19/07/2025
Astronomer CEO আর ওদের HR প্রধানের এফেয়ার নিয়ে গোটা দুনিয়া তোলপাড়!
ওদের দোষ হচ্ছে পরকীয়া করা এবং ধরা খাওয়া!
পাবলিক কনসার্টে গিয়ে ধরা খেয়ে এখন অভিযোগ করছে ওদের এফেয়ারের খবর পাবলিক হলো ক্যান!
যাই হোক, এই ঘটনার প্রতিক্রিয়ায় CEO এন্ডি বায়রনের বৌ নিজের নামের লেজ থেকে "বায়রন" নামটি ছেঁটে ফেলেছেন!
শোনা যাচ্ছে স্বামীকে ডিভোর্সের কাঠগড়ায় তুলবে।
এটা এদেশের মেয়েদের খুবই স্বাভাবিক একটা প্রতিক্রিয়া।
অন্যদিকে বাংলাদেশে বসুন্ধরা গ্রূপের দুই ছেলের কুকীর্তির খবর গোটা দেশ ই জানে। এরা বিবাহিত এবং বাচ্চার বাপ হওয়ার পরেও নিয়মিতই বাইরের তরুণী মেয়েদের প্রেগন্যান্ট করে থাকে, এবং একজনতো একটা মেয়ের মৃত্যুর জন্যও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী!
মেয়েগুলিও ছ্যাচড়া, কোন সন্দেহ নেই! পয়সার লোভে জিভ লকলক করতে করতে ওদের বিছানায় গিয়ে হেঁদিয়ে পড়ে।
কিন্তু ঐ দুই ভাইয়ের দুই বৌয়ের কোন স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা দেখতে পারিনা। একেবারেই চুপ। তালাক মালাকতো বহুদূর!
সাকিব আল হাসানের পরকীয়া নিয়েও কম হৈচৈ হয়নাই। ওখানেও ওর বৌ চুপ!
শাকিব খানের দুই "সাবেক" বৌয়ের ছ্যাচড়ামি মহাকাব্যকে হার মানিয়েছে!
ওরা কেউ কেন মেরুদণ্ড শক্ত করতে পারে না জানেন? কারন আমাদের দেশের দুবলা আইন!
হ্যাঁ! যে আইন যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্যসহ ইউরোপীয়
কান্ট্রিগুলোতে আছে,সেই আইন বাংলাদেশে নেই!
মেয়েদের ডিভোর্স এর ক্ষমতা দেওয়া এবং ডিভোর্স এর যৌক্তিক কারন থাকলে স্ত্রী কে তার সম্পদ এবং অর্থের একটা নির্দিষ্ট অংশ দেওয়ার পর ডিভোর্স কার্যকর হওয়া!
আমাদের দেশের নারীবাদী আপামনিরা পোশাকের স্বাধীনতা চান অথচ একজন অসহায় নারীর স্বাবলম্বিতা চান না!
আমাদের ইসলাম ধর্ম নারীদের জন্য মোহরানা ধার্য করেছেন বিয়ের সময় সেটা উশুল করা বাধ্যবাধকতা রয়েছে! আর আমাদের দেশে কী হয়, বাসর রাত,হানিমুন ট্রিপ সব শ্যাষ হইয়া গেলেও মোহরানা আর স্ত্রী কে পরিশোধ করেন না জনাব স্বামী!
তার পরিবর্তে অপেক্ষা করা হয়, কবে সংসার ভাঙবে তখন ডিভোর্স দিবে আর কীভাবে মোহরানা না দিয়ে ডিভোর্স দেওয়া যায় সেই টালবাহানা! তার জন্য ফেসবুক গ্রুপ থেকে সর্ব ঘাঁট এর কাঠাঁলি কলা অভিজ্ঞ ব্রো দের পরামর্শ থেকে শুরু করে হাইকোর্ট এর উকিল এর দ্বারে দ্বারে পর্যন্ত ঘুরেন স্বামী জনাব!
আর ডিভোর্স এর পরে শুরু হয় মেয়েটির আশেপাশের মানুষের নতূন রুপ চেনা! চেনা পরিবারটিও হয় অচেনা!
দুবলা আইনের কারনে অর্থনৈতিক অস্বচ্ছলতা, সামাজিক হেনস্তার কারনেই আমাদের দেশের মেয়েরা সব কষ্ট মুখ বন্ধ করে সহ্য করে যায় সন্তানের সুখের জন্য! কারন সন্তানের কারনেই সে রাজপ্রাসাদ থেকে গিয়ে বস্তিতে থাকতে পারবে না এবং দামী গাড়ি থেকে লোকাল বাস এ চড়ে, এক বেলা না খেয়ে থাকতে পারবে না!
Samia Alam
Relationships Counselor