Bright Physiotherapy & Rehabilitation Center

Bright Physiotherapy & Rehabilitation Center Bright Physiotherapy & Rehabilitation Center is an advanced medical based physiotherapy center manag

BPRC was founded on the principles of high ethical standards, integrity, honesty and professionalism. When you step inside our center, your goal becomes ours: returning you to your normal lifestyle as quickly and safely as possible. Our therapists, using time-tested orthopedic, physical therapy and rehabilitation protocols, are among the best educated in the field of outpatient therapeutic care. They stay at the forefront of technology through extensive continuing education study.

আমাদের ঠিকানা:
বাসা নম্বর :২, রোড নম্বর: ১৫, নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা - ১২২৯
(লোটাস কামাল টাওয়ার এবং নিটল নিলয় টাওয়ারের মাঝামাঝি অবস্থিত)

29/09/2022
08/08/2021

আমরা যারা টিকা নিচ্ছি এবং নেব আমাদের সবার জন্য কিছু তথ্যঃ

১. যদি ডায়াবেটিস থাকে, ডাক্তারের সাথে কথা বলে কন্ট্রোলে আসার পর টিকা নেবেন।

২. হাই প্রেসার, হার্টের রোগী, কিডনির সমস্যার রোগীরা টিকা নিতে পারবেন। কোনো বিধিনিষেধ নেই।

৩. যদি কোভিড পজেটিভ হন, নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবেন, এর আগে নয়। ১ম এবং ২য় উভয় ডোজের জন্য এটি প্রযোজ্য।

৪. যদি কোভিড-১৯ এর যেকোনো উপসর্গ আপনার মাঝে থেকে থাকে দয়া করে টিকা নেবেন না। টেস্ট করে কনফার্ম হয়ে এরপর নেবেন।

৫. টিকা দেওয়ার জায়গায় টিকা নেওয়ার পরবর্তী ৪৮ ঘন্টা কোনো তেল, সাবান, লোশন, শ্যাম্পু বা হেক্সিসল কিছুই লাগাবেন না। পানি লাগানো যাবে গোসলের সময়।

৬. ঐ স্থানে ঘষামাজা করবেন না, চাপ দিবেন না, ঠান্ডা বা গরম স্যাক দিবেন না।

৭. যদি জ্বর আসে বা ব্যথা হয়, নাপা বা প্যারাসিটামল খেয়ে নিবেন। না হলে খাওয়ার প্রয়োজন নেই।

৮. জ্বর বা ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা যদি দেখা দেয় টিকা নেওয়ার কারণে, ডাক্তারের পরামর্শ নিন।

৯. আগে যদি কোনো ওষুধ চলমান থাকে সেগুলো খেতে পারবেন। তবে নতুন কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।

১০. আপনার যদি কোনো খাবারে এলার্জি থেকে থাকে, সেইসব খাবার ৩-৪ দিন খাওয়া থেকে বিরত থাকুন।

১১. টিকা নেওয়ার পরেও সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন দয়া করে।

১২. যাদের ২ ডোজ টিকা দেওয়া কমপ্লিট হয়েছে তারা সুরক্ষার ওয়েবসাইটে সনদ সংগ্রহণ অপশনে গিয়ে সনদ ডাউনলোড করে নিতে পারবেন। সনদ কোনোভাবেই ১ম ডোজ দেওয়ার পরে পাওয়া যাবে না।

১৩. যারা ১ম ডোজ নিয়ে দেশের বাইরে ট্রাভেলের জন্য যাবেন আপনাদের টিকা কার্ডই আপনার প্রমাণ যে আপনি টিকা নিয়েছেন। এক্ষেত্রে এয়ারপোর্ট কিংবা দেশের বাইরে যারা বাংলা পড়তে জানেন না, টিকা কার্ডে থাকা কিউআর কোডটি ইন্টারন্যাশনাল হওয়ায় তারা ওই কিউআর কোডের মাধ্যমে আপনার তথ্য দেখতে পাবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ গর্ভবতী নারীরা এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত টিকা নেবেন না দয়া করে। যদি নিয়ে ফেলেন, ডাক্তারের সাথে কথা বলে নেবেন দ্রুত!***

নিজে জানুন এবং অন্যকে সঠিক তথ্যটি জানতে সহায়তা করুন। ধন্যবাদ

Guideline

প্রতিরোধই প্রতিকারের চেয়ে উত্তম।
25/05/2021

প্রতিরোধই প্রতিকারের চেয়ে উত্তম।

রমজানুল মোবারক!
12/04/2021

রমজানুল মোবারক!

01/01/2021

Happy new year
2021

16/12/2020

টিম বিপিআরসি এর পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা!!!

দেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু আগের চেয়ে বেড়ে ৭৩ দশমিক ৩ বছর হয়েছে। ফলে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রবীণদের একটি বড় অংশ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, স্ট্রোক, অস্টিওপোরসিস, আর্থ্রাইটিস ইত্যাদি জটিল রোগে ভোগেন। এসব নানা রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবনজনিত জটিলতাসহ (পলিফার্মাসি) প্রবীণেরা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায়ও ভুগছেন। সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে এসব অসুস্থতা ও প্রতিবন্ধকতা এড়ানো সম্ভব। প্রবীণদের নানা সমস্যায় চিকিৎসার পাশাপাশি সহায়ক ভূমিকা রাখতে পারে জীবনাচরণ পরিবর্তন আর ফিজিওথেরাপি।

অস্টিওআর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার, ফ্র্যাকচার ইত্যাদি প্রবীণদের বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম। এ কারণে প্রবীণদের ব্যথানাশক ওষুধ খাওয়ার প্রবণতা বেশি। এ ছাড়া হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আঘাত পাওয়া, হাড় ভাঙা, বাত, মেরুদণ্ডে ব্যথা, হাড় ক্ষয় ও শারীরিক দুর্বলতায় ভোগেন তাঁরা। এসব দুর্ঘটনা এড়াতে ব্যালেন্সিং এক্সারসাইজ, স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ গুরুত্বপূর্ণ।

বৃদ্ধ বয়সে মানুষের মোবিলিটি বা চলনক্ষমতা কমে আসে এবং মস্তিষ্কের সঙ্গে হাত-পার সমন্বয় লোপ পায়। তালায় চাবি ঢোকানো বা নখ কাটার মতো সূক্ষ্ম কাজে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় সঠিক ফিজিওথেরাপি বার্ধক্যেও যথাসম্ভব চলনক্ষম করে রাখতে ও দৈনন্দিন কাজকর্মে সচল রাখতে পারে। রোজ অ্যারোবিক ব্যায়ামের পর ১০-১৫ মিনিটের স্ট্রেচিং হতে পারে সহায়ক।

মস্তিষ্কে রক্তক্ষরণ বা পক্ষাঘাতের (স্ট্রোক) কারণে অনেক প্রবীণ শয্যাশায়ী হচ্ছেন। স্ট্রোকের পর অবশ হয়ে যাওয়া হাত-পায়ের শক্তি ফিরিয়ে আনতে দ্রুত ফিজিওথেরাপির সাহায্য নিতে পারলে সুফল মেলে। অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যা, যেমন পারকিনসন্স ডিজিজ, আলঝেইমারস, ডিমেনশিয়া ইত্যাদিতেও জেরিয়াট্রিক চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের সমন্বিত চিকিৎসা প্রয়োজন।

আপনাদের যেকোন প্রয়োজনে BPRC TEAM সর্বদা আপনাদের পাশে।

কোভিট পেন্ডেমিক সিচুয়েশনে
ঢাকা শহরে বাসায় বসে ফিজিওথেরাপি সেবা নিন।

আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট নিয়ে আমরা আছি আপনার সেবার জন্য, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা,কানাডা,ইন্ডিয়ার ন্যায় এখন বাংলাদেশে বাসায় ফিজিওথেরাপি সেবা পাওয়া যাচ্ছে...!!

বিশেষজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিষ্টরা বাসায় এসে ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকে, শুধুমাত্র আপনার একটি ফোনে।

কন্টাক্ট:০১৬৭০০৩৬২৮৬

চলাচল অক্ষম, বাত ব্যথা, জন্মগত বিকলঙ্গ অটিজম বৃদ্ধ প্রবীন ও অক্ষম স্ট্রোক, প্যারালাইসিস, ব্যথা, মুখ বাঁকা,যে কোন জয়েন্ট ব্যথা, অপারেশন পূর্ববর্তী ও পরবর্তী ফিজিওথেরাপি, ইত্যাদি ক্ষেত্রে বাসায় গিয়ে ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়।

সেবা সমূহঃ

ঘাড় ,হাত , হা্টু ব্যাথা, সায়াটিকা কোমর, যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, মাংশপেশী ব্যাথা ও শুকীয়ে যাওয়া প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া আর্থাইটিস, ফ্রোজেন সোল্ডার হাত পা অবশ ও ঝিনঝিন করা, বার্ধক্য জনিত ব্যাথা।

বাসায় ফিজিওথেরাপি নিলে কী সুবিধাঃ

১।বৃদ্ধ/ প্রবীন ও অক্ষম স্ট্রোক , প্যারালাইসিস রোগীদের কষ্ট করে দূরে ফিজিও সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না।

২। রোগীর সুবিধা সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার সুবিধা।

৩। মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিষ্ট ।

৪।ঢাকাশহর যেকোনো স্থানে বসে আপনি সেবা নিতে পারবেন।

ডাঃ মোঃ সাদিকুজ্জামান,পিটি
ফিজিওথেরাপিস্ট এন্ড জেরন্টোলজিস্ট
০১৯৭৯৭৫০৬৯৫
ব্রাইট ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, বাড়ি-০২,রোড-১৫, নিকুঞ্জ-২, খিলক্ষেত,ঢাকা-১২২৯

Bright physiotherapy is an evidence based practice institution where patient satisfaction is kept first priority.
19/10/2020

Bright physiotherapy is an evidence based practice institution where patient satisfaction is kept first priority.

ব্রাইট ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার  (বিপিআরসি)-এ আপনাকে স্বাগতম যা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে,শাহজালাল আ...
29/09/2020

ব্রাইট ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (বিপিআরসি)-এ আপনাকে স্বাগতম যা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে,শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সন্নিকটে,কুড়িল ফ্লাইওভারের সামান্য উত্তর দিকে খিলক্ষেত নিকুঞ্জ-২ লোটাস কামাল টাওয়ারের পশ্চিম পার্শ্বে অবস্থিত।

Address

Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801670036286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright Physiotherapy & Rehabilitation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bright Physiotherapy & Rehabilitation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram