Evidence Based ob-gynae

Evidence Based ob-gynae Prof.Dr. Ummul Nusrat
MBBS, FCPS, MRCOG(UK)
Senior Consultant, BRB Hospitals Ltd.
20+ years Ob-Gynae experience in BD & KSA.

সৌদি আরবের হসপিটালে দেখেছি বাচ্চা ডেলিভারির সাথে সাথেই ডেলিভারি রুমের বেসিনে এভাবে বাচ্চাকে পরিষ্কার করে নিত। এরপর তারা ...
15/07/2025

সৌদি আরবের হসপিটালে দেখেছি বাচ্চা ডেলিভারির সাথে সাথেই ডেলিভারি রুমের বেসিনে এভাবে বাচ্চাকে পরিষ্কার করে নিত। এরপর তারা বাচ্চাকে ওয়ার্মারে রাখতো।
#শিশুসেবা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে এক নবজাতক, যার শরীরে পাওয়া গেছে বিরল জিনগত রোগ Ichthyosis। চিকিৎসকরা জানিয়েছে...
15/07/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নিয়েছে এক নবজাতক, যার শরীরে পাওয়া গেছে বিরল জিনগত রোগ Ichthyosis। চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি লিথাল (প্রাণঘাতী) জিনগত রোগ, যার কোনো নির্দিষ্ট প্রতিকার নেই।

জেনেটিক্স ও বিবর্তন বিষয়ক চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, প্রতি তিন লাখ নবজাতকের মধ্যে একজন এই বিরল রোগ নিয়ে জন্মায়। এই রোগে আক্রান্ত শিশুদের ত্বক অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায় এবং শরীর জুড়ে শক্ত, প্লেটের মতো স্তর তৈরি হয়। এসব স্তর ফাটলে রক্তপাতও হতে পারে এবং শিশুর চলাফেরা, খাওয়াদাওয়া এমনকি শ্বাস-প্রশ্বাসেও মারাত্মক সমস্যা দেখা দেয়।

রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগ সূত্রে জানা গেছে, নবজাতকটি জন্মের পরপরই ত্বকের অস্বাভাবিকতা লক্ষ করা হয়। দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা Ichthyosis রোগ শনাক্ত করেন।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের রোগে আক্রান্ত শিশুরা সাধারণত দীর্ঘদিন বাঁচে না। তবে যত্ন ও আধুনিক চিকিৎসার মাধ্যমে জীবন কিছুটা সময়ের জন্য টিকিয়ে রাখা সম্ভব।

🔍 কি এই Ichthyosis?
Ichthyosis একটি বিরল জিনগত রোগ, যা প্রধানত ‘লিথাল জিন’ এর প্রভাবে হয়। এই রোগে জন্মগতভাবে ত্বকের কোষ স্বাভাবিকভাবে ঝরে পড়ে না। ফলে ত্বকে জমে থাকা মৃতকোষগুলো ধীরে ধীরে শক্ত আবরণে পরিণত হয়।

👨‍⚕️ চিকিৎসা ও সচেতনতা:
এ রোগের কোনো স্থায়ী চিকিৎসা না থাকলেও বিশেষ পরিচর্যা ও চিকিৎসা দিয়ে শিশুকে কিছুদিন সুস্থ রাখা যায়। তবে এতে অভিভাবকদের কোনো দোষ নেই, কারণ এটি পুরোপুরি জিনঘটিত। সমাজের উচিত এই পরিবারটির পাশে থাকা এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া।

📌 সতর্কতা:
Ichthyosis রোগটি ছোঁয়াচে নয়। এটি অন্য কারও শরীরে ছড়ায় না। তাই এই রোগে আক্রান্ত শিশুকে সামাজিকভাবে বর্জন নয়, বরং ভালোবাসা ও সহানুভূতিতে আগলে রাখাটাই মানবিকতা।
#জিনগতরোগ #মানবিকতা #শিশুসেবা
আল্লাহ সবাইকে হেফাজত করুন

আমার ছোট ছেলে তাহবিদ হাসান এস, এস,সি তে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ০৫ (এ+) নিয়ে উত্তীর্ণ হয...
10/07/2025

আমার ছোট ছেলে তাহবিদ হাসান এস, এস,সি তে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ০৫ (এ+) নিয়ে উত্তীর্ণ হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।

09/07/2025

UK-তে ট্রিটমেন্ট নিয়ে রোগী কেন হতাশায়??!!


নারীদের একটি বড় সমস্যা পেটের ফ্যাট/চর্বি কমানো নিয়ে। বিশেষ করে বাচ্চা ডেলিভারির পরে অনেকেই জানতে চান কিভাবে এই অতিরিক্ত ...
08/07/2025

নারীদের একটি বড় সমস্যা পেটের ফ্যাট/চর্বি কমানো নিয়ে। বিশেষ করে বাচ্চা ডেলিভারির পরে অনেকেই জানতে চান কিভাবে এই অতিরিক্ত চর্বি কমানো সম্ভব। অনেকে বিশ্বাস করেন ডেলিভারির পর বেল্ট দেয়া হয় পেটের চর্বি কমানোর জন্য, যা সম্পূর্ণ ভুল। সঠিক খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ ছাড়া আর কোন কিছুই এক্ষেত্রে উপকারী নয়।


নতুন গবেষণায় দেখা গেছে, নিয়মিত উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শুধু ওজনই কমে না মস্তিষ্কেও আসে দারুণ পরিবর্তন। উপবাস...
06/07/2025

নতুন গবেষণায় দেখা গেছে, নিয়মিত উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শুধু ওজনই কমে না মস্তিষ্কেও আসে দারুণ পরিবর্তন। উপবাসের সময় পেটে বাড়ে উপকারী ব্যাকটেরিয়া, যা এমন কিছু উপাদান তৈরি করে, যেগুলো রক্তের মাধ্যমে মস্তিষ্কে গিয়ে নিয়ন্ত্রণ ক্ষমতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

Cesarean scar ectopic - সিজারের সেলাইয়ের স্থানেও একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। যদিও খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু এটি রোগ...
05/07/2025

Cesarean scar ectopic - সিজারের সেলাইয়ের স্থানেও একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। যদিও খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু এটি রোগীর জন্য একটি প্রান সংহারি অবস্থা।


Take care of weight!!!
05/07/2025

Take care of weight!!!

 #শুরু_থেকে_শেষ!!   শুরুতে ছিল টুইন প্রেগনেন্সি, একটি বেবি আট সপ্তাহে মিসক্যারেরেজ হয়ে যায়। সিজারিয়ান সেকশন এর সময় দেখ...
04/07/2025

#শুরু_থেকে_শেষ!!
শুরুতে ছিল টুইন প্রেগনেন্সি, একটি বেবি আট সপ্তাহে মিসক্যারেরেজ হয়ে যায়।
সিজারিয়ান সেকশন এর সময় দেখা গেল জরায়ু তে তিনটি ফাইব্রয়েড টিউমার। যদিও ঝুঁকি ছিল, তারপরও টিউমার গুলো অপসারণ করলাম পরবর্তীতে আরেকবার অপারেশন এর ঝুঁকি এড়াতে।।


 #চাহিদা_অনুযায়ী_প্রোডাক্ট!!!রোগীর হিস্ট্রি শুনে এবং সব ইনভেস্টিগেশন করে সবকিছুই যখন ভালো দেখলাম, তারপর তাকে কিছু ভিটামি...
03/07/2025

#চাহিদা_অনুযায়ী_প্রোডাক্ট!!!
রোগীর হিস্ট্রি শুনে এবং সব ইনভেস্টিগেশন করে সবকিছুই যখন ভালো দেখলাম, তারপর তাকে কিছু ভিটামিন দিলাম খুশি করার জন্য। এরপরে এই প্রেসক্রিপশনটা বের করে বলল মেডিসিনের ডাক্তার এই ওষুধগুলো দিয়েছে, একসাথে খেলে কোন অসুবিধা হবে কিনা।
যদিও এগুলো খেয়েই তিনি অসুস্থ হয়েছেন, কিন্তু এ কথা বললে আসলে তিনি কষ্ট পাবেন।
রোগীদের চাহিদা শুধুমাত্র ওষুধ। এজন্য এখন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো গাইডলাইনের মেডিসিন গুলোর চেয়ে প্লাসিবো টাইপের মেডিসিন গুলো বেশি প্রোডাকশন এবং মার্কেটিং করছে।
এমন অনেক উদাহরণ প্রায় প্রতিদিনই দেখছি 😐

আগের প্রেগনেন্সিতে সিজারিয়ান সেকশন থাকলেও এবার নরমাল ডেলিভারি ট্রাই করতে চেয়েছিলেন। পুরো প্রেগনেন্সিতে তেমন কোন সমস্যা...
30/06/2025

আগের প্রেগনেন্সিতে সিজারিয়ান সেকশন থাকলেও এবার নরমাল ডেলিভারি ট্রাই করতে চেয়েছিলেন। পুরো প্রেগনেন্সিতে তেমন কোন সমস্যা ছিল না বললেই চলে। কিন্তু ৩৭ সপ্তাহে এসে দেখা গেল জরায়ুর পূর্বের যে সেলাই ছিল(স্কার ঠিকনেস) তা পাতলা হয়ে গিয়েছে। এসব ক্ষেত্রে লেবার পেইন শুরু হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
সাধারণত সিজারিয়ান সেকশনের পরে ইনফেকশন হলে অথবা পূর্বের সিজারিয়ান সেকশনটি ভালোভাবে না হয়ে থাকলে এমন হবার সম্ভাবনা থাকে।


#নরমালডেলিভারি

Address

Kalabaga

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00

Telephone

+8801777764800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evidence Based ob-gynae posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share