ভ্রমন পিপাসু

ভ্রমন পিপাসু সুন্দর মনের মানুষ গুলোই ঘুরতে পছন্দ করে?

14/01/2025
13/01/2025

💞💞💞

12/01/2025

শীতকালে পাখির কলকাকলিতে মুখরিত গ্রাম বাংলার হাওর বাওর।

🟠বিসমিল্লাহির রহমানির রাহীম🟠আগামী ৩১অক্টোবর রাতে রওনা সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং ও কক্সবাজার ভ্রমণ মাত্র ১৯৯৯টাকা। যাত্রা...
31/10/2024

🟠বিসমিল্লাহির রহমানির রাহীম🟠
আগামী ৩১অক্টোবর রাতে রওনা সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং ও কক্সবাজার ভ্রমণ মাত্র ১৯৯৯টাকা।

যাত্রার তারিখঃ
৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০.০০টা বাজে সায়েদাবাদ থেকে যাত্রা শুরু।

ফেরার তারিখঃ
০২ নভেম্বর শনিবার রাত ৯.০০টায় কক্সবাজার থেকে রওনা এবং ০৩ নভেম্বর রবিবার সকাল ৬টা বাজে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

বুকিং ফি - জনপ্রতি ৫১০টাকা।

01965-650477(বিকাশ)

ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।

যোগাযোগের ঠিকানাঃ
================
অফিস
২য় তলা রেলগেইট সুপার মার্কেট, সায়েদাবাদ, ঢাকা।

ফাউন্ডার এডমিনঃ
রানা
01965650477

এই খরচে যা যা দেখবো
======================

১. সোনাদিয়া দ্বীপ।
২. কক্সবাজার সমুদ্র সৈকত।
৩. কলাতলী বীচ।
৪. সুগন্ধা বীচ।
৫. লাবনী বীচ

এই ইভেন্ট খরচে যা যা থাকছে।।
======================

☞ ঢাকা - কক্সবাজার - ঢাকা বাসের টিকিট।
☞ দুইদিনে মোট পাঁচ বেলা মূল খাবার।

এই খরচে কি কি থাকছেনা
===================
👉 হাইওয়েতে যাত্রাবিরতির খাবার
👉ঔষধ কিংবা ব্যক্তিগত খরচ
👉 ট্রলার সোনাদিয়া দ্বীপে যাওয়া আসা।
👉 এক রাত তাবুতে থাকার খরচ।
👉লোকাল ট্রান্সপোর্ট

খাবার মেন্যু
========
১ম দিনঃ
======
#সকালেঃ পরোটা, ডালভাজি, ডিম/ভুনা খিচুড়ি ডিম

#দুপুরেঃ ভাত, ভর্তা, মাছ/মুরগি ডাল

#রাতেঃ মুরগির কোয়াটার বারবিকিউ পরোটা, সস

২য় দিনঃ
======
#সকালেঃ পরোটা, ডালভাজি, ডিম অথবা ভুনা খিচুড়ি ও ডিম
#দুপুরেঃ ভাত, ভর্তা, মুরগি, ডাল।

এই ট্যুরের প্লানঃ
===========

৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতের বাসে সায়েদাবাদ থেকে রওনা হবো কক্সবাজার এর উদ্দেশ্যে।

১ম দিন________শুক্রবার
আমরা কক্সবাজার কক্সবাজার নেমে ফ্রেস হয়ে সকালের নাস্তা করে কক্সবাজার বীচে গোসল করতে চলে যাবো। গোসল করে এসে ফ্রেস হয়ে দুপুরের লাঞ্চ করে ট্রলারে করে চলে যাব সোনাদিয়া দ্বিপে, সোনাদিয়া পৌছে শেষ বিকেলের সূর্যাস্ত উপভোগ করবো সাগর পাড়ে বসে। আড্ডা, ঘুরাঘুরি, গান করে রাতের খাবার খেয়ে ঘুম। শুনতে পারবেন নিরবতার মাঝে সাগরের গর্জন।

২য় দিন ________ শনিবার
সকালে ঘুম থেকে উঠে সূর্যােদয় দেখবো। তারপর সকালের নাস্তা করে চলে যাবো বীচে গোসল করতে।গোসল করে ফ্রেস হয়ে ঘুরে দেখবো দ্বীপটাকে । দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকেলের নৌকায় কক্সবাজার ব্যাক করবো। সন্ধায় কক্সবাজার নিজ খরচে শপিং ও রাতের খাবার খেয়ে কক্সবাজার থেকে রাতের বাসে এ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব

৩য় দিন________রবিবার
সকালে ঢাকা সায়েদাবাদ থাকবো ইনশাআল্লাহ।

🇧🇩যারা যারা এই ট্যুরে যাওয়ার ইচ্ছা পোষন করছেন তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব পরিচিতরাও জয়েন করতে পারবেন।

ভ্রমন পিপাসুদের আস্থার প্রতীক

16/07/2023

পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না এমনকি স্পর্শ করা যায় না, সেগুলি অবশ্যই হৃদয় দিয়ে অনুভব করতে হয়।

31/01/2023

খালের উপর চিকন পাইপ পার হবার দুই বন্ধুর চ্যালেন্জ

28/12/2022

পুকুরে কি কি মাছ ধরা পড়ল?

27/12/2022

এত কমে গ্রামের বাজার মাছ পাওয়া যায়, অবিশ্বাস্য।
#মাছ

27/12/2022

Address

290/A Khilgaon
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমন পিপাসু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share