Prof.Ummul Nusrat with Evidence Based ob-gynae

Prof.Ummul Nusrat with Evidence Based ob-gynae Prof.Dr. Ummul Nusrat
MBBS, FCPS, MRCOG(UK)
Senior Consultant, BRB Hospitals Ltd.
20+ years Ob-Gynae experience in BD & KSA.

এই বাবুটির মা এসেছিলেন মাদারীপুর থেকে। তার প্রথম প্রেগনেন্সিতে যথাসময়ে নরমাল ডেলিভারির ব্যাথা উঠেছিল। এরপর তিনি ভর্তি হ...
08/12/2025

এই বাবুটির মা এসেছিলেন মাদারীপুর থেকে। তার প্রথম প্রেগনেন্সিতে যথাসময়ে নরমাল ডেলিভারির ব্যাথা উঠেছিল। এরপর তিনি ভর্তি হন একটি স্থানীয় হসপিটালে। সারাদিনেও লেবার প্রগ্রেস হয়নি এবং জরায়ুর মুখ খোলেনি। পরদিন বিশেষজ্ঞ চিকিৎসক এসে তার সিজার করেন। কিন্তু ডেলিভারির পর থেকেই বাচ্চা আর সেভাবে কান্না করেনি, এরপর ইন্টেন্সিভ কেয়ারে থেকে চার দিনের মাথায় বাবুটি মারা যায়।
এ ঘটনার নয় মাসের মাথায় তিনি আবার প্রেগনেন্ট হন। এবার আর ভুল যাতে না হয় তিনি নিজেই প্রেগনেন্সির ৩৭ সপ্তাহ কমপ্লিট করে সরাসরি বিআরবি হসপিটালে এসে সিজারের জন্য ভর্তি হয়ে যান।
এই ধরনের ঘটনাগুলো প্রায়ই শুনে থাকি। প্রকৃতপক্ষে নরমাল ডেলিভারি করার জন্য এক্সপার্ট স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং ইন্সট্রুমেন্ট আমাদের দেশের খুব অল্প কিছু প্রতিষ্ঠানেই আছে।
নরমাল ডেলিভারি হবার জন্য যেমন কোন কিছুই দরকার হয় না (অনেকেই নাকি ফিজিওথেরাপি, স্কোয়াটিং, আনারস, খেজুর খাওয়ার চর্চা করে থাকে!!),আবার নরমাল ডেলিভারি কখন এবনরমাল দিকে যাবে এটা বোঝার জন্য বিশেষ ব্যবস্থারও দরকার আছে।

প্রেগন্যান্সিতে   (প্রসাবের ইনফেকশন) /  এর ঝুঁকি 🤰⚠️1️⃣ প্রি-টার্ম লেবার বা আগাম প্রসব করাতে পারে।2️⃣ বেবির ওজন কম হওয়া...
07/12/2025

প্রেগন্যান্সিতে (প্রসাবের ইনফেকশন) / এর ঝুঁকি 🤰⚠️

1️⃣ প্রি-টার্ম লেবার বা আগাম প্রসব করাতে পারে।
2️⃣ বেবির ওজন কম হওয়ার ঝুঁকি বাড়ায়।
3️⃣ কিডনি ইনফেকশন (পাইলোনেফ্রাইটিস) হওয়ার সম্ভাবনা থাকে।
4️⃣ Recurrent UTI বা বার বার ইনফেকশন হবার ঝুঁকি থাকে।
5️⃣ চিকিৎসা না করলে সেপসিস (ইনফেকশন যখন রক্তে ছড়িয়ে যায়) পর্যন্ত হতে পারে।
6️⃣ অস্বস্তি তৈরি করে—জ্বালা, বারবার প্রস্রাবের চাপ, ব্যথা ইত্যাদি।

💡 টিপ: দ্রুত শনাক্তকরণ এবং প্রেগন্যান্সি-সেফ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা খুব জরুরি।

☠️👾💥 বাংলাদেশ ফ্রড, দূর্নীতিবাজদের দেশ। এটা ভালো, সরল মানুষেদের জন্য ভয়ংকর স্থান। আমি জানতে পারলাম আমার নাম এবং ছবি ব্যা...
06/12/2025

☠️👾💥
বাংলাদেশ ফ্রড, দূর্নীতিবাজদের দেশ। এটা ভালো, সরল মানুষেদের জন্য ভয়ংকর স্থান। আমি জানতে পারলাম আমার নাম এবং ছবি ব্যাবহার করে কিছু ফেক ফেসবুক আইডি অনেকের কাছে ছবি এবং ভিডিও চাচ্ছে। প্লিজ এই ID দেখলে রিপোর্ট করে দিবেন। এবং কোন অবস্থাতেই নিজের পারসোনাল ছবি শেয়ার করবেন না।

ডাক্তার মা মানেই বাড়তি সতর্কতা। কারন ডাক্তাররা নিজেদের প্রতি থাকে উদাসীন। তাই যেকোনো জটিলতা হবার চান্স ও এখানে বেশি। সবক...
06/12/2025

ডাক্তার মা মানেই বাড়তি সতর্কতা। কারন ডাক্তাররা নিজেদের প্রতি থাকে উদাসীন। তাই যেকোনো জটিলতা হবার চান্স ও এখানে বেশি। সবকিছু পেরিয়ে ২ বছরের ব্যাবধানে এই ডাক্তার মায়ের দুই বাচ্চার সিজার ভালো ভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ। 💖

05/12/2025

সফলতা তো কুরআনেই আছে...

তুমি সফলতা খুঁজছো আকাশচুম্বী ভবনে,
মরিচিকাভরা ক্যারিয়ারে,
অথবা অন্য কারো বাহবা-ভরা কথায়।
কিন্তু সফলতা তো আছে সেই আয়াতে—
"قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ"
“নিশ্চয়ই সে সফল, যে নিজেকে পবিত্র করে” (সূরা আল-আ'লা: ১৪)।

তুমি ভাবছো সফলতা মানে বড় চাকরি, গাড়ি, ব্র্যান্ডেড জামা।
কিন্তু রাসূল (সা.) বলেছিলেন,
"ليس الغنى عن كثرة العرض، ولكن الغنى غنى النفس"
“ধন-সম্পদের প্রাচুর্য নয়, আসল ধনী সে, যার অন্তর পরিপূর্ণ” (বুখারি, মুসলিম)।

সংগৃহিত।

04/12/2025
04/12/2025


নরমাল ডেলিভারি করতে গিয়ে শিশু মৃত্যুর একটি অন্যতম কারণ অযাচিতভাবে কৃত্রিম লেবার পেইন উঠানো। তাই এ ব্যাপারে সচেতনতা জরুরি।
যেসব মায়েদের জন্য লেবার ইন্ডাকশন ঝুঁকিপূর্ণ হতে পারে:
১. আগে সিজারিয়ান বা জরায়ুর অস্ত্রোপচার করানো হয়েছে
যেমন: আগের সিজারিয়ান (বিশেষ করে ক্লাসিকাল টাইপ), মায়োমেকটমি ইত্যাদি।
ঝুঁকি: জরায়ু ফেটে যাওয়ার আশঙ্কা বেশি, বিশেষ করে ওষুধ দিয়ে সংকোচন শুরু করলে।
২. জরায়ুর মুখ অপরিণত (কম Bishop স্কোর)
ঝুঁকি: ইন্ডাকশন ব্যর্থ হওয়া, দীর্ঘ প্রসব, সিজারিয়ানের প্রয়োজন পড়তে পারে।
৩. গর্ভের বাচ্চা দুর্বল বা জটিলতায় আক্রান্ত
যেমন: IUGR (বাচ্চার স্বাভাবিকের চেয়ে ছোট হওয়া), বাচ্চার পানি কম (অলিগোহাইড্র্যামনিওস), বা বাচ্চার হার্টবিট অস্বাভাবিক।
ঝুঁকি: প্রসব চলাকালে বাচ্চার অবস্থার অবনতি হতে পারে।
৪. যমজ বা একাধিক বাচ্চা
ঝুঁকি: বাচ্চার অবস্থান ঠিক না থাকা, কর্ড প্রোলাপ্স, প্রসবকালীন জটিলতা।
৫. অনেকবার প্রসব হয়েছে (গ্র্যান্ড মাল্টিপারা - ৫ বার বা তার বেশি)
ঝুঁকি: জরায়ুর অতিরিক্ত দুর্বলতা, রক্তক্ষরণ, জরায়ু ফেটে যাওয়া।
৬. মায়ের অন্যান্য শারীরিক রোগ রয়েছে
যেমন: প্রি-এক্ল্যাম্পসিয়া, ডায়াবেটিস, হৃদরোগ।
ঝুঁকি: প্রসবকালীন বা ইন্ডাকশনের ওষুধ সহ্য না করার সম্ভাবনা।
৭. বাচ্চার অবস্থান অস্বাভাবিক
যেমন: ব্রিচ, ট্রান্সভার্স লাই, বাচ্চার মাথা এনগেজ না থাক।
ঝুঁকি: স্বাভাবিক প্রসব ব্যর্থ, কর্ড প্রোলাপ্স।
৮. অতিরিক্ত বা খুব কম ওজনের বাচ্চা
ঝুঁকি: বাচ্চার অবস্থান সমস্যা, কর্ড সমস্যা বা প্লাসেন্টার জটিলতা।
৯. বাচ্চার মাথা ও মায়ের পেলভিসের আকার অসামঞ্জস্য (CPD সন্দেহ)
ঝুঁকি: স্বাভাবিক প্রসব সম্ভব না হওয়া।
এইসব ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, সঠিক মূল্যায়ন এবং পরিপূর্ণ সম্মতি নিয়ে ইন্ডাকশন শুরু করা উচিত।
প্রতিটি জীবন মূল্যবান 💖

04/12/2025

03/12/2025

#আপনার_প্রশ্ন : প্রথম বাচ্চা ডেলিভারির সময় প্রসবপথ ছিঁড়ে গেছে, পরবর্তী ডেলিভারিতে রিপেয়ার করা যাবে কিনা?

 . একটি প্রেগনেন্সিতে কত কমপ্লিকেসন্স থাকতে পারে তার একটি উদাহরণ এই প্রেগনেন্সি টি হতে পারে। প্রথম বাচ্চা মিসক্যারেজের প...
02/12/2025

.
একটি প্রেগনেন্সিতে কত কমপ্লিকেসন্স থাকতে পারে তার একটি উদাহরণ এই প্রেগনেন্সি টি হতে পারে। প্রথম বাচ্চা মিসক্যারেজের পর দ্বিতীয়বার যখন কনসসিভ করেন যখন তার বয়স প্রায় ৩২ বছর। কনসিভ এর আগের থেকেই ডায়াবেটিস ছিল( ), ইনসুলিন নিতেন। কনসিভের সাথে সাথে সুগারের মাত্রা আরো বেড়ে যায়। এরসাথে ছিল হাইপো থাইরয়েডিজম( ) এবং ওবেসিটি। এর মধ্যে দেখা গেল বাচ্চার ওজন আর বাড়ছে না( ), আ্যাম্নিয়টিক ফ্লুইড বা পানির পরিমাণ মাত্র ১.৯( )। এতকিছুর পরেও আরো ভয়ংকর কিছু যেন অপেক্ষা করছিল। হটাৎ করেই তার প্রেসার বেড়ে গেল, সাথে মাথা ব্যাথা এবং ইউরিনের প্রোটিন। সবকিছু ইমপেন্ডিং একলাম্পশিয়ার( ) লক্ষণ, যেখানে মুহূর্তের মধ্যে প্রেগনেন্ট মায়ের খিচুনি উঠে মা এবং বাচ্চার জীবন সংশয় হতে পারে। এমতাবস্থায় সিজারিয়ান সেকশন করে ১.৫ কেজি ওজনের IUGR বেবি ডেলিভারি করা হয়। ডেলিভারির পর বাচ্চাটি অক্সিজেন সাপোর্টে কিছুদিন থাকার পর স্টেবল হয়। আলহামদুলিল্লাহ ❤️

অনেক সময় দেখা যায় গর্ভস্ত বাচ্চার ওজন নরমালের চেয়ে বেশি, এই অবস্থা কে মেক্রোসমিয়া বলা হয়। এক্ষেত্রে বেবির ওজন প্রায় ...
01/12/2025

অনেক সময় দেখা যায় গর্ভস্ত বাচ্চার ওজন নরমালের চেয়ে বেশি, এই অবস্থা কে মেক্রোসমিয়া বলা হয়।
এক্ষেত্রে বেবির ওজন প্রায় ৪ কেজি বা এর বেশি হয়।

মায়ের জন্য ডেলিভারির সময় ঝুঁকি:

বড় টিয়ার (ছিঁড়ে যাওয়া)

বেশি রক্তক্ষরণ

সিজারিয়ান সেকশন এর সম্ভাবনা

বাচ্চার জন্য ডেলিভারির সময় ঝুঁকি:

শোল্ডার আটকে যাওয়া (Shoulder dystocia)

নার্ভ ইনজুরি

জন্মের পর আইসিইউতে ভর্তি হওয়ার প্রয়োজন

ম্যাক্রোসোমিয়ার কারণ:

আগের বেবির ওজন বেশি থাকলে।

ডায়াবেটিস (গর্ভকালীন বা আগে থেকেই)।

স্থূলতা (Obesity)

প্রেগন্যান্সিতে অতিরিক্ত ওজন বৃদ্ধি

ডিউ ডেট পার হয়ে যাওয়া (post-term pregnancy)

আপনি কী করবেন?

প্রেগন্যান্সিতে সঠিক মাত্রার ওজন বৃদ্ধি

ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাঝারি মাত্রার ব্যায়াম

ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা

আনারস আর পেপে নিয়ে যত ভয়!! আসলে কোন খাবার গুলো প্রেগনেন্সিতে এভয়েড করতে হবে 👍
01/12/2025

আনারস আর পেপে নিয়ে যত ভয়!! আসলে কোন খাবার গুলো প্রেগনেন্সিতে এভয়েড করতে হবে 👍

Address

BRB Hospitals Ltd, Panthapath, Dhaka. , Dhaka Central International Medical College, Shamoly, Dhaka
Dhaka

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00

Telephone

+8801777764800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof.Ummul Nusrat with Evidence Based ob-gynae posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram