Grooming Freaks

  • Home
  • Grooming Freaks

Grooming Freaks First Mindfullness Meditation platform in Nature of Bangladesh.

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ছোট্ট ছোট্ট কনা ঢুকছে শিশুদের পেটে! চুইংগাম দু রকমের হয়।...
29/07/2025

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ছোট্ট ছোট্ট কনা ঢুকছে শিশুদের পেটে!
চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে চুইংগাম কিনে দিই, সেগুলো সিনথেটিক। তবে প্রাকৃতিক হোক বা সিনথেটিক— সব ধরণের চুইংগামেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। এক টাকার একটি চুইংগামে প্রায় ১-৩ হাজার প্লাস্টিক কণা থাকতে পারে।

সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি সম্মেলনে বিজ্ঞানীরা এই গবেষণাটি তুলে ধরেন।

তারা জানান, চুইংগামে মূলত পলিইথিলিন ও পলিস্টাইরিনের মতো প্লাস্টিকের কণিকা থাকে। এগুলো কী তা বোঝার সুবিধার্থে বলা যায়— পলিইথিলিন পলিথিন ব্যাগ, পানির বোতল এবং পলিস্টাইরিন ওয়ান-টাইম কাপ, সিডি-ডিভিডি ইত্যাদিতে ব্যবহার করা হয়।

এই প্লাস্টিক কণাগুলো দেহ হজম করতে পারে না, যার ফলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দেহে।
যার ফলে হতে পারে ক্যান্সার! হতে পারে লিভার ও কিডনির জটিল সব রোগ!

তথ্যসূত্র: আমেরিকান কেমিক্যাল সোসাইটি

আজ শুক্রবার।বাদ জুমা এবং আসরের পরে দোয়া কবুলের সময়! আসুন আমরা সবাই আমাদের আইসিউতে থাকা বাচ্চাদের জন্য দোয়া করি!আল্লাহপাক...
25/07/2025

আজ শুক্রবার।বাদ জুমা এবং আসরের পরে দোয়া কবুলের সময়!
আসুন আমরা সবাই আমাদের আইসিউতে থাকা বাচ্চাদের জন্য দোয়া করি!আল্লাহপাক আর কোন মা কে যেন সন্তানহারা না করেন এবং বাচ্চাদের ইনফেকশন যেন দ্রুত কমে গিয়ে ওরা সুস্থ হয়ে ওঠে!
আমরা জানিনা কার দোয়া মহান রব কবুল করবেন,তাই চলুন দরুদ পড়ি, দোয়া করি। যে যেখানে আছি,যে অবস্থায় আছি সেইভাবেই আমাদের আহত সন্তান আর ভাই,বোনদের জন্য দোয়া করি! আল্লাহপাক যেন তাদের কষ্টের অনুভূতি কমিয়ে দেন।তিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর এবং সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলকারী!

Astronomer CEO আর ওদের HR প্রধানের এফেয়ার নিয়ে গোটা দুনিয়া তোলপাড়!ওদের দোষ হচ্ছে পরকীয়া করা এবং ধরা খাওয়া!পাবলিক কনসার্ট...
19/07/2025

Astronomer CEO আর ওদের HR প্রধানের এফেয়ার নিয়ে গোটা দুনিয়া তোলপাড়!
ওদের দোষ হচ্ছে পরকীয়া করা এবং ধরা খাওয়া!
পাবলিক কনসার্টে গিয়ে ধরা খেয়ে এখন অভিযোগ করছে ওদের এফেয়ারের খবর পাবলিক হলো ক্যান!
যাই হোক, এই ঘটনার প্রতিক্রিয়ায় CEO এন্ডি বায়রনের বৌ নিজের নামের লেজ থেকে "বায়রন" নামটি ছেঁটে ফেলেছেন!
শোনা যাচ্ছে স্বামীকে ডিভোর্সের কাঠগড়ায় তুলবে।
এটা এদেশের মেয়েদের খুবই স্বাভাবিক একটা প্রতিক্রিয়া।
অন্যদিকে বাংলাদেশে বসুন্ধরা গ্রূপের দুই ছেলের কুকীর্তির খবর গোটা দেশ ই জানে। এরা বিবাহিত এবং বাচ্চার বাপ হওয়ার পরেও নিয়মিতই বাইরের তরুণী মেয়েদের প্রেগন্যান্ট করে থাকে, এবং একজনতো একটা মেয়ের মৃত্যুর জন্যও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী!
মেয়েগুলিও ছ্যাচড়া, কোন সন্দেহ নেই! পয়সার লোভে জিভ লকলক করতে করতে ওদের বিছানায় গিয়ে হেঁদিয়ে পড়ে।
কিন্তু ঐ দুই ভাইয়ের দুই বৌয়ের কোন স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা দেখতে পারিনা। একেবারেই চুপ। তালাক মালাকতো বহুদূর!
সাকিব আল হাসানের পরকীয়া নিয়েও কম হৈচৈ হয়নাই। ওখানেও ওর বৌ চুপ!
শাকিব খানের দুই "সাবেক" বৌয়ের ছ্যাচড়ামি মহাকাব্যকে হার মানিয়েছে!
ওরা কেউ কেন মেরুদণ্ড শক্ত করতে পারে না জানেন? কারন আমাদের দেশের দুবলা আইন!
হ্যাঁ! যে আইন যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্যসহ ইউরোপীয়
কান্ট্রিগুলোতে আছে,সেই আইন বাংলাদেশে নেই!
মেয়েদের ডিভোর্স এর ক্ষমতা দেওয়া এবং ডিভোর্স এর যৌক্তিক কারন থাকলে স্ত্রী কে তার সম্পদ এবং অর্থের একটা নির্দিষ্ট অংশ দেওয়ার পর ডিভোর্স কার্যকর হওয়া!
আমাদের দেশের নারীবাদী আপামনিরা পোশাকের স্বাধীনতা চান অথচ একজন অসহায় নারীর স্বাবলম্বিতা চান না!
আমাদের ইসলাম ধর্ম নারীদের জন্য মোহরানা ধার্য করেছেন বিয়ের সময় সেটা উশুল করা বাধ্যবাধকতা রয়েছে! আর আমাদের দেশে কী হয়, বাসর রাত,হানিমুন ট্রিপ সব শ্যাষ হইয়া গেলেও মোহরানা আর স্ত্রী কে পরিশোধ করেন না জনাব স্বামী!
তার পরিবর্তে অপেক্ষা করা হয়, কবে সংসার ভাঙবে তখন ডিভোর্স দিবে আর কীভাবে মোহরানা না দিয়ে ডিভোর্স দেওয়া যায় সেই টালবাহানা! তার জন্য ফেসবুক গ্রুপ থেকে সর্ব ঘাঁট এর কাঠাঁলি কলা অভিজ্ঞ ব্রো দের পরামর্শ থেকে শুরু করে হাইকোর্ট এর উকিল এর দ্বারে দ্বারে পর্যন্ত ঘুরেন স্বামী জনাব!
আর ডিভোর্স এর পরে শুরু হয় মেয়েটির আশেপাশের মানুষের নতূন রুপ চেনা! চেনা পরিবারটিও হয় অচেনা!
দুবলা আইনের কারনে অর্থনৈতিক অস্বচ্ছলতা, সামাজিক হেনস্তার কারনেই আমাদের দেশের মেয়েরা সব কষ্ট মুখ বন্ধ করে সহ্য করে যায় সন্তানের সুখের জন্য! কারন সন্তানের কারনেই সে রাজপ্রাসাদ থেকে গিয়ে বস্তিতে থাকতে পারবে না এবং দামী গাড়ি থেকে লোকাল বাস এ চড়ে, এক বেলা না খেয়ে থাকতে পারবে না!
Samia Alam
Relationships Counselor

দাম্পত্যে বা কাপল রিলেশনশিপে দ্বায়িত্ববোধ এর থেকেও বেশী প্রয়োজন প্রেম -ভালোবাসার! অথচ  আমাদের দেশের পরিবারে স্বামী স্ত্র...
04/07/2025

দাম্পত্যে বা কাপল রিলেশনশিপে দ্বায়িত্ববোধ এর থেকেও বেশী প্রয়োজন প্রেম -ভালোবাসার! অথচ আমাদের দেশের পরিবারে স্বামী স্ত্রীর ভালোবাসা প্রকাশ কে ট্যাবু মনে করা হয়! কিন্তু এটা সম্পূর্ণ বৈধ আর চাইলেই আরো যত্ন ও ভালোবাসার মাধ্যমে পুরো সম্পর্কটিকে উপভোগ্য করে তোলা যায়!
Samia Alam
Relationship Counselor
Depression and trauma specialist



29/06/2025
when you spoil your wife, you become wealthy🌻🌻🌻Have you noticed? When your wife is happy and always smiling, blessings a...
29/06/2025

when you spoil your wife, you become wealthy🌻🌻🌻
Have you noticed? When your wife is happy and always smiling, blessings and money seem to flow easily into your life.
But when she’s constantly frowning, stressed, and unhappy, it feels like money is always short and every day feels heavier and harder.
It’s not just about money, shower her with love. Cook for her, be sweet to her.
You’ll see that smile come back and all the stress and tiredness will fade away.
Even the silly mistakes you’ve made? She’ll forget them, just like that.

A happy wife brings peace and sometimes, even prosperity.

Samia Alam
Relationship Counselor
Depression and trauma specialist




টক্সিক মানুষগুলোকে দূরে সরিয়ে দিন! ৩৫ এর পর আর কারো মন জয় করার চেষ্টা না করে নিজের যত্ন নিন। আপনি শারীরিক ও মানসিকভাবে স...
23/05/2025

টক্সিক মানুষগুলোকে দূরে সরিয়ে দিন!
৩৫ এর পর আর কারো মন জয় করার চেষ্টা না করে নিজের যত্ন নিন। আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে সবকিছুই সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন!
কে কী ভাবলো সেসবে এতো গুরুত্ব দেওয়া,মন খারাপ এর কিছুই নেই! কারন যাদের কথায় আপনি হার্ট হন তারা দু'মিনিট পরেই সেটা ভুলে যান অথচ সেই ট্রমাটা বয়ে বেড়ান আপনি!
তাই বুঝতেই পারছেন এতে আপনার সময় ও মন দুটোই খারাপ যাচ্ছে! নিজের ভালো থাকা নিজেই নিয়ন্ত্রণ করুন!
এর থেকে বরং শিখে নিন এদের ইগনোর করে কীভাবে ভালো থাকা যায়!
পোস্ট টি শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন যেন অন্যেরাও উপকৃত হন!

Samia Alam
Relationship counselor
Grooming Freaks

একজন কিশোরী বা তরুনী কে নতূন সংসারে এনে সবার আগে আপনি হাসব্যান্ড হয়ে তার হাতটা ছেড়ে দিলেন,সেটাই কী স্ত্রীর সাথে আপনার প্...
12/05/2025

একজন কিশোরী বা তরুনী কে নতূন সংসারে এনে সবার আগে আপনি হাসব্যান্ড হয়ে তার হাতটা ছেড়ে দিলেন,সেটাই কী স্ত্রীর সাথে আপনার প্রথম বিট্রেয়াল ছিলো না?

সে তো সবার আগে শুধু আপনার ভালোবাসার প্রিয় মানুষ টি ই হয়ে উঠতে চেয়েছিলো!সেই পরিচয়ে আজীবন বাচঁতে চেয়েছিলো...
অথচ সেই হাত আপনি নিষ্ঠুরের মতোন ছেড়ে দিলেন কেন?
কেন পারিবারিক সালিশে তার বিরুদ্ধে তোলা
অভিযোগের সময় তাঁর পাশে সাহস করে দাঁড়াতে পারেন নি? আপনার স্ত্রী কোন ভুল করেনি,জেনেও কেন সেই সত্যটা সবার সামনে তুলে ধরতে ভয় পেয়েছিলেন?
এটাই ছিলো আপনার প্রথম ভুল যা দিনের পর দিন আপনার পরিবারের লোককে উৎসাহিত করেছে স্ত্রী কে অপমানিত করতে,তাকে মানসিক কষ্ট দিতে এবং আপনার কাছে তাকে ছোট করে সময়ে অসময়ে নানা অভিযোগ করতে!
ফলশ্রুতিতে একদিন ডিভোর্স নয়তো স্ত্রীর আচরনে আমূল পরিবর্তন!

রিলেশনশিপ সাতকাহন
পর্ব ১ম
Samia Alam
রিলেশনশিপ কাউন্সেলর
Grooming Freaks



শুভ সকাল! আঁধার কেটে আলো আসবেই! শুধু সময়ের অপেক্ষা! সব বিপদ কেটে যায় কিন্তু সেই সময়টা শান্ত থাকাটাই বড় বিষয়!শান্ত থেকে অ...
02/05/2025

শুভ সকাল! আঁধার কেটে আলো আসবেই! শুধু সময়ের অপেক্ষা! সব বিপদ কেটে যায় কিন্তু সেই সময়টা শান্ত থাকাটাই বড় বিষয়!
শান্ত থেকে অপেক্ষা করলে দেখবে পরিস্থিতি তোমার অনুকূলেই থাকবে!
আর এই সব ধরনের পরিস্থিতিতে শান্ত থাকার জন্য
মেডিটেশন ভীষন হেল্পফুল।



Address


Telephone

+8801721522723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grooming Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Grooming Freaks:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram