Dr. Sabikun Nahar Sabrin

Dr. Sabikun Nahar Sabrin Dr. Sabikun Nahar Sabrin
D.H.M.S , B.H.B (Dhaka)
khilgaon, Dhaka. Provides Homoeo Treatment & medical Your trusted homeopathy..

Provides Homeo Treatments & medical advice.Also provides online homeo treatments & delivered medicine to hole country by courier service. Ensure 100% effective treatments & original German medicine..

18/07/2025
কুয়েত প্রবাসী রোগীকে ভেরিকোসিল জন্য ঔষধ পাঠালাম। ভেরিকোসিল রোগীর সুস্থতার ক্ষেত্রে আমাদের ৯৫% সফলতা রয়েছে আলহামদুলিল্ল...
04/07/2025

কুয়েত প্রবাসী রোগীকে ভেরিকোসিল জন্য ঔষধ পাঠালাম। ভেরিকোসিল রোগীর সুস্থতার ক্ষেত্রে আমাদের ৯৫% সফলতা রয়েছে আলহামদুলিল্লাহ্।

( PCOS ) পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) হল মহিলাদের মধ্যে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) এর মাত্রা বেড়ে যাবার জন্য কি...
03/07/2025

( PCOS ) পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) হল মহিলাদের মধ্যে অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) এর মাত্রা বেড়ে যাবার জন্য কিছু উপসর্গের সমাহার। পিসিওএস আসলে একটি হরমোনজনিত ব্যাধি। সাধারণত সুস্থ মহিলাদের ডিম্বাশয় প্রত্যেক মাসে একটি করে ডিম্বানু ছেড়ে থাকে। এটি গর্ভদশা চলাকালীন পরিণত হয় নতুবা নির্মূল হয়ে একটি সাধারণ মাসিক চক্রের রূপ নেয়। কিন্তু যখন মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোন স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় তখন অ্যান্ড্রোজেন হরমোন আধ্যিকের কারণে ডিম্বাশয়ের আশপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয়। ফলে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু বড় হয়ে ডিম বের হওয়ার কথা, তাতে বাধা সৃষ্টি হয় এবং এভাবে একসময় ডিম বের হওয়া বন্ধ হয়ে যায়। পিসিওএসে আক্রান্ত মহিলাদের ডিম্বানুগুলি সঠিক ভাবে বেড়ে ওঠে না অথবা নিয়মিত ডিম্বস্ফোটন চক্রের সময় ডিম্বানু ছাড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এর ফলে নিয়মিত ঋতুচক্র বাধাগ্রস্থ হয়।

ওভারিয়ান সিস্ট কী, লক্ষণ ও চিকিৎসানারীরা ওভারিয়ান সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট জটিলতায় ভুগতে পারেন। ওভারি বা ডিম্বাশয়ে পানি...
13/05/2025

ওভারিয়ান সিস্ট কী, লক্ষণ ও চিকিৎসা

নারীরা ওভারিয়ান সিস্ট বা ডিম্বাশয়ের সিস্ট জটিলতায় ভুগতে পারেন। ওভারি বা ডিম্বাশয়ে পানিপূর্ণ থলেকে সিস্ট বলা হয়। যে কোনো বয়সী নারী এ রোগে আক্রান্ত হতে পারেন।

নারীরা অনেক ধরনের সিস্টে আক্রান্ত হয়ে থাকেন। যেমন– ফাংশনাল সিস্ট, পলিসিস্টিক (পিসিওএস) সিস্ট, অ্যান্ডমেট্রিওটিক সিস্ট, ডারময়েড সিস্ট এবং সিস্ট এডোনোমা। তবে একাধিক সিস্টকে একত্রে পলিসিস্ট বলা হয়। ওভারি বা ডিম্বাশয় ফিমেল রিপ্রোডাক্টিভ অঙ্গগুলোর মধ্যে অন্যতম।

ছোট ছোট সিস্ট পুঁতির মালার মতো ওভারি বা ডিম্বাশয়কে ঘিরে রাখে। এই সিস্টের জন্য ওভারির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

ওভারিয়ান সিস্ট রোগের কারণ

অনিয়মিত সেক্স লাইফ, হরমোনের সমস্যা, অল্পবয়সে ঋতুস্রাব শুরু হওয়ার কারণে সিস্টের সমস্যা দেখা দিতে পারে।

কিশোরীদের বয়ঃসন্ধিকালে এ সমস্যা হতে পারে। এ ছাড়া দেরিতে বিয়ে, দেরিতে সন্তান নেওয়ার কারণেও এ সমস্যা হতে পারে।

কিছু সিস্ট আছে, যা ক্যান্সারিয়াস (ম্যালিগন্যান্ট) হয়। সাধারণ কিছু লক্ষণের মাধ্যমে এ রোগ প্রকাশ পায়। তবে প্রাথমিক পর্যায়ে যদি এ রোগের চিকিৎসা শুরু করা যায়, তবে তা সারিয়ে তোলা সম্ভব। তবে তার আগে আমাদের সিস্ট হওয়ার লক্ষণগুলো জানতে হবে।

এই রোগের লক্ষণ-

এই রোগের কিছু লক্ষণ রয়েছে। অনিয়মিত ঋতুস্রাব, মাসিকের সময় মারাত্মক ব্যথা, তলপেট ফুলে যাওয়া, ব্যথা প্রস্রাবে সমস্যা, বমিভাব, সিস্টের ইনফেকশন, তলপেটে ব্যথার সঙ্গে হঠাৎ ওজন বৃদ্ধি পায়। তবে যদি ক্যান্সার দেখা দেয় তা হলে ওজন কমে যাবে।

ওভারিতে সিস্ট দেখা দিলে ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এ ছাড়া ওভারিয়ান সিস্ট হলে পেট ফাঁপা, বুক জ্বালাপোড়াও হয়ে থাকে। এই রোগ হলে পিঠে চাপ পড়ে এবং তা থেকে ব্যথা সৃষ্টি হয়। কেউ কেউ এ কারণে থাইয়ে ব্যথা অনুভব করে থাকেন।


চিকিৎসা

ওপরের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে বিয়ে করা এবং সন্তান নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

যদি বংশে কারও সিস্ট থাকে, তবে ঝুঁকি বেশি থাকে। সিস্টের কারনে বন্ধাত্ব সমস্যা দেখা দেয়। আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসায় রুগি স্থায়ীভাবে সুস্থ হয়ে বাচ্চা কনসিভ করার অসংখ্য সফল কেস রয়েছে।

সরাসরি বা অনলাইনে চিকিৎসা নিতে আপনার প্যাথলজিক্যাল রিপোর্টসহ যোগাযোগ করুন। অনলাইন রুগীদের ঔষধ কুরিয়ারে পৌঁছে দেয়া হয়।

Mobile:01714-652305
WhatsApp : 01969205563

29/04/2025

আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন।

আলহামদুলিল্লাহ্ আমাদের চিকিৎসায় প্রথম ডোজ ঔষধেই বাচ্চা কনসিভ করেছেন একজন আপু। প্রথম বেবী নষ্ট হওয়ার পর ২ বছর পার হয়ে যাও...
05/12/2024

আলহামদুলিল্লাহ্ আমাদের চিকিৎসায় প্রথম ডোজ ঔষধেই বাচ্চা কনসিভ করেছেন একজন আপু। প্রথম বেবী নষ্ট হওয়ার পর ২ বছর পার হয়ে যাওয়ার পরও কনসিভ হচ্ছিল না। আমাদের চিকিৎসায় মাত্র দেড়মাসের ঔষধে অর্থাৎ প্রথম ডোজেই বাচ্চা কনসিভ হলো।
রোগীর সমস্ত হিস্ট্রি শুনে অনলাইনে চিকিৎসা করা হয়। ঔষধ কুরিয়ারে পৌছে দেয়া হয়েছিল।
সন্তান দেয়ার মালিক আল্লাহ্। ডাক্তার উছিলা মাত্র। সমস্যা থাকলে সমাধানের জন্য ডাক্তারের কাছে যেতে হবে এবং সুচিকিৎসা নিতে হবে তাহলেই সমাধান সম্ভব। আমাদের চিকিৎসা নিতে রোগীর সকল প্যাথলজিক্যাল রিপোর্টসহ হোয়াটস্এপে যোগাযোগ করুন।

ডাঃ সাবিকুন্নাহার সাবরিন
ডি.এইচ.এম.এস ( ঢাকা )

নিরাময় হোমিও হল
তালতলা মার্কেট, খিলগাঁও, ঢাকা।
মোবাইল : ০১৭১৪-৬৫২৩০৫
হোয়াটস্এপ: ০১৯৬৯-২০৫৫৬৩

Address

Shop 245, 2nd Floor, Taltola Super Market, Khilgaon
Dhaka
1219

Telephone

+8801714652305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabikun Nahar Sabrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sabikun Nahar Sabrin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category