Madhyanagor Village Welfare society

Madhyanagor Village Welfare society This is nonprofit,nonpolitical& human poverty and health development organization in our village. we are serving the poor peoples and there health sick .

A non-profit,non-political, human poverty and health development organization.
একটি অলাভজনক, অরাজনৈতিক, মানুষের দারিদ্র্য ও স্বাস্থ্য উন্নয়ন সংস্থা

চৈত্রের ঝড়া পাতার মত ঝড়ে যাক জীবনের সমস্ত দুঃখ.. নতুন বছরে নতুন নতুন আশা আর নতুন স্বপ্নে ভরিয়ে দিক সবার মন.. শুভ নববর...
13/04/2019

চৈত্রের ঝড়া পাতার মত ঝড়ে যাক জীবনের সমস্ত দুঃখ.. নতুন বছরে নতুন নতুন আশা আর নতুন স্বপ্নে ভরিয়ে দিক সবার মন.. শুভ নববর্ষ( ১৪২৬)

হে মহান সৃষ্টিকর্তা তুমি তো সকল কিছু দেখ আর তুমি সবই নিয়ন্ত্রণ কর তোমার হুকুমে পৃথিবী টা চলে আর তোমার মহান সৃষ্টির সেরা ...
28/03/2019

হে মহান সৃষ্টিকর্তা
তুমি তো সকল কিছু দেখ
আর তুমি সবই নিয়ন্ত্রণ কর
তোমার হুকুমে পৃথিবী টা চলে
আর তোমার মহান সৃষ্টির সেরা জীব মানুষ তোমার নির্দেশে বাঁচে আর মরে
তবে কেন এমন মরন তুমি দিলে হে খোদা !

মাননীয় প্রধান মন্ত্রীর নিকট বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মোজাম্মেল হক " বঙ্গবন্ধু ও বাংলাদেশ " শীষক স্মরনিকা...
18/01/2018

মাননীয় প্রধান মন্ত্রীর নিকট বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মোজাম্মেল হক " বঙ্গবন্ধু ও বাংলাদেশ " শীষক স্মরনিকা প্রদান করেন ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন৷

15/03/2017

১৫ মার্চ- আরো ১৩২ জন বাংলাদেশি ‘জিটুজি প্লাস’র আওতায় মালয়েশিয়া যাচ্ছেন। ১৫ মার্চ বুধবার রাতে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। গেল শুক্রবার প্রথম ধাপে মালয়েশিয়া

01/12/2016
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী- এটা বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদের ঘোষণা। সাধ...
28/11/2016

সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী- এটা বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদের ঘোষণা। সাধারণ মানুষ সংবিধানে স্বীকৃত মৌলিক মানবাধিকার থেকে যেন বঞ্চিত না হয় এবং আইন ও মানবাধিকারের বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সহায়তা করার উদ্দেশ্যেই বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের অগ্রযাত্রা।
নিবেদক,
শেখ কামাল হোসাইন,
সভাপতি,
মধ্যনগর ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি,
সাধারন সম্পাদক,গুলশান থানা
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,
বিশেষ রির্পোটার,
বিডিনিউজডেস্ক.কম,গুলশান-ঢাকা.
সাংগাঠনিক সম্পাদক,
আওয়ামী শ্রমিকলীগ গুলশান আঞ্চলিক শাখা,
গুলশান,বনানী,বাড্ডা ও ভাটারা থানা-ঢাকা উত্তর.

সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী- এটা বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদের ঘোষণা। সাধ...
28/11/2016

সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী- এটা বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদের ঘোষণা। সাধারণ মানুষ সংবিধানে স্বীকৃত মৌলিক মানবাধিকার থেকে যেন বঞ্চিত না হয় এবং আইন ও মানবাধিকারের বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সহায়তা করার উদ্দেশ্যেই বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের অগ্রযাত্রা।

আমরা এই সংগঠনের মাধ্যমে এইসব অনাথ বৃদ্ধ লোকদের কে সাহায্য ও সহযোগিতা এবং চিকিৎসা করতে চাই,কারণ তারা তাদের আপনজন কতৃক বিত...
27/11/2016

আমরা এই সংগঠনের মাধ্যমে এইসব অনাথ বৃদ্ধ লোকদের কে সাহায্য ও সহযোগিতা এবং চিকিৎসা করতে চাই,কারণ তারা তাদের আপনজন কতৃক বিতারিত ও বঞ্ছিত,ওদের কেউ নেই,ওরা আজ এই পৃথিবীতে অসহায়,অবহেলিত।
তাই আসুন ,আমরা ওদের পাশে দাড়ায়,
কারণ ওরা ,আমাদের এই পৃথিবীর সমাজেরই অংশ,যা ওদের থেকে মানব সমাজ সৃষ্টি.
নিবেদক,
শেখ কামাল হোসাইন,
সভাপতি,
মধ্যনগর ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি,
সাধারন সম্পাদক,গুলশান থানা
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,
বিশেষ রির্পোটার,
বিডিনিউজডেস্ক.কম,গুলশান-ঢাকা.
সাংগাঠনিক সম্পাদক,
আওয়ামী শ্রমিকলীগ গুলশান আঞ্চলিক শাখা,
গুলশান,বনানী,বাড্ডা ও ভাটারা থানা-ঢাকা উত্তর.

তিন জনকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে ৷ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে...
25/11/2016

তিন জনকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে ৷
ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে। সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে, তাদের মনে রাখা দরকার, (আল্লাহ না করুন) বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ-সবল মানুষও যে কোনো সময় শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত, শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়ানো। কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের।
ইসলাম প্রতিবন্ধীদের প্রতি সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘তাদের (বিত্তশালী) ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে।’ –সূরা জারিয়াত :
১‍/ প্রতিবন্ধী,
২/পাগল
৩/অবলা বা অসহায় নারী,যার শরীরে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে।
হজরত রাসূলুল্লাহ (সা.) সমাজের সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। মৃদু বাকপ্রতিবন্ধী সাহাবি হজরত বেলালকে (রা.) মসজিদে প্রথম মোয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন। দৃষ্টিপ্রতিবন্ধী সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে (রা.) নবী করিম (সা.) দু’দু’বার মদিনার অস্থায়ী শাসনকর্তা নিযুক্ত করেন।
তিন জনকে সেবা করলে, আল্লাহর আরশ খুশি হয়,
১৷ মা বাবা,যিনি তোমাকে জম্ম দিয়েছে মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে,
২৷ শিক্ষা গুরু,যিনি তোমাকে মানুষ করেছেন এই পৃথিবীত,
৩৷এতিম,যার কেউ নেই দুনিয়াতে,তাই তাদের দায়িত্ব সকলের ৷

মনে হয়,তাদের কেউ নেই,আল্লাহ ছাড়া,এটাই কি সত্য ৷জাতীয় দৈনিকগুলোতে ছবিসহ ব্যানার হেডলাইন ছাপা হচ্ছে, ‘ নাফ নদীতে ভাসছে শত ...
24/11/2016

মনে হয়,তাদের কেউ নেই,আল্লাহ ছাড়া,এটাই কি সত্য ৷
জাতীয় দৈনিকগুলোতে ছবিসহ ব্যানার হেডলাইন ছাপা হচ্ছে, ‘ নাফ নদীতে ভাসছে শত শত রোহিঙ্গা’। এ দুনিয়ায় মনে হয় না এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে। পশ্চিমা দুনিয়ায় একটি কুকুর ছানা যদি ড্রেনে পড়ে তো উদ্ধারের জন্যে পুলিশ আধুনিক যন্ত্রপাতি নিয়ে হাজির হয়। টেলিভিশনের ক্যামেরা ক্রুরা ঘটনাস্থলে ছবি তোলার জন্যে হুমড়ি খেয়ে পড়ে । রোহিঙ্গাদের মত বনি আদমরা ক্ষুধার্ত, ভীত সন্ত্রস্ত্র হয়ে, জান বাঁচানোর জন্যে নদী ও সাগরে নৌকায় ভাসছে। তারা কি মুসলমান না মানুষ? মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক যখন তারা ক্ষুধার্ত ও প্রাণ বাঁচানোর ভয়ে সাগরে ভাসতে থাকে তখন যে কোনো রাষ্ট্র ও মানুষের চেতনা জাগ্রত হওয়ার কথা? রোহিঙ্গাদের ক্ষেত্রে কেন হচ্ছে না? কারণ তারা মুসলমান এই জন্যে কি? মুসলিম রাষ্ট্র বা ইসলাম নিয়ে যে সব দেশ অভিভাবকত্ব ফলাতে চান সেসব রাষ্ট্র কি এই মানবিক ইস্যু নিয়ে কিছু করছে? তারা কি মিয়ানমারে সংখ্যালঘু নয়? নাকি সংখ্যালঘু হলেই চলবে না তাকে অমুসলিম হতে হবে??
পাঠক সবিনয়ে বলছি আপনাদের পূর্ব তিমুরের কথা মনে আছে? আরেকটু মনে করার চেষ্টা করলে হয়ত বসনিয়ার ঘটনা মনে হতে পারে। প্রায় একই সময় পূর্ব তিমুর খ্রিস্টান অধ্যুষিত হওয়ায় দুনিয়ার অনেক রাষ্ট্র এগিয়ে এসেছে এর পাশাপাশি বসনিয়ায় মুসলিম নিধন চলেছে।
বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা আসতে চাইলেও তাদের ফেরত পাঠানো হয়েছে। ঘনবসতি, সীমিত সম্পদ, স্থান সংকুলানের অভাব, অপরাধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ইত্যাকার কারণ দেখিয়ে বেশ কয়েক লাখ রোহ্ঙ্গিা মুসলমানদের স্থান দিয়ে আর দিতে পারছে না বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ যতটা করেছে এবং বিশ্ববাসীকে বারবার রোহিঙ্গাদের ব্যাপারে একটা হিস্যা করার জন্যে আবেদনও করেছে তাতে কোনো সাড়া নেই। আর তাই মিয়ানমার সরকার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার পরও এখনো পূর্বের মত রোহিঙ্গা মুসলমানদের হত্যাযজ্ঞে মেতে উঠেছে। দেশটির সরকারের তরফ থেকে বলা হচ্ছে রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘটে আগুন দিচ্ছে। নিজেদের ঘরে আগুন দিয়ে সাগরের লোনা জলে ক্ষুধার্ত, পিপাসার্ত রোহিঙ্গারা এই শীতে ভাসছে। এরপরও বিশ্বাস করতে হচ্ছে আধুনিক সভ্য সমাজ মানবাধিকার সচেতন।
একজন ইহুদি নাগরিক বিশ্বের কোথাও অত্যাচারের শিকার হলে ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানায়। তাহলে লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের ওপর দশকের পর দশক ধরে মিয়ানমার সরকারের নির্যাতন, নারী ধর্ষণ আর হত্যাযজ্ঞে মুসলিম বিশ্ব, ওআইসি, হারাম শরীফের অভিভাবকদের নিশ্চুপ করে থাকা কি সাজে!

প্রতিবেদক এবং প্রতিবাধকারীঃ.....................
শেখ কামাল হোসাইন,
সাধারন সম্পাদক,গুলশান থানা শাখা,
জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন,
গুলশান-ঢাকা,বাংলাদেশ.৷
বিশেষ প্রতিবেদক,
বিডিনিউজডেক্স.কম
গুলশান-ঢাকা ,বাংলাদেশ.৷

হায়-রে মানবতা,হায়-রে মানবাধিকার,কোথায় যাবে রোহিংগা মুসলিমারা,কার কাছে বিচার ই বা পাবে????????????????????????????????ফ্য...
22/11/2016

হায়-রে মানবতা,হায়-রে মানবাধিকার,কোথায় যাবে রোহিংগা মুসলিমারা,কার কাছে বিচার ই বা পাবে????????????????????????????????
ফ্যাক্ট-১: মিয়ানমারে চলমান ‘এথনিক ক্লিনজিং’-এর তীব্র নিন্দা জানাই।
ফ্যাক্ট-২: পৃথিবীর যে কোন ভৌগলিক সীমারেখায় (যে কোন দেশের অভ্যন্তরে বা অান্তঃদেশীয়) শুধু সংখ্যায় কম হবার কারণে, যে কোন ধর্মের, যে জাতির উপর অত্যাচার অার নিপীড়নের বিরোদ্ধে নিন্দা জানাই। সংখ্যায় কম হওয়া কোন অপরাধ নয়, অথচ অাজকের বাস্তবতা এমন অবস্থায় দাঁড়িয়েছে যেন এটা জন্মগত অপরাধ।
ফ্যাক্ট -৩: যখন কোন দেশের অভ্যন্তরে বা অান্তঃদেশীয় সীমানায় এথনিক ক্লিনসিং সংগঠিত হয়, তখন প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে সে দেশের রাজনৈতিক কাঠামোও জড়িত। রাষ্ট্রীয় পেটুয়াবাহিনী দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হয় সবচেয়ে বেশি। অার এসব ঘটনায় সরকার ও রাজনৈতিক মহলের মৌন সম্মতিও থাকে। এ কারণে মিয়ানমারের ঘটনার দায় অং সান সুচি অার তাদের দেশের রাজনৈতিক দলগুলো এড়িয়ে যেতে পারে না। মিয়ানমার রাষ্ট্রটাই সরকার গঠন করেছে সেনাবাহিনী বুকে নিয়ে। অর্থাৎ, রাষ্ট্র পরিচালনার বহিরাবরণ যা-ই হোক, মেরুদণ্ড হলো সেনাবাহিনী। যে কোন রাষ্ট্রীয় পেটুয়াবাহিনী অার সাধারণ অামজনতা এক নয়। সেনাবাহিনীর শ্লোগানে সমর, শান্তি অার অাদর্শের কথা থাকলেও, বিশ্বরাজনীতি অার দেশে দেশে যুদ্ধের ইতিহাস বলে এরাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। মিয়ানমারেও তাই। মিয়ানমারের সাধারণ মানুষেরা অামাদের দেশের সাধারণ মানুষের মতই। মিডিয়া রিপোর্টে বারবার অভিযোগ এসেছে সামরিক বাহিনীর প্রত্যেক্ষ অংশগ্রহণে সেখানে এথনিক ক্লিনসিং চলছে। তাই, সমস্ত বার্মিজ জাতিকে ও সাধারণ মানুষকে দোষ দিয়ে ঘৃণা-বিদ্বেষ না ছড়িয়ে অাসল অপরাধীদের বিরুদ্ধেই অামাদের কথা বলা উচিত।
ফ্যাক্ট -৪: মিয়ানমারের রোহিঙ্গা নিধন অার অামাদের মুক্তিযুদ্ধকে যারা তুলনা করছেন, তাদের প্রতি সম্মান নিয়ে বলছি, এটা না-লায়েক চিন্তা-ভাবনা। একটা রাষ্ট্রের জন্মযুদ্ধকে যে কোন ঘটনার সাথে প্রতিতুলনা করতে করতে সেই রক্তক্ষয়ী মহান সংগ্রামের মহত্ব ধীরে ধীরে হালকা হয়ে যায়, তত্ত্বগত দিক থেকেও এমনটি জানা যায়। ফলে এখানে বুঝার বিষয় হলো, পাকিস্তানের সেনাবাহিনী যখন অামাদের দেশে মানবাধিকার লঙ্ঘন করে চলেছিল ১৯৭১ এ, অামেরিকা যখন পাকিস্তানেরর পক্ষে হাওয়া দিয়েছিল, তখনো পাকিস্তান কিংবা অামেরিকাতে এমন সাধারণ মানুষজনের অস্তিত্ব ছিল যারা ছিল যুদ্ধের বিপক্ষে, শান্তির পক্ষে। এখনো ভারত পাকিস্তান অান্তঃদেশীয় বৈরী সম্পর্কের বলি সাধারণ মানুষ, অথচ সাধারণ মানুষ কখনোই ধ্বংসযজ্ঞ চায় না। শান্তি চায়। এসব উদাহরণ থেকে এটাই বলতে চাইছি, প্রতিটি হত্যাযজ্ঞের অালাদা অালাদা ধরণ, কারণ, মাত্রা থাকে। তুলনা করলে অাসল চিত্র লুকিয়ে পড়ে। প্রতিটি হত্যাযজ্ঞের বলি সাধারণ মানুষ, অার মূল ভিলেন রাষ্ট্রীয় পেটুয়াবাহিনী। ফলে অাসাদের ঘৃণা হোক সেই পেটুয়াবাহিনীর বিরোদ্ধে, কোন দেশের সাধারণ মানুষের প্রতিও না।
ফ্যাক্ট -৫: কেউ কি দয়া করে অামাকে বুঝিয়ে বলবেন কী করে নোবেল কাড়িয়া লইয়া রোহিঙ্গা নিধন বন্ধ করা সম্ভব?

প্রতিবেদক এবং প্রতিবাধকারী:
শেখ কামাল হোসাইন,সাধারন সম্পাদক,গুলশান থানা শাখা,
জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন,গুলশান-২,ঢাকা-১২১২,বাংলাদেশ.
মোবাইল # +8801730 200 700.
Email:sheikhkamalhossain@gmail.com
শেখ কামাল হোসাইন.
বিশেষ প্রতিবেদক,বিডিনিউজডেক্স.কম

Address

Dhaka
1630

Alerts

Be the first to know and let us send you an email when Madhyanagor Village Welfare society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Madhyanagor Village Welfare society:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram