29/05/2020
#সস্তার_বারো_অবস্থা!
Surgical mask made in Bangladesh
আমার পরিচিত একজন বিজনেজ ম্যান। এক্সপোর্ট / ইমপোর্টের বিজনেজ করে থাকেন।
উনার অনুরোধে আজ বাংলাদেশে ম্যানুফাকচারিং বিভিন্ন সার্জিক্যাল মাস্ক ফ্যাক্টির এবং ওয়ার হাউজ ভিজিট করতে যাই।
উনি ট্রাই করছেন বাংলাদেশ থেকে ভালো মানের সার্জিক্যাল মাস্ক ইউ এস এ, ইউরোপ / কানাডায় এক্সপোর্ট করবেন।
কিন্তু হায়! বাংলাদেশের তৈরী বেশীরভাগ মাস্কেই নুন্যতম কোয়ালিটি মেইনটেইন হয় নি।
আপনারা অনেকেই জেনে থাকবেন আমাদের আইডিয়াল সার্জিক্যাল মাস্ক ৩ লেয়ারের, তার মধ্যে মিডিল লেয়ারকে Melt Blowing fabric লেয়ার বলে, যা মূলত ৮০ ভাগ করোনা ভাইরাস আটকে দিতে সক্ষম।
কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা স্যাম্পল হিসেবে দুটি লোকাল ফ্যাক্টারি হতে ৫ ক্যাটাগরির মাস্ক গ্রহণ করি, এর মধ্য ৪ টি স্যাম্পল Melt Blowing লেয়ার নাই, আর সবচেয়ে যেটা ভালো স্যাম্পল সেখানে মাত্র ২৫ ভাগ Melt blowing লেয়ার আছে।
তাই সবার কাছে অনুরোধ ভালো ব্রান্ড, ভালো সোর্স ছাড়া কম দামী দেশী সার্জিক্যাল মাস্ক কিনবেন না।
ইদানিং বিভিন্ন গ্রুপে অনেকে দেশী নিম্নমানের সার্জিক্যাল ফেস মাস্ক সেল নিয়ে পোস্ট দিচ্ছেন। সবগুলো প্রোডাক্ট সস্তা আর নিম্নমানের। হয়তোবা অনেক না বুঝে এরকম বিজনেজ প্রোমোটিং পোস্ট দিয়েছে।
বর্তমান বাজারে ভালো কোয়ালিটির ৫০ পিস বক্স সার্জিক্যাল মাস্কের খুচরা দাম ১০০০ থেকে ১৫০০ উপরে। আবার পাওয়ায় দুষ্কর।
আর সবচেয়ে কিছু ভয়ংকর বিষয় হচ্ছে, বাংলাদেশের কতিপয় অসাধু ব্যাবসায়ী চাইনিজ /থাই মাস্কের নকল প্যাকেট তৈরী করে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক বাজারজাত করছে।
দেশী সস্তা আর নকল মাস্কের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক ইমপোর্টারা ইদানিং চায়না থেকে ভালো মানের সার্জিক্যাল মাস্ক নিয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছেন।
( বিঃ দ্রঃ Google, Youtube এ Surgical mask লিখে সার্চ দিলে অনেক তথ্য জানতে পারবেন)
ধন্যবাদ।
Collected & Edited