে.আপনার পরিবারের সদস্যদের জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাসায় যদি ফাস্টেড বক্স থাকে তাহলে চিন্তা কিছুটা দূর করা যায়। আপনার পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আজি বাসায় একটি ফাস্টেড বক্স এবং কিডস রাখুন।

আপনার পরিবারের সদস্যদের জরুরি মুহূর্তে  প্রাথমিক চিকিৎসা   খুবই গুরুত্বপূর্ণ। তাই বাসায় যদি ফাস্টেড বক্স থাকে তাহলে চিন...
05/11/2020

আপনার পরিবারের সদস্যদের জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাসায় যদি ফাস্টেড বক্স থাকে তাহলে চিন্তা কিছুটা দূর করা যায়। আপনার পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আজি বাসায় একটি ফাস্টেড বক্স এবং কিডস রাখুন।

True
04/11/2020

True

আবারও আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।

আবারও আমেরিকার  প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।
04/11/2020

আবারও আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।

এই সবগুলা আইটেম পাবেন। দাম পড়বে ১০৮৫. কুরিয়ার সার্ভিস চার্জ ছাড়া।
06/10/2020

এই সবগুলা আইটেম পাবেন। দাম পড়বে ১০৮৫. কুরিয়ার সার্ভিস চার্জ ছাড়া।

 #সস্তার_বারো_অবস্থা!Surgical mask made in Bangladeshআমার পরিচিত একজন  বিজনেজ ম্যান। এক্সপোর্ট / ইমপোর্টের বিজনেজ করে থা...
29/05/2020

#সস্তার_বারো_অবস্থা!

Surgical mask made in Bangladesh

আমার পরিচিত একজন বিজনেজ ম্যান। এক্সপোর্ট / ইমপোর্টের বিজনেজ করে থাকেন।

উনার অনুরোধে আজ বাংলাদেশে ম্যানুফাকচারিং বিভিন্ন সার্জিক্যাল মাস্ক ফ্যাক্টির এবং ওয়ার হাউজ ভিজিট করতে যাই।

উনি ট্রাই করছেন বাংলাদেশ থেকে ভালো মানের সার্জিক্যাল মাস্ক ইউ এস এ, ইউরোপ / কানাডায় এক্সপোর্ট করবেন।

কিন্তু হায়! বাংলাদেশের তৈরী বেশীরভাগ মাস্কেই নুন্যতম কোয়ালিটি মেইনটেইন হয় নি।

আপনারা অনেকেই জেনে থাকবেন আমাদের আইডিয়াল সার্জিক্যাল মাস্ক ৩ লেয়ারের, তার মধ্যে মিডিল লেয়ারকে Melt Blowing fabric লেয়ার বলে, যা মূলত ৮০ ভাগ করোনা ভাইরাস আটকে দিতে সক্ষম।

কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা স্যাম্পল হিসেবে দুটি লোকাল ফ্যাক্টারি হতে ৫ ক্যাটাগরির মাস্ক গ্রহণ করি, এর মধ্য ৪ টি স্যাম্পল Melt Blowing লেয়ার নাই, আর সবচেয়ে যেটা ভালো স্যাম্পল সেখানে মাত্র ২৫ ভাগ Melt blowing লেয়ার আছে।

তাই সবার কাছে অনুরোধ ভালো ব্রান্ড, ভালো সোর্স ছাড়া কম দামী দেশী সার্জিক্যাল মাস্ক কিনবেন না।

ইদানিং বিভিন্ন গ্রুপে অনেকে দেশী নিম্নমানের সার্জিক্যাল ফেস মাস্ক সেল নিয়ে পোস্ট দিচ্ছেন। সবগুলো প্রোডাক্ট সস্তা আর নিম্নমানের। হয়তোবা অনেক না বুঝে এরকম বিজনেজ প্রোমোটিং পোস্ট দিয়েছে।

বর্তমান বাজারে ভালো কোয়ালিটির ৫০ পিস বক্স সার্জিক্যাল মাস্কের খুচরা দাম ১০০০ থেকে ১৫০০ উপরে। আবার পাওয়ায় দুষ্কর।

আর সবচেয়ে কিছু ভয়ংকর বিষয় হচ্ছে, বাংলাদেশের কতিপয় অসাধু ব্যাবসায়ী চাইনিজ /থাই মাস্কের নকল প্যাকেট তৈরী করে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক বাজারজাত করছে।

দেশী সস্তা আর নকল মাস্কের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক ইমপোর্টারা ইদানিং চায়না থেকে ভালো মানের সার্জিক্যাল মাস্ক নিয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছেন।

( বিঃ দ্রঃ Google, Youtube এ Surgical mask লিখে সার্চ দিলে অনেক তথ্য জানতে পারবেন)
ধন্যবাদ।
Collected & Edited

24/05/2020

এই ভিডিও থেকে পোড়া স্ক্রিনের জন্য প্রাথমিক চিকিত্সা কীভাবে নিতে হবে তা আমরা বুঝতে পারি।আমাদের ফেসবুক পৃষ্ঠাটি পছন্দ করুন.

22/05/2020

Address

Vaiya Online Surgical Store, House No:406, Koborosthan Road, East Badda
Dhaka
1212

Telephone

+8801518325788

Website

Alerts

Be the first to know and let us send you an email when First Aid Box & Kits. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to First Aid Box & Kits.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram