30/12/2025
“কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা ভালো করার স্থায়ী সমাধান হলো খাদ্যাভ্যাস ঠিক করা—বিশেষ করে ফাইবারসমৃদ্ধ খাবার ও শাকসবজি খাওয়া।”
আর একটু ব্যাখ্যা যোগ করলে—
আঁশযুক্ত খাবার (শাকসবজি, ফল, লাল চাল, আটা)
পর্যাপ্ত পানি পান
নিয়মিত সময়ে পায়খানার অভ্যাস
নিয়মিত হালকা ব্যায়াম
# # ল্যাক্সেটিভ ওষুধ সাময়িক আরাম দেয়, কিন্তু ফাইবারই দীর্ঘমেয়াদি সমাধান।