20/07/2025
জাপানে কেয়ারগিভার ভিসার বিস্তারিত 🇯🇵
SSW NURSING CARE🎌
SSW NURSING CARE কাদের জন্য?যারা কেয়ারগিভার কাজ করার জন্য SSW ভিসায় জাপান যেতে চান কিংবা উচ্চ বেতনে কাজ করতে চান তাদেরজন্য SSW নার্সিং কেয়ার স্কিল,এবং নার্সিং কেয়ার লেংগুয়েজ পাস করতে হবে।
SSW হলো SPECIFIED SKILLED ওওড়কেড়
যার বাংলা অর্থ "নির্দিষ্ট দক্ষ কর্মী"। আর নার্সিং কেয়ার কি? নার্সিং কেয়ার এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এ পেশার মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিকভাবে কোন রোগী বা ব্যক্তির স্বাস্থ্য পুণরুদ্ধার এবং জীবনযাত্রার গুরুত্বতা তুলে ধরা হয়।নার্সিং কেয়ার কে কেয়ারগিভিং বলা হয়।
কেয়ারগিভিং এ কাজের পরিধি:
(১)সেবাগ্রহীতাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সময়মত ঔষধ ও পথ্যাদি খাওয়ানো।
(২)সেবাগ্রহীতার পালস, জ্বর, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, শ্বাস প্রশ্বাস ও অন্যান্য ভাইটাল সাইন মনিটর, রেকর্ড এবং রিপোর্ট করা।
(৩)জরুরী প্রয়োজনে সেবাগ্রহীতাকে হাসপাতালে অথবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।
(৪)শয্যাগত / অজ্ঞান সেবাগ্রহীতাকে এপাশ ওপাশ করানো এবং ব্যায়াম করানো।
(৫)সেবাগ্রহীতাকে ফিজিওথেরাপী প্রদান করা, ফিডিং টিউবে খাওয়ানো, নেবুলাইজ করা, অক্সিজেন দেয়া, ইনসুলিন দেয়া এবং প্রয়োজনে কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদান করা।
(৬)শ্বাস নালীতে খাদ্য বা পানীয় ঢুকে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া, বার্ন, ইনজুরি এবং অন্যান্য ইমারজেন্সীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা।
(৭)সেবাগ্রহীতার জন্য ক্যালরী হিসাব করে পুষ্টিকর খাদ্য সামগ্রী বাজার করা, রান্না করা ও পরিবেশন করা।
(৮)সেবাগ্রহীতাকে খাওয়ানো, গোসল করানো, ড্রেসিং, টয়লেটিং, সাজগোজ ইত্যাদি করানো।
(৯)হাউজকিপিং, হাউজক্লিনিং, লন্ড্রিসেবা এবং বিভিন্ন স্থানে পরিভ্রমন করানো।
(১০)সেবাগ্রহীতাকে বিছানা/হুইল চেয়ার/গাড়ীতে উঠানামা করানো।
(১১)সেবাগ্রহীতাকে সার্বক্ষণিক সহচার্য প্রদান করা এবং তার যাবতীয় আদেশ নির্দেশ পালন করা।
(১২)ব্যক্তিগত/অফিসিয়াল কাজ যেমন- ব্যাংকিং, লিগ্যাল ইত্যাদি কাজের জন্য সাহায্য করা।
(১৩)সেবাগ্রহীতাকে হতাশায় শান্তনা দেয়া, চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং অন্যান্য ইমোশনাল সাপোর্ট প্রদান করা।
(১৪)সেবাগ্রহীতার আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবের সাথে সর্বদা যোগাযোগ রাখতে সহায়তা করা।
(১৫)শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সেবাগ্রহীতাকে সার্বক্ষণিক তদারকি ও সহচার্য প্রদান করা। ইত্যাদি।
এখনএখন নার্সিং কেয়ার ভিসায় যাওয়ার জন্য আগে নার্সিং কেয়ার স্কিল এবং নার্সং কেয়ার লেংগুয়েজ পাস করতে হবে। এখন বাংলাদেশ থেকে নার্সিং কেয়ার স্কিল এর এক্সাম দেওয়া যায়।পরিক্ষা দেওয়ার পদ্ধতি অনেকটা JFT-Basic এর মত। রেজিষ্ট্রেশন করে ভাউচার কিনবেন।তার পর এক্সাম। নার্সিং কেয়ার স্কিল এবং নার্সিং কেয়ার লেংগুয়েজ এই ২টা ভাউচার কিনতে হবে।প্রতি ভাউচার এর দাম ৭৮০ টাকা। ২টার দাম ১৫৬০ টাকা পরবে।এই পরিক্ষা ফেল করলে যতবার খুসি দিতে পারবেন কিন্তু ৪৫ দিন পর পর। আর ১ বার পাশ করলে ২য় বার আর দিতে পারবেন না।একবার পাসের সার্টিফিকেট এর মেয়াদ থাকবে ১০ বছর।
পরিক্ষার উদ্দেশ্য কি? এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হল SSW visa স্থিতি নিয়ে জাপানে প্রবেশকারীদের ক্ষেত্রে, জাপানে যত্নসহায়ক হিসাবে নার্সিং কেয়ারে নিযুক্ত হওয়ার জন্য একটি নির্দিষ্ট স্তরের নৈপুণ্য, কুশলতা ও জাপানি-ভাষায় দক্ষতা যাচাই করা।
এখন পরিক্ষায় কি রকম প্রশ্ন আসে কি কি থাকে?
Nursing care skills evaluation test:45 টি প্রশ্ন থাকে। পরিক্ষার সময় থাকে ৬০ মিনিট।পাস মার্ক ৬০%
পরিক্ষার ৪টি বিভাগ থাকে।
(বিভাগ-১)
বেসিক অফ নার্সিং কেয়ার- এই বিভাগের উদ্দেশ্য নার্সিং কি? এখানে কি ধরনের সেবা দেওয়া হয়,একজন কেয়ারকিভার এর মূলনীতি গুলো কি ইত্যাদি সম্পর্কে আপনি জানেন কিনা তার দক্ষতা মূল্যায়ন। এই বিভাগে ৬ টি প্রশ্ন থাকে। এবং খুবই সহজ।
(বিভাগ-২)
মেকানিজম অফ মাইন্ড এন্ড বডি- এই বিভাগে উদ্দেশ্য আপনি শরীরের বডি পার্ট সম্পর্কে ধারনা,একটা মানুষের শারীরিক লক্ষন দেখে তার প্রয়োজন বোজা,শারীরিক লক্ষন সমূহ পর্যবেক্ষণ করে রোগির সমস্যা বোজার দক্ষতা ইত্যাদি ।এই বিভাগে ১০ টি প্রশ্ন থাকে। এবং এই পার্ট টি ভালোই কঠিন।কম নাম্বার এই বিভাগ থেকে আসে😥😓
(বিভাগ-৩)
কমুনিকেশন স্কিল- এই বিভাগে উদ্দেশ্য যোগাযোগ কত প্রকার,ব্যবহার কারির সাথে যোগাযোগ, টিম মেম্বারদের সাথে যোগাযোগ ইত্যাদি।প্রশ্ন থাকে ৪ টি। এই পার্ট এ প্রায় সবাই ১০০% মার্ক পায়।
(বিভাগ-৪)
স্কিল ফর প্রভাইডিং ডেইলি এসিস্ট্যান্টস- এই বিভাগএ মূলত একজন কেয়ার গিভারের রোগির সাথে প্রতিদিনের করা কাজ গুলো ব্যাবহারিক দিক গুলা থাকে।যেমন,হাটানো,উঠানো,নামানো,ট্রান্সফার,খাওয়ানো,টয়লেট এ নিয়ে যাওয়া,গোসল করানো,সাজানো, ঘরের কাজ করা ইত্যাদি সম্পর্কে আপনার দক্ষতা যাচাই।এই বিভাগে ২৫ টি প্রশ্ন থাকে। অধিক প্রশ্ন থাকে সিচুয়েশন এর উপর নির্ভর করে কি করবেন তার উপর।বাকি গুলো ব্যাবহারিক দিক গুলো।
Nursing care japanese language : প্রশ্ন থাকে ১৫ টি। সময় থাকে ৩০ মিনিট।পাস মার্ক ৬০%
নরমালি যার JFT-Basic বা JLPT N4 এর পিপারেশন থাকে সে ফেইল করে না। আর প্রত্যেক কাঞ্জির উপর ফুরিগানা থাকে।এই পরিক্ষায় ৩ টি বিভাগ থাকে। প্রতি বিভাগে ৫ টি করে প্রশ্ন।
(বিভাগ-১)
এই বিভাগে ৫ টি শব্দের অর্থ থাকে।ছবি দেখে বলতে হয়। আবার কিছু শব্দ দেওয়া থাকে তার ব্যাখ্যা নিচে সিলেক্ট করতে হয়।এই বিভাগের উদ্দেশ্য আপনি অর্থ পারেন কিনা তা যাচাই করা।
(বিভাগ-২)
এই বিভাগে ৫টি কথোপকথন থাকে। শূন্য স্থান এর মত করে।এগুলা সহজ হয়ে থাকে।ব্যাবহার কারি একটি কথা বললো তার উত্তর কি হবে।বা এই মূহুর্তে ব্যবহার কারীকে কি সাজেশন দিবে ইত্যাদি থাকে। এই বিভাগে উদ্দেশ্য আপনি কথা বলতে পারবেন কিনা।বা তার সাথে যোগাযোগ করতে পারবেন কিনা তা যাচাই করা।
(বিভাগ-৩)
এই বিভাগে বিভিন্ন নোটিস,নোট, বার্তা ইত্যাদি প্যারাগ্রাফ আকারে থাকে।এই পার্ট টি কে রিডিং সাইট বলতে পারেন। এই বিভাগের উদ্দেশ্য আপনি নোটিস কিংভা বার্তা পরতে পারবেন কিনা তার দক্ষতা যাচাই করা।
এগুলো হলো প্রশ্নের প্যাটার্ন। এই পরিক্ষার জন্য ssw কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ করা বই থেকে পরলেই হয়।
এই পরিক্ষা ২টি বাংলা, ইংংরেজি,জাপানিজ সহ ১৪ টি ভাষায় দেওয়া যায়(নার্সিং কেয়ার জাপানিজ লেংগুয়েজ এক্সাম টি জাপানিজ ভাসায় ই হবে বাট প্রশ্ন গুলো বাংলা করে নিতে পারবেন)।আমরা যেহেতু বাংলা ভাষা ব্যবহার করি তাই আমদের জন্য বাংলা ভাষাই উত্তম।তাই আমরা সবাই বাংলায় পরিক্ষা দিবো।খুব কঠিন না মনোযোগ দিয়ে ২ মাস দিনে ২/৩ ঘন্টা সময় দিয়ে পরলে পাশ করে ফেলবেন।
নার্সিং কেয়ার এ যদি ssw visa নিয়ে জাপান যেতে পারে আপনার শুরুর দিকের সেলারি থাকলে প্রায় ২০০০০০+ ইয়েন ওভার টাইম বাদে।সাথে আবাসন,ট্রান্সপোর্ট ইত্যাদির জন্য কিছু বাজেট দেওয়া হয়।আর প্রতি বছর এই সেলারি ৩০%,৪০% করে বাড়বে। ৩ বছর পর নার্সিং কেয়ার ওয়েলফেয়ার এক্সাম দিয়ে যদি পাস করতে পারেন।ভিসা ক্যাটাগরি চেঞ্জ হয়ে ssw থেকে নার্সিং কেয়ার ভিসায় ট্রান্সফার হয়ে যাবে তখক সহজেই পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে ফেলবেন।
eHaspatal