মনোবিৎ

মনোবিৎ যেকোনো বিষয়ে জানতে বা পরামর্শ নিতে সন্ধ্যা ৬ টার পর মেসেজ দিন। Follow দিয়ে পাশে থাকুন, ধন্যবাদ😊💜।

31/03/2025

ত্ব! জনগণ, কে কতক্ষণ অনলাইন থেকেছেন এই ঈদে? 🙂

(আর সেটির উপর নির্ভর করবে আপনি কতটা উপভোগ করেছেন ঈদ-আনন্দ)

31/03/2025

Eid Mubarak 😊🎊

01/03/2025

সবাইকে, রমাদান মুবারাক 🌙

17/01/2025

Hey,
কেমন আছেন আপনারা?😃💙

04/12/2024

একটা সিক্রেট শেয়ার করি—
আমার কিছু প্রয়োজন হলে, গোপন সাদকাহ দেয়ার পরিমাণ বাড়িয়ে দেই৷ সবচেয়ে কবুল যোগ্য সাদকাহ হচ্ছে যে সাদকাহ আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানেন না৷ আমিও সেটাই করার চেষ্টা করি তবে একটু টুইস্ট এড করি৷ পকেট অথবা ওয়ালেট থেকে চোখ বন্ধ করে একটা নোট মুড়ে বের করে দিয়ে দেই৷ আমি দেখলাম না অন্য কেউ দেখলো না শুধু রবই জানলো৷

এই দানের বিনিময়ে রবের কাছে প্রয়োজন মতো চেয়ে নেই আলহামদুলিল্লাহ খুব দ্রুতই ফল পাই৷ অনেকেই একটা ভুল করেন,কোন মানুষকে সাদকাহ দিয়ে তার কাছেই দু'আ চেয়ে নেয়া ভুল৷ দো'আ করতে হয় রবের কাছে৷ দান করে এরপর দু'আ করবেন "ইয়া রব আমার এই সাদকাহর বিনিময় আপনি আমাকে এটা দেন,ঐটা দেন।"
ভাবেন তো আপনি সাদকাহ দিলেন, আপনিও জানলেন না,অন্য কেউ জানলোনা শুধু রবই জানলো৷
সুন্দর নাহ?

_সংগৃহীত_ (ভালো বুদ্ধি)

27/11/2024

সর্বশেষ কবে এবং কত বছর পর রাস্তায় হোঁচট খেয়ে নিচে পড়েছেন?

(রিসার্চ পার্পাসে জানার জন্য, প্লিজ! কমেন্ট)

23/11/2024

সঞ্চয় হলো মানুষের ''বিপদের'' বন্ধু।

08/11/2024

স্বার্থপদের চেনার একটি সহজ সমীকরণ আছে! তারা এমনভাবে আপনার কাছে আসবে যেন আপনি ছাড়া তাদের জগতে দ্বিতীয় কিছুর অস্তিত্বই নেই! আবার স্বার্থে ভাটা পড়লে এমনিভাবে আপনাকে ছেড়ে যাবে যেন আপনি কখনো তাদের জীবনে ছিলেনই না!

বস্তুত পুরো দুনিয়ার জীবনটাই একটি স্বার্থের মায়াজাল! এক অলীক মরিচীকা, প্রচন্ড পিপাসায় আমরা যাকে পানি ভেবে ভুল করে থাকি!

তাই নিজেকে শুধুমাত্র এক আল্লাহর জন্য খাস করে দিন, তার দ্বীনের জন্য খালেস করে নিন। সাধ্যমতো যার যার হক্ব তাকে তাকে বুঝিয়ে দিন। আর নিজের সবটুকু হক্ব শুধুমাত্র এক আল্লাহর কাছে চেয়ে নিন।

ইনশাআল্লাহ আপনি তুফানের মাঝেও প্রশান্তি পাবেন, উত্তাল ঢেউয়ে ঠিকই সাঁতরে যাবেন! একদিন ঠিকই তীরে দাঁড়িয়ে ছেড়ে যাওয়া স্বার্থের ফেরিওয়ালাদের দেখে মুচকি হাসবেন! অলীক নয়! প্রশান্তির হাসি!

_Abu Taw Haa Muhammad Adnan_❤️

29/10/2024

পেজের এক নিয়মিত অডিয়েন্স মেসেজ দিয়েছে ''অনেক দিন তো আসচ্ছেন না। আপনার আবার এই অবস্থা না-তো🤰? নয় মাসের ব্রেক নিলেন🤔?

আমি: কিউট পিপলস🙂

18/10/2024

যে নিয়ামত, সুফল আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেয় তার চেয়ে উত্তম সেই বিপদ-আপদ যা আপনাকে আল্লাহর কাছে টেনে নেয় _

আল্লাহু আকবর।

মনে আছে ''3 idiots'' মুভিটির একটি লাইন _ "Dost Fail ho jaye to dukh hota hai lekin agar dost 1st aa jaye to usse jada du...
07/10/2024

মনে আছে ''3 idiots'' মুভিটির একটি লাইন _
"Dost Fail ho jaye to dukh hota hai lekin agar dost 1st aa jaye to usse jada dukh hota hai"

গুগল ট্রান্সলেশন: "বন্ধু ফেল করলে দুঃখ লাগে, কিন্তু যদি বন্ধু প্রথম হয়, তখন আরও বেশি দুঃখ লাগে"

এটাকে কি হিংসা বলে নাকি আফসোস??

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মনোবিৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মনোবিৎ:

Share

Category