Mushfique Bahar

Mushfique Bahar Psychologist & counsellor, Poet & Reciter, Aviation Expert.

দোল ভাটিয়ালি এ নদী রূপালি ঢেউয়ের তালে নৌকা বাজাও।ওঠো ও গোলাপ জাগাও আমাকেকাঁটার পুলকে যে উদ্ভাসিতদুলছে আকাশ জল তির তিরজ্ব...
11/05/2025

দোল ভাটিয়ালি এ নদী রূপালি
ঢেউয়ের তালে নৌকা বাজাও।

ওঠো ও গোলাপ জাগাও আমাকে
কাঁটার পুলকে যে উদ্ভাসিত
দুলছে আকাশ জল তির তির
জ্বলছে শরীর অমীমাংসিত।

রৌদ্রজ্জ্বল শহরে অলকানন্দার সারি উঁকি দিয়ে দেখে আর চরম বিষ্ময়ে স্বাগত জানায়।
29/04/2025

রৌদ্রজ্জ্বল শহরে অলকানন্দার সারি উঁকি দিয়ে দেখে আর চরম বিষ্ময়ে স্বাগত জানায়।

16/12/2024
26/09/2024
ফোন নষ্ট হয়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে আমার +8801911708214 এই নম্বরে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। প্রয়োজনে রেগুলার কল, ম্যাসেঞ...
15/08/2024

ফোন নষ্ট হয়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে আমার +8801911708214 এই নম্বরে হোয়াটসঅ্যাপ কাজ করছে না।
প্রয়োজনে রেগুলার কল, ম্যাসেঞ্জার অথবা +6591365079 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।

থাইল্যান্ডে গেলে এই কফি পানীয় টা আমি সবচেয়ে বেশি খাই, ঠান্ডা কিংবা গরম যে কোনো সময় এটার স্বাদ খুবই দারুন।
09/05/2024

থাইল্যান্ডে গেলে এই কফি পানীয় টা আমি সবচেয়ে বেশি খাই, ঠান্ডা কিংবা গরম যে কোনো সময় এটার স্বাদ খুবই দারুন।

ব্যাংকক-এর পাইকারি ফলের আড়ৎ। মূল শহর থেকে একটু দূরে, ডন মুয়াং এয়ারপোর্টের কাছে। এটা আম পট্টি, যতদূর চোখ যায় শুধু আম-আর-আ...
30/04/2024

ব্যাংকক-এর পাইকারি ফলের আড়ৎ। মূল শহর থেকে একটু দূরে, ডন মুয়াং এয়ারপোর্টের কাছে। এটা আম পট্টি, যতদূর চোখ যায় শুধু আম-আর-আম। প্রতি কেজি আম সর্বনিম্ন ১২ টাকা(৩বাথ) থেকে দাম শুরু, যেটা আসলেই আমাদের দেশের পানির দামের থেকেও অনেক কম।

21/04/2024

মানুষ কেনো এরকম ?
দেহের ভাষায় বুঝি মন বেরহম,
কোথা সুদূর থেকে দেখে ফেলে তীর
মনের মানুষ জানে কতোটা গভীর,
কতোটা গভীর জলে, তুমি-আমি মাছ
মন যদি পাখি হয় শরীরটা গাছ,
উড়ে সে যাবেই চলে ভাবনার অতীত
আমরা রইবো বসে যেনো আজ শীত,
শীতের বাতাস জানে কুয়াশার ভাষা
শরীর বোঝে না মন, মন খোঁজে আশা,
আশায় বাঁধে যে ঘর, সেই ঘর ফাঁকা
একসাথে আমাদের এই একা থাকা,
মানুষের মন কেনো পাখি হতে চায়
তবু দেহ ডুবে মরে প্রেম যমুনায়।
মানুষ . . . . . .
মানুষ . . . . . .
মানুষ কেনো এরকম, কেনো এরকম ?
দেহের ভাষায় বুঝি মন বেরহম।

Address

Road # 4, Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Mushfique Bahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category