Sunnah Zest

Sunnah Zest we spread a healing tradition rooted in Sunnah providing safe and effective
herbal products.

শুভকামনা রইল সকলের জন্য 💖🌿🌹🌳💖
23/07/2025

শুভকামনা রইল সকলের জন্য 💖🌿🌹🌳💖

💬আপনার শরীর কি মাঝে মাঝে হঠাৎ ব্যথায় কাহিল হয়ে পড়ে?হয়তো ঘাড় ব্যথা, হয়তো পিঠে টান…এমনকি ছোটখাটো ভুলে বা অভ্যাসেই তৈরি হয় ...
21/07/2025

💬
আপনার শরীর কি মাঝে মাঝে হঠাৎ ব্যথায় কাহিল হয়ে পড়ে?
হয়তো ঘাড় ব্যথা, হয়তো পিঠে টান…
এমনকি ছোটখাটো ভুলে বা অভ্যাসেই তৈরি হয় দীর্ঘস্থায়ী যন্ত্রণা।

🔍 চলুন জেনে নেই ব্যথার সাধারণ কিছু কারণ:
✅ পেশি টান, ভারি জিনিস তোলা
✅ স্নায়ুবিক চাপ বা সায়াটিকা
✅ বাত বা আর্থ্রাইটিস
✅ দীর্ঘ সময় এক ভঙ্গিতে থাকা
✅ প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি
✅ স্ট্রেস, টেনশন ও ঘুমের অভাব

⚠️ আর কিছু অভ্যাস প্রতিদিনের ব্যথার কারণ হতে পারে:
❌ খারাপ ভঙ্গিতে বসা
❌ অতিরিক্ত মোবাইল/স্ক্রিন টাইম
❌ পর্যাপ্ত পানি না খাওয়া
❌ ওজন বেড়ে যাওয়া
❌ ব্যায়াম না করা

---

🌿 তবে চিন্তা নয়!
ব্যথা কমাতে আপনার পাশে আছে প্রকৃতির এক ম্যাজিকাল সমাধান —

✨ Pain Off Herbal Oil

🟢 আল্লাহর দানকৃত প্রকৃতিক উপাদানে তৈরি
🟢 জয়েন্ট, পেশি, ঘাড়, কোমর, হাঁটু—সব ধরনের ব্যথায় দারুণ কার্যকর
🟢 অ্যাথ্রাইটিস, সায়াটিকা, নার্ভের ব্যথাতেও প্রমাণিত উপকারী
🟢 খাঁটি ব্ল্যাক সিড, আদা, মেনথল ও হারবাল তেলের মিশ্রণে প্রস্তুত

---

🎯 ব্যবহারবিধি:

ব্যথার জায়গায় সকালে ও রাতে মালিশ করুন

হালকা গরম পানিতে গোসলের আগে দিলে আরও উপকারী

নিয়মিত ব্যবহারে স্থায়ী উপশম সম্ভব ইনশাআল্লাহ

✅ আরো ভালো ফল পেতে:

হালকা ব্যায়াম করুন

প্রচুর পানি পান করুন

ঘুমের সময় সঠিক বালিশ ও বিছানা ব্যবহার করুন

---

🔚
💚 Pain Off Herbal Oil – যন্ত্রণা নয়, স্বস্তি ফিরে পাক প্রতিটি দিন।
📦 অর্ডার করতে ইনবক্স করুন এখনই!

🌿 Pain Off Herbal Oil 🌿স্থায়ী আরাম... প্রকৃতির ছোঁয়ায়!শরীরের যেকোনো জটিল ও কঠিন ব্যথা—হোক তা পুরনো আর্থ্রাইটিস, ঘাড়-কোমর...
16/07/2025

🌿 Pain Off Herbal Oil 🌿

স্থায়ী আরাম... প্রকৃতির ছোঁয়ায়!

শরীরের যেকোনো জটিল ও কঠিন ব্যথা—
হোক তা পুরনো আর্থ্রাইটিস, ঘাড়-কোমর টান, কিংবা হাঁটুর ব্যথা—
Pain Off Herbal Oil আপনাকে দিতে পারে প্রাকৃতিক ও কার্যকর মুক্তি।

🟩 শুধুমাত্র বাহ্যিক ব্যবহার — ১০টি দারুণ উপকারিতা:

✅ আর্থ্রাইটিস ও বাতের ব্যথায় কার্যকর
✅ ঘাড়, কাঁধ ও পিঠের ব্যথা কমায়
✅ হাঁটু ও জয়েন্টের জটিল ব্যথায় স্বস্তি দেয়
✅ মেরুদণ্ড ও কোমরের ব্যথায় ম্যাজিকের মতো কাজ করে
✅ চলাফেরায় কষ্ট হলে বা পেশিতে টান ধরলে দ্রুত আরাম দেয়
✅ পেশির জড়তা ও খিঁচ ধরা রোধ করে
✅ হাড় ও অস্থিমজ্জার গঠনকে সহায়তা করে ক্ষয় রোধ করে
✅ নার্ভের জটিলতা বা চাপ কমায়, স্নায়ু শান্ত করে
✅ রক্ত সঞ্চালন স্বাভাবিক করে ব্যথার জায়গায় আরাম দেয়
✅ প্রচণ্ড মাথাব্যথা ও অন্যান্য শরীরের ব্যথায় তাৎক্ষণিক উপশম দেয়

🧴 ব্যবহারবিধি:
ব্যথার স্থানে দিনে ২-৩ বার ভালোভাবে ম্যাসাজ করুন।
প্রয়োজনে হালকা গরম পানির সেঁক নিতে পারেন।

⚠️ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য
খাবেন না। চোখ বা কাটা/ফাটা স্থানে ব্যবহার করবেন না।

📦 এখনই অর্ডার করুন!ও বিস্তারিত জানতে কমেন্ট করুন 👈

#প্রাকৃতিক_ব্যথানাশক #ব্যথার_স্থায়ী_সমাধান #ম্যাসাজ_অয়েল

13/07/2025

বড় কোন দ্বায়িত্ব সামনে আসলে বোঝা যায় বাস্তবতা কত কঠিন 🥺🌳

বাস্তবতা  বড়ই  কঠিন!
10/07/2025

বাস্তবতা বড়ই কঠিন!

07/07/2025

জীবনের অনেকটা সময় ব্যায় করলাম কারো আপন হতে পারলাম না🥺

07/07/2025

আমি নতুন পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল 💖💖💖

“কর্তব্য সকলে যানে, পালন করে কজন!”👉 অর্থটা হলো—প্রত্যেকেই জানে নিজের দায়িত্ব কী, করণীয় কী, কিন্তু হাতে গোনা অল্প কিছু মা...
07/07/2025

“কর্তব্য সকলে যানে, পালন করে কজন!”

👉 অর্থটা হলো—
প্রত্যেকেই জানে নিজের দায়িত্ব কী, করণীয় কী, কিন্তু হাতে গোনা অল্প কিছু মানুষই আসলে তা ঠিকমতো পালন করে।

এটা আমাদের জীবনের বাস্তবতা—

দায়িত্বজ্ঞান থাকলেও আলসেমি করি।

কর্তব্য বুঝলেও এড়িয়ে চলি।

নিজের সুবিধা আগে ভাবি।

সময়মতো কাজ না করলে ক্ষতি হয় নিজেরই।

সত্যিই তাই, কর্তব্য পালন না করলে— ✅ নিজের ব্যক্তিত্বের ক্ষয় হয়।
✅ বিশ্বাসযোগ্যতা হারায়।
✅ সম্পর্ক নষ্ট হয়।
✅ সমাজে সম্মান কমে যায়।

চাইলে এটাকে অনুপ্রেরণার বাক্য হিসেবেও ব্যবহার করতে পারো:

🌿 কর্তব্য পালনই আসল মানুষ হওয়া— সবাই জানে, কিন্তু করে ক’জন? তুমিই হও সেই ব্যতিক্রম।

কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন ধাপ—বিজ্ঞান ও সাইকোলজির ভাষায়, শুরু করার সাহসী সিদ্ধান্তটাই হলো পুরো কাজের ৫০%। এরপর ৩০...
03/07/2025

কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন ধাপ—বিজ্ঞান ও সাইকোলজির ভাষায়, শুরু করার সাহসী সিদ্ধান্তটাই হলো পুরো কাজের ৫০%। এরপর ৩০% নির্ভর করে ধারাবাহিকতা ও অভ্যাসের উপর, আর বাকি ২০% হলো পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস। যখন আপনি কাজের প্রথম পদক্ষেপ নেন, তখনই মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় যা উদ্দীপনা ও আত্মতৃপ্তি সৃষ্টি করে। এতে ভয় বা দ্বিধা কমে যায় এবং কাজ সহজ মনে হয়। সাইকোলজিক্যাল "action paralysis" কাটিয়ে উঠতেই সবচেয়ে দরকার সাহস করে মাঠে নামা—কারণ একবার শুরু করলে মানসিক বাধাগুলো আপনাআপনি দূর হয়ে যায়। শুরু মানেই অর্ধেক জয়।

off 🌿🌳☘️

Address

Godaun Road.1/4 Chakmamrojpur Gaibandha.

5750

Website

https://www.youtube.com/channel/UClKMV03CUq4HuqJRCl7zXvQ

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Zest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram