04/09/2023
সাহায্য গুলো এমন হোক যেন বিপদ মুক্তি পর্যন্ত পাশে থাকা হয়।
# ক্যান্সার যোদ্ধা মীমকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন #
২৬ বছর বয়সী মীম দূরারগ্য ব্যাধি ব্রেন টিউমারে ভুগছে।
তার জন্যে
আমাদের কি কিছুই করার নেই!!! কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার একজন যোদ্ধা হতে চাওয়া মেয়েটা বিগত ৩ বছর ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করে আসছে। এ পর্যন্ত ২ বার তার ব্রেন সার্জারি হয়েছে কিন্তু সফল হয়নি। বর্তমানে তার শরীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং ডাক্তারদের ভাষ্য অনুযায়ী খুব দ্রুত ভারতে বা অন্য কোন দেশে যেখানে প্রোটন থেরাপির ব্যবস্থা আছে সেখানে গিয়ে উন্নত চিকিৎসা শুরু না হলে হয়তো সে আর আমাদের মাঝে থাকবে না। সার্জারিও করাতে হবে। এতে আনুমানিক ১ কোটি টাকা লাগবে। চাকরিজীবি বাবা মায়ের কন্যা সে। যারা দীর্ঘ ৩ বছর মীমের চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব প্রায়। কোন একজন মানুষের জন্য এটা অনেক টাকা। কিন্তু ১৮ কোটি মানুষের বাংলাদেশে এটা কি আসলেই অসম্ভব?!! মীমকে বাঁচানোর জন্য, ক্যান্সারকে হারানোর জন্য আমাদের সকলকে মীমের পাশে দাঁড়াতে হবে।
মীম আপনাদের মেয়ে এবং বোনের বয়সী। আপনাদের কাছে অনুরোধ মীমকে বাঁচানোর লড়াইয়ে আপনারা যে যেভাবে পারেন নিজেদের সামর্থ্য মতো সাহায্য করুন। আর আপনার যে বন্ধুটি বা পরিচিত মানুষটি অনুদান দিতে সক্ষম, তাকে ট্যাগ করুন বা তার সাথে এই পোস্ট টি শেয়ার করুন। হয়ত আপনার এই অংশগ্রহণটুকুই বাঁচিয়ে দিতে পারে মীমের জীবন!! আর ওর জন্য দুয়া করুন।
বিকাশ নাম্বার
01704241983
নগদ নাম্বার
015 7139 1314
ব্যাংক একাউন্ট ডিটেল ১ঃ
মোঃ মিজানুর রহমান
A/C 6018634007248
সোনালি ব্যাংক, মধুপুর, টাংগাইল।
ব্যাংক একাউন্ট ডিটেল ২ঃ
সানিয়া রহমান
1711510126083
ডাচ বাংলা ব্যাংক,
সাতমসজিদ রোড ব্রাঞ্চ, ঢাকা