New Modern Eye Hospital

New Modern Eye Hospital Contact This Number In Office Hour
01782321793
01782322794, 01310101926

14/11/2024
সুখবর!                সুখবর!!               সুখবর!!!
02/10/2024

সুখবর! সুখবর!! সুখবর!!!

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি?
25/05/2024

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি?

কি ভাবে বুঝবেন আপনার চোখে ছানি হয়েছে ?১. চশমা দিয়েও যখন আপনি ঘোলা ও অস্পষ্ট দেখতে পাবেন। ২. রঙিন কোনো কিছু বিবর্ণ বা হলু...
24/05/2024

কি ভাবে বুঝবেন আপনার চোখে ছানি হয়েছে ?
১. চশমা দিয়েও যখন আপনি ঘোলা ও অস্পষ্ট দেখতে পাবেন।
২. রঙিন কোনো কিছু বিবর্ণ বা হলুদ দেখবেন।
৩. দৈনন্দিন কাজ করতে অসুবিধা।
৪. ডাবল ভিশন বা কোনো কিছু দুইটা করে দেখা।
৫. লাইট এর চারপাশে বৃত্তের মতো দেখা।
ছানি অপারেশন বা চোখের যেকোনো চিকিৎসার জন্য যোগাযোগ করুন : 01310101926.

নিয়োগ বিজ্ঞপ্তি!!!  নিয়োগ বিজ্ঞপ্তি!!!!
20/05/2024

নিয়োগ বিজ্ঞপ্তি!!! নিয়োগ বিজ্ঞপ্তি!!!!

19/05/2024

নিয়োগ বিজ্ঞপ্তি !!!!! নিয়োগ বিজ্ঞপ্তি !!!!!! নিয়োগ বিজ্ঞপ্তি

প্রচারম্যান আবশ্যকনিয়োগ বিজ্ঞপ্তি !!!!! নিয়োগ বিজ্ঞপ্তি !!!!!! নিয়োগ বিজ্ঞপ্তি
16/04/2024

প্রচারম্যান আবশ্যক

নিয়োগ বিজ্ঞপ্তি !!!!! নিয়োগ বিজ্ঞপ্তি !!!!!! নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি !!!!! নিয়োগ বিজ্ঞপ্তি !!!!!! নিয়োগ বিজ্ঞপ্তি

10/04/2024

আমাদের চোখের প্রায় ৭৫ শতাংশই পানি। এই পানি শুকিয়ে গেলে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। তেমন একটি সমস্যার নাম ড্রাই আই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের পানির উৎপাদন কমে যায়। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ড্রাই আইয়ের প্রবণতা বেশি দেখা যায়।
ড্রাই আইয়ের কারণঃ
১. যাঁরা বেশি সময় কম্পিউটারে কাজ করেন বা টিভি দেখেন, ভিডিও গেম খেলেন, তাঁদের অনেকেরই ড্রাই আইয়ের সমস্যা হয়।
২. এসি বা ফ্যানের সরাসরি বাতাস, ঘরে আর্দ্রতা কম থাকা, শুষ্ক জলবায়ু ও বায়ু দূষণের কারণেও ড্রাই আই হতে পারে।
৩. ডায়াবেটিস, জোগ্রেন সিনড্রোম ও অ্যালার্জিক কনজাংটিভাইটিসের মতো পরিস্থিতিও চোখের শুষ্কতার জন্য দায়ী।
লক্ষণঃ

১. চোখে চুলকানি ও জ্বালাপোড়া করা।
২.চোখ থেকে ক্রমাগত পানি ঝরা।
৩.রাতে গাড়ি চালানোর সময় কিংবা হাটার সময় অসুবিধা হওয়া।
৪. আলোর প্রতি সংবেদনশীলতা।
৫. চোখ ঘোলাটে হয়ে যাওয়া।
৬. লালচে চোখ স্বাভাবিক হয়ে যায়।
৭. ক্লান্তির অনুভূতি দূর হয় না।
চোখে শুষ্কতা থেকে দূর থাকতে যা করণীয়ঃ

#লক্ষণ দেখে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
# কাজের ফাঁকে বিরতি নিয়ে অর্থাৎ অন্তত ২০ মিনিট পর স্ক্রিন থেকে চোখ তুলে অন্যদিকে কিছুক্ষণ তাকান।
# আবার যখন দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকাবেন তখন মাঝে বিরতি নিন। পাঁচ মিনিট চোখ বুজে থাকুন।চোখের যত্নে মনোযোগ দিন।
# চোখে তীব্র বাতাস বা এয়ারকন্ডিশনারের বাতাস লাগতে দেবেন না।
# বাইরে বেরুলে সানগ্লাস পড়ুন।
# মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরুন।
# খাদ্যাভ্যাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার বাড়ান।

31/03/2024

নিউ মডার্ন চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ইফতার ও দোয়ার মাহফিল

Address

93 West Dolairpar, Shympur
Dhaka
1204

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801782321793

Alerts

Be the first to know and let us send you an email when New Modern Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to New Modern Eye Hospital:

Share