20/06/2023
সুধী,
আসসালামু আলাইকুম।
আপনি জানেন, বর্তমানে সারা বিশ্বে যোগ ব্যায়াম অত্যন্ত জনপ্রিয় একটি চর্চা। টেনশন- মুক্তি, দুরারোগ্য ব্যধি (হৃদরোগ, মাইগ্রেন, সাইনুসাইটিস, ব্লাড প্রেসার, হাইপারটেনশন, ডায়াবেটিস, ব্যাকপেইন, স্পন্ডিলাইসিস, নিরাময় এবং সুস্থ দেহের জন্যে যোগ ব্যায়াম এর কার্যকারি । জাতিসঙ্ঘ কর্তৃক ২১ শে জুনকে “বিশ্ব যোগ দিবস” ঘোষণার মধ্য দিয়ে যোগ ব্যায়াম চর্চা সারা বিশ্বে পেয়েছে নতুন মাত্রা। বর্তমানে আমাদের দেশেও যোগ ব্যায়াম অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও আগামী ২১শে জুন ২০২৩ ইং রোজ বুধবার সকাল ৬:০০ টা থেকে সকাল ৮:০০ টা পর্যন্ত , উত্তরা কল্যাণ সমিতির সেক্টর-৪ এর পার্কে, উত্তরা কল্যাণ সমিতি সেক্টর- ৪ এর সার্বিক তত্ত্বাবধানে উত্তরা ইয়োগা সোসাইটির উদ্যোগে একটি যোগ ব্যায়াম বিষয়ক উন্মুক্ত সেমিনার, ইয়োগা চর্চা ও র্যালি আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করার সানুগ্রহ সম্মতির জ্ঞাপন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, সংসদ সদস্য ঢাকা-১০,
ও জনাব খসরু চৌধুরী , ম্যানেজিং ডিরেক্টর নিপা গ্রুপ (CIP) ও পরিচালক বিজিএমইএ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন (মেজর অব:) আনিসুর রহমান , সভাপতি, উত্তরা কল্যাণ সমিতি সেক্টর - ৪
অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে । তাই উক্ত অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
বিনীত নিবেদক
মাসুদুর রাহমান মল্লিক
উত্তরা ইয়োগা সোসাইটি