Lokman

Lokman রাসুল (সা.)বলেন রোগ-ব্যাধি মহান আল্লাহ তা’আলার পক্ষ থেকে নিয়ামত তাই আমাদের উচিত ধৈর্যের পরিচয় দেওয়া

03/05/2023

~~~ 💕 অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য 💕 ~~~
~~💞ফেসবুকে কাদেরকে বন্ধু বানাবেন💞~~
১. যাদের থেকে কিছু শিখতে পারবেন, তাদেরকে
অবশ্যই বন্ধু বানাবেন। (সূরা নাহাল ১৬/৪৩,
বুখারী হাদীস নং-৭৫৭, ৮৯৩, ১৩৮৫)
২. যাদেরকে শিখাতে পারবেন, তাদেরকে সাথে
রাখাবেন। (সূরা যারিয়াত ৫১/৫৫) কারণ, হাদীস
অনুসারে ‘দুনিয়া অভিশপ্ত ও তাতে যা আছে তাও
অভিশপ্ত, তবে যদি আল্লাহর স্মরণ ও তার সাথে
সম্পৃক্ত অথবা আলেম বা তালেবে ইলম হয়।
(সুনান ইবনু মাযাহ হাদীস নং-৩৩৩৬)
৩. যাদের সাথে থাকলে ঈমান বাড়বে। (সূরা
তাওবা, ৯/১২৪-১২৫, সূরা আহযাব : ৩৩/২২,
সুরা কাহফ, ১৮/ ১৩)
৪. যাদের সাথে থাকলে আখেরাতে আপনার
কাজে লাগবে বলে আপনার বিশ্বাস হবে।
(সূরা মায়েদা ৫/৫৫; সুরা ফাতাহ ৪৮/২৯, সূরা
হাসর ৫৯/১০)

কাদের সাথে বন্ধুত্ব না রাখা দরকার?
১. যারা নিজেরা আলেম নয় অথচ আলেমদের
পিছনে লেগে থাকে। (সূরা বাকারাহ, ২/১১-১২)
২. যারা আপনার চেয়ে অজ্ঞ, অথচ আপনাকে
শিখাতে চায়। (বুখারী ১০০, মুসলিম ২৬৭৩,
মিসকাত হাদীস-২০৬)
৩. যারা আপনার সাধারণ দোষ ত্রুটিকে বড়
করে দেখাতে পছন্দ করে। (সুরা হুমাযাহ- ১)
৪. যারা আপনার সাথে ফিকহী বিষয় অথবা মত
পার্থক্যের স্থানে আপনার জন্য ওযর দেখে না।
(সুরা নাহাল, ১৬/১০৬)
৫. যারা বিদ‘আতের দিকে আহ্বানকারী, অর্থাৎ
আকীদার মৌলিক বিষয়ে আপনার কথা শুনার
মত কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। (মিশকাত
হাদীস/১৪৭)
৬. যারা মিথ্যা সংবাদ পরিবেশন করতে দ্বিধা করে
না। (সূরা হুজুরাত, ৪৯/৬)
৭. যারা কোনো শাইখের ভালোবাসায় অন্ধ।
(সুনানুল কুবরা বায়হাকী হাদীস/২১৩৬)
৮. যারা দলের অনুসরণে অন্ধ। (সূরা রুম-
৩০/৩০-৩১)
৯. যারা আপনার কাছে অন্য আলেমের গীবত
করে বেড়ায়। (সুরা হুজুরাত, ৪৯/১২)
১০. যারা ক্রস-ফতোয়া তালাশ করে বেড়ায়।
(সূরা কাসাস ২৮/৫০ সূরা ফুরকান- ২৫/৪৩)

সংযুক্তঃ
১১. যারা অনার্থক ইসলামের সমালোচনা করে।
নাস্তিক এবং খ্রীষ্টান মিশনারি (সূরা আনআম
৬/৬৮, সূরা নিসা-১৪০)
১২. সাধারণ মুসলিমদের জন্য ভ্রান্ত ফিরকার
অনুসারিদের যেমন শিয়া, মুতাজিলা, খারেজি,
কাদিয়ানী, হিজবুত তাওহিদ, আহলে কুরআন,
এদের কে বন্ধু না বানানো। (সূরা আনাম ৬/১৫৩-
১৫৯, সূরা নিসা ৪/৫৯-৬৩)
১৩. পুরুষদের জন্য অপ্রয়োজনীয় নারী বন্ধু
বানানো। এবং নারীদের জন্য অপ্রয়োজনীয়
পুরুষ বন্ধু বানানো থেকে দুরে থাকতে হবে।
(সূরা বাণীইসাঈল ১৭/৩২, সূরা নুর ২৪/১৯,
সুনানে তিরমিজি হাঃ-১১৭১,

09/04/2023

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের রইল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা! আগামী ১২ তারিখ থেকে ২৮ তারিখ পযন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। কোন অর্ডার নেওয়া হবে না। ২৮ তারিখের পর থেকে আবার অর্ডার নেওয়া হবে ইনশাআল্লাহ। ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, রুহানি চিকিৎসা সহ যৌন সমস্যা চিকিৎসা প্রদান করা হবে। সবাই সবার জন্য দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেস্টা করবেন সুন্নতি নিয়মে দৈনিন্দন কাজ কর্ম খানা খাবার চেষ্টা করবেন। তাহলে মহান আল্লাহ আমার আপনার পরিবার সহ সবাইকে কে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করেন নিজ নিজ এলাকায় এতেকাফে বসার জন্য। সবাইকে আল্লাহ এই রমজানে সুস্থতা দান কর এবং সকলকে মাফ করে দিন। আমিন সুম্মাআমিন।

আলহামদুলিল্লাহ উপকার পাচ্ছে তার কিছু চিত্র।
29/03/2023

আলহামদুলিল্লাহ উপকার পাচ্ছে তার কিছু চিত্র।

কোষ্ঠকাঠিন্য মাত্র ১ দিনে ফলাফল "ইনশাআল্লাহ"পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং প্রচারের জন্য  বিশাল ডিসকাউন্ট চলছে 500 টাকার ...
26/03/2023

কোষ্ঠকাঠিন্য মাত্র ১ দিনে ফলাফল "ইনশাআল্লাহ"
পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং প্রচারের জন্য বিশাল ডিসকাউন্ট চলছে 500 টাকার ইমসাক পাচ্ছেন মাত্র 450 টাকা! সাথে পাচ্ছেন
সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রী ।
আপনি কি দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন...
বুক জ্বালাপোড়া
চুনা ঢেকুর
পুরাতন আমাশয়
গ্যাস্ট্রিক
কোষ্ঠকাঠিন্য
ibs এর ..
আমাদের সকলের পরিচিত বেশ কয়েকটি উপাদান দ্বারা তৈরি হয়েছে...আমলকি, হরতকি, বহেরা ,সোনাপাতা ,মেথিগুঁড়া ,কালো মেঘ ,কাচা হলুদ, কালোজিরা সহ আরো কয়েকটি উপাদান দ্বারা তৈরি।
এটি ব্যবহারে আপনি কি কি উপকার পাবেন...
১| ৯৯%গ্যাসের সমস্যা দূর হবে
২| পুরাতন আমাশয় থেকে মুক্তি পাবেন
৩|আইবিএস সমস্যা দূর হবে
৪|অরুচি দূর হবে
৫|চুল পড়া অনেকাংশে কমে যাবে
৬|কোষ্ঠকাঠিন্য দূর হবে
৭|অনিদ্রা দূর হবে
৮|হজম শক্তি বৃদ্ধি পাবে
৯|কর্ম ক্ষমতা বৃদ্ধি করবে
১০|মাথা ঘোরা ,ঝিমঝিম ভাব,শারীরিক দুর্বলতা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন |
১১|প্রস্রাবের সমস্যা দূর হবে
আমাদের এই ইমসাক এ সামান্যতম পার্শ্বপ্রতিক্রিয়া নেই....

১০০% ন্যাচরাল পেটের সমস্যা চিরবিদায় দিতে ইমসাক।
এক ফাইল সেবনে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
সেবনের নিয়ম : প্রথম দিন ২টা বড়ি কুসুম গরম পানি দিয়ে খাবেন। সকালে পেট খালি হবে তখন ঠান্ডা পানি পেট ভরে খাবেন যতবার যাবেন ততবার ঠান্ডা পানি খাবেন।মনে রাখবেন যতক্ষণ পেটে গ্যাস থাকবে ততক্ষণে পানি বের হবে।
২য় দিন থেকে প্রতিদিন ১ টি রাতে ভরা পেটে খাবেন কুসুম গরম পানি দিয়ে।
গর্ভবতী মায়েরা খেতে পারবেন না।
সারাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। বিস্তারিত জানতে কল করুন - হোয়াটসঅ্যাপ নাম্বারে -01919770079

Address

উত্তর যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা, শহীদ জিয়া কলেজের পিছনে।
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Lokman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lokman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram